নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল ঢাকা বাংলাদেশ

মাহবুব সোহেল

আমি অত্যন্ত সাধারন একজন মানুষ এবং আমার সম্পকর্ে বলার মত কিছু নাই ।

মাহবুব সোহেল › বিস্তারিত পোস্টঃ

আপনি কি রাস্তার সন্তানঃ বেগম খালেদাকে মাহবুবুল আলম হানিফ

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৩





এটা কি ধরনের প্রশ্ন?



রাস্তার সন্তান কি মানুষ হিসাবে গন্য হয় না। রাস্তার সন্তানদের কি মানুষ ভালবাসে না? রাস্তার সন্তানকে কি আমরা বারে বারে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছিলাম না। জন্ম তারিখ একাধিক থাকা সম্পুর্ন ভিন্ন বিষয়, তাই বলে কি উনি রাস্তার সন্তান হয়ে যাবেন। আমাদের দেশের আনাচে কানাচে গরীব মানুষগুলি যারা তিনবেলা ঠিকমত খাইতে পারতো না দুই/তিন বার প্রধানমন্ত্রী হয়ে উনি কি সেই গরীবদের মুখে এক বেলাও অতিরিক্ত আহার তুলে দিতে পাররেন নাই? দেশের মানুষদের জন্য প্রধানমন্ত্রী থাকাকালীন উনি একটাও ভাল কিছু করেন নাই? অনেক করেছেন। উনি কি আমাদের নিকট হইতে নুন্যতম সন্মানটুকু পাইতে পারে না। আজ উনি সরকারে নাই বলে উনার কি সেই যোগ্যতাটুকু শেষ হয়ে গেলো।

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••

সংবাদের লিংকঃ Click This Link

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••

রাজনীতিঃ "মজীব চোর" আর "জিয়া খুনি" শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। "স্বাধীনতার সময় অমুকে পাকিস্তান জেলে ছিলো দেশ স্বাধীন করতে পারে নাই। অমুকে স্বাধীনতার ঘোষনা না দিলে দেশ স্বাধীন হতো না" এসব কথার মধ্যে রাজনীতি সীমাব্ধ রাখলেই ভাল হয়। দেশের স্বাধীনতার আসল ইতিহাস বাংলাদেশের ৯৮% লোকেই জানে কারন তারা কেউই ঘাস খায় না। বাকী ২% লোক রাজনীতি করে তাই তাদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানার অধিকার নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.