![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ‘চুদুর বুদুর' চলতো ন। *****-এর দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে ।
যদি আমাদের সমাজের মধ্যে সমাজিক শিক্ষার অপুর্ণতা থাকিয়া থাকে তবে আমাদের সকলের মাধ্যমেই কম বেশী ফুটিয়া উঠিবে । সমাজিক নিয়মের বাহিরে যাইয়া যখন কারো দ্বারা সামাজিক শিক্ষার অপুর্ণতায় ভরা আচার আচরনে প্রকাশ পায় তবে সেটা তার সামাজিক শিক্ষার পারিবারিক অংশের অপুর্নতার এবং কিছুটা আঞ্চলিকতায় ভরা ধরিয়া লওয়া যাইতে পারে । তাই বলিয়া এমন ভাষার ব্যাবহার সংসদে দাড়াইয়া একজন সংসদ সদস্যের পক্ষে সংসদ তথা একটি সংসদীয় সরকারের প্রতি কটাক্ষ করিয়া উচ্চারিত হওয়াকে সহজ ভাবে মানিয়া লওয়া যায় না । কথা বলার সময় অঞ্চলিকতার টান চলিয়া আসিবে কিন্তু সেই ভাষার ব্যাবহার সংসদে হওয়া উচিত না । অনেককে তালেবানদের সুরে সুর মিলিয়ে বলতে শুনি সংসদে, সরকারে, সরকারের বাহিরে ক্ষমতার কেন্দ্রে মহিলা প্রধান থাকার কারনে মহিলারা এতটা উগ্রতা প্রদর্শন করিতে উদ্যত হইতেছে । তাছাড়া একটি মুসলিম প্রধান দেশে কেন এমন দিন দেখিতে হইতেছে । মহিলা কিংবা পুরুষ যেই হোক কোন একটি সন্মানিত চেয়ারের আসন গ্রহনের পর তিনি আর মহিলা পুরুষ, হিন্দু মুসলমান কিছুই থাকেন না । পূবর্ে কোনদিন মহিলা প্রধান আর পুরুষ প্রধান বিবেচনার প্রয়োজন পরে নাই কিন্তু এখন সংসদে মহিলা এমপির আচার আচরন আর ভাষার ব্যাবহারের কারনে সমাজিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে জোরপূর্বক ভাবতে বাধ্য করা হইতেছে । আমাদের দেশ ও সমাজ মহিলাদের প্রাপ্য সন্মান দিতে জানে । আমাদের পুরুষ মহিলা আলাদা করিয়া ভাববার প্রয়োজন নাই । সাড়া পৃথিবীতে পুরুষ শত শত বৎসর রাজত্ব করিয়াছে, সেই বিবেচনায় তাদেরকে তিরষ্কার করিবার পন্থা বা পদ্ধতি যদি এমন হয় তবে অবশ্যই সেটা হবে ভিষন ভাবে দূঃখজনক এবং স্বার্থপর পুরূষদের চোঁখে আঙ্গুল দিয়ে পুনরায় জাগ্রত করার ন্যয় । এখানে একটা বিষয় বিবেচনায় আনা উচিৎ যে, আমরা মহিলা প্রধান সমাজ ব্যবস্থা স্বইচ্ছায় করি নাই । নিয়তির কারনে করতে হয়েছে । যদি আমাদের দেশের প্রধান প্রধান রাজনৈতিক পরিবারগুলি ৭০/৮০ দশকে পুরুষ শুন্য না হইত তবে হয়তো আমাদের দেশের পুরুষ শ্বাসিত সমাজ নারী নেত্রীত্বের প্রতি এত উদারতা দেখাইয়া অগ্রসর হইত না । একটা হলুদ কার্ড প্রদর্শন স্বরূপ আমাদের আশা করতে অসুবিধা নাই যে, একজন দূইজন সংসদ সদস্যার কারনে নারী প্রধান রাজনৈতিক ব্যবস্থার প্রতি কেউ আঙ্গুল তুলুক ।
সাংসদ মহোদয়ের এমন ভাষার ব্যাবহারে অনেককেই আমি মর্মাহত হতে দেখেছি ।
২| ১০ ই জুন, ২০১৩ রাত ১১:৫১
ঢাকার কুতুব বলেছেন: যেরকম দল, সেরকম তার সাংসদ; এদের কাছ থেকে এরচেয়ে ভাল কিছু আশা করা ভুল।
৩| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৮
সুপারনোভা বলেছেন: চুদুর-বুদুর ফেণী-চিটাগং অঞ্চলের ভাষা ... ইংরেজীতে যেটা হাংকি-পাংকি বলে .... এটা অশ্লীল কিছু না ...
