![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গর্ভের ভেতর নারী,নারীর ভেতর গর্ভ
এলো খুশির ঈদ, অজশ্র বাহারি রং-এর মেলা চারিপাশ
কত রং-বেরং এর পোশাক, কতই না চমৎকার
কত নানান রকমের সুস্বাদু মজাদার খাবারের আমেজ প্রতিটি ঘরে।
কিন্তু! আমার কথা কে ভাবে!
আমি গরিব অসহায়, আমার কোন ভাল কাপড় নাই
আমার পেটে ক্ষিদার জ্বালা, আমারে খাওন দেও
পেটটা ভইরা একবার জদি খাইতাম, কত না মজা লাগত।
তোমরা কত খাবার আইজকা ফালাইয়া দিবা, আমগোরে হেই খাওন গুলা দিলেও তো খাইতে পারতাম।
আমগো ক্ষিদাই সব, পেট ভরা থাকলে আর ভাল কাপড় এর দরকার নাই, এতেই আমগো মনে শান্তি।
কতই না অসহায় ওরা, আমাদের তাতে কোন মাথা ব্যাথা নেই
যে কারনে আমার দেশে গরীবের কোন অভাব নেই।
পারলে যেন ওদের গায়ের চামড়া খুলে বেচে দিতাম,
নিজকে আরও ধনী করবার জন্য।
ধিক্কার আমার সোনার বাংলার দামাল ছেলেদের পড়াশুনা করে ডাক্তার, উকিল হয়ে গরীবের বুকে ছুরি বসিয়ে টাকা কামাচ্ছ
রক্ত চোষার ন্যায় গরীবের রক্ত চুষে নিজের উদর পূর্তি করছ।
এভাবে শুনলে খারাপ লাগে, সত্য শুনতে খারাপ তো লাগবেই
আমি তখনই তোমাদের নিকট খারাপ যখন কিছু সত্য বলি উচ্চ স্বরে ,
তুমি তখনই আমার সত্য বাক শক্তিকে নিস্তেজ করে দাও,
আমার বুক চিড়ে রক্ত চুষে নাও, আমি নি;শ্বেস হয়ে যাই,
সব চলে যায় মিথ্যুকের দলে, আমার আমার করে তলিয়ে যায় তখন লালসার তলে।
(ছবি ইন্টারনেট থেকে সংগ্রহিত)
৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫২
অবচেতনমন বলেছেন: সুমন দাদা তোমাকেও অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ভালো থেকো সব-সময় এই প্রত্যাশা রইল।
২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: আহা!! এই ভাবনাটাকেই যদি আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারতাম। তাহলে অন্ততঃ (ব্লগের হিসাবে) প্রতিটি এলাকায় ২০০/২৫০ জন ছিন্নমূল শিশু অন্ততঃ একবেলা ভাল করে খেতে পারতো।
এতো সুন্দর লেখাটির জন্য ধন্যবাদ। এবং ঈদ মুবারকও।।
৩১ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৭
অবচেতনমন বলেছেন: তোমাকেও ঈদ মোবারক, সচেতনহ্যাপী, আর অনেক অনেক ভালবাসা সুন্দর মন্তব্যের জন্য।
৩| ০৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০২
নিয়েল হিমু বলেছেন: ব্লগে এসব ব্যপারে লিখে এখন আর কোন ফায়দা নাই ভাই
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৮
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। নিষ্ঠুর বাস্তবতা।
ঈদের শুভেচ্ছা রইলো।