নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকে আমি মন্তব্য করতে ও লিখতে পারব এবং সে লেখা প্রথম পাতাও স্থান পাবে!!! কারন আমি জেনারেল।
ব্লগ পড়তে পড়তে মন্তব্য করার জন্য আইডি খোলার প্রযোজন অনুভর করি। তারপর সামুতে আইডি খুলে ফেললাম। কিন্তু একি মন্তব্য করতে পারব না আমি কারন আমাকে ৭ দিন ওয়াচে রাখা হবে।
৭ দিন পার হয়ে যায় কিন্তু ওয়াচে রাখা শেষ হয় না, ভাবি কবে কৃর্তৃপক্ষের ৭ দিন শেষ হবে। জানতে পারি আইডি খোলার সাধারণত ৪ মাস পরে জেনারেল করা হয়। কিন্তু আজ আমি লগইন করে দেখি একি!!!! আমি জেনারেল!!!!
খুশিতে নাচতে ইচ্ছা করছিল। ধন্যবাদ সামুকে আমাকে দেড় মাসেই জেনারেল করার জন্য।
আসেন সবাই ভাচুয়ালী কোলাকুলিটা শেষ করি। তারপর প্রিয় কিছু ব্লগারের ব্লগে জ্বালাময়ী মন্তব্য দিয়া আসতে হবে।
২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৬
শংখনীল কারাগার বলেছেন: আপনেই থাইকেন!!! আজব!!!!
কিছু মনে কইরেন না শুধু আজব লেখছি বলে
শুভ কামনা আপনাকেও।
২| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মডারেডগণের আগের আমার লগে আগে কোলা কুলি করেন তা নাহলে জীবনেও সেফ হইতে পাবেন না। কথাটা ভাইবা দেইখেন।
২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬
শংখনীল কারাগার বলেছেন:
আপনি কে হে? আপনার প্রোপিকের সাথে আপনার নামেরতো কোন নিশানা দেখি না। প্রোপিক বদলান। জাতির পিতা, পতাকা, যে কোন স্মুতিসেৌধ বা আপনি যে দেশপ্রেমিক এটা প্রমাণ হয় এরকম ছবি দেন। আগেই কইছিলাম জ্বালাময়ী মন্তব্য করমু।
মডারেড পরে আমরা ব্লগারগণ মানে আপনের লগে আগে কোলাকুলি করি।
শুভ কামনা হে দেশ প্রেমিক বাঙালী।
৩| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪২
ডার্ক ম্যান বলেছেন: ইস্টিশনের শঙ্খ ভাই! সামুতে ওয়েলকাম
২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৮
শংখনীল কারাগার বলেছেন: ডার্ক ম্যান মানে কি শুধুই অন্ধকার নাকি কাল মানুষ।
যদি তাহা হয় তবে আপনার ছবি কই।
আমার ব্লগেও আপনাকে স্বাগতম।
৪| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩
ধুমধাম বলেছেন: ছবি দিলেন দুইটা, আপনে কোন কিসিমের কোলাকুলি কইরতে চান
২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২
শংখনীল কারাগার বলেছেন: প্রথমডা পুরুষ ব্লগারদের সাথে আর বাকিটা বুইজ্জা লন ।
৫| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: থাকেন কই? ঢাকায় থাকলে চলে আসুন ব্লগের আড্ডায়। সামনের শুক্রবার। অভিনন্দন ।
২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৪
শংখনীল কারাগার বলেছেন: আফসোস!!! আমি থাকি কুমিল্লায়। বিস্তারিত ঠিকানা দেন দেখি, চইলা আসুম নে।
আপনাকেও অভিন্দন মাহবুবুল আজাদ ভাই।
৬| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৫
আমি স্বর্নলতা বলেছেন: অভিনন্দন! যদিও এটা আমারও প্রাপ্য কারন আমি একদিন পর জেনারেল হয়েছি মানে গতকাল জেনারেল হয়েছি।
শুভকামনা রইল আর আমাকেও শুভকামনা জানাতে ভুইলেন না।
২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৫
শংখনীল কারাগার বলেছেন: একদিন পর না একদিন আগে।
আপনার নাম নিয়া আমার কিছু কথা আছে। আপনার নাম স্বর্নলতা না রাইক্কা অন্য কোন নাম রাখলেও পারতেন।
এই ধরুন গিয়া আমি রৌপ্যলতা, আমি তাম্রলতা, আমি ব্রোঞ্জলতা, আমি লৌহলতা কিংবা হীরকলতা রাখলে একটু ব্যতিক্রমী লাগত।
আপনাকেও শুভকামনা জানাচ্ছি। আপনার ব্লগে গিয়াও জানামু এখন যদি ভুইল্লা যাই।
ভাল থাকুন নিরন্তর।
২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
শংখনীল কারাগার বলেছেন:
ইয়া মাবুদ!!! ১দিনেই জেনারেল!
