![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ১০ দিনের মধ্যে আরও চমকপ্রদ ১০ টি শর্ত সে আদায় করে ছাড়বে । যার প্রথম শর্তটা থাকবে বিএনপিকে বিজয়ী ঘোষনা করতে হবে । দ্বিতীয় শর্তটা থাকবে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার সকল মামলার রায়ে তাকে বেকসুর খালাস করে দিতে হবে । তৃত্বীয় শর্তটা হবে বিএনপি দেশ সাশন করুক বা আওয়ামীলীগ দেশ সাশন করুক প্রেসিডেন্ট এরশাদ সাহেবকেই বানাতে হবে । বাকী শর্তগুলি আওয়ামীলীগের অসহায়ত্ব বিবেচনা করে নিরুপন করা হইবে । দেশের পরিবেশ এবং পরিস্থিতি পর্যবেক্ষন করে আরও কিছু শর্ত হয়তো বহিঃবিশ্বের নেতাদের নিকট উপস্থাপিত হইতে পারে । কিন্তু সবচাইতে কঠিন শর্তটি দেয়া হবে নিবার্চনের ঠিক দুইদিন আগে । এখন কথা হলো আওয়ামীলীগ এরশাদ সাহেবের এত এত শর্ত পুরন না করুক মোকাবেলা করার জন্য তৈরী আছে? আওয়ামীলীগ যদি তৈরী না থাকে তবে কেন তারা নতুন নতুন শর্ত মোকাবেলা করার দ্বার এরশাদ সাহেবের জন্য উন্মুক্ত করে নিবার্চনের সাগরে ঝাপ দিতে চায় ? যে সমস্ত অজানা শর্তের ছাড় এরশাদ সাহেবকে দিতে হইতে পারে এমন সম্ভাবনা নিয়ে সংবিধান রক্ষার নিবার্চন করতে চায়, তার চাইতে ভাল বিএনপির কিছু জানা শর্ত (যা দেশবাসীও জানে) পুরনের বা ছাড় দেয়ার মাধ্যমে নিবার্চন করা । বিএনপি একবার নিবার্চনে অংশ গ্রহনের ঘোষনা দেয়ার পর এরশাদ সাহেবের মত কিছু দিন পর পর 'নিবার্চনে অংশ গ্রহন করবো না' "নিবার্চনে অংশ গ্রহন করবো না" জাতীয় দাবী আদায়ের লোভে পড়বে না এবং আওয়ামীলীগকে দুইদিন পর পর এমন ঘোলা পানিও খাওয়াবে না । *এখানে উল্ল্যেখ্য যে বর্তমানে বিএনপির উত্থাপিত দাবীটি কোন এক সময় আওয়ামীলীগেরও দাবী ছিলো ।
সংবদঃ এবার তফসিল ১০ দিন পেছানোর শর্ত এরশাদের
সংবাদের লিংকঃ Click This Link
©somewhere in net ltd.