নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌর কলঙ্কে পর্যবসিত (সৌকপ)

সৌর কলঙ্কে পর্যবসিত

আমি আসলে কেউ নই ।

সৌর কলঙ্কে পর্যবসিত › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা ও খালেদা জিয়া : সত্য উদ্ঘাটিত হল

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

শেখ হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তাঁর মাতার নাম বেগম ফজিলাতুননেসা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি ও তাঁর বোন শেখ রেহানা বাদে পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়। বোনদ্বয় সেইসময় পড়াশোনার জন্য পশ্চিম জার্মানীতে অবস্থান করছিলেন।



শেখ হাসিনা ১৯৭৩ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় ১৯৬৮ সনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া'র সাথে তাঁর বিয়ে হয়। ৯ মে ২০০৯ইং তারিখে এম এ ওয়াজেদ মিয়া ইন্তকাল করেন। তাঁদের সংসারে সজীব ওয়াজেদ জয় (পুত্র) ও সায়মা ওয়াজেদ পুতুল (কন্যা) নামে দুই সন্তান রয়েছে।





বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম, ডাক নাম পুতুল। আগস্ট ১৫, ১৯৪৬ সালে জলপাইগুড়িতে জন্ম গ্রহণ করেন। তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তাঁর পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান। বাবা জনাব ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। তার স্বামী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরউত্তম। তার এক ভাই মেজর(অবঃ) সাইদ ইস্কান্দার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফেনী-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার দুই ছেলের মধ্যে বড় তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১ম ভাইস-চেয়ারম্যান । তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো একজন ব্যবসায়ী। এছাড়া আরাফাত রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন।

































শেষ খবর পাওয়া পর্যন্ত শেখ হাসিনা আওয়ামী লীগ ও খালেদা জিয়া বিএনপি করেন। আপাতত তাদের দল পরিবর্তনের কোন রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। শেখ হাসিনা আগামী নির্বাচনে তার দলকে ও খালেদা জিয়া তার দলকে ক্ষমতায় দেখতে ইচ্ছুক ।

















:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P:PB-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-)B-);););););););););););)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

মদন বলেছেন: =p~

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

ডাক্তার আমি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

খেয়া ঘাট বলেছেন: :) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P :-* :#) #:-S 8-| B-)) :!> :#> :|| :> :-< |-) /:) :-B B:-) :-P B:-/ :-& :-0 !:#P =p~

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৬

নিয়ানডার্থাল বলেছেন: মদন

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪

চারশবিশ বলেছেন: জানতামনা তো

আপনার অশেষ মেহেরবানি এইরকম তথ্যমূলক পোষ্ট প্রসব করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.