নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মাতৃভাষায় সঠিকভাবে লিখতে শেখা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৫



দেশ স্বাধীন হওয়ার ৫ বছরের মাথায় দেশের শতকরা ১০০ ভাগ মানুষকে দরকারী বিষয়ে পড়ার ও লিখার মতো অক্ষরজ্ঞান দেয়া সম্ভব ছিলো, দরকার ছিলো; সরকার সেটি করেনি। স্বাধীন বাংলাদেশের শুরুতে যারা সরকারের উঁচু পদে ছিলো, তাদের দায়িত্ব ছিলো সবাইকে অক্ষর-জ্ঞান দেয়া; কিন্তু তারা দরকারী এই পদক্ষেপটি নেয়নি; কিন্তু এসব লোকদের পরিবারের সবাই শিক্ষার আলো পেয়েছিল। দেশের বাকীদের অক্ষরজ্ঞান না'দেয়া ছিলো বেশ বড় ধরণের অপরাধ ও নীচু মানের দেশ চালনার উদাহরণ।

আজকেও দেশের শতকরা ৩০ ভাগ মানুষ লিখতে, পড়তে পারেন না; এদেরকে অক্ষরজ্ঞান না দিয়ে যারা ২১'এর ভোরে ভাষা দিবস নিয়ে মাতাাতি করে, তারা ২১'এর গুরুত্ব বুঝে না।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ করেও অনেকেই সঠিক মতো লিখতে পারে না, অনেকেই নিজের লেখার মুল বিষয়কে তুলে ধরতে পারে না; ব্লগ ও বিবিধ সোস্যাল মিডিয়ায় তার প্রমাণ প্রতিদিন মিলছে। অনেকেই সঠিকভাবে লিখতে না জেনেও বই পর্যন্ত বের করে ফেলছে; বইমেলার বেশীরভাগ বই পাঠের অযোগ্য।

বাংলাদেশের মানুষ মুলত: ১ ভাষাতেই কথা বলেন, এবং বাংগালীদের ভাষা শেখার মেধা একবারে খারাপ নয়, তারা সহজেই হিন্দি ও উর্দু কথ্য ভাষা শিখে নেন। জাতি অবশ্য ইংরেজী নিয়ে বেশ কষ্টে আছে, স্কুলে গড়ে ৭/৮ বছর ইংরেজী পড়ার পরও এই ভাষায় গড়ে খুব একটা ভালো করে না। তবে, নিজেদের মাতৃভাষা, বাংলা ভাষা ভালোভাবে শিখতে পারার কথা।

সঠিকভাবে লেখার জন্য ভাষাকে ভালোভাবে রপ্ত করতে হয়; লেখার বিষয়কে সঠিকভাবে তুলে ধরার জন্য ভাষার উপর দখল থাকতে হয়। যারা সাহিত্য লিখতে চান, তাদেরকে আসলে অনেকটা ভাষাবিদ ও শিল্পী হতে হয়, লেখা যেন ইন্টারেষ্টিং হয়, পাঠককে যেন টানতে পারে।


মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওয়েলকাম ব্যাক...

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০০

সোনাগাজী বলেছেন:



ব্লগারেরা কি ভাবছেন, কি বলতে চাচ্ছেন, শোনা দরকার।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২২

রক্ত দান বলেছেন: সু-স্বাগতম

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



শিক্ষিতদের সাথে থাকা দরকার।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




যে কোনো কর্মে সফল হবার পেছনে থাকে সেই কর্মের প্রতি অধ্যাবসায় ও সেই কর্মের প্রতি ভালোবাসা। উদাহরন: একজন ভালো বাবুর্চি হতে হলে রান্নার প্রতি তার অগাধ অধ্যাবসায় ও ভালোবাসা থাকতে হবে।

আপনি কি জানেন দেশ মাটি ভাষার প্রতি ভালোবাসা আন্তরিকতা কিভাবে তৈরি হয়? - জেনেটিক। ভালোবাসা রক্তে থাকতে হয়। স্নেহ মায়া মমতা ভালোবাসা এগুলো রক্তে থাকতে হয়।


*** আপনি জীবনানন্দ দাশ। আবার আসিবো ফিরে।
***নিজের লেখা লিখুন, ঝামেলামুক্ত থাকুন।
***বৃষ্টি হয়েছে রাস্তা পিচ্ছিল। আমি রাতের ট্রেনে বাড়িতে যাচ্ছি। শনিবার রাতে/রবিবার ভোরে ফিরবো। রবিবার কথা হবে।


০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৩

সোনাগাজী বলেছেন:


জেনেটিক্যালী মানুষ মাতৃভাষা শিখে ফেলেন; কিন্তু পড়তে ও লিখতে শেখাতে হয়; সেই দরকারী কাজটাই বাংলাদেশের সরকারগুলো যথাসময়ে ও সঠিকভাবে করেনি ও আজো করছে না।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: আহলান ----------------------------------------- গাজী সাহেব ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৪

সোনাগাজী বলেছেন:




আপনাদের কথা শুনতে চাই!

