নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
পথচলতে, কথা বলতে কখনো কখনো এমনি ভর-দুপুর কিংবা সন্ধ্যেয় হাতে থাকা ক্যামেরায় উঠে আসে এই ছবি গুলো।
আমার চোখে আকাশ
আমাদের গ্রাম
আমাদের গ্রামের শিশু-কিশোর
দু-আনি বাড়ি, ছোট রাজার। সুসং রাজ্যের (বর্তমান সুসং নগর)
দুরন্ত বেলা-২
দুরন্ত বেলা-৩
ফাগুন আসছে।
কবির জন্য শীতের গোলাপ
হ্যালো......... আমার তোলা এ বছরের আলোচিত ছবি।
দাড়িয়ে আছে পিতা যোসেফ কোলে মশিহ
শীতকালীন সোমেশ্বরী নদী, সুসং নগর
মেঘালয়ের দুর্গম পাহাড়!
নীল পানির লেক-৩ .............রয়েছে অপেক্ষায়, জলেশ্বরী নদী সংলগ্ন।
নীল পানির লেক-৩ .............রয়েছে অপেক্ষায়, জলেশ্বরী নদী সংলগ্ন।
প্রনাম মারিয়া
আমার চোখে সোমেশ্বরী
সুসং রাজার রাজবাড়ির একাংশ
নাম না জানা ফুলটি সবার জন্য।
আমার লেখা কবিতার অংশ।
আমার হাতের লেখা।
____________________________
প্রকাশকাল
২০১৪/০১/২২
সুসং নগর।
২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
২| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩
অদিব বলেছেন: আপনার হাতের লেখার একটা ফন্ট বানানো প্রয়োজন!
ছবিগুলো ভালো লেগেছে!
২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
সকাল রয় বলেছেন: কে বানাবে ফ্রন্ট?
ধন্যবাদ
৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪০
নীল ভোমরা বলেছেন: ছবিগুলি সুন্দর......কয়েকটি বেশ সুন্দর!
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬
সকাল রয় বলেছেন: নীল ভোমরা ধন্যবাদ
৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
সোমহেপি বলেছেন: সব কটা ছবি তো দেখতে পাচ্ছি না।
সুন্দর যতগুলো দেখেছি।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
অনেক দিন পর_
৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
ইখতামিন বলেছেন:
অসাধারণ,,
পিচ্চিগুলোর অনেক সাহস। ভেলায় চড়েছে। আহা... ছোটকালে আমিও চড়তাম
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
সকাল রয় বলেছেন:
ঠিক পিচ্চি নাএরা
২০-২৪এর মধ্যে
ধন্যবাদ
ইখতা
৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০১
নাছির84 বলেছেন: সবগুলো ছবিই দুর্দান্ত। সঙ্গে হাতের লেখাও। যেন নঁকশি কাঁথার কারুকাজ। পোষ্টে ++++
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
সকাল রয় বলেছেন: ভাই আসে পাশে ফুল-চন্দনের গাছ নেই, তাই আপনাকে ফুল চন্দন দিতে পারলাম না। দেখা হলে দেব
অনেক ধন্যবাদ
৭| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৬
টয়ম্যান বলেছেন: ছবিগুলি অনেক সুন্দর ্লাগলো
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪২
বোধহীন স্বপ্ন বলেছেন: "দুরন্ত বেলা-৩" ছবিটা কেমনে তুলছেন? কিরকম ধপাস ধপাস লাগতাছে।
ছবিগুলা সুন্দর, ইচ্ছাকরে এইসব জায়গায় একবার ঘুরে আসতে। আপনার হাতের লেখা তো বড়ই সৌন্দর্য।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩
সকাল রয় বলেছেন:
চলে আসুন একদিন___
দেখা হবে কথা হবে
দুরন্তবালক দয় অবশ্যি নেই কিন্তু মি আছি
৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪
কালো পাখি বলেছেন: সব ক'টিই হেব্বি হয়েছে..............
