![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিই মজার একটা খবর ঃ "বিনোদন - ২০১৩"
নিজেকে বাংলাদেশের রাজনীতির "গড ফাদার" মনে করা ভাল । যারা রাজনীতি করেন তাঁদের দিনকাল এতই খারাপ যাচ্ছে যে সবাই গিয়ে ধরনা দিচ্ছেন একজন অরাজনৈতিক অর্থনীতিবিদের কাছে । নাকি তিনি নিজেকে জাতিসংঘ্যের অরাজনৈতিক প্রতিনিধি ভাবতেছেন ।
খবর ঃ মধ্যস্থতায় রাজি ড. ইউনূস
মধ্যস্ততার জন্য আওয়ামীলীগ উনার উপরে আস্থা রাখতে পারবে ?
ভাববার বিষয়ঃ ঊনার মূল লক্ষ্য কি ? সত্যিই কি উনি বাংলাদেশের রাজনৈতিক সমাধান বিষয়ে আন্তরিক; না কি যে কোন উপায়েই হউক উনার ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক উদ্দ্যেশ্য হাসিল করা । বিএনপি উনার কথা শুনবে ? আওয়ামীলীগকে অবশ্যই কয়েক দফা ভাবতে হবে উনার ছক করা যে কোন প্রস্তাব । ঊনার পক্ষে এত অল্প সময়ে আওয়ামীলীগের আস্থা অর্জন করা সম্ভব ।
তাহলে কেন এমন বিনোদনের সূ্যচনা করতে চাইছেন তিনি । কেনইবা নিজেকে আরও বেশী বিতকর্িত করতে চাইছেন । উদ্দ্যেশ্য যে একটাই যা সকলেই জানে । সোনার হরিণ পূণরায় ধরতে চাইলে নগদ টাকা শতকরা হারে পরিশোধ করেই সেটা সম্ভব । চাইলে নগদ টাকা শতকরা হারে পরিশোধ করেই সেটা সম্ভব । যাদের দ্বারস্থ
হয়েছেন; পত্র -পত্রিকায় প্রায়ই দেখতে ও শুনতে পাওয়া যায়
একটি ভবন আর ১০% ছাড়া কোন ডিল হয় না ।
খবরের লিংকঃ Click This Link
©somewhere in net ltd.