নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতের হাইকোর্ট ও সুপ্রীমকোর্টে \'হিজাব\' জয়ী হবে!

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৯



ভারতের কলেজ ও ইউনিভার্সিটির তরুণ ছাত্রদের এই ধর্মীয় উন্মাদনা আপনার কাছে কেমন লাগছে? বিজেপি'র উত্তরীয়-পরা এই তরুণরা যখন চাকুরীতে যাবে, এদের হাতে সেখানে কোন মুসলিম তরুণ তরুণীর চাকুরী হবে? ভারতের মুসলমানদের মাঝে বেকারত্বের হার হিন্দুদের চেয়ে প্রায় ২ গুণ।

বিজেপি যেই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করেছে, উহাকে অনেক উঁচুপদের সরকারী কর্মচারীরাও সমর্থন করছে; ফলে, ২২ কোটী মুসলমানের জীবনযাত্রার মান অনেক দ্রুত নীচে নেমে এসেছে মোদীর সময়। বোম্বাই, দিল্লী, আহমেদাবাদসহ বড় বড় শহরের বস্তিতে মুসলমানদের সংখ্যা দ্রুত বাড়ছে।

এই ব্লগে কলিকাতার ১ জন ব্লগার আছেন, মাত্র ৪/৫ বছর পুর্বে উনার পোষ্টগুলো সাধারণ মানুষের জীবন নিয়ে ছিলো, এবং তিনি প্রায়ই বাংলাদেশের মানুষের পক্ষে লিখতেন; পশ্চিম বংগের গত ভোটে উনি বিজেপি'র পক্ষে লিখেছেন; গত ১ বছর উনি সুযোগ পেলেই বাংলাদেশকে উপহাস করে পোষ্ট লিখছেন।

ভারতের কোর্টগুলোতে বিজেপি'র লোকেরা ঢুকে গেছে; কিন্তু ভারতের কোর্টে এখনো মুসলিম ধর্মীয় প্রথা, বিধান-বিরোধী কোন রায় হয়নি; বেশীরভাগ কোর্টে মুসলিম নির্যাতনের বিপক্ষে রায় দিয়েছে।

কর্ণাটকের হিজাব মামলা হাইকোর্টে গেছে; মামলা গিয়েছিলো মাত্র ১ জন বিচারকের বেন্চে; তিনি এই ধরণের মামলায় একা রায় দিতে চাননি, তিনি চেয়েছেন আরো বৃহত্তর বেন্চ যেন এই মামলা হাতে নেন। কারণ কি? কারণা সহজ, সংবিধানে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ, হাইকোর্ট ইহার বাহিরে যেতে পারবে না; রায় হিজাবের পক্ষে যাবে, তিনি একা বিজেপি'র চক্ষুশুল হতে চান না; একাধিক বিচারক থাকলে দোষটা একা উনার ঘাঁড়ে চাপাতে পারবে না বিজেপি।

ধর্ম নিরপেক্ষ ভারতের হাইকোর্ট ও সুপ্রীমকোর্ট ধর্মীয় ট্রেডিশনকে উপরে রাখবে, সেটা যেই কোন ধর্মের হোক না কেন; ফলে, 'হিজাব' নিয়ে হাইকোর্টের রায় হিজাবের পক্ষে যাবার কথা। এরপর কলেজ যদি সুপ্রীম কোর্টে যায় ও "ইউনিফর্ম" নিয়ে কান্নাকাটি করে, সেখানেও একটা টেকনিক্যাল সমস্যা আছে: ইউনিফর্মের বেলায় মাথায় কিছু পরা নিয়ে কোন নির্দেশ নেই; ফলে, বোরখা-পরা নিয়ে দ্বিমত হলেও মাথায় হিজাব পরার পক্ষে রায় পাবে মুসলিম ছাত্রীরা।



মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:

বিজেপি বলয় থেকে ভারত বের হবে কবে? কলেজে হিজাব পড়ে ক্লাস করে, গ্রেজুৃয়েট হয়ে চাকুরীর জন্য কান্নাকাটি করা লাগবে মনে হয়।

বৃহত্তর বেন্চ সম্ভব হবে?

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৫

সোনাগাজী বলেছেন:



৩ জনের নতুন বেন্চ হয়েছে।

বোম্বের মুসলিম মেয়েরা পশ্চিমের মতো কাপড় পরে; সমস্যা হলো পেছনে-পড়া এলাকাগুলো; এখন নাম দেখার পর চাকুরী দেয়া হয়।
বিজেপি'কে ধনী ও দরিদ্ররা ক্ষমতায় রাখবে আরো কিছু সময়।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৬

সোবুজ বলেছেন: মুসলিমরা বেশীরভাগ পড়ে মাদ্রাসায়, তাই তারা চাকরিবাকরি কম পায়।তারা ইহকালের সুখ চায় না তারা চায় পরকালের সুখ।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:


