নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
Ж
চন্দ্রাকপোত
আঁচলের গিঁটে কুমারী রেখেছিল ইচ্ছেফরিঙ পথ
রঙমশাল সিঁথিতে তার, ললাটে চন্দ্রাকপোত
ছিল চোখ নগরে নিদ্রামনি বস্ত্রহীন এক বাঈ
পাশ ফিরলেই আধেক ঘুমের স্বপ্নকবজ নাই!
পারিজাত বন পিঠ নদীতে, ক্রমশ প্রগলভতা;
ধূমযোনি তার নাভিমূলে গহীনে দোহদী বারতা
হাতের দু’পিঠ বালুরাজময় উল্টে দিলেও সাগর
আধেক জীবন সুখময় বাকিটা দুঃখপাথর!
চুলের গাঙে রাহুগ্রাহ খেলা অধরায় রেনুসার
বাগাড়ম্বর হীন কণ্ঠে ছিল মাদকময় মনিহার
রুপোর বাক্সে ধনিকাপুতুল অপূর্ব প্রার্থনাতে
পুরোহিত সময়-অসময়ে বলে পৌরুষ বিকোতে ।
ছিলেম নিরম্বু এক জড় মানবরাজ, উদাসীন যার বেশবাস
তিরস্কারের রক্তাক্ত পরিনতি হলো তাহার রুদ্রাবাস
আজ চোখ নগরে আমার নিদ্রামনির বস্ত্রহীন এক বাঈ
পাশ ফিরলেই আধেক ঘুমের স্বপ্নকবজ নাই!
বুঝিনি আঁচলের ঘরে রেখেছিলে রক্ষাকবজ
দিশাহীন আমি আজও খুঁজি হারানো চন্দ্রকপোত।
ЖЖ
গেছোব্যাঙ তর্জনী উচিয়ে বিদ্রোহ করেছিল
অতঃপর
নীল খামের ঠায় হলো আরশোলাদের সেলে
চাঁদ যে ধর্ষিতা হয়েছিল কোন সাঁঝের বেলায় ভুলে গেছে সবে
গেছোব্যাঙ তর্জনী উচিয়ে বিদ্রোহ করলেও-
আশরাফুল মাখলুকাত সব নিশ্চুপ!
চাঁদ যে বেধবা, প্রেতশিলা আগলে রেখেছিল শেষ অবদি
কে জানতো একদিন আগলে রাখা সম্ভ্রমে টান পড়বে?
জোস্নাসমুদ্রে ডানা ভাঙ্গা পাখির মতো আস্ফালনে-
চাঁদ ধর্ষিতা হয়েছিলো জোস্নাসমুদ্রে।
কপালিনী হয়ে উঠা হলো না চাঁদের,
অতঃপর সমস্ত ব্যাথা নীল খামে ভরে
বেঁধে নিলো আঁচলে
___________এরপর রাত আর রাত...
_______________কারো অপেক্ষা ছিলনা তার অবশেষে
_________________অবলুণ্ঠিত চাঁদ সব ছেড়ে একদিন আকাশ পথে গেল।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
১৩ জানুয়ারী-২০১৪
সুসং নগর_
সাউথ হিলস__
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭
সকাল রয় বলেছেন:
সরল কবিতাকে কবিগন বলেছেন খন্ড চিত্র কবিতা না।
কঠিন শব্দ দিয়ে কবিতা লেখা কষ্টকর তার পরও চেষ্টা করলাম
২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪
অপ্রচলিত বলেছেন: দ্বিতীয় ভালো লাগা।
দুটি কবিতাই খুব ভালো লাগলো। মনকাড়া শিরোনামের আড়ালে চমৎকার লিখেছেন। তবে কবিতার থেকে বেশি ভালো লাগলো প্রচ্ছদটি
ভালো থাকুন সকালদা।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
সকাল রয় বলেছেন: কবিতার চেয়ে বেশি ভালোলাগা প্রচ্ছদ
শৈল্পিক শব্দ দিয়ে সমসাময়িক কবিতা লিখতে গেলে থমকে যাই। চেষ্টা করলাম। ততটা ভালো হলোনা।
ধন্যবাদ
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
মামুন রশিদ বলেছেন: দুটোই দুর্দান্ত!
ভালোলাগা জানবেন কবি ।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
মামুন ভাই
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: এটা কি লিখেছেন ভাই পড়ে তো..... এখন ও তাকিয়েই আছি। এ কথায় সুন্দর আর সুন্দর
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
আনোয়ারুল ভাই।
সুন্দর সৃষ্টিতে আপনাদের দোয়াই কাম্য
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০
শাহীদুল বলেছেন: সুন্দর কবিতা। শুভেচ্ছা কবি
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন সবসময়
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
অদিব বলেছেন: গেছোব্যাঙ তর্জনী উচিয়ে বিদ্রোহ করেছিল
অদ্ভূত শিরোনাম! ভালো লেগেছে কবিতা!
