![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উনারা কি আওয়ামীলীগের না কি বিএনপির লোক । এই ভাষায় তারেক রহমানকে স্বরণ করলো না কি তিরষ্কার করলো ? তাও আবার রাজপথের উপর দিয়ে মিছিল আকারে প্রচার করছে । সেই দেশে একটা বিএনপির কেউ ছিলো না ? রাজপথে তারেক রহমানকে চপেটাঘাত করেই যাচ্ছে; করেই যাচ্ছে । বিএনপিতে পাপিয়ার অভাব নাই । এক পাপিয়া লোকান্তরে, লক্ষ পাপিয়ার ঘরে ঘরে । দলের বড় নেতার অপমান যে মোবাইলেও, ব্যানারেও, রাজপথেও । শুরু করেছে শেষ কোথায় কে জানে ? তারেক রহমানকে এতদিন আওয়ামীলীগ বলেছিল । এখন বিএনপির পাপিয়ারা তারেক রহমানকে বলা শুরু করেছে । বিএনপির পাপিয়াদের মুখ আর মনে হয় চাপ দিয়ে ধরে রাখা যাচ্ছে না । নিজের দলের ভিতরে কত সন্মান । বলে ম্যাট্রিক পাস, বলে রুচী,পছন্দ নাই । এই ব্যানারটি যেন হেসে হেসে বলে যাচ্ছে সেই কথা । যেন মনে হয় পাপিয়ায় পাপিয়ায় ছেয়ে গেছে বিএনপি । ছবি
©somewhere in net ltd.