নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল ঢাকা বাংলাদেশ

মাহবুব সোহেল

আমি অত্যন্ত সাধারন একজন মানুষ এবং আমার সম্পকর্ে বলার মত কিছু নাই ।

মাহবুব সোহেল › বিস্তারিত পোস্টঃ

এই দেশে জন্মগ্রহন করে আমরাতো কোন অপরাধ করি নাই

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

আগামী ৫/৬ বৎসরের জন্য রাজনীতি বন্ধ করে দেয়া উচিত । রাজনীতিকে না বলার এখনই সময় । সকলে মিলে রাজনীতিকে না বলুন । এদিকে নতুন করে আরেকটা ওয়ান ইলেভেন Type- এর সরকার আসারও কোন নাম গন্ধ পাচ্ছিনা । বাংলাদেশের মানুষ গুলি সব ককটেলে ঝলসে আর আগুনে পুড়ে পুড়ে মরবে ? বাংলাদেশের মানুষ গুলি কি চোধ বোধহীন হয়ে গেছে । দশটা জুতার বারি খাইলেও তাদের অপমান হয় না । রাজনীতিবিদরা তাদের উপরে এত অত্যাচার করতেছে তবুও কেউ তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মনোভাব ব্যাক্ত করে না যার ফলে ওরা রাজনৈতিক চরম সীমায় পৌছাইয়া জনগনকে অসন্মান করিতেও দ্বিধ্বা বোধ করে না । সবচাইতে তাজ্জবের ব্যাপার হইল বর্তমান যুগে যারা বাংলাদেশে রাজনীতি করতেছে তাদের মধ্যে থেকে খুব সহজে একজন দেশপ্রেমিক খুজে পাওয়া যাবে না । পাওয়া গেলে আমাদের দেশের রাজনীতির ধরণ এমন হতো না । রাজনীতিবিদরা জনগনের জীবন নিয়ে এত হৃদয়হীন অমানবিক পেট্রোল ককটেল দিয়ে মানুষ মারার রাজনীতির খেলায় অংশ গ্রহন করতো না । রাজনীতিবিদরা মনে করে তোরা যাবি কই ? আমাদের জুলুম অত্যাচার সহ্য করবি আবার আমাদের ভোটও দিবি ।

এমন অবস্থা যদি ভারতের রাজনীতিবিদরা তাদের দেশের জনগনের সাথে করতো তবে সেই দেশের জনগন একত্রিত হয়ে বড় বড় আইক্কাওয়ালা বাঁশ এক এক জনের জন্য ৪/৫ টা করে বরাদ্দ করে রাখতো । রাজনীতিবিদের পোলারা জনগনের শরীরে আগুন দেও , কিসের আওয়ামীলীগ আর কিসের বিএনপি; হরতাল অবরোধের নামে পুড়ে পুড়ে মানুষ মারবা আর আমরা চাইয়া চাইয়া দেখুম । কিছুদিন আগে করাপশনের বিরুদ্ধে অরাজনৈতিক আন্দোলনের ডাক দিয়েছিলো আন্না হাজারে তখন দেখা গেছে সাধারণ জনগনের ক্ষোভ সরকার এবং বিরোধী দলের উপরে সমান ভাবে পড়েছিলো । আমাদের দেশে আন্না হাজারে নাই বলে আমাদের দেশের রাজনিতীবিদরা এভাবে সংবিধান আর সংলাপের আড়ালে প্রতি ৫ বৎসর পর পর দেশ ও জাতিকে ধর্ষণ করে যাবে, যে ধর্ষনের কুফলে জন্ম হবে ককটেল প্রস্তুতকারক বাহীনির নতুন নতুন রিজভী, পেট্রোল বোমায় বিশেষজ্ঞ নতুন নতুন ফখরুল এমন আরও কত কত নেতা যারা চেয়ারপারসনের সাথে আলোচনা না করেই বারে বারে হরতাল অবরোধের মত কর্মসূচী ঘোষনা করে দেশের বারটা বাজাবে । ভবিষ্যতের কথা বিবেচনা করে আমাদের দেশ ও জাতিকে এখনই কঠিন হতে হবে । এমন রাজনীতি আমাদের দেশে চাই না । প্রত্যেকবার নির্বাচনের আগে ৫০/৬০ জন মানুষের জীবনের বিনিময়ে রাজনীতিবিদেরকে আমরা ক্ষমতায় বসাবো আর তারাই আবার হরতাল অবরোধ ডেকে আমাদের দেশের সাধারন নিরীহ জনগনের জীবন অহেতুক উৎসগের্র মূল কারন হয়ে দাড়াবে । এই দেশে জন্মগ্রহন করে আমরতো কোন অপরাধ করি নাই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

রিয়াজওয়ার্ল্ড বলেছেন: এই দেশে জন্মগ্রহন করে আমরতো কোন অপরাধ করি নাই ।
অবশ্যই করেছেন!!!তা নয়ত কি? এদেশ তো আওয়ামী লীগ ও বি এন পি'র । আমরা কারা। জন্মের সময় কি তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়েছেন???????

২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

বিশ্বাস করি 1971-এ বলেছেন: আমরা কোন অপরাধ করি নাই। দেশের মাটিতে জন্ম নিসি দেশের হাওয়া বাতাস খাইছি, দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছি। দেশের প্রতিষ্ঠানে চাকরি করতেছি।
দোষ হইলো তারেক আর জয় এইগুলার মত কুত্তার বাচ্চাদের যে আবাল মাদারচোদগুলো থাকসে বিদেশে, থাকে বিদেশে আর সমস্যা দেখলে বিদেশে উড়াল দেয় আর দেশে থাকলে অবৈধভাবে টাকা পাচার করে, ক্ষমতা অপব্যবহার করে, আর জাতির দিকর্নিদেশনার নামে কথাবাজি করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.