নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল ঢাকা বাংলাদেশ

মাহবুব সোহেল

আমি অত্যন্ত সাধারন একজন মানুষ এবং আমার সম্পকর্ে বলার মত কিছু নাই ।

মাহবুব সোহেল › বিস্তারিত পোস্টঃ

জাতীয় পাটর্ির নির্বুদ্ধিতার কারনে রাজনৈতিক মৃত্যুর হারে উর্ধগতি

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

গতকাল এরশাদ সাহেব বললো জাতীয় পাটর্ি নিবর্াচনে যাবে । আজ আবার বলতেছে পদত্যাগ পত্র ডাকযোগে পাঠাবে । রাজনীতি মারাইতে আইছে কথার কোন ঠিক নাই । ১০/১২দিন আগে মন্ত্রীত্বের শপথ গ্রহন করার সময় মনে আছিলো না ? সবর্াধিক সংখ্যক মন্ত্রী প্রদান করা হলো তার পরেও তাদের চাহীদার শেষ হয় না । আরে ভাই নিবর্াচনের পরেই নাহয় কোন চিন্তা ভাবনা করা যেত । দেশের যে অবস্থা তাতে করে বড় দূই দলের প্রতি মানুষের আর আস্থা নাই । এবার নিবর্াচনে জাতীয় পাটর্ির উজ্জল ভবিষ্যত অপেক্ষা করিতেছে । আমার মনে হয় নমিনেশন পেপার জমা দেওয়ার পরে এরশাদ সাহেবের কথাবার্তা, ২৬ ঘন্টা লুকিয়ে থাকার নাটক এবং কাঁদিতে কাঁদিতে ৪ টি পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করার অভিনয় তাদের সেই সম্ভাবনাকে ধুলায় মিশিয়ে দিতেছে । তাছাড়া প্রধান বিরোধী দল হওয়ার সন্মান পাওয়ারও একটা সম্ভাবনা ছিলো । গতবার জাতীয় পাটর্ি আর বিএনপি প্রায় সমান সংখ্যক আসন পেয়েছিলো । ওরা ছোট ছোট দলের সাথে জোট গঠন করতে পারলে নিজেরাই প্রধান বিরোধী দল হতে পারতো । সম্ভবত প্রয়োজনী বুদ্ধি সম্পন্ন রাজনীতিবিদ এই দলের ভিতরে কেউ নাই । ভবিষ্যতে আরও কত রাজনৈতিক কুটচাল যে জাতীয় পাটর্ি চালবে তার কোন অনুমান এই বাংলাদেশের মানুষ আজও করতে পারে নাই । শুধু টেড় পাবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.