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪
সকাল রয় বলেছেন:
সত্যিই হেব্বি হ ই ছে
ধন্যবাদ
১০| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪
সায়েম মুন বলেছেন: ছবিগুলো মনকারা।
হাতের লেখা দেখলে সুন্দরী মেয়েরা কবির প্রেমে পরে যাবে।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫
সকাল রয় বলেছেন:
প্রেমে পড়ার বয়েস তো শেষ হয়ে গেল। এখন আর কে পড়বে প্রেমে
ধন্যবাদ
১১| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার একেকটা ছবি
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬
সকাল রয় বলেছেন: স্বপ্নবাজ অভি
ধন্যবাদ
এই তুললাম আর কি
১২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
লালপরী বলেছেন: যাবো একদিন নীল পানি আর আকাশ এর ছোয়া পেতে
প্লাস
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১
সকাল রয় বলেছেন:
পরী পরী হে এক পরী
আসমা সে আ গিরি____
আসমানতন পরি নাইম্যা কইছে প্লাস__এহন আমি খুজতাছি গ্লাস পানি খামু
___________________________________________
অবশ্যই আমাদের গায়
নেমনতন্ন রইলো
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
মামুন রশিদ বলেছেন: আপনার গ্রাম খুব সুন্দর । পাহাড় আর সোমেশ্বরির কোলে ঠিক যেন পটে আঁকা ছবি
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১
সকাল রয় বলেছেন: চলেআসুনএকদিন
১৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
সুমন কর বলেছেন: আপনার হাতের লেখা দেখি-শিল্প। পোস্ট চমৎকার হয়েছে।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩
সকাল রয় বলেছেন:
শৈল্পিকতা নিয়ে কখনো পড়িনি
তাই মনে হয় হয়ে গেছে শিল্প।
ধন্যবাদ সুমন ভাই
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০০
উদাস কিশোর বলেছেন: সুন্দয় পোষ্ট ।
ছবি গুলো ভাল লেগেছে
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ কিশোর
প্রো-পিকে কিন্তু ধুমায়িত ছবি সেখানে কিশোর কিশোর লাগছে না।
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
ইমরাজ কবির মুন বলেছেন:
খুব্বি চমৎকার !!
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭
শাপলা নেফারতিথী বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর..
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯
সকাল রয় বলেছেন:
ধন্যবাদনম
নেফারতিতি
১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
মাসুম ভাই
১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮
জুন বলেছেন: সকাল তুমি এর আগেও সোমেশ্বরী নদী আর সুসং দুর্গাপুরের ছবি দিয়ে পোষ্ট দিয়েছিলে, মনে আছে? দুটি পোষ্টই অপুর্ব ছবি সমৃদ্ধ। অনেক ভালোলাগলো আমার দেখা একটি অপুর্ব এলাকার চিত্র আবার তোমার চোখে দেখতে।
+
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭
সকাল রয় বলেছেন:
একদিন চলেআসুন সময় করে
দেখা যাবে সোমেশ্বরী।
ভালো থাকবেনআপু
২০| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫
লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর ছবিগুলো । আর আপনার হাতের লেখাও চমৎকার!
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০
সকাল রয় বলেছেন:
আরো অনেক ছবি তুলি
দেব আরেক দিন।
হাতের লেখা নিয়ে আরেকদিন কথা বলা যাবে।
২১| ২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
জেরিফ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো ।
আপনার হাতের লেখা অসাধারন ।
২৩ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
জেরী ভাইয়া
ভালো থাকুন সবসময়
২২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪
মশিকুর বলেছেন:
সবগুলো ছবিই চমৎকার।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অতিশয় চমৎকৃত হইলাম কবি...!!
ভালো থাকুন ।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮
সকাল রয় বলেছেন:
আপনিও ভালো থাকুন
স্বপ্নচারী
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
নাইস ++++++