মাদ্রাসায় পড়লে সৌদী ও মিশরেও চাকুরী নেই, সেটা হলো এক ধরণের সমস্যা; কিন্তু ভারতের সমস্যা আলাদা, বিশেষ করে মোদীর সময় ভারত এত পেছনে চলে যাচ্ছে যে, সতীদাহ ফিরে আসার উপক্রম।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৩

আগন্তুক৬৯ বলেছেন: বিজেপি'কে ধনী ও দরিদ্ররা ক্ষমতায় রাখবে আরও কিছু সময়।

বিজেপি যদি আরও ২ টার্ম থাকে, তবে ভারতে সামাজিক সহনশীলতার কি অবস্থা হবে বলে মনে করেন। আর তার প্রভাব উপমহাদেশে অন্য দেশগুলোতে কি প্রভাব পড়বে। আবারও কি ১৯৪৭ এর উপমহাদেশ বিভক্তির পরিবেশে ফিরে আসবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১২

সোনাগাজী বলেছেন:




ভারত বিভক্ত হতে পারবে না, ওখানকার প্রশাসনে উঁচুবর্ণের হিন্দুরা বেশী; নীচু বর্ণের হিন্দুরা ও গরীব হিন্দুরা যতদুর এগিয়েছিলো, সেটা কেড়ে নিচ্ছে বিজেপি, বিনিময়ে তদেরকে রামরাজ্যের স্বপ্নে বিভোর করে তুলছে। তবে, ভারতে শিক্ষিতের হার অনেক, বিজেপি'র পাগলামী তারা এক সময় থামাতে পারবে।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৩৩

সাসুম বলেছেন: ভারতের হাইকোর্ট এখনো ধর্মান্ধ বিজেপির দালালে ভর্তি হয়ে যায়নাই উগান্ডাস্তান এর মত। সো হাইকোর্ট ধর্মান্ধ রায় দিবেনা।

এটাই গনতন্ত্রের সৌন্দর্য্য। ভারত হোক কিংবা আম্রিকা, মোদির মত হিংস্র গুজ্রাটের কসাই হোক আর ট্রাম্পের মত সেক্সিস্ট রেপিস্ট হোক- জনগন যাকে চায় তাকে ক্ষমতায় আনতে পারে কিংবা আবার যাকে চায়না তাকে বাদ ও দিতে পারে অনেস্ট ইলেকশান এর মাধ্যমে।

উগান্ডাস্তানে ও ইলেকশান হবার সুযোগ থাকলে এমন হত।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৪১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে সঠিকভাবে ইলেকশান দিলে, শেখ হাসিনা জয়ী হবে; কিন্তু উনি সেটা পরীক্ষা করে দেখার মত দক্ষ নন।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৫৮

সাসুম বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে সঠিকভাবে ইলেকশান দিলে, শেখ হাসিনা জয়ী হবে; কিন্তু উনি সেটা পরীক্ষা করে দেখার মত দক্ষ নন।

৩০০ আসনের মধ্যে ৩০০ টাতেই হারবে এই মুহুর্তে নির্বাচন দিলে এবং সব আসনে জামানত হারাবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:১৫

সোনাগাজী বলেছেন:



সেটা অনেকেই বলছেন; তবে, বিপক্ষ কোন দলে ভোট পাবার মতো ১ জন রাজনীতিবিদ আছে কিনা?

আওয়ামী লীগে কিছু রাজনীতিবিদ আছে, যারা আড়ালে আছেন; এদেরকে নমিনেশন দিলে, এরা জয়ী হবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:২৫

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা ৩ ধাপে ( ১০০ + ১০০ + ১০০ ) নির্বাচন করে দেখতে পারতেন; ১ম ধাপের রেজাল্ট দেখে ব্যবস্হা নিতে পারতেন।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৪৬

সাসুম বলেছেন: লেখক বলেছেন: সেটা অনেকেই বলছেন; তবে, বিপক্ষ কোন দলে ভোট পাবার মতো ১ জন রাজনীতিবিদ আছে কিনা?

আপনি এত জ্ঞানী লোক, এত প্রাজ্ঞ লোক- আপনার তো জানার কথা বাংলাদেশের মানুষ লোক কে ভোট দেয় না!

এই মুহুর্তে বাংলাদেশের মানুষ ভোট দিবে অন্যায় এর বিরুদ্ধে, অনাচার এর বিরুদ্ধে, অপশাসন এর বিরুদ্ধে এবং সর্বোপরি ভোট দিবে সরকারের বিরুদ্ধে। আওয়ামীলীগের বিপক্ষে যদি স্রেফ কলাগাছ ও দাড় করিয়ে দেয়া হয় ভোটে- সেই কলাগাছ জিতে ফিরবে।

মানুষ সেই কলাগাছ কে ভোট দিবেনা, ভোট দিবে যাতে করে তাদেরকে ছিড়ে চুষে খাওয়া আওয়ামী লীগের বিরুদ্ধে।

