নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল ঢাকা বাংলাদেশ

মাহবুব সোহেল

আমি অত্যন্ত সাধারন একজন মানুষ এবং আমার সম্পকর্ে বলার মত কিছু নাই ।

মাহবুব সোহেল › বিস্তারিত পোস্টঃ

প্রথমআলোর একটা সুপ্ত ইচ্ছা বহুদিন পরে আবার জেগে উঠলো(তাদের নিউজটা পড়ে মনে হলো)

০২ রা অক্টোবর, ২০১৪ ভোর ৫:১২

প্রথমআলোর একটা সুপ্ত ইচ্ছা বহুদিন পরে আবার জেগে উঠলো(এই নিউজটা পড়ে মনে হলো) । বাংলাদেশে এমন দৃষ্টান্ত কবে দেখবে । সেই যে ২০০৭ সালে দেখেছে তারপর কতগুলি বৎসর পার হয়ে গেল প্রথমআলোর সুপ্ত ইচ্ছার বাস্তবায়ন আর হলো না ।
জয়ললিতার সমমানের রাজনীতিবিদ বাংলাদেশে কে আছে বাংলাদেশে যিনি বা যারা একটি প্রদেশের মুখ্যমন্ত্রীর সমান মর্যাদার পদবী গ্রহন করবার যোগ্যতা রাখেন । আমরা প্রায় সকলেই জানি জয়ললিতার সমমর্যাদার বাংলাদেশে কে আছেন এবং যারা না জানতেন তারা হয়তো এতোক্ষনে অনুমান করে ফেলেছেন যে, প্রথমআলোর মনের সুপ্ত ইচ্ছাতে কা'দের দিকে ইঙ্গিত করা হয়েছে । মানলাম সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার আইণ পূর্বেরটাই বলবৎ আছে, তাই বলে উনাদের প্রাপ্ত সন্মান উনাদের দিতে হবে না ! প্রথমআলোর একান্তই ব্যাক্তিগত ব্যাপার উনাদের প্রাপ্ত সন্মান উনাদেরকে নাহয় নাই দিলো তাই বলে কি দেশের সাধারণ মানুষ যারা গত দুই যুগ যাবৎ উনাদের অনেক অনেক সন্মানের আসনে ধরে রেখেছে সেই সন্মানটুকু কেড়ে নেবার অধিকার কি প্রথমআলোর থাকতে পারে । বিস্তারিত যুক্তি উপস্থাপন করলাম না । প্রথমআলোর সুপ্ত বাসনার কথা এভাবে পত্রিকায় ছাপা হলে তার প্রভাব দেশের মানুষ যারা তাদের নেতানেত্রীদের সন্মানের চোঁখে দেখে তাদের সেই দেখার সন্মানে প্রভাব বিস্তার করবে না । পরোক্ষভাবে উনাদেরকে জয়ললিতার মতই দুর্নীতিবাজ মনে করা হলো না? বাংলাদেশের পাবলিকের মতদানের ভিউ ম্যানুপুল্যাট করার দ্বায়ীত্ব কবে কে বা কাহারা প্রথমআলোকে দিলো, যা কিনা টেলিভিশনের টকশোয়ের মতই এক প্রকার অনধিকার চর্চা । ব্যাপারটি সকল মহলেরই ভাববার বিষয় যে, কোন তৃত্বীয় পক্ষ্য, দেশের নাগরিকদের পাঁচ বৎসর পর্যবেক্ষনের পরে পরে স্বীয়মেধা ব্যয়ীত করে যে মতদানের অধিকার আছে সেটাকে প্রত্যক্ষভাবে কৌশলগত ম্যানুপুল্যাট করা হচ্ছে যা কিনা উভয় দল বা জোটের জন্য হুমকী স্বরুপ ।





প্রথমআলোর সংবাদের লিংকঃ Click This Link

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৬

ক্ষতিগ্রস্থ বলেছেন: শুধু প্রথম আলো কেন, এটাতো বদমায়েস রাজনীতিক ছাড়া প্রতিটা বাংলাদেশীর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.