নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কোন কোন দেশে নারীরা সন্মানজনক অবস্হানে আছেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৪



আরব এলাকায় সবচেয়ে পরিচিত দেশ হচ্ছে: ইসরায়েল, মিশর, সৌদী আরব, সিরিয়া, ইয়েমেন, লেবানন, আমিরাত; এই দেশগুলোর মাঝে কোন কোন দেশের নারীরা বেশী শিক্ষিত, সামজিকভাবে সন্মানিত, অর্থনীতি ও রাজনীতিতে পেশাজীবি হিসেবে আছেন, শিক্ষা ও চিকিৎসায় পুরুষদের চেয়ে সংখ্যায় বেশী?

আমেরিকা, কানাডা ও মেক্সিকোর, এই ৩ দেশের নারীদের স্হান কেমন? এই ৩ দেশের মাঝে, কোন দেশের নারীরা সমস্যায় আছেন? দক্ষিণ আমেরিকার কোন কোন দেশে নারীরা পুরুষদের সমপর্যায়ে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করছেন, আর কোন কোন দেশে নারীরা দারিদ্রতায় ভুগছেন?

বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নেপাল, এই ৪ দেশের নারীদের অবস্হা কেমন? এই ৪ দেশের মাঝে, কোন দেশে চাকরাণী ও ঝি'এর সংখ্যা শতকরা হারে বেশী? পুর্ব এশিয়ার অন্য দেশগুলোর সাথে তুলনা করলে, এই ৪ দেশের নারীদের অবস্হা কি রকম?

আফ্রিকার কোন কোন দেশে পতিতাবৃত্তিকে পারিবারিকভাবে মেনে নেয়া হয়? আফ্রিকার কোন কোন দেশে নারীরা শিক্ষার সুযোগ পাচ্ছেন ও কম নির্যাতিত?

প্রাক্তন সোভিয়েত এলাকা, ইরান, আফগানিস্তান ও তুরস্কের মাঝে কোন এলাকার নারীরা বেশী শিক্ষিত ও সামাজিকভাবে বেশী প্রতিষ্টিত? অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও কোরিয়ার নারীরা বাংলাদেশ ও আরবের নারীদের তুলনায় কেমন আছেন?

আমি প্রশ্ন করলাম, আপনি এগুলোর উত্তর সঠিকভাবে জানলে, আধুনিক সভ্যতায় নারীদের অবস্হান সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকার কথা।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্ম, ঐতিহ্য, সংস্কৃতি বিবেচনায় রাখতে হবে। শুধু শিক্ষিত ও ঘরের বাইরে থাকলেই নারীর অবস্থান সুসংহত বলা যাবে না। আমেরিকানরাও এখনও নারী প্রেসিডেন্ট মেনে নিতে পারছে না। আরবের নারীরা(বেশীর ভাগ) ঘরে থাকে বলে যে তারা অসুখী সেটা বলা যাবে না। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে নারীর সম্মান আছে খালি চেতনায়, বাস্তবে এখানকার বেশীরভাগ পুরুষই পটেনশিয়াল ধর্ষক...

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৬

সোনাগাজী বলেছেন:




বাংলাদেশ, পাকিস্তান, ভারতের নারীরা ধার্মিক, সংসারের শ্রমিক মৌমাছি; তারপরও সন্মান কম। আমি বাংলাদেশের মানুষ, ইউরোপ, আমেরিকার নারীদের সাথে কাজ করেছি, এঁদের মাঝে প্রবাসী আরবী, চীনা, ভারতীয়, কোরিয়ান নারীও ছিলেন; ইউরোপ ও আমেরিকার নারীদের জীবন সন্মানের জীবন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩২

সোনাগাজী বলেছেন:


আরবের নারীদেরকে সংসারের কাজের ঝামেলা থেকে মুক্ত রেখেছে পরিবার, এরজন্য মাশুল দিচ্ছে বাংগালী ও মিশরীয় মেয়েরা।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

৩য় বিশ্বে নারীদের অবস্থা সবসময় অসম্মানজনক ; সবচেয়ে অসম্মানজনক অবস্থায় আফগান নারীরা। সুবিধাজনক অবস্থায় স্কেন্ডিনেভিয়ান কান্ট্রির নারীরা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৪

সোনাগাজী বলেছেন:



আমার ধারণাও তাই।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগার চাঁদগাজী সাহেব কি এখন সোনাগাজী?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজী হারিয়ে যাবেন না।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৯

রক্ত দান বলেছেন: সোনাগাজি নিকটা ভালই হলো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:


আমার শৈশবে আমি নিজ জেলার বাইরে যেখানে গিয়েছিলাম, সেটা ছিলো একটা চর, সোনাগাজী।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৩

সোবুজ বলেছেন: যত দিন যাচ্ছে ততই বাংলাদেশের নারীরা পিছিয়ে পড়ছে।এর শেষ কোথায় বুঝতে পারছিনা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৩৮

সোনাগাজী বলেছেন:



বাংগালী মেয়েরা স্বেচ্চায় বিহারী পোশাক পড়তে শুরু করেছে; তারপর বোরখা পরছে, নিজেরাই আফগানী নারী হয়ে যাবেন।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৮

সাহাদাত উদরাজী বলেছেন: নারী শিক্ষা জরুরী।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৩৯

সোনাগাজী বলেছেন:



কথা ঠিক; তবে, আপনি নিজে বুঝেছেন, নাকি গরুর রচনা থেকে মুখস্হ করেছেন?

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৪

গরল বলেছেন: জাপানের নারীরা বোধ হয় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে, জাপান নারীদের জন্য নিরাপদও বটে। কানাডায় রাষ্ট্রীয় নিয়ম-কানুন ও আইনগত দিক দিয়ে নারীরা খুবই ভালো অবস্থানে আছে। তবে অভিবাসিদের মধ্যে নিজস্ব সামাজিক বাধা-নিষেধের কারণে এশিয়ান নারীরা সেই সুবিধা কমই ভোগ করে বলে মনে হচ্ছে। আমেরিকার অবস্থাও একইরকম বলেই আমার বিশ্বাস।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৫

সোনাগাজী বলেছেন:



জাপানী মেয়েদের সামাজিক প্রভাব বিশাল, সংসারী হিসেবেও তাদের সুনাম আছে; মনে হয়, আপনি দেখেছেন! কিন্তু দুর্ভাগ্য, জাপানী তরুণরা বেকুবে পরিণত হয়েছে, বিয়ে করছে কম।

কানাডা, স্ক্যানডেনেভিয়া ও আমেরিকার মেয়েরা ভালো অবস্হানে আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.