এটা কি করে সম্ভব? মডুরা আপনার আত্মীয় নাকি?
আমাকে দেড় মাস ওয়াচে রাইখ্যা এহন স্বর্নলতারে একদিনেই জেনারেল কইরা দিছে। আমি ঘোরতর প্রতিবাদ জানাচ্ছি। কেরে? কেরে? কেরে? এই বৈষম্য.......।
৭| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
ডার্ক ম্যান বলেছেন: আমারে তো ৪ মাস রাখছিলো।
আমিও কালা, আমার মনও কালা
আর বাকি সবাই ভালা!
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৪
শংখনীল কারাগার বলেছেন: তাইলেতো আমি আপনার চেয়েও ভাগ্যবান। আর সবাইকে ছাড়িয়ে গেছে আমি স্বর্ণলতা আপু। উনিতো এক দিনেই হয়া গেলেন।
মাইন্ড লইয়েন ভাই কালাতো ফান কইরা কইসিলাম।
৮| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা শঙ্খ । হ্যাপি ব্লগিং ।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৩
শংখনীল কারাগার বলেছেন: আমার ব্লগে স্বাগতম রশিদ ভাই।
৯| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
জমরাজ বলেছেন: শুভ হোক সামুর পথচলা।
এবার ভাল ভাল ব্লগারদের লিখা পড়ুন লিখার আইডিয়া পাবেন।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২০
শংখনীল কারাগার বলেছেন: অক্কে আপনার উপদেশ ঘিলুতে রাখলাম।
লিখতাম পারতাম কিনা জানিনা তয় পড়তাম পারমু
আমার ব্লগ পাতায় স্বাগতম।
১০| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩
শংখনীল কারাগার বলেছেন: স্বর্ণা আপায় দেহি চোখ টিপি দেয়।
আমিও
১১| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সামুতে স্বাগতম
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯
শংখনীল কারাগার বলেছেন: আপনেরেও আমার বলগে স্বাগতম।
১২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো খবর তো!
ব্লগিং আপনার জন্য শুভ হোক
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৩
শংখনীল কারাগার বলেছেন: জ্বি খারাপ হবে কেন?
শুভ হোক এ নতুন ব্লগারের সাথে পথচলা
১৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৬
আমি স্বর্নলতা বলেছেন: হাহাহা খুব মজা পেলাম আপনার কমেন্ট পড়ে। সামুর মডুরা কেউ আমার আত্মীয় নয়। সবি কপাল বুঝলেন? একেই বলে রাজকপাল।
আন্তরিক ধন্যবাদ মডুদের আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেয়ার জন্য।।
যাক হ্যাপি ব্লগিং।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১
শংখনীল কারাগার বলেছেন: আপনের কফালের সাথে আমার কফালডা একটু ঠুসা/ঘসা মারা দরকার আছিল। আপনার রাজকফালের কিছুডা আমি পাইলে.....।
আপনি সেফ হবার সময় আমারেও সঙ্গে নিয়েন আবার একলা সেফ হইয়েন না।।
আপনাকে মজা দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ভাল থাকবেন আপু।
১৪| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৯
নীল জোসনা বলেছেন: প্রথম পাতায় স্বাগতম ।
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯
শংখনীল কারাগার বলেছেন: জোসনা আবার নীল হয় নাকি? কেমনে আমারে বুঝানতো......।
হে,হে, আমার ব্লগে আপনাকে স্বাগতম।
১৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৯
ডার্ক ম্যান বলেছেন: ব্লগে আবার মাইন্ড কিসের।
এইখানে সব হালাল!
২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫
শংখনীল কারাগার বলেছেন: ব্লগে কোন মাইন্ড নাই বলেন কি!!!!
