নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশের সবাই জেনেশুনেই সৌদীতে যৌনদাসী রপ্তানী করে আসছে!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩০



সৌদীতে নারী গৃহভৃত্য পাঠানোর ব্যাপার সবাই জানে, ইহ হচ্ছে, যৌনদাসী রপ্তানী; নারীর স্বামী, মা-বাবা, আত্মীয়স্বজন, প্রাইম মিনিষ্টার, প্রেসিডেন্ট, সেক্রেটারীরা, ড: কামাল হোসেন, মির্জা ফখরুল, বেগম জিয়া, মোল্লা শফি, আদম ব্যাপারীরা, ব্লগারেরা সবাই এই কথা জানেন। পুরো জাতি জানে যে, ইহা ময়লা পয়সা, অপবিত্র পয়সা; কিন্তু সবাই ইহার ভাগ নিচ্ছে; দালাল থেকে আদম ব্যাপরী, শ্রমদফতর, সেক্রেটারিয়েট থেকে এমবেসী, সবাই জানে। যেসব নারীরা সেখানে যান, তাদের অনেকও হয়তো জানেন; কিন্তু তারা পরিবারের জন্য, নিজের পেটের দায়ে তারা সেটা মেনে নিচ্ছে।

বাংলাদেশের আগে, মরক্কো, সুদান, নাইজেরিয়া, শ্রী লংকা এই ব্যবসা করেছে; শ্রী লংকার মানুষের কিছুটা মানসন্মান থাকায়, তারা এই ব্যবসা বন্ধ করেছে। এখন নতুন করে করাচী থেকে রোহিংগা নারীদের পাচার করছে বেলুচিস্তান হয়ে।

আমাদের দেশের কোন পরিচিত মুখ কি ইহা নিয়ে কথা বলেছেন? ইহা যে অন্যায়, তা কি আমাদের ব্যুরোক্রেসী ও সরকার বুঝে না? আমরা কি একদিন ইহাতে বাধা দিতে পারবো? আমরা কি এসব দু:স্হ নারীদের জন্য আয়ের কোন সঠিক পথ বের করার চেষ্টা করতে পারবো? এদের জন্য দেশে চাকুরী সৃষ্টি কি সম্ভব?

ঘরের নারীকে যৌনদাসী হিসেবে রপ্তানী করে জাতির "জিডিপি" বাড়ানোর দরকার নেই, আপনার মতামত জানান সমাজ ও দুষ্টদের।


মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৪০

সোবুজ বলেছেন: ইসলামে এটা অনৈতিক না,যখন সে মনে করছে সেই নারী দাসী।বাংলাদেশের নারীরা করছে অর্থনৈতিক কারনে এবং এতে পরিবারের মৌন সমর্থন আছে।তাছাড়া নারী দেখছে দেশেও সে যৌন নির্যাতীত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



আপনি তো দীর্ঘদিন রাজনীতি করেছেন, দেশে এদের জন্য চাকুরী সৃষ্টির উপায় আছে?

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২১

শূন্য সারমর্ম বলেছেন:
সৌদী যৌনদাসি নিয়ে একটা ডকুমেন্টারি বানানো দরকার, শুধুমাত্র বাঙালীর জন্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫১

সোনাগাজী বলেছেন:


সবাই সব জানে, জড়িতরা অপরাধ করছে।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই ভাবছে, তার বেলায় ওরকম হবে না। সরকার ভাবছে, আপদ বিদায় হয়েছে...

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:




সরকারের লোকেরা ও দালালেরা অনেক অনেক টাকা আয় করছে।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৮

নূর আলম হিরণ বলেছেন: যাক ফিরে আসলেন তাইলে! সাবধানে থাকিয়েন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:



দেখছেন, বাংগালী মেয়েদেরকে কাহারা বিক্রয় করছে?

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ অনাচার বন্ধ হোক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা ময়লায় নিমজ্জিত হয়েছে, ২ নারী প্রাইম মিনিষ্টার ইহাকে বন্ধ করেনি।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৭

সাসুম বলেছেন: সরকার কথা বলবেনা কারন সরকারের গাটস নাই, সবচে বড় কথা সরকারের যেহেতু লেজিটেমিসি নাই তাই কাউকে চাপাচাপি ও করবেনা। সবচে বড় কথা সরকার চালায় বিজনেস ম্যান রা আর তারাই এই যৌন্ দাসী বিজনেসের বড় সুবিধাভোগী।

