নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল ঢাকা বাংলাদেশ

মাহবুব সোহেল

আমি অত্যন্ত সাধারন একজন মানুষ এবং আমার সম্পকর্ে বলার মত কিছু নাই ।

মাহবুব সোহেল › বিস্তারিত পোস্টঃ

রনিকে সোজা বানানের চেষ্টা হচ্ছে না সন্ত্রাসী বানানোর চেষ্টা হচ্ছে

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৯

রনির সাথে সালমান এফ রহমানের ব্যাক্তিগত কারনে সমস্যা । এজন্য  আওয়ামী লীগ দায়ী ছিলো না, তাহলে বদনাম হলো কার ? কোন দলের মধ্যে বিভক্তির হাতছানী দিলো ? দলের সবতো আর উনাদের কাজটাকে ভাল ভাবে নিচ্ছে না । আর নিবেই বা কেন । কোন দিক থেকে সে খারাপ ছিলো ? রাগের মাথায় যা করেছে তার জন্য সে দূঃখ্য প্রকাশ করেছিলো এবং পত্রিকায় ব্যাপারটা বড় করেই এসেছিলো । সম্ভবত রনির অপরাধ হয়েছিলো রনি দূঃখ্য প্রকাশ করেছিলো সাংবাদিকদের কাছে, তা না করে যদি সাংবাদিকদের মালিকের কাছে দূঃখ্য প্রকাশ করতো তবে এত কিছু আজ দেখতে হতো না । যেহেতু রনি মাডার কেইসের আসামী না সেহেতু হয়তো অল্প কিছুদিন সময়ের মধ্যে জামিন পেয়ে বের হয়ে আসবে । কিন্তু ক্ষমতার দাপোট দেখিয়ে দলের এমপিদের বুকে যেই ভয় আজ ঢুকিয়ে দেয়া হলো, যে কালীমা লেপন হয়ে গেল আটর্িক্যাল ৭০-এর উপরে তার খেসারত যে রনিকে আর একা একা দিতে হবে না । বাকী ২২৯ জনকেও দিতে হবে । কারা দলের ওপরে এত ক্ষমতা প্রয়োগ করে যে দলের একটা এমপি আজ তেজপাতা হয়ে গেল । কার জন্য আজ এত বড় দলের উপরে টেগ লেগে যাবে, এই দল ভদ্রলোকদের জন্য অপমানজনক । ভদ্রলোকদের অপমান অপদস্ত হওয়ার সম্ভাবনার দুয়ার চীরতরে খুলে দেয়া হল । যেখানে রনি একা না সোহেল তাজের নামও আছে ।

যতটা সাহসী তাকে বানানো বা বুঝানো হইতেছে কিংবা যতদূর সন্ত্রাসের সাটর্িফিকেট তাকে দেয়া হলো তাতে করে সে শামীম ওসমান, জয়নাল হাজারী কিংবা নাসির উদ্দিন পিন্টুর সমপর্যায়ে পৌছাইতে পারিবে না । সোজা কথায় বললে বলতে হয় সন্ত্রাসী করার মত সাহস রনির নাই । রনির যদি সাহস থাকতো, তবে সালমান এফ রহমানকে বাসায় গিয়েই মারামারি বা ঝগড়া ঝাটি করতে পারতো । রনি সেটা করে নাই । তাই বলে তার অন্যায়ের বিরুদ্ধে ট্রেডমর্াক কণ্ঠস্বর ইমেজ এর উপরে হামলা হতে পারে না । দলকে যদিও সে কিছুই দিতে পারে না তাই বলে দলের থেকে রনির কিছুই কি পাবার নাই ? রনি কিছু দিতে না পারলেও রাত রাত বসে টেলিভশনে অবর্াচীনতার জন্য কিছুই পাবে না । অবর্াচীনতা কার জন্য করতো ? দলের মধ্যে একটাও ক্লীনচিটওয়ালা আওয়ামীলীগার থাকবো না ?কারা যেন প্রতিজ্ঞা করে নামছে ষেশমেষ যেই দূই একটা ভদ্রলোক আওয়ামীলীগে থাকবো সেই কয়টারও লেজ কাইট্টা ছাইরা দিব । রনির কি দোষ ? ভদ্রলোক হইতে গেল কেন ? বাকী থাকলো কে ? ওবায়দুল কাদের । ইলেকশন আইতে আইতে উনার পিছে লেগে যাবে ।

রনিওতো মামলা করেছিলো । কই যাদের বিরুদ্ধে রনি মামলা করেছে তাদের একজনেরও জামিন বাতিল হলো না । তারা কেউই সংসদ সদস্য ছিলো না তার পরেও তারা কতটা সেইফ । আইন সবার জন্য সমান । কিন্তু এখানেই তার ব্যতিক্রম আর নিহিত ক্ষমতার ধরনের অনুমান লাগানো সম্ভব । 

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:১১

আবিরে রাঙ্গানো বলেছেন: এর চেয়ে কত বড় বড় অঘটন ঘটিয়েও সরকারী দলের সাংসদের পাখনা পর্যন্ত ছুঁতে পারে না কেউ, আর রনিকে যেতে হলো জেলে। আসলে ভিতরকার সত্যি কথা ফাস করে দেয় বলেই দলের কেউ ওকে সাপোর্ট দেয়নি। তা না হলে সরকারী দলের সাংসদের বিরুদ্ধে মামলা নেয় এমন সাহস কোন পুলিশের!!!

২| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭

মো ঃ আবু সাঈদ বলেছেন: এর চেয়ে কত বড় বড় অঘটন ঘটিয়েও সরকারী দলের সাংসদের পাখনা পর্যন্ত ছুঁতে পারে না কেউ, আর রনিকে যেতে হলো জেলে। আসলে ভিতরকার সত্যি কথা ফাস করে দেয় বলেই দলের কেউ ওকে সাপোর্ট দেয়নি। তা না হলে সরকারী দলের সাংসদের বিরুদ্ধে মামলা নেয় এমন সাহস কোন পুলিশের!!!..সহমত

৩| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪১

মাহবুব সোহেল বলেছেন: বিঃ দ্রঃ বারে বারে রনি রনি বলায় ভাববেন না যে একজন সাংসদ বা সংসদের সদস্যগনের প্রতি আমার মান্য এবং মাননার কমতি আছে । এতো বড় নাম বারংবার লিখলে লেখার বিষয়ের গুরুত্ব হ্রাস পাইবার সম্ভাবনা থাকে কারণ লেখাটি পড়িতে যাইয়া এত বড় নাম বারে বারে বানান করিয়া উচ্চারণ করিতে বিরক্তিকর মূহুতর্ের মুখোমুখী যেন কোন পাঠকের হইতে না হয় সেই দিক লক্ষ্য রাখা হইয়াছিলো বিধায় রনি রনি লেখে যেতে হলো । তাছাড়া বার বার রনি রনি লেখার স্পর্ধা আমি সবে মাত্র রপ্ত করেছি । বাংলাদেশের পত্রিকাগুলি গত চার দিন যেভাবে রনি রনি লেখা শুরু করেছে তাই আমিও আমার সাহস বৃদ্ধি পাওয়াইয়া দিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.