নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

web design and development, Graphics Designer, Digital marketer.। whatsapp +8801929766847। https://www.kulauranews.com/ , https://www.webbespace.com/

ওবায়দুল হক

আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না, আমি শুধু সৎ থাকতে চেষ্টা করি। মোবাইল: ০১৭১৮০২৩৭৫৯

ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাচ্ছে কবি প্রতিভা

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:১১



কবিতা লেখার ইচ্ছেগুলো হারিয়ে গেছে,
ছন্দগুলো যাচ্ছে আমায় ছেড়ে!

অবিরাম কাছে ডাকার ক্লান্তিতে কণ্ঠ,
বন্ধী বাতাসের সীমান্তে!

কান পেতে শুনতে পাই না সমুদ্রের গর্জন,
ধূলোর আস্তরণ প্রেমের ভাষায়!

ভাবতেই তোমাকে ছন্দ করত খেলা,
সবই গেছে আমাকে ছেড়ে!

রাতের নিস্তব্ধতায় কেউ ছুঁয়ে যায় না,
আমার নিরব ভাবনায়!

ব্যস্ত কাজের ফাঁকে হঠাৎ আসতে তুমি,
যেন দূরের পথ দিয়েছ পাড়ি!

ক্লান্ত দেহ আর দীর্ঘ নিশ্বাস জড়িয়ে বুকে,
শাসন করতে নিত্য!

কোথায় আমার হারিয়ে যাওয়া সে ভাবনা,
যে ভাবনায় তোমায় পেতাম!

নিত্য নতুন ভাবনায় তুমি সুরের ছন্দ তুলে,
আমাকে দিয়ে যেতে কবিতা!

বড় হয়ে যাচ্ছি আর ছোটবেলার সেই প্রেমিকা,
কল্পনার জগৎ ছেড়ে চলে যাচ্ছে!

তাই এখন আমার আর কবিতা লেখা হয় না,
হারিয়ে যাচ্ছে কবি প্রতিভা!

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:১৫

লাবণ্য ২ বলেছেন: দারুন!

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:১৮

ওবায়দুল হক বলেছেন: :| :| ধন্যবাদ আপনাকে

২| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: যে কবিতা লিখে বাজারে চালের দাম কমে না, সেই কবিতা লেখার প্রতিভা হারিয়ে যাওয়াই ভালো।

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:১৯

ওবায়দুল হক বলেছেন: B:-) কন কি ভাইজান? যাক ভালো হচ্ছে তাহলে!! B:-/

৩| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি একটা সুরের জগতে বাস করে। ছন্দ ভয় জগৎ। আমি শুধু কান পেতে শুনি।

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২৩

ওবায়দুল হক বলেছেন: কিন্তু বড় হলে ভয় দূর হয়ে যাওয়ার কথা। আমার যে এখন বেড়ে যাচ্ছে? অবশ্য আগুনের ভয় দিনে দিনে বাড়ে, বড় হলে কমে না। :-/

৪| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৫

বিজন রয় বলেছেন: নেট সমস্যা।
+++++++

১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:০১

ওবায়দুল হক বলেছেন: |-)

৫| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৮

কথার ফুলঝুরি! বলেছেন: কবি প্রতিভা হারিয়ে গেলে কেমন হবে। তাহলে সবাই তো আরও বেশী আবেগহীন যন্ত্র মানব হয়ে যাব।
আপনার কবি প্রতিভা না হারাক এই শুভকামনা ভাইয়া।
কবিতা ভালো লেগেছে।

১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৪

ওবায়দুল হক বলেছেন: B:-) যত বড় হচ্ছি ততই আবেগহীন হচ্ছি....
একদিন হয়ত সে আসবে? ঝড়েরর মতো!
আমাকে ভিজিয়ে দিয়ে যাবে!
চৈতের শেষে যেমন বৈশাখী নামে অঝোরে!

৬| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৪

মোঃ নয়ন ইসলাম নীল বলেছেন: সুন্দর কবিতা

১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৪

ওবায়দুল হক বলেছেন: ধন্যবাদ

৭| ১২ ই জুন, ২০১৮ সকাল ১১:০২

মোঃ আল-আমিন৯৮ বলেছেন: এটা সত্য যে আমাদের দেশের সেই অপরুপ ময় কত মধুর ও কত সুন্দর এই কবিতা গুলো এখন আর নেই

১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৬

ওবায়দুল হক বলেছেন: কমে যাচ্ছে দিন দিন....!

৮| ১২ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৩

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ভালো ছিল!

১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৬

ওবায়দুল হক বলেছেন: ধন্যবাদ

৯| ১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

খায়রুল আহসান বলেছেন: না না, আপনার কবি প্রতিভা মোটেই হারিয়ে যাচ্ছেনা, এ কবিতাটাই তার যথেষ্ট প্রমাণ। সুন্দর এ কবিতায় আমার ভাল লাগা রেখে গেলাম + +।
গ্রাফিক্সটাও খুব সুন্দর হয়েছে। উভয়ের দৃষ্টিতে প্রেম পরিস্ফূট।
কিছু টাইপো আছে, সম্পাদনা করে নিলে ভাল হয়।

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:২৭

ওবায়দুল হক বলেছেন: :``>> ধন্যবাদ

১০| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৫

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৯

ওবায়দুল হক বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.