নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
♣
নয় কোন নিষেধ, নয় কোন আদেশ,
যতখানি পারো গুছিয়ে রেখো নিজেকে... ভেবে না আকাশ-পাতাল।
ভাবনা তোমার জন্য নয়।
যত পারো করো অভিমান! কেননা অভিমান তোমাকেই মানায়...
অভিমান জমিয়ে রাখে সংসার জীবনে বেশ কাজে লাগবে।
♣♣
পৌষের হাওয়ায় খুজে নেবো না তোমায়...
মনখারাপ কেন করবো? কোন সে কারনে রবো বিষণ্ন?
কেউ কারো জন্য তো নয়! সবটুকু অভিনয়!!
আসুক কুয়াশা ঝড় রবো এভাবেই স্বার্থপরের মতো
স্বার্থপরতা আমাকে মানায়।
♣♣♣
আমার মতো করে তুমি ভাবতে পারো না জেনেও আমি ভালোবাসি তিতকুটে তোমায়
আবেগ রবে আজীবন, মায়ার মতো বন্ধু আর কেউ নেই...
কাম-ক্রোধ-লোভ ছেড়েছি সেই কবেই, পারিনি এক তোমায়...
এ যেন অদৃশ্য চুইংগাম!
মা’র যত্নে আর চলছিলো না...তাই উপমা ভেবে তোমার মায়ায় ডুবেছিলাম
ভাবিনি সেখানে এতখানি অন্ধবিশ্বাস ছিলো।
♣♣♣♣
ভোর আসে তোমার মুখায়ব নিয়ে বিছানা থেকে পায়ে
মাটিতে রাখিনি কখনো তোমায়, রেখেছি সদা বুক পকেটে
মিথ্যে বলেছিলাম, আমি বাৎসায়ন নই!
আমি তবে কি? প্রশ্ন রেখেছিলাম?
হয়নি জানা উত্তর। আশা করিনা...
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৯
সকাল রয় বলেছেন: ধন্যবাদ হে বন্ধুকবি
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২
সুমন কর বলেছেন: সুন্দর!
১ম ভাল লাগা।
অভিমান জমিয়ে রাখে সংসার জীবনে বেশ কাজে লাগবে।
রাখো হবে কি?
শুভ রাত্রি।
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ সুমন কবি....
লেখবার পর দেখতে পারলাম। ঠিক করে নিতে হবে।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই কেউ কারো নয় ।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪
সকাল রয় বলেছেন: সত্যিই কবি
কেউ নয় কারো
ভালো থাকবেন কবি
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৫
ডি মুন বলেছেন:
বাহ, সুন্দর
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মুন ভাই
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪০
আলম দীপ্র বলেছেন: বেশ লাগল কবি !
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ দীপ্র ভাই
ভালো আছেন তো?
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৪৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমি তবে কি? প্রশ্ন রেখেছিলাম?
হয়নি জানা উত্তর। আশা করিনা... কাব্যময় কবিতা।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬
সকাল রয় বলেছেন:
জানা হয়নি...
জানা হয়নি...জানা হয়নি...জানা হয়নি...জানা হয়নি...জানা হয়নি...
ধন্যবাদ তনিমা
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৮
সোহেল মাহমুদ বলেছেন:
বাহ! চমৎকার।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভাই সোহেল
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২১
মোঃ শরিফুল ইসলাম বলেছেন: অসাধারণ!
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
ভালো থাকুন।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭
আবু শাকিল বলেছেন: চমৎকার
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩
সকাল রয় বলেছেন: ধন্যবাদ দাদা
ভালো আছেন তো?
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: গুচ্ছ কবিতায় ৩য় ভাল লাগা জানিয়ে গেলাম।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫১
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ ইমতিয়াজ ভাই
ভালো থাকুন
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫০
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ মইনুল ভাই
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ লেখনী । +++
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ দাদা
কলমকালি
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৩
আমি ইহতিব বলেছেন: খাঁটি সত্যি কথা বলেছেন ভাই। আসলেই কেউ কারো নয়।
দারুন কবিতা।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮
সকাল রয় বলেছেন:
কেউ তো নই কারো প্রত্যেকেই একা।
ভালো থাকুন ইহতিব।
ভালো থাকুন এভাবেই
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১
অন্ধবিন্দু বলেছেন:
সবটুকু অভিনয় নয়, সকাল। আমাদের মতো করে অনেক আছে...
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬
সকাল রয় বলেছেন:
কেউ কেউ অভিনয় না করেই অভিনেতা হয়। কেমন আছেন?
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর লিখেছেন । ভালো লেগেছে কবি ।
নিউ ইয়ারের শুভেচ্ছা ।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫
সকাল রয় বলেছেন:
নিউ ইয়ারের শুভেচ্ছা মামুন ভাই
ভালোআছেন তো?
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২
আরজু পনি বলেছেন:
অভিমানে শুধু কষ্টই বাড়ে !
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪
সকাল রয় বলেছেন:
কেমন আছেন আরজু আপা?
অভিমান করা ভালো না
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮
রাইসুল সাগর বলেছেন: বাহ বেশ ভালো লাগল। শুভকমনা নিরন্তর আপনার জন্য।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩
সকাল রয় বলেছেন:
কেমন আছেন কবি?
ভালো থাকা হোক
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: উক্তিগুলু খুবই সুন্দর ।।