নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ঢাকা ইউনিভার্সিটিতে মানসম্পন্ন কোন শিক্ষক আদৌ আছে কিনা?

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৫



আপনারা সংবাদে দেখেছেন, ঢাকা ইউনিভার্সিটি আগামী বছর থেকে ১ হাজার নতুন ছাত্র কম নেবে; গত কিছু বছর ৭ হাজার নিতো, এখন থেকে নেবে ৬ হাজার! দেশের বর্তমান অবস্হায়, দেশের সর্বোচ্চ বিদ্যালয় হিসেবে সেখানে আপনি ইহাতে বেশী ছাত্ছাত্রীর ভর্তির পক্ষে, নাকি সীট কমানোর পক্ষে?

ইউনিভার্সিটির পক্ষ থেকে কারণ হিসেবে দেখানো হয়েছে, শিক্ষার মান বাড়ানোর জন্য এই ব্যবস্হা নেয়া হয়েছে! এই কারণটি আপনার মতে লজিক্যাল? ঢাকা ইউনিভার্সিটির গ্রেজুয়েটদের মান সম্পর্কে আপনার একটা ধারণা আছে, ইহার জন্য সীট কমানোর দরকার, নাকি অন্য ব্যবস্হা নেয়ার দরকার?

ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে আনুমানিক ২০০০ শিক্ষক, ৩৭ হাজার ছাত্রছাত্রী আছেন; দেশের বর্তমান পরিস্হিতিতে এই ইউনিভার্সিটির শিক্ষার মান বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেয়ার দরকার: ছাত্র কামনোর দরকার, নাকি অন্য কিছু করার দরকার?

দেশে গত ২/৩ বছর গড়ে ১১ লাখ ছাত্রছাত্রী এইচএসসি লেভেল পাশ করছেন; পাবলিক ইউনিভার্সিটিগুলো ৫০ হাজারের কম ছাত্রছাত্রী নিচ্ছে, বাকীগুলো যাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে ও "জাতীয় বিশ্ববিদ্যালয়ে"; প্রাইভেট ও জাতীয় ইউনিভার্সিটি কি পদার্থ উৎপন্ন করছেন, উহা নিশ্চয় পরিস্কার।

সাড়ে ১০ লাখ ছাত্রছাত্রী ( প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয় ) আসলে কি পড়ছে কেহ ঠিক মতো জানে না; পড়ালেখা যা সামান্য হচ্ছে, উহা হয়তো পাবলিকেই হচ্ছে, এবং পাবলিক প্রতি বছর মাত্র ৫০ হাজারের চেয়ে কম ছাত্রছাত্রী নিচ্ছে! যেখানে পাবলিকে ভর্তির সংখ্যা একলাফে ১০ গুণ বাড়ানোর দরকার; সেখানে ঢাকা ইউনিভার্সিটি সীট কমাচ্ছে!

ঢাকা ইউনিভার্সিটির ১ জন শিক্ষককে ইহার প্রতিবাদ করতে দেখেছেন? এই ইউনিভার্সিটিতে মানসম্পন্ন কোন শিক্ষক আদৌ আছে কিনা?


মন্তব্য ৩৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: গাধার ছবিটা এবার বাদ দিন। সব ছেড়ে এ বেকুব প্রাণীর ছবি কেন?

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২১

সোনাগাজী বলেছেন:


ছবি বদলায়ে দিলাম।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৩

সোবুজ বলেছেন: ভারসিটির একজন ছাত্র