নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল ঢাকা বাংলাদেশ

মাহবুব সোহেল

আমি অত্যন্ত সাধারন একজন মানুষ এবং আমার সম্পকর্ে বলার মত কিছু নাই ।

মাহবুব সোহেল › বিস্তারিত পোস্টঃ

সংবাদপত্রেই কি বেশী মূল্যায়ীত হয় এমন গনর্ধষণের খবর

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৩

ইদানিং পত্রপত্রিকায় একটি মারাত্বক ঘটনার খবর বেশী বেশী চোঁখে পড়ে "গনর্ধষন" । পুর্বেও এইদেশে র্ধষনের ঘটনা ঘটেছে কিন্তু ইদানিং ঘটে যাওয়া ঘটনাগুলির সাথে পুর্বের ঘটনাগুলির তুলনায় পর্থক্য অনেক এবং ভয়াবহ । আগে দেখা যেত অল্প বয়সের কণ্যাসন্তানের উপর আত্বীয় স্বজন কিংবা পাসের বাসার দুঃশ্চরিত্রবান ব্যাক্তির দ্বারা আক্রান্ত বা নিযার্তিত হতো । কিন্ত এখনকার ঘটনাগুলি যেন ঘটানো হচ্ছে সংবাদ সৃষ্টির উদ্দ্যেশ্যেই । নীচের লিংকগুলি ক্লিক করলেই যার সত্যতা পাওয়া যাইবে ।

যেমনঃ

১। ছাতকে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করল দুর্বৃত্তরা

২। কুমিল্লায় চোখ মুখ বেঁধে দু'বোনকে গণধর্ষণ

৩। শাশুড়ি ও পুত্রবধূকে গণধর্ষণ

৪। নারী কর্মীকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন গণধর্ষণ

৫। নারায়ণগঞ্জে কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক মিলে শিক্ষার্থীকে গণধর্ষণ।

৬। রাজধানীর মিরপুরে চলন্ত মাইক্রোবাসে পোশাককর্মীকে ধর্ষণ



এমন আরও অনেক ঘটনার খবর ওয়েবে সার্চ করলে চোঁখে পড়বে । কাকতাঁলিয়ভাবে হউক বা না হউক ঘটনাগুলি সব গত জানুয়ারী ২০১৪ পরর্বতি ।

যদি ধর্ষনকারীদের উদ্দ্যেশ্যের দিকে তাকাই তবে প্রশ্ন চলে আসে অবিবাহিতদের প্রতি তাদের নজড় পরে না কেন । আর যদি সংবাদ সৃষ্টির উদ্দ্যেশ্যের দিকে তাকাই তবে প্রশ্ন চলে আসে আত্বীয় স্বজনদের সন্মুখেই কেন ওদেরকে র্ধষণ করতে হবে ।

কয়েকটি ঘটনার চুলচেরা বিশ্লেষন করিলেই অনেক রহস্যের জট খুলিলেও খুলতে পারে । দ্বায়ীত্ব যাদের উপরে তা'রা যদি তদন্ত না করেন তবে আমাদেরকে সাড়াজীবন নীরব র্দশকের ন্যায় এমন ঘটনাগুলি পত্রিকায় পড়িয়া যাইতে হইবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.