বিরোধীদল ও করবেনা বিরোধিতা কারন তারা সৌদি আরবের বিরুদ্ধে কিছু যায় এমন কোন সাউন্ড ও উচ্চারণ করবেনা। শত হলেও আব্বা হুজুরদের দেশ।


আর আমাদের ইসলামের ধারক বাহক হুজুর ও ব্লগীয় গালিবাজ আল্লাহ ও ইস্লামের রক্ষক রা ও কিছু বলবেনা কারন সৌদি আরবের পবিত্র চোদন। শত হলেই সৌদি আরব আর ইসলাম- একই জিনিস তাদের কাছে


গরীব বাংগালি পরিবার ও কিছু বলবেনা- কারন টাকা দরকার। মেয়েকে পাঠিয়ে ২/৪ পয়সা আসুক। ধর্ষিত হতে হবে কি আর করা।

দেশের জিডিপি বাড়ছে, রেমিট্যান্স বাড়ছে। শুয়োরের দলের লকলকে জিহবা দিয়ে লালা পড়ছে।

দেশ রক্ষা হচ্ছে, ধর্ম রক্ষা হচ্ছে,জিডিপি রক্ষা হচ্ছে- মাঝখান দিয়ে ধর্ষিত হচ্ছে বাংলাদেশ

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:



থামানোর দায়িত্ব কিন্তু শিক্ষিতদের; শিক্ষিতরা ১৯৫২ সালে ও ১৯৭১ সালে এভাবে চুপ করে থাকেনি।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৯

গরল বলেছেন: মানুষই বা কিভাবে নিজের মেয়ে, বোন ও স্ত্রীদের কে জেনেশুনে যৌনদাসত্ব করতে পাঠায়। তাদেরকেই আমরা মানুষ বলি কিভাবে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৭

সোনাগাজী বলেছেন:


আমার জানামতে নোয়াখালীর ও ঢাকার বস্তির অনেকেই বিয়ের নামে হতভাগীদের দখল করে। কুয়েত এয়ারপোর্টে ১ মোল্লাকে দেখলাম ৬ মেয়েকে নিয়ে যাচ্ছে সৌদী আরব, সবগুলোই গ্রামের গ্রাম্য মেয়ে। আমাদের প্রশাসন ও সরকার হার্ডকারেন্সী আয় করছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২০

সোনাগাজী বলেছেন:


আপনাকে ধন্যবাদ।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:
দেশের কতভাগ নারী কট্রর আফগান নারীদের মত ভাবে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪২

সোনাগাজী বলেছেন:



আমাদের দেশে নতুন প্রজন্মে কিছু বেকুব মেয়ের জন্ম হয়েছে, এরা মুরগীর মতো বেকুব।

আফগান মেয়ারা বিপদে আছে, তবে তারা গড়ে ভালো জ্ঞান রাখেন, সংসার তাদের হাতে।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই আপনি কি গাজী সাবের
প্রেতাত্তা!! বড় জানতে ইচ্ছা করে!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৩৬

সোনাগাজী বলেছেন:



আমি আপনাকে জানি

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৭

সোবুজ বলেছেন: অবশ্যই আছে।এইজন্য অর্থনৈতিক ব্যবস্থার খোল নলচে পাল্টাত হবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৫০

সোনাগাজী বলেছেন:


শ্রীলংকার বানরেরাও এই ধরণের জীবন চাহে না।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৩

সোবুজ বলেছেন: কেউ ইচ্ছা করে এমন জীবন চায় না।কিন্তু উপায় নাই।গনতান্ত্রিক আন্দোলন দীর্ঘদিন চললে হয়তো একটা উপায় বের হয়ে আসতো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

সোনাগাজী বলেছেন:



জাতির বুদ্ধিমত্তা লোপ পেয়েছে, আত্মসন্মান নেই।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেবকে সোনগাজী হিসেবে স্বাগতম। আপনাকে খুব মিস করছিলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৩

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশের সাধারণ মানুষ কোনদিন নিজের মনের সঠিক কথাটাও বলতে পারেন না।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সোনা হয়ে থাকুন, জনাব সোনাগাজী। প্রথম পাতায় আপনার লেখা প্রকাশ না হলেও আপনার লেখা পাঠক আপনার ব্লগে এসেই পড়ে যাবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ সনেট কবি।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু আপনি জানলে হবে?
আমাকেও জানতে দিন।
আড়ালে কেন? সব লন্ড ভন্ড
করে দিন। মুখোশ খুলে দিন।
নষ্টদের পশ্চাত দেশে কিক
মারুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:




ওরা নিজ গুণে, নিজের ভারে ঝরে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.