এটা সিম্পল হিসাব , এটা না বোঝার মত তো কিছুনা।

২০০৯ এ মানুষ কাকে ভোট দিয়েছিল?? আওয়ামী লীগ কে??? জি, না। এটা ভুল।
জনগন ভোট দিয়েছিল বিএনপি জামাত জংগি টেরোরিস্ট দের অপজিটে। সেটা আওয়ামীলীগ হলেও জিতত, বাংলাদেশ কলাগাছ পার্টি হলেও জিতত

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৮

সোনাগাজী বলেছেন:



কোনবারই সঠিকভাবে ভোট ভোট হয়নি; ফলে, সঠিকভাবে বলা মুশকিল সঠিকভাবে ভোট দিলে কি ঘটবে! তবে, মানুষ মন্দের ভালো হিসেবে শেখ হাসিনাকেই বেচে নেবেন, মনে হয়।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩২

সাসুম বলেছেন: লেখক বলেছেন: কোনবারই সঠিকভাবে ভোট ভোট হয়নি; ফলে, সঠিকভাবে বলা মুশকিল সঠিকভাবে ভোট দিলে কি ঘটবে! তবে, মানুষ মন্দের ভালো হিসেবে শেখ হাসিনাকেই বেচে নেবেন, মনে হয়।

এটা ভুল ধারনা আপনার। বাংলাদেশের ইতিহাসের একবার ই সঠিক ভোট হয়েছিল সেটা ২০০৯ এ। এবং মানুষ ভোট দিয়েছিল নিজের গরজেই নিজের ইচ্ছায়। মন্দের ভাল বুঝার ক্ষমতা বাংগালির নেই। তারা যে তাদের কে গতকাল মেরেছে তাদের কে ভোট না দিয়ে যে তাদের কে ৫ বছর আগে মেরেছিল তাদের কে বেছে নেয়। এটা হয়ে আসছে অনেক আদি কাল থেকে।

আমরা আমাদের উপর অপ্রেশান চালানো ৫০ বছর আগের পাকিদের উপর ঘৃণা জারি রাখি কিন্তু ভালোবাসি কলোনিয়াজমের চক্করে ফেলে পুরা উপ্পমহাদেশ সহ বাঙ্গাল মুলুক কে জাহান্নাম বানিয়ে রাখা ব্রিটিশ দের। কারন আমাদের মনে তরতাজা ক্ষত টা বেশি কস্ট দেয় এবং আগের ক্ষতের ব্যাথা ভুলিয়ে দেয়

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



২০০৯ সালে অপেক্ষাকৃতভাবে সঠিক হয়েছিলো; এরপর, ঐভাবে রাখলেই শেখ হাসিনা জয়ী হতেন; কিন্তু উনার আত্মবিশ্বাসের অভাব ছিলো সব সময়।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২২

নতুন বলেছেন: ভারতের কলেজ ও ইউনিভার্সিটির তরুণ ছাত্রদের এই ধর্মীয় উন্মাদনা আপনার কাছে কেমন লাগছে?

রাজনিতিক ফয়দা লাভের জন্য দেশের স্কুল, কলেজের ছাত্রদের মনেও ধমীয় উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে নেতারা। এর ফল ভালো হবেনা। ভারত আরো পিছিয়ে যাবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

সোনাগাজী বলেছেন:


বিজেপি তরুণদের ধর্মের দিকে টেনে ভবিষ্যত অন্ধকার করছে ঠিক বাংলাদেশের মতো।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: 'আল্লাহু আকবর' শুনলেই মুসলিমরা এরকম ''কাঁত'' হয়ে যায় কেন?
এতে কি লাভ হয় দেশ বা সমাজের?

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:


তাঁরা আল্লাহের উপর নির্ভরশীল

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: শিক্ষাপ্রতিষ্ঠানে গুতাগুতি না করাই উত্তম।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:



ভারতীয় তরুণদের ভুল পথে নিয়ে গেছে মোদী ও বিজেপি।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেরা ব্লগারের ভোট হলে এবার সোনাগাজীকে ভোট দেব ভাবছি। নামটা আমার বড্ড মনে ধরেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ সনেট কবি; দেশের শিক্ষিতরা তাদের দায়িত্ব বুঝতেছেন না, এটা ভয়ানক ব্যাপার!

আপনি সাধারণ মানুষের জীবন নিয়ে, সাধারণ নারীদের কষ্ট নিয়ে সনেট লিখুন।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: সত্য কথা হচ্ছে, আদাচো রাষ্ট্র প্রধান হলে দেশে যা হয় আর কি! সুশাসন না থাকলে যা হয়!
এশিয়ার অনেক দেশের রাষ্ট্র প্রধানের জ্ঞান বুদ্ধি দেখে মুতে ধরে যায়, এরা চায় তাদের দেশের জনগণ মারপিট করে জীবন কাটাক, আর নিজেরা আনন্দে ক্ষমতায় থাকুক, সঙ্গী সাথীদের নিয়ে মাল কামিয়ে নিক।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৪

সোনাগাজী বলেছেন:



আফ্রিকা, এশিয়ার অনেক দেশে ও দ: আমেরিকায় বুদ্ধিমান রাজনীতিবিদ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.