আপনার ছবি দেইক্কা ডরাইছি। এত ভয়ংকর ছবি।
আপনারে অনুসরনে নিলাম অনুমতি ছাড়াই।
প্রিয় ডার্ক ম্যান পাশে থাকবেন, প্রেরণা দিবেন সমসময়.....।
১৬| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯
দি সুফি বলেছেন: কোলাকুলিতে কাজ চলে না। এই গরমে ঠান্ডা খাবারের আয়োজন করেন
অভিনন্দন রইল।
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮
শংখনীল কারাগার বলেছেন:
আজীবনের ঠান্ডা খাইলেও ফুরাইবো না। এবার খুশি
এইবার নেন ভার্চুয়াল শরবত খান।
যে গরম পড়ছে!!! আসল শরবত খাইতে মন চাএল রেসিপি দিলাম বাসায় বানায়া খাইয়েন।
এই গরমে যারা শরবত,ফলের জুস,মিল্কশেক এর রেসিপি খুজছেন তাদের জন্য,নিজে বানিয়ে খান,আমাকেও দাওয়াত দেন
স্বাগতম আমার ব্লগে সুফি ভাই।
১৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৯
সাদা মনের মানুষ বলেছেন:
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪০
শংখনীল কারাগার বলেছেন: নাচতাছে দেহি
১৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১০
সাদা মনের মানুষ বলেছেন:
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪২
শংখনীল কারাগার বলেছেন: বড়ই সৌন্দর্য !! কোলাকুলি আপনার করইতে পারলে ভালা হইত।
১৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৩
দালাল০০৭০০৭ বলেছেন: শুভেচ্ছা শঙ্খ । হ্যাপি ব্লগিং ।
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৬
শংখনীল কারাগার বলেছেন: স্বাগতম দালাল০০৭০০৭।
ভাল থাকবেন।
২০| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন। কমেন্টগুলো দেখে অনেক মজা পেলাম। হ্যাপি ব্লগিং!
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮
শংখনীল কারাগার বলেছেন: আপনি যে মজা পাইছেন এটা কম বিচিত্র না! যে হারে মানুষ গুম, হত্যা, চাদাবাজি, খুন, গরম শুর হইছে তাতে ভাল থাকা আর মজা পাওয়ার কোন উপাদানই বিদ্যমান নাই।
আপনার থুতনিতে ক্রস কেন? বিপদজনক চিহ্ন দেখছেন উপরে খুলি আর নিচে ক্রস চিহ্ন। আপনরারটা ঠিক সেরকম। তয় পার্থক্য হইচ্ছে আপনার ক্রস থুতনিতে আর সেটা থুতনির নিচে।
তাহলে বুঝা যাচেছ্ আপনি বিপদজনক। আপনার কাছ থাইক্কা দূরে থাকাই শ্রেয়।
আর হাসিতো দিছেন একখান সব দাত মিল্লা মনে হয় একখান দাত।
শুভ কামনা কাল্পনিক_ভালবাসা।
আর এই গরমে আপনার জন্য
আমার উপহার।
২১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন। কমেন্টগুলো দেখে অনেক মজা পেলাম। হ্যাপি ব্লগিং!
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩
শংখনীল কারাগার বলেছেন: অভিনন্দন আপনাকে।
আচ্ছা আপনার নিকের অর্থ কি?
২২| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একজন বেহুদা মানুষ।
০১ লা মে, ২০১৪ সকাল ১০:৫৫
শংখনীল কারাগার বলেছেন: কাল্পনিক_ভালোবাসা নামকরনের গল্প জানতে চাইছিলাম।
কিছু মনে না করলে আপনার আসল নামটা কি জানতে পারি?
২৩| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
লিমন আজাদ বলেছেন: দুই মাস ওয়াচে থাইকা হাল ছাইড়া দিছিলাম। আড়াইমাস পড় ফেবুতে ঢুইকা দেহি আমারে হলুদ বাত্তি জ্বালায় দিছে। সবুজ বাত্তি পাইতে কয়বছর লাগে কে জানে !
০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৫৯
শংখনীল কারাগার বলেছেন: ফেবুতে থুক্কু বোলগে হলুদ বাত্তি জ্বালাইয়া সামু প্রমান করল কখনও হাল ছাড়ন যাইব না।
এই ধরেন এখন আমারে কমেন্ট ব্যান করছে কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনাই একদিন সামু তার ভূল বুঝতে পেরে আমাকে আবার কমেন্টস করার সুযোগ দিবে।
শুভকামনা রইল আপনার জন্য।
২৪| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২১
লিমন আজাদ বলেছেন: ফেবু না সরি অইডা বলগ হপে। সামুতে কমেন্ট এডিট করার ব্যাবস্থা নাই কেন?
০৭ ই মে, ২০১৪ সকাল ১০:০১
শংখনীল কারাগার বলেছেন: আমিও বুজছি।
সামুতে কমেন্টস এডিট করার ব্যবস্থা নাই কেন?
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৯
আজীব ০০৭ বলেছেন: ভালো থাকুন..........
শুভকামনা রইল.........