নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
♣
আজ ব্যাখ্যায় যাবো না, কোন শর্তেও নয়-
শুধু বলবো সবকিছুর মূলে এই নষ্ট আবেগ।
আবেগ পোড়াতে হলে মাতাল হতে হয়; আমি আর নষ্ট হতে চাইনা
তারচে বরং তুমি মৃত্তিকা হও আমি বিলীন হই তোমাতে-
তবুও আমায় মাতাল হতো বলোনা
♣♣
তাহারে দেখেছিলেম কাশফুলের ধারে জলাশয়ের জল নীড়ে-
তাহারে দেখেছিলেম কচুরিপানার বন্ধুশালায়।
তাহারে দেখেছিলেম সবুজ দুর্বামাদলে,
তাহারে দেখেছিলেম মুদ্রাহাসি মুখে আর স্বচ্ছ কাচের চোখে।
সে দেখেনি আমারে আহারে! আহারে!
সেই দুপুর বেলায়-
আমি যে ছিলেম অজান্তে অলক্ষ্যে নিরালায়।
♣♣♣
রমনির অতীতে রঙরুপতাল,
বর্তমান যেন জলের মতো, পলকেই জায়গা বদল-
কিছু গোপনতা সবসময় এড়িয়ে যাওয়া,
তা-না হলে আর প্রেম কেন?
দাড়িয়ে থাকে মানুষ উন্মাদ, উন্মাতাল দেহে চিরকালই তার কামবাসনা
সেন্সরবোর্ড কাঁচি না চালালে প্রতিটা পুরুষই জানোয়ার হয়ে যায়।
_____________________________________
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৪
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু
মন্তব্য আপ্লুত হলুম
২| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: প্রথম ভাললাগা !
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
তিতির কবি
৩| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৪
বলেছেন: +++++++
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৪
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬
মামুন রশিদ বলেছেন: ভালো হয়েছে । সুন্দর কবিতাগুলো সংরক্ষণ হলো, আবার আমরাও পড়ার সুযোগ পেলাম ।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৫
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই____
৫| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৬
প্রবাসী পাঠক বলেছেন: দ্বিতীয় ভালো লাগা।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রবাসী ভাই
৬| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ২ এবং ৩ নম্বরে ভালো লাগা
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
৭| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !!
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ অভি কবি
৮| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই
৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:৪২
নস্টালজিক বলেছেন: তাহারে দেখেছিলেম।
মুদ্রাহাসি মুখ-এই উপমাটা ভালো লেগেছে বেশ।
শুভেচ্ছা নিও।
ভালো থেকো নিরন্তর।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫১
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ রানা ভাই।
খুব ভালো লাগলো আপনাকে দেখতে পেয়ে
১০| ২৩ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:১০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দাড়িয়ে থাকে মানুষ উন্মাদ, উন্মাতাল দেহে চিরকালই তার কামবাসনা
সেন্সরবোর্ড কাঁচি না চালালে প্রতিটা পুরুষই জানোয়ার হয়ে যায়। +++ ৫ম ভালোলাগা।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
তনিমা
ভালো থাকবেন
এই দিনমান
১১| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো স্ট্যাটাসগুলো ।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ____ কালি দা প্রোফাইলে কি মাছ ধরছেন নাকি?
১২| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
অদৃশ্য বলেছেন:
লিখাগুলো খুব সুন্দর দাদা...
শুভকামনা...
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ অদৃশ্য অরিন্দম
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০২
পরিবেশ বন্ধু বলেছেন: লেখার দৃষ্টিভঙ্গি আসলেই খুব সুন্দর , ভাললাগা +