নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
ঈশ্বর চেয়ে চেয়ে দেখছেন মৃত্যুর নগ্ননৃত্য;
নিজ উপাসনালয়ে জ্বলছে আগুন, ছিন্নমস্তা হয়ে পড়ে আছে তারই সৃষ্টি,
আশরাফুল মাখলুকাত পড়ে থাকে রক্ত নর্দমায়।
ইচ্ছে করে আমিই হয়ে যাই কলির শেষ অবতার।।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
সুসং নগর
৫/৩/১৩
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
সকাল রয় বলেছেন: :::::::::::::::::::::::::::
সব কিছু জলে গেল
সব কিছু জ্বলে গেল
সব কিছু নষ্টদের নকশাবন্দী
:::::::::::::::::::::::::::::::::
২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২
শায়মা বলেছেন: সচিত্র বর্তমান লিখেছি কবিভাইয়া।
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
সকাল রয় বলেছেন:
চেষ্টা ছিল
তবে মনে হয় নিভে যাবো
৩| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫
সায়েম মুন বলেছেন:
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
মুন ভাই
৪| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
অনীনদিতা বলেছেন: হুম
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সকাল রয় বলেছেন:
হয়ে যেতে পারি
৫| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
জানতে চায় বলেছেন:
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
৬| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১
shfikul বলেছেন: +++
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকবেন
৭| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
মুনসী১৬১২ বলেছেন:
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
সকাল রয় বলেছেন: কেমন আছেন?
৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
ভুল উচ্ছাস বলেছেন: এ যেন ক্ষোভ, হতাশা আর হাহাকারের মিশেলে এক টুকরো অনুভূতি।
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
সকাল রয় বলেছেন: ঠিক বলেছেন।
৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০
মাসুম আহমদ ১৪ বলেছেন:
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
সকাল রয় বলেছেন:
মাসুম ভাই ভালোআছেন তো?
১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭
হাসান মাহবুব বলেছেন: ইচ্ছে করে আমিই হয়ে যাই কলির শেষ অবতার।।
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১
সকাল রয় বলেছেন: ইচ্ছে করে আমিই হয়ে যাই কলির শেষ অবতার।
১১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০১
অদৃশ্য বলেছেন:
সকাল দা
কবিতা দূর্দান্ত হয়েছে....
শুভকামনা....
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২০
সকাল রয় বলেছেন: ধন্যবাদ।
ভালোআছেন তো?
১২| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭
হাসি .. বলেছেন: সুন্দর লিখেছেন
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
পাঠে কৃতজ্ঞতা
১৩| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।
১৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫২
বটবৃক্ষ~ বলেছেন: ইচ্ছে করে আমিই হয়ে যাই কলির শেষ অবতার।।
হুম,,,,,,কিনতু অবতার হয়েও কি ঠেকানো যাবে??
১৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩০
সোমহেপি বলেছেন: onek valo laga
১৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯
আরজু পনি বলেছেন:
অসির চেয়ে মসি শক্তিশালী...
এই কবিতাটাই তার প্রমাণ হতে পারে।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
শুকনোপাতা০০৭ বলেছেন: ইচ্ছে করে আমিই হয়ে যাই কলির শেষ অবতার।।
সত্যিই এমন ইচ্ছে করে..