নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

web design and development, Graphics Designer, Digital marketer.। whatsapp +8801929766847। https://www.kulauranews.com/ , https://www.webbespace.com/

ওবায়দুল হক

আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না, আমি শুধু সৎ থাকতে চেষ্টা করি। মোবাইল: ০১৭১৮০২৩৭৫৯

ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

বাতায়নে কবির গল্প

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:২৭

ভীষণ যন্ত্রনার এই রাতে কান্নার ধারা বইছে দুচোখে,
হৃদয় গুঙ্গানী অস্পষ্ট স্বর ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে।
এই যন্ত্রণা ভালবাসার, এই যন্ত্রনায় নেশা আছে।
হৃদয় বেরিয়ে আসতে চাইছে নিশ্বাসের সাথে,
এই নিশ্বাসে বিষের বেদনা দেহতে ছড়াচ্ছে।

যন্ত্রনার এই ক্ষত মুহুর্তটি সেই পাখির মতো,
শিকারীর তীর বুকে নিয়েও যে ডানা ঝাপটায়,
আরও একবার আমি আকাশ দেখতে চাই,
আবার জন্মিতে চাই তোমায় পাওয়ার জন্য।

দেহ ছেড়ে প্রাণ পাখি বেরিয়ে যেতে চাইছে,
এই মুহুর্তটি মৃত্যুর ঠিক আগ মুহুর্তের মতো!
আমি তো বাঁচতে চাই, এখনই মৃত্যু না হোক।
এই আকাশ আর পৃথিবী ছেড়ে যেতে চাই না।

তোমার নেশায় বেঁচে থাকা প্রতিটি ক্ষণ মৃত্যু সম
যেন প্রতিক্ষণে আমি মরছি হাজারো বার হাজারো ভাবে।

এই যন্ত্রণা কেউ বুঝবে না, এই যন্ত্রণা বুঝাব কেমনে?
যেদিন আমি অন্য নারীকে পাশে নিয়ে ঘুমাতে যাব,
সেদিন হয়ত কিছুটা বুঝতে পারবে আজকের আমাকে।

তোমার মত কোনদিন আমি পারব না ভুলে যেতে
বাতায়নে আমার গল্প তাই কবিতায় লিখে গেলাম।

আমি তোমার বিরহে কতটা কাতর ছিলাম যদি জানতে চাও
বাতাসে কান পেতে শুনে নিও সেই গুমড়ে যাওয়া চিৎকার।

এই রাতের কাছে লিখে গেলাম আমার আর্তনাদ,
কোনদিন হৃদয়ের ভাষার অনুবাদক আবিষ্কার হলে
একলা রাতে আমার অশ্রুঝরা রাতের অনুবাদ করে নিও।

জানি না আর ফিরতে পারব কি না এই তোমাদের মাঝে,
আমি ঝরে যাওয়া নক্ষত্র, তাই আমার জন্য কেদো না।
কোনভাবে যদি দেখা হয়ে যায় আমার প্রিয়ার সাথে,
বল, তাঁর জন্য আমি সালাম পৌছে দিতে চেয়েছি।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:৫০

রাকু হাসান বলেছেন: বিরহ! এত অভিমান ! কবিতা ভাল হয়েছে

২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। প্রিয়ার কাছে ছালাম পৌছে দেয়ার ব্যাপারটি চমৎকার।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: স্বর্ণ যত পুড়ে তত খাঁটি হয়। ঠিক তেমনি একজন কবিকে অসংখ্য বার পুড়তে হয়। না পুড়লে ভালো কবিতা লেখা সম্ভব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.