নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

somewhere in এ রয়ে'র বাছাই বারো

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০০





প্রাক-কথন:

আমার পড়া এ ব্লগের ভালোলাগা পোষ্টগুলোর একটা সংকলন। অনেক নতুন লেখকদের কাজে লাগতে পারে কয়েকটি পোষ্ট। পরবর্তি সংকলনে আরো কিছু পোষ্ট দেব। যাদের পোষ্ট এর লিংকগুলো ব্যবহার করলাম তাদের প্রত্যেকের কাছেই বিনীত ভাবে কৃতজ্ঞ।





১. ইমন জুবাযের এর লেখা -রবীন্দ্রনাথের কালো মেয়েরা



২. মাহবুব মোর্শেদ এর লেখা গল্প–আজ রাতে কোথায় ঘুমাবো?



৩.সোমেশ্বর অলি এর লেখা কবিতা-স্নান ঘরের গান



৪. ভাঙ্গন এর লেখা-গল্প: একুশের গল্প বর্ণাক্ষর





৫. নির্ঝর নৈশ:ব্দ্য এর লেখা-গল্প: ঝাঁপতাল





৬. সুলতানা শিরিন সাজি এর কবিতা-কবিতা: আমি কিংবদন্তি হবো তোমার কবিতায়!



৭. হানিফ রাশেদীন এর লেখা কবিতা-সুন্দরের জন্য শোকগাথা





৮. হাসান মাহবুব এর মন্তব্য বিষয়ক লেখা- অফটপিক





৯. মোস্তাফিজ রিপন এর লেখা-গল্প: বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে





১০. মাভেরিক এর লেখা- গল্প: ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প-৩টি পর্বে

গল্প: ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প-১ম পর্ব





গল্প: ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প-২য় পর্ব





গল্প: ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প ৩য় পর্ব





১১. লীলা চক্রবর্তী এর লেখা-গল্প: নির্বাসিতা





১২. সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর লেখা গল্প-গল্পটা সত্যি হতে পারে, সবটুকু বানানো নয়





::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

ভালো থাকুন এই সব দিনরাত্রিতে _

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখকদের নাম দেখেই বোঝা যাইতাছে ভালো সংকলন। কয়েকটা পড়া আছে, বাকিগুলা পড়ার ইচ্ছা রইলো!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
মাসুম ভাই_____

পড়ে ফেলুন মাথায় লেখা চলে আসবে।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

নিশাত তাসনিম বলেছেন: খুব সুন্দর সিলেকশান।

৬. সুলতানা শিরিন সাজি এর কবিতা-কবিতা: আমি কিংবদন্তি হবো তোমার কবিতায়!

৭. হানিফ রাশেদীন এর লেখা কবিতা-সুন্দরের জন্য শোকগাথা

১১. লীলা চক্রবর্তী এর লেখা-গল্প: নির্বাসিতা

এই ৩টি পোস্ট পড়ার মতো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

সকাল রয় বলেছেন: বাকীগুলোর মধ্যে
মাহবুব মোর্শেদের ব্লগে যা আছে তা পড়লে আশা করি খারাপ লাগবে না। আরো অনেকে বাকী রয়ে গেলো পরবর্তি পর্বে নিয়ে আসবো।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
গুড সিলেকশন সকাল !

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

আশা করি গল্প কবিতার সাথে সাথে আরো কিছু দিতে পারবো আপনাদেরকে

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

তাসজিদ বলেছেন: অনেক গুল পড়া আছে ।
বাকিগুল পড়তে হবে ।

ভাল পোস্টের লিস্ট দেবার জন্য অনেক ধন্যবাদ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

ভালো থাকবেন

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাছাই পছন্দ হয়েছে!

