| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতির সব রুপ তোমার জন্য
তোমার জন্য কবিতারা হাসে
গল্পেরা আঁকে ফাঁদ
চিলেকোঠা ছাদে তুমি
আমার দীর্ঘশ্বাস ।
তোমার জন্য বৃষ্টি ঝরে
আকাশে রংধনু
তুমি আর আমি মিলে মিশে হবো
অণু পরমাণু।
তোমার জন্য সমুদ্র
তোমার জন্য ঢেউ
তোমার কাছে হার মানেনি
আছে এমন কেউ?
তোমার জন্য পাখির ডানা
গাছে গাছে বহে বাতাস
তোমার জন্য দিশেহারা
সবাই হয়েছে উদাস ।
তোমার জন্য জোছনা রাত
তোমার জন্য চাঁদ
তোমার রুপে পাগল হবে
কেউ যাবে না বাদ।।
তোমার জন্য বসন্তের রৎ
আগুন ঝরা ফাগুন
মিস্টি কথারা তোমার ঠোঁটে
করে গুন গুন।
তোমার জন্য গোধূলি বেলা
রক্তিম সূর্যাস্ত
ভালবাসার মৌন মিছিলে
হতে চাই অভ্যস্ত।
©somewhere in net ltd.