যারা এটাকে অশ্লীল বলে প্রচার করছে তারা একটি ভাষা গোষ্ঠীর মানুষকে অপমসান করছে।
৪| ১১ ই জুন, ২০১৩ রাত ১:৪৮
মাহবুব সোহেল বলেছেন: যারা বলেন চুদূরবুদূর শব্দটি অশ্লীল কিছু না তাদেরকে বলবো "চুদূরবুদূর" শব্দটিকে বাংলা ব্যাকরনের নিয়মে সন্ধিবিচ্ছেদ করে দেখান ।
একটা সন্ধি বিচ্ছেদ আমার পরিচিত বাংলায় লেটার পাওয়া এক সহকমর্ীর মাধ্যমে দাড় করিয়েছি । সঠিক হয়েছে কিনা বলতে পারবো না ১) চুদ + উর = চুদূর
(ক) চুদ + (খ) উর = (ক+খ) চুদূর
২) বুদ + উর = বুদূর
(ক) বুদ + (খ) উর = (ক+খ) বুদূর
"তত্তাবধায়ক সরকার নিয়ে চুদূর বুদূর চলতনা" কথার সমষ্টিগত noun: অর্থ, মর্মার্থ বা তাৎপর্য দাড়ায় তত্তাবধায়ক সরকার ইস্যুতে ১-এর (ক) অংশ সম্পাদন করিয়া ১-এর (খ) অংশ সম্পাদনে উদ্দ্যোত অতঃপর অনমনীয় পানীয় পান করিয়া ২-এর (ক) অংশে পরিনত হইয়া ২-এর (খ) অংশ সম্পাদনে উদ্দ্যোত হইয়া যাওয়া চলিবে না । অনুগ্রহপূর্বক এইবার বিবেচনা করুন কথা অশ্লীল ভাব প্রকাশ করে কি না ।
৫| ১১ ই জুন, ২০১৩ রাত ১:৫৬
ইকবাল পারভেজ বলেছেন: ওরে দালাল এখন চুদুর বুদুর খুব খারাপ শব্দ তাই আর নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দরকার নাই, হাসিনার অধীনেই নির্বাচন????
সংসদের ভিতরে আর বাওরে হাসিনার ও তার দলের অন্য নেতাদের খিস্তি কি তোরা শুনছ নাই, না-কি তখন তোদের কানে সোনা যায় না??
৬| ১১ ই জুন, ২০১৩ রাত ২:০৮
স্বাধীন শোয়েব বলেছেন: আমাদের বিরোধীদলীয় নেতা বীরাঙ্গনা। কে যেন বলছিল।
৭| ১১ ই জুন, ২০১৩ রাত ৩:২৯
মাহবুব সোহেল বলেছেন: নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে কি হবে না সেই বিতকর্ে না হয় নাইবা গেলাম । এই অশ্লীল বক্তব্য অন্য বিষয় নিয়া আলোচনা করিতে যাইয়া দেয়া যেত তাই বলে সরকার পদ্ধতি পরিবর্তন হবে কি হবে না তাহা আলোচনার মূল বিষয় নয় । অশ্লীল বক্তব্য প্রদান করা লইয়া আলোচনা সীমাবদ্ধ থাকলে ভাল হয় ।
৮| ১১ ই জুন, ২০১৩ রাত ৩:৪৪
কাজী মামুনহোসেন বলেছেন: হুমম, ভদ্রমহিলার কথা শুনে আমি বিব্রত হয়েছি।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ রাত ১১:২৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম