![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাচন থেকে বিএনপি যতই নিজদের বিচ্ছিন্ন করতে চাইছে ততই যেন সাধারন দেশবাসীর নিকট হইতে নিজেদের গ্রহনযোগ্যতার প্রতি অবিচার করিয়া যাইতেছে । আমার মনে হয় বিএনপির চেয়ারপার্সোনের উপদেষ্টাগন এদিকটা খুব একটা বিবেচনায় নিতে আগ্রহী নন । ক্রমে ক্রমে আওয়ালীলীগ এবং আওয়ামীলীগ প্রবর্তিত বর্তমান সর্বদলীয় সরকার এক্সট্রা মাইলেজ লইতে লইতে অগ্রসর হইতেছে ব্যাপারটি খেয়াল করিবার মত উপদেষ্টা বিএনপিতে নেই কথাটা বললে ভুল হবে, যথেষ্টই আছে । কিন্তু যে কোন কারনেই হোক তাদের সক্রিয়তা কম । সেই কারনের আলোচনায় আজ নাহয় না যাই ।
প্রথম মাইলেজ ঃ প্রধানমন্ত্রী নিজে বিএনপির চেয়ারপার্সোনকে ফোন করে কথা বলা এবং বিনিময়ে কিছু অপমানজনক কথা হজম করা ।
দ্বিত্বীয় মাইলেজ ঃ বিএনপির চেয়ারপার্সোনের বড়ছেলের মামলার রায় ঘোষনার পরে সমালোচনামূলক বিষয় সমূহের প্রতি যদি গভীরভাবে অনুধ্যায় করা হয় ।
তৃত্বীয় মাইলেজ ঃ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি সরকারে এলে তাদের ১০/১২টি মন্ত্রী পদ দেয়া হবে ।
চতুর্থ মাইলেজ ঃ প্রধানমন্ত্রী নিজে ঘোষনা দেওয়া যে, বিএনপি যেই যেই মন্ত্রনালয় চাইবে সেই সেই মন্ত্রনালয় তাদের দেওয়া হবে(যদিও কথাগুলি পূর্বে আওয়ামীলীগের কয়েকজন মন্ত্রী বার বার বলিয়াছে) ।
অতঃপর জনসাধারনের মনে বিএনপির জন্য প্রশ্ন উঠতে থাকবে, "আওয়ামীলীগকে আর কি কি করতে হবে?" আওয়ামীলীগের তোষামোদীর ধরন যদি এমন হয় যে, আপনারা চাইলে ৩০০ সিটের মধ্যে ৩০ টা সিটে বিএনপিকে বিনা প্রতিদন্দীতায় বিজয়ী ঘোষনা করা হইবে তবুও আপনারা সর্বদলীয় সরকারে যোগ দিয়ে নিবর্াচনে আসুন । কেন জানি মনে হয় সেই দিন বেশী দূরে নয় যেদিন দেশের জনগনের ভোগান্তির(সংবিধান) কথা বিবেচনা করিয়া বিএনপির এমন প্রস্তাবেও আওয়ামীলীগকে সমন্বয় সাধন করিতে হইতে পারে ।
এবার আওয়ামীলীগ ঠেকেছে তাই না হয় এবার আওয়ামীলীগ এমনটাই করলো । তাই বলে দেশ ও দেশের জনগনের জন্য বিএনপির করনীয় কিছুই কি নাই ?
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
আখিলিস বলেছেন: আছে তো, বিএনপি জামাতের টাকা খাবে, হরতাল ডেকে নিজেরা বাড়িতে ঘুমাবে আর ভারাটে হেরোইনচি দিয়ে মানুষ পুড়িয়ে মারবে ।