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৩

সোবুজ বলেছেন: ভাষা শিখা এবং সঠিক লিখতে পারা দুটি ভিন্ন বিষয়।সঠিক লিখার জন্য চাই সঠিক ধারনা।ভাষা পরিবেশ থেকে শিখে নেয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৯

সোনাগাজী বলেছেন:




সঠিক, বিষয়ের উপর সঠিক ও আধুনিক ধারনা থাকতে হয়।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৪

বিষন্ন পথিক বলেছেন: স্বাগতম, ভালো থাকুন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৫৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনিও ভালো থাকুন।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম
আপনার নিয়োমিত উপস্থিতি আবার দেখতে পাবো আশা করি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশের শিক্ষিতদের বুঝার জন্য সামু একটি ভালো যায়গা।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক শিক্ষিতলোকও শুদ্ধভাবে বাংলা লিখতে পারে না; এটা শুধু দুঃখজনক না, বিরক্তিকরও বটে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৭

সোনাগাজী বলেছেন:



আপনার জন্য বিরক্তিকর, আর এদের কারণে জাতির লালনীল সুতা বের হচ্ছে!

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৫

সাসুম বলেছেন: বাংলাদেশের শিক্ষিতদের বুঝার জন্য সামু একটি ভালো যায়গা।


আপনার উপরের মন্তব্য সঠিক নহে। মাদ্রাসার বড় হুজুরের সহবতের পর পালিয়ে আসা ছোট হুজুর দের শিক্ষার মান দিয়ে সারা দেশের শিক্ষার মান বিচার করা যাবেনা। প্রকৃত বিচারে এর মান আরো খারাপ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩২

সোনাগাজী বলেছেন:


শিক্ষা মানুষকে জ্ঞান দেয়, এখানকার শিক্ষা জ্ঞান হরণ করছে?

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২০

সিগনেচার নসিব বলেছেন: আমরা যতটা সহজ ভাবি বাংলা ভাষা অতটা সহজ না এ ভাষা শুদ্ধভাবে বলা/লিখা বেশ কঠিন।
যাইহোক,,চলমান পেক্ষাপটের উপর আপনার বিশ্লেষন ধর্মী পোস্ট মিস করেছি।

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



সঠিক, শুদ্ধতার কথা ভাবলে, বাংলা কঠিন ভাষা।

ব্লগিং'এ সমসাময়িক আলোচনাই দরকারী বিষয়।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:



আমার লেখা ১ম পাতায় যখন যেতো না, আপনারা খুঁজে আমার পোষ্ট পড়েছেন, অনেক ধন্যবাদ।

১২| ০৩ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৪

নজসু বলেছেন:


ভালো লাগছে আপনাকে দেখে।

০৩ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
চাঁদগাজী নিকটাকে ব্যান করা সঠিক হয়নি, এটা আমার ধারণা।

১৩| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩২

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর

১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:




আপনি যেই বিষয়ে লিখতে চান, সেটা লিখে বেশ কয়েকবার পড়ে দেখবেন, লেখাটা পরিস্কার হয়েছে কিনা!

১৪| ১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

নতুন বলেছেন: দেশ স্বাধীন হওয়ার ৫ বছরের মাথায় দেশের শতকরা ১০০ ভাগ মানুষকে দরকারী বিষয়ে পড়ার ও লিখার মতো অক্ষরজ্ঞান দেয়া সম্ভব ছিলো, দরকার ছিলো; সরকার সেটি করেনি। স্বাধীন বাংলাদেশের শুরুতে যারা সরকারের উঁচু পদে ছিলো, তাদের দায়িত্ব ছিলো সবাইকে অক্ষর-জ্ঞান দেয়া; কিন্তু তারা দরকারী এই পদক্ষেপটি নেয়নি; কিন্তু এসব লোকদের পরিবারের সবাই শিক্ষার আলো পেয়েছিল। দেশের বাকীদের অক্ষরজ্ঞান না'দেয়া ছিলো বেশ বড় ধরণের অপরাধ ও নীচু মানের দেশ চালনার উদাহরণ।

আমাদের দেশের মানুষের চেহারা, আকৃতি সবই ভিন্ন তাই সবার চিন্তা ভাবনাও ভিন্ন।

আপনি একক কোন শিক্ষা ব্যবস্থার কথা বলবেন তখন বাকিরা আরো কয়েক রকমের মতামত নিয়ে আসবে। বর্তমানে মাদ্রাসা, বাংলা, ইংরেজী, কারিগরি শিক্ষা ব্যবস্থা চলছে, কয়েক রকমের মানুষ তৌরি হচ্ছে।

এমন পরিস্থিতির দেশে খুব কম জিনিসে মানুষ একমত হয়েছে এবং হতে পারবে।

১৮ ই জুলাই, ২০২২ সকাল ৯:১৮

সোনাগাজী বলেছেন:




আমাদেরকে নতুন করে চাকা আবিস্কার করার দরকার ছিলো না; শিক্ষা ব্যবস্হার জন্য আমরা দ: কোরিয়া, সুইডেন, কানাডা, সোভি্যেত বা ফ্রান্সকে অনুসরণ করলেই হতো; কিন্তু নতুন জাতি পাকিস্তানকে অনুসরণ করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.