![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[img|http://cms.somewhereinblog.net/ciu/image/137387/small/?token_id=e39493d667172181b8d725ce5296a7a7
এই খেলার নাম টুয়েন্টি নাইন, এই খেলা সবাই বুঝে না । এই খেলায় গোলাম-ই সর্বময় ক্ষমতার অধিকারী । যোন গোলামের কাছে সবাই কিছুনা, পানি ভাত । সবার বেলায় চালটা এক রকম হয় আর গেলামের সময় চালটা আরেক রকম মানে গোলাম পর্যন্ত এসে সব ঠান্ডা হয়ে যায় । কারো কোন হিম্মত থাকে না । খেলার প্রয়োজনে কখনো বেগম, বাদশা এবং টেক্কা সকলেই গোলামকে রক্ষার জন্য এগিয়ে আসে । গোলাম কত শক্তি শালী ।
২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৫
তারেক বলেছেন: খেলাটা শিখা দরকার । কেউ হেল্প করেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:২১
মন মরা বলেছেন: নাম টুয়েন্টি নাইন মানে ২৯ কিন্তু পয়েন্ট থাকে ২৮ টা ।।