![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এশিয়া মহাদেশের দ্রুত উন্নয়নশীল দেশের উন্নয়নের স্বাভাবিক গতি মন্থর করিয়া দিতে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলিতেছে । পদ্মাসেতু আর জিএসপি ইস্যূতে নিজেদের(আওয়ামীলীগ আর বিএনপি) মধ্যে কমড়া কামড়ি লাগিয়ে দিচ্ছে । এইটা অনুভব করার কেউ নাই । দেশী বিদেশী সবাইতো আর আমাদের দেশের মঙ্গল চায় না । শুনেছি বছরে শত শত কোটি কোটি টাকা ইনভেষ্ট হয় শুধু মাত্র দেশের মধ্যে অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য । যারা এই ধান্ধায় থাকে প্রতি পাঁচ বৎসর পর পর একবার তাদের জন্য সুবর্ণ সুযোগ আসে এবং নিকট ভবিষ্যতে তাদের সেই সুযোগ আবার আসিতেছে । এবার আমাদের সকলকে অবশ্যই সতর্ক থাকিতে হইবে যাতে কেউ সেই সুযোগটি নিতে না পার । অদৃশ্য সেই সকল রোবটিক হ্যান্ডের মুভমেন্টের কারনে আমাদের দেশের সাধারন জনগনেরই ভোগান্তি বাড়ে । তাদের ভয়ে ব্যাবসায়ীরা যে সকল চাউল গম নদীতে ফেলে দেয় পরবতর্িতে বাজারে আটার দাম আর চাউলের দাম কেজিতে ১৫/২০ টাকা বাড়িয়ে দিয়ে আমাদের নিকট হইতে লইয়া নিজেদের ক্ষতি পুরণ করে । সোয়াবিন তেল এক লাফে দাম বেড়ে যায় ৬০/৭০ টাকা যার কারনে বিডিয়ারের ন্যায্যমূল্যের বিক্রয়কেন্দ্র হইতে চাকুরীজীবি শ্রেণীদেরকে লাইনে দাড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী ক্রয় করতে হয়েছিল । সাধারন বাজার বা দোকান হইতে ক্রয় করিতে হইলে অতিরিক্ত ২৫/৩০% টাকা বেশী প্রয়োজন হইত । তখন চাকুরীজীবিরা মাছ মাংশ খাওয়ার কথা ভুলে গিয়েছিলো । অনেককে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে । এই কয়েকটা জিনিষ আমাদের দেশের গরীবদেরকে প্রত্যক্ষ ভাবে বিপদে ফেলে দেয় । আরও কত শত সমস্যার কথা নাহয় নাই বললাম কারন সেইগুলি সাথে গরীব শ্রেণীর কোন সম্পর্ক নাই ।
এত সব বিশৃঙ্খলার কারনে দেশের কোন একটি সেক্টরে স্বাভাবিক অবস্থা বজায় থাকে না । সব উলট পালট হইয়া যায় । পরবতর্ি সরকার(anonymous) ক্ষমতায় আসিলে এই উলট পালট অবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরাইয়া আনিতে তার বরাদ্দকৃত সময় পাঁচ বৎসর হইতে দেড় দূই বৎসর চলিয়া যায় । বাকী সময়ে তারা তাদের নিবর্াচনি অংগীকার পুরন করিতে হিমসিম খাইয়া যায় । তার মধ্যে যদি বিডিআর হত্যা, বঙ্গবন্ধু সেতুর ঋণ তুচ্ছ কারনে(যদিও আভ্যন্তরীন অনিয়ম দেখা তাদের ব্যাপার ছিলো না কারন আমরা যত টাকা ঋণ নিতাম ততটাকাই সুদ সহ পরিষোধ করিতাম) বাতিল হওয়া, রানা প্লাজা, হেফাজতে ইসলাম আর জিএসপি সুবিধা বাতিল হওয়ার মত কয়েকটা ঘটনা সেই উ'নাদের প্রত্যক্ষ বা পরোক্ষ আসিবর্াদে ঘটে এবং সেই সরকারকে মোকাবেলা করতে হয় তবে সেই সরকার কিভাবে চলতে পারে তার একটা ধারনা এইদেশ সম্পকর্ে ধারনা নাই বিদেশে বসবাস করে এমন একজনকে বিস্তারিত বুঝাইয়া দেওয়ার প্রয়োজন পরে না । সে সহজে অনুমান করিয়া লইতে পারিবে । এমন সংকটপূর্ন অবস্থায় দেশ পরিচালনা করিতে হয় । তার উপরে কত কি? বিদেশী ঠেলাতো ক্ষমতায় আরোহনের আখেরী পর্যায়ে আসা শুরু করে তার আগেতো নিজের দেশের বিরোধী দলকে(anonymous) সামলাইতে হবে । সেই চিন্তায় দেশ শাসন বাদ দিয়া খুজে খুজে বেড় করতে হয় কার কত ব্যক্তিগত দোষ ত্রুটি আছে ।উনিতো নামাজ পড়েন না । কি জানি খাইয়া ঘুম দেয় ১২ টা বাজে ঘুম থেকে উঠে । আরে হেয়তো ইন্ডিয়ার ফেন্সীডিল খায় । হের পোলায় যে আরেক বেটার বউ ভাগাইয়া লইয়া আইছে । আবার হুনছি হের পোলায় বলে ইহুদী বিয়া করছে । উনার ছেলেতো হিরোইন-কোকেইন ছাড়া কিছু বুঝে না । আরে হের পোলায় না মদ খাইয়া মাতলামী করছে । বিদেশি পুলিশ জরিমানা করছে । হের পোলায় চোর, এফবিআই বিদেশী ব্যাংকে টাকা পাইছে । হের পোলায় চুরি না করলে আমরিকায় লন্ডনে বাড়ি কিনছে কেমনে । ইত্যাদি ইত্যাদি ডাটা প্রোগ্রাম আকারে মাইন্ডের হার্ডডিস্কে সেইভ করে রাখতে হয় । পরে সংসদে কিংবা জনসভায় বক্তব্যের ফাকে ফাকে মাইন্ড থেকে ডাউনলোড করে বলতে হয় । দেশের বড় বড় রাজনৈতিক ব্যাক্তিত্ব তাদের নিজেদের পরিচয় ভুলে যান । একে অপরকে ব্যাক্তিগত পর্যায়ে ঘায়েল করার জন্য সরকারী প্রটোকল(protocol) বিলিন করে দেন । দলের প্রধানদের প্রতিপক্ষকে ঘায়েল করার এমন মনভাবের প্রভাব সম্পুর্ণ দলের ভিতরে আরও অতিরিক্ত ঋনাত্বক মনভাবের সন্নিবেশ ঘটাইয়া তৃণমূল পর্যায়ে আক্রমন করিতে অগ্রসর হইতে থাকে । পরিনতি যেমনই হোক সুস্থ্য স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় থাকে না । আর সেই সুযোগটিই অদৃশ্য সেই সকল রোবটিক হ্যান্ডদের কাজে লাগায় । আমাদের সমস্যা আমরা নিজেরাই সমাধানের চেষ্টা করিলে এই ধরনের্র বালা মুসিবত আমাদের আক্রমন করিতে পারে না ।
যদিও দেশ পরিচালনার সাথে এই সকল ব্যাক্তিগত এবং পারিবারিক ইসূ্যগুলির প্রয়োজন পরে না । প্রত্যেকটা মানুষের একটা ব্যাক্তিগত এবং পারিবারিক জীবন আছে যেটা নিয়ে কোন সভ্য দেশের রাজনীতিবিদদের কখনো আলোচনা করতে দেখা যায় নাই । আমরাও সভ্য জাতী । আমাদের দেশের প্রধান ব্যাক্তিদেরকেও আমরা সকল কিছুর উর্ধে দেখতে চাই । উনাদের অনুপস্থিতিতে দেশের আগামী প্রজন্ম ১০০ বৎসর পরে উনাদের হাজার হাজার গুন বেশী শ্রুদ্ধাভরে স্বরন করবে ।
উভয় ক্ষেত্র সমালোচনায় ওজনদাঁড়ির সমতা বজায় রাখিতে আপ্রান চেষ্টা করিয়াছি ।
©somewhere in net ltd.