নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

web design and development, Graphics Designer, Digital marketer.। whatsapp +8801929766847। https://www.kulauranews.com/ , https://www.webbespace.com/

ওবায়দুল হক

আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি না, আমি শুধু সৎ থাকতে চেষ্টা করি। মোবাইল: ০১৭১৮০২৩৭৫৯

ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

উত্তপ্ত চুম্বন

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

এক জোড়া লাল ঠোট যখন হেসে উঠে
ভালা লাগা স্রোত তখন মনে বয়ে যায়।
রুঢ় অবসাদগুলো মিশে যায় নীলিমায়
কোহিনূর পাওয়ার আনন্দে আনন্দ লাগে।

এক হাজার কবিতা তার নামে লিখে
কবি তন্ময় হয়ে ভাবে এ কি কম হল?
তাই আবার নতুন করে লিখতে বসে
প্রেম সমুদ্রতলায় ঝিনুকের খোলসে।

ডুবুরী হয়ে প্রতিদিন ডুবছে শত পুরুষ
কেউ আর ফিরে আসছে না ডাঙ্গায়।
সেখানে নিষ্পাপ পরী ঘুমিয়ে আছে
যে কোন পুরুষই দেখে বিভ্রান্ত হবে।

ক্ষতি ছিল না যদি তারা প্রেম খুজেঁ পেত,
তারা তো মরছে সোনার কাটির খুজে।
এই পরীকে যেকোন পুরুষেরই চায়,
উত্তপ্ত চুম্বনে তারা ঝিনুক হয়ে যায়।

লাল ঠোটের নিচে বিষকালো হতাশা
পুরুষগুলো একে একে মরছে তাতে।
মোহে আচ্ছন্ন আত্না বুঝে উঠার আগেই
বিষ ছড়িয়ে পড়ে দেহের শিরায় শিরায়।

শুয়েপুকা যেমন করে প্রজাপতি হয়,
তেমন করে নারী হয় একটি মেয়ে।
দেহের বন্ধনে সে জড়িয়ে নেয় বুকে,
সব পুরুষই যেন তার নিজের সন্তান।

জীবন ঝিনুকের মত নারীর আবরনে,
হাজারে একটি প্রেম খাঁটি হয় হয়ত
তাই মুক্ত জন্ম নেয় সোনার কাটিতে
যেন এভাবেই পুরুষকে বাঁধতে হয়।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: অসাধরন কবিতা

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২২

ওবায়দুল হক বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫

বিজন রয় বলেছেন: কুহিনূর কি? ঠিক করে দিন।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২১

ওবায়দুল হক বলেছেন: :D হিরায় ভেজাল ছিল ;)

৩| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫

বিজন রয় বলেছেন: ++++

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১১

ওবায়দুল হক বলেছেন: ধন্যবাদ

৪| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১১

ওবায়দুল হক বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

৫| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

লায়নহার্ট বলেছেন: {ওবায়দুল কাদেরও উপন্যাস লেখেন}

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১০

ওবায়দুল হক বলেছেন: কবিদের অন্যের নামে ডাকা অপমান করাই হয়। যাই হোক , কিছু মনে করলাম না।

৬| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



আহ, নান্দনিক লেখায় মনোহর প্রেম! ভাল তো লাগবেই!

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৯

ওবায়দুল হক বলেছেন: অনন্ত শুভকামনা রইল

৭| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫১

শাহারিয়ার ইমন বলেছেন: অনবদ্য ++++

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৭

ওবায়দুল হক বলেছেন: শুকরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.