দুএকটা পড়া বাদ আছে। পড়ে দেখি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৫

সকাল রয় বলেছেন:
প্রোফেসর শঙ্কু

ধন্যবাদ

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

সুমন কর বলেছেন: গুড সিলেকশন। গ্রেট জব। ++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
সুমন ভাই

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

মামুন রশিদ বলেছেন: চমৎকার! সাথে করে নিয়ে গেলাম ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

মামুন ভাই

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

হাসান মাহবুব বলেছেন: আমারটাকে লেখার মর্যাদা দেয়া যায় না। ওটাতো আড্ডা পোস্ট!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

সকাল রয় বলেছেন: আপনার লেখা অনেক ভালো ভালো গল্প পড়ে আমি বিস্মিত কোনটা রেখে যে কোনটা বাছাই করবো সেটা খুব কঠিন! সময় নিয়ে বের করবো। বাছাই বারোতে একটা ফান পোষ্ট হিসেবে আপনার আড্ডা পোষ্টটি কিন্তু চলে তাই দিয়ে দিলাম।

অনেক ভালো থাকবেন।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার পোষ্ট!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
অভি কবি

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার কালেকশন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
বস

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

ব্লাক উড বলেছেন: গুড পোস্ট।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

সকাল রয় বলেছেন: ধন্যবাদ

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

সায়েম মুন বলেছেন: প্রিয় ব্লগারদের লেখা নিয়ে পোস্টে অনেক ভাললাগা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: দারুণপোস্ট । সোজা প্রিয়তে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
সেলিম ভাই ভালো থাকুন

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাল্লাগছে বাছাই

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
দুর্জয় কবি

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ১২-তে আমারও একটা পোস্ট রয়েছে দেখে আনন্দিত ও লজ্জিত হলাম ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

সকাল রয় বলেছেন:
ভালো লেখা সবসময়ই থাকবে

ধন্যবাদ
ভালো থাকবেন

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

ইখতামিন বলেছেন:
সুন্দর বাছাই

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকবেন।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: যে পোস্ট পড়া হয়নি সেগুলো পড়বো । ধন্যবাদ এমন পোস্ট এর জন্য ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

সকাল রয় বলেছেন:
ভালো লেখার জন্য ভালো লেখা পড়া অতীব জরুরী তিতির কবি।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শিরোনাম দেখেতো প্রথমে টাসকি খাইলাম!!

somewhere in এ রয়ে'র বাছাই বারো
র'য়ের ... র মানে বিদেশি গোয়েন্দা সংস্থা! তাদের বাছাই বারো!! সব্বনাশ !!! বলে কি ?? ভেবে ঢুকলাম!

ওমা দেখী না বাছাই বারো জনে লিংক!

সামহোয়ারইন-এর বাছাই বারো লিখতে গিয়ে কি ঐ "এ রয়ে'র বাছাই বারো" হয়েছে???
সম্ভবত!!

যাক বাবা বাচলাম!;) :):)

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

সকাল রয় বলেছেন:

সামহোয়ারইন-এর বাছাই বারো লিখতে গিয়ে ওটা হয়নি। আমার নামের দিকে খেয়াল করুন একটা রয় পেয়ে যাবেন।

অনেক অনেক ধন্যবাদ
পোষ্ট আপনার চোখে পড়েছে বলে আমিআনন্দিত। ভালো থাকবেন নয়তো আমি আবার বিদ্রোহ করবো B-) B-) B-)

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে ভালালাগা দিলুম!

তা রয় মুশাই, ভালইতো গোল্লা খাওয়াইলেন ;) এমনি দেশের যে হাল বর্ণমালা থেকে না র পড়া বাদ দিতে হয় :P তসলিমা ক লেখার পড় যেমন দুষ্ট ছাত্র খ থেকে বর্ণমালা পড়া শুরু করত!
শিক্ষকের ধমকিতে বলে -জানেননা স্যার ঐটাতো খারাপ খারাপ লেখা! তাই বলতে মানা!!! ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২১| ১০ ই মে, ২০১৪ রাত ১১:০০

আমি তুমি আমরা বলেছেন: আপনার নির্বাচিত ১২ টি লেখার মাঝে কেবল ভাঙ্গন, হামা আর ম্যাভেরিকের পোস্ট তিনটি পড়া হয়েছে। বাকিগুলোও পড়ব হয়ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.