![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ক্রিকেট অংগনের সকলের কাছ অনুরোধ, আর দূই একটা প্লেয়ার আশরাফুলের মত আগে তৈরী করেন তারপর তাকে বিতর্কীত করে সকলের মাঝে উন্মুক্ত করে দিন ফ্রীতে যে যত পারে মন্তব্য করবে । আজ শুধু মন্তব্য শুনতে শুনতে গেল । কেউ একটা পজিটিভ কথা বললো না । উত্তরনের উপায়ও বললো না । বাংলাদেশের সকলের কি কোন দ্বায়ীত্ব নাই । আমাদের সকলের জন্য বার বার মাঠে নেমেছিল । আপনারা কোন না কোন মূহুতর্ে ছেলেটার উপর নির্ভর করেন নাই যখন কোন খেলায় বাংলাদেশ বিজয়ের দ্বারপ্রান্তে থাকে বা ছিলো । তবে আজ কেন তার কেজি স্কুলের প্রন্সিপ্যাল সেজে বসেছেন ? আগে সবাই মিলে বেকুবটার পাশে দাড়ান । প্রথমআলোর কাছে আশরাফুল কি বলেছে আর প্রথমআলো কি বুঝেছে সেটা নিয়ে নাচানাচি করলে কাজ হবে না । আইসিসির কাছে কি বলবে সেটাই মূল্যবান । খবর লইয়া দেখেন প্রথমআলো যেই পচিশ লক্ষ টাকার গল্প আপনাদের শুনিয়েছে সেথান থেকে হয়তোবা অর্ধেক এই রিপর্োটটা করার জন্য সর্াবভৌম উন্নয়নমূলক চার্জ বাবদ দিয়ে দিতে হয়েছে । ১৯৯০ দশকে ভারতের এক খেলয়ার শচীন টেন্ডুলকার এবং কপিল দেবের বিরুদ্ধ এমনই অভিযোগের কাণি আঙ্গুল তুলেছিলো । তখন ভারত সরকার এবং বিসিসিআই তাদের পাশে । তখন মিডিয়াও এত বাড়াবাড়ি করতে পারে নাই । আজ যদি ছেলেটির পাশে সরকারের প্রতিনিধী, বিসিসিবি না দাড়ায় তবে স্থানীয় প্রথম উজ্জ্বল আলোরা যে ছেলেটির ক্রিকেটের জীবনে মৃদূ মৃদূ আলোর বিচ্ছুরণে ফিকে করে লঘু, চপল, সুসাধ্য, সুবহ ভাবে অসহনীয় করে তুলতে পারে ।আর বহিঃবিশ্বের সর্বপ্রথম উজ্জল আলো বিতরণকারীরাতো চাইবেই ছেলেটির ক্রিকেট জীবনের আলো চীরকালের জন্য আলোকহীন হয়ে পড়ুক সেই সাথে বাংলাদেশ নামের একটি দেশ যারা ওয়র্াল্ড কাপ-এ অংশ গ্রহন করে তারাও যেন নিষ্প্রদীপ হয়ে যায় ।
বিঃদ্রঃ কারো উদ্দ্যেশ্যে কথাগুলি বলা নয় ।
২| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:১২
আমি ভালোমানুষ বলেছেন: ১০০% সহমত, আর দূই একটা প্লেয়ার আশরাফুলের মত আগে তৈরী করেন তারপর তাকে বিতর্কীত করে সকলের মাঝে উন্মুক্ত করে দিন ফ্রীতে যে যত পারে মন্তব্য করবে
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৩ রাত ১০:৩৫
লিঙ্কনহুসাইন বলেছেন: আশরাফুল কিছু বলছেনা কেন ? তাহলে কি ভেবে নিবো নিরবতাই সম্মতির লক্ষণ ।