![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় প্রধানমন্ত্রী উনার ছেলের জন্য মোরগ পোলাও রান্না করাতে বাংলাদেশের কত মানুষের আফসোস শুরু হয়ে গেছে । উনাদের সকলের বিবেক যেন হঠাৎ করে জাগ্রত হয়ে গিয়ে কত বিষয়ের অবতারনা হয়ে গেল বলে শেষ করতে পারবো না । সাগর-রুনির ছেলে মাহিরকে পোলাও রান্না করে কে খাওয়াবে সেই চিন্তায় পেয়ে গেল । এর আগে কোন দিন মনে হয়নি নিজে একটু পোলাও রান্না করে ছেলেটাকে খাইয়ে আসি । বিশ্বজিতের মা পোলাও রান্না করে ছেলেকে খাওয়াতে পারবে না সেই আফসোসটাও যেন মাথায় চলে আসলো । আগে কোন দিন মনে হয়নি বিশ্বজিতের মার খবরটা নেই । কবর থেকে উঠে এসে পোলাও রান্না করলে ছেলেটা খেতে পারতো । আর পোলাও রান্না করে স্বগর্ে নিয়ে যেতে পারলে বিশ্বজিত খেতে পারতো । ফেইসবুকে এমন সস্তা আফসোস যদি কোন সস্তা কমদামী মানুষের ষ্ট্যাটাস পড়ে জানতে পারতাম তবে কোন সমালোচনায় যেতাম না । কিন্তু একজন নামিদামী মানুষের ফেইসবুক ষ্ট্যাটাস যদি এমন পড়ে আমি চুপ করে থাকতে পারলাম না । রান্না ঘরের ব্যাটারটা নিয়ে রাজনীতি না করলে ভাল হতো না । প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশে আর কোন রাজনীতিবিদের বাসায় তার ছেলের জন্মদিনে পোলাও রান্না হয় না । জীবনে এই প্রথম পোলাও রান্নার খবর পেয়ে যারা দূঃখ পেয়েগেলেন তাদেরকে বলবো আর সব বিষয়ে রাজনীতি করেন কিন্তু রান্না ঘরের বিষয় নিয়ে রাজনীতি করবেন না । কারো পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে রাজনীতি করবেন না ।
ভাগ্যিস কেউ বলেন নি, দেখ রোজার মধ্যে রোজা না রেখে মোরগ পোলাও খেতে বেস্ত । ধর্মের প্রতি বিন্দু মাত্র শ্রুদ্ধা নাই । আর আমরা ওদের নাস্তিক বললে উনারা মাইন্ড করে । কিংবা বলেনি যে দেশের মানুষ না খেয়ে আছে আর উনারা মোরগ পোলাও খায় ।
যদি উনারা গঠনমূলক সমালোচনা করতেন তবে পড়তে বা শুনতেও ভাল লাগে কিন্তু এমন সমালোচনায় সমালোচকের ক্ষীণ মানসিকতার চিত্র সকলের কাছে স্পষ্ট হয়ে ফুটে উঠে । যা কিনা আমাদের কাম্য হতে পারেনা । দয়া করে আপনাদের মনোযোগ পোলাও থেকে ডাইভার্ট করে দেশের দিকে আনুন । আমরাও আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যতে আর কোন দিন ছেলের জন্য মোরগ পোলাও রান্না করে কারো মনের দূঃখ বারিয়ে দিয়ে দিবেন না । বিরোধী দলের নেতা নেত্রীদের মনের কষ্ট বেড়ে যায় । তখন উনাদের মনোযোগ দেশের উন্নয়নের দিক থেকে অন্য দিকে চলে যায় । যা কিনা দেশের জন্য মঙ্গল জনক নয় । পোলাউ রান্না করার দরকার কি ? বড় কোন রেষ্টুরেন্ট থেকে অডার করে আনলেইতো খাওয়া যেত । পোলাও রান্না করে মায়ের ভালবাসার অপচয় করার কি প্রয়োজন ছিলো ? উনাদের এসব সমালোচনা না দেখার আগে আমদের এই প্রজন্মকে যদি কেউ মাইরা ফালাইত তবে ভাল হইত । এতবড় নেত্রী নিজে মা হয়ে আরেক জন মায়ের তার যোগ্য সন্তানের প্রতি ভালবাসার এত অপমান করতে পারলো ?????
একজন মায়ের ভালবাসার অর্মযাদা যারা করতে পারা তারাই বৃঝি আল্লামার প্রিয় । হেফাজতের প্রিয় । জামায়াতের প্রিয় । খাটি মুসলমান ।
প্রসংগতঃ একমাত্র মায়ের ভালবাসাই একটি সন্তানকে ভাল বা খারাপ হতে সাহায্য করে । সন্তানের প্রতি মায়ের গভীর ভালবাসা সন্তানকে মহান করে তোলে আর ভালবাসার ধরন ভিন্ন হলে সন্তান বড় হয়ে চোর ডাকাইত হয় ।
২| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১২
মাহবুব সোহেল বলেছেন: View this link
৩| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৬
জহির উদদীন বলেছেন: সাগর-রুনির ছেলের নাম মেঘ.....
ধর্মীয় অনুভতি নিয়ে রাজনীতি করলে শত দোষ আর মায়ের স্নেহের অনুভুতি নিয়ে রাজনীতি করলে দোষরে হয় না.....
৪| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৮
হেডস্যার বলেছেন:
হা হা হা.....ব্যাপক মজা পাইলাম লেখা পড়ে।
একটা ছবি নিয়া মানুষ যে কত সস্তা আবেগ ঝাড়তে পারে !!
+++
৫| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
একাকী বাংলাদেশি বলেছেন: সজীব ওয়াজেদ মিয়া আইছে আলীগ এর হারানো ইমেজ পুনুরুদ্ধারের জন্য। এইজন্য বাংলাদেশের রাজনীতি'তে নতুন ধারার চাল চালছে ঘরের ছবি বাইরে পাবলিসিটি করার জন্য। সোজা হিসাব ব্যাবসা করার জন্য। তার মধ্যে সেই পেইজ হইলো জয় মিয়ার অফিসিয়াল পেইজ। আর কিছু কইতে অইবো চাচা মিয়া????
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১০
মাহবুব সোহেল বলেছেন: Click This Link