নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল ঢাকা বাংলাদেশ

মাহবুব সোহেল

আমি অত্যন্ত সাধারন একজন মানুষ এবং আমার সম্পকর্ে বলার মত কিছু নাই ।

মাহবুব সোহেল › বিস্তারিত পোস্টঃ

রেশমা খুব শীঘ্রই আত্মহত্বা করতে যাচ্ছে

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

বিরোধী দলীয় নেত্রীর আর্টক্যাল মাকর্া রাজনীতি করার কারনে সাড়া বাংলাদেশের রেশমাদের একমাত্র উপর্াজন ক্ষেত্রের জিএসপি সুবিধা বাতিল হলো তার পরেও তাদের রাজনীতি থেমে নেই; এখন উনারা রেশমার ব্যাক্তিগত সুবিধাও বাতিল করার জন্য আটিক্যাল লিখিয়েছেন ইহুদী বন্ধুর দ্বারা । 



হতাশার কথা হলো ঃ রেশমা মরে গেলেই ভাল হতো । না মরার কারনে আজ রেশমা বাংলাদেশের প্রধান দূইটি রাজনৈতিক দলের গলার কাটা হয়ে গেছে । 



আশার কথা হলো ঃ রেশমা খুব শীঘ্রই আত্মহত্বা করতে যাচ্ছে । কারন বিরোধী দলের কারনে রেশমার ব্যাক্তিগত জিএসপি সুবিধা বাতিল হওয়ার কারনে দূঃখে ফাইভষ্টার হোটেলের ওয়ালের সাথে মাথা বাইড়াইতে বাইড়াইতে থেতলা করিয়া রানা প্লাজা রানা প্লাজা করিয়া চিল্যাইতে চিল্যাইতে অর্ধপাগল অবস্থায় সোজা তার অফিস থেকে পাওয়া পাজেরো জীপের নীচে যাইয়া বিরোধীদের হৃদয় জুড়াইতে আতিব অল্প সময়ের মধ্যে শহীদ হবে । পোষ্ট র্মটেমের সময় মৃতদেহের নিকট কারন জানতে চাইলে উত্তর পাওয়া যায় আমি আর বস্তিতে যার্ইয়া থাকতে পারুম না । গরীব খাওন খাইতে পারুম না । খালেদা জিয়া নিজের অবস্থার মত আমার অবস্থা কইরা ছাইড়া দিলো । আমি আর গামর্েন্টসের কষ্টের জীবনে ফিরে যেতে পারবো না । তাই আমি মরে গেলাম আর যারা যারা আমারে রানা ভাইয়ের বিল্ডিং-এর ভিতর থনে বাইর করছেন তাগ সবাইরে আমার মত মরতে অনুরোধ করি । ক্ষীণমনা এই খারাপ রাজনীতিবিদদের(anonymous)  দেশে বাইচাঁ থাকাও পাঁপ; একটা মেয়ে মৃত্যুকে জয় করে স্বর্গে প্রবেশ করলো তাইনা দেখে শুরু হয়ে গেল রাজনীতি । উনাদের মন এতই ছোট যে নিজের স্বাথর্ের জন্য যে কাউকে বলির পাঠা বানাইয়া ছাইড়া দিবে তাও আবার আন্তজর্াতিক ভাবমূর্তি পিছনে ফেলে । উনাদের পিছনে জয় বাংলা জিন্দাবাদ করলে সেই অন্যায়ের ভাগিদার আমাদেরও হতে হবে । 

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:০৩

~মাইনাচ~ বলেছেন: আসলেই এই মেয়ে নিশ্চিত আত্মহত্যা করবে দেখবেন এক সময় অসহ্য হয়ে

২| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: রেশমাকে উদ্ধার করা হয়েছে ১৭ দিন পর, তার জীবন বাচানো হয়েছে এটাই তো তার জন্য সবচেয়ে বড় পুরস্কার। তাকে ওয়েস্টিনে চাকরী দেয়া, প্রটেকশান দেয়া। অন্য কারো চাকরীর দরকার নেই ? অন্য কোনো আহতদের প্রটেকশান দরকার নেই ??

৩| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

জামান2021 বলেছেন:

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মাহবুব সোহেল বলেছেন: আপনের কথার সারমর্ম বুঝতে আমার সমস্যা হল । বাঙ্গালী সাহসী জাতী । সামান্য সহসের পরিচয় না দিলে বুঝবো কি করে আপনি যে বাংলাদেশী । সধারনত পাকিস্তানীরাই এমন অসচ্ছ কথা বলে থাকে । এত বড় একটা ব্লগে ঢুকে ফেইসবুক কোয়ালিটির মন্তব্য করলে চলবে ?

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

মাহবুব সোহেল বলেছেন: গত ২৪ ঘন্টায় কোন সদূত্তর দিতে না পারায় প্রমানিত হইল যে, আপনি সম্ভবত পাকিস্তানী ঔড়ষজাত ।

৪| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২০

সরদার হারুন বলেছেন: মানুষ মানুষকে ছারে কিন্তু হায়না কখনও পেছু ছারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.