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৫
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
মশিকুর বলেছেন:
দুটোই ভালো হয়েছে +
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯
সুমন কর বলেছেন: প্রথমটিতে কঠিন শব্দের আধিক্য, তাই পুরো পড়া হলো না। বুঝতে কষ্ট হবে। কাল সময় করে পড়তে হবে। ২য়টি অনেক সুন্দর হয়েছে।
ভালো থাকবেন।
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১
সকাল রয় বলেছেন:
কবিতা পড়তে যেয়ে যে কোন বিষয় নিযে প্রশ্ন করতে পারেন। কোন সমস্যা নেই
যে কবিতার পাঠকের বোধগম্য হলোনা সে কবিতার কোন মুল্য নেই।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগা
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
মাসুম ভাই
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১
মাহমুদ০০৭ বলেছেন: প্রথমটা দারুণ লেগেছে ।
ভাল থাকুন কবি
শুভকামনা রইল ।
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
সকাল রয় বলেছেন:
ভাম্পায়ারের প্রোপিক দেখে ভয় পাইছি।
১১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৮
ভিয়েনাস বলেছেন: ছিলেম নিরম্বু এক জড় মানবরাজ, উদাসীন যার বেশবাস
তিরস্কারের রক্তাক্ত পরিনতি হলো তাহার রুদ্রাবাস চমৎকার।
প্রথম টা বেশি ভালো লেগেছে
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
ভিয়েনাস
১২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৭
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: দ্বিতীয়টা খুব ভাল লেগেছে
ভালো থাকুন কবি
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন কবিতা লিখুন।
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ___________এরপর রাত আর রাত...
_______________কারো অপেক্ষা ছিলনা তার অবশেষে
_________________অবলুণ্ঠিত চাঁদ সব ছেড়ে একদিন আকাশ পথে গেল।
বিষাদী সমাপ্তি ।
দুটোই ভাল লেগেছে ।
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
আপনার কবিতায় অনেক ভালোলাগা
১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
আমার কোন প্রশ্ন নাই বলেছেন: সুন্দর দুটি কবিতা। এটা দেখুন।
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
সকাল রয় বলেছেন: অবশ্যই দেখবো
১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬
বোধহীন স্বপ্ন বলেছেন: এ ধরণের কবিতা ভালো বুঝি না, তাই মনে হয় আরো বেশি ভালো লাগে। প্রথমটা ছন্দের দিক থেকে ভালো, আর দ্বিতীয়টা একটু রুপকথার মত মনে হল।
প্রচ্ছদের ডিজাইনটা সাদামাটা এবং সুন্দর।
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬
সকাল রয় বলেছেন:
আমি যখন প্রথম লিখতাম তখন বুঝতাম না
এখনো অনেকের কবিতা বুঝিনা। লিখলাম দেখিআমাকে দিয়ে হয় কিনা সেটা বুঝতে।
১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দরের ছড়াছড়ি
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন
১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪
কয়েস সামী বলেছেন: সুসং নগর টা কোথায়? দুই নাম্বারটা বেশি ভাল্লাগসে!
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭
সকাল রয় বলেছেন: মেঘালয়ের কাছে
১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রচ্ছদ আর শিরোনামে বিশেষ ভালোলাগা!!
কবিতার ভাবটা পুরো ধরতে না পারলেও যতটুকু অনুভব করেছি, মুগ্ধতা জানাতেই পারি!
শুভকামনা কবি!!
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭
সকাল রয় বলেছেন:
অভি কবি ধন্যবাদ
আসলে আমি সরল ভাষায় কবিতা লিখতে চাই তবে এ কবিতাগুলোতে একটু স্বাদ বদল করলাম আর কি।
১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১
সায়েম মুন বলেছেন: দ্বিতীয়টা বেশী ভাল লেগেছে।
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
সায়েম কবি ভালো থাকুন
২০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
সাগর রহমান বলেছেন: খুব সুন্দর হয়েছে সকাল দা।
চমৎকার।।
লিংকটি দেখুন, প্লিজ।।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
২১| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬
রাইসুল নয়ন বলেছেন:
প্রথমটা পড়লাম,
পাঠোদ্ধার করতে ব্যর্থ
আরও পড়তে হবে।।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩
সকাল রয় বলেছেন:
নারীর শৈল্পিক বর্ণনার সাথে সাথে এক যুবকের প্রেম প্রত্যাক্ষানের পরবর্তী বিরহ নিয়ে কবিতাটি লেখা। আশা করি আবার পড়লে বুঝতে পারবেন।
২২| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
এহসান সাবির বলেছেন: খুব ভালো লেগেছে।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
সকাল রয় বলেছেন: এহসান সাবির ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর কবিতা।
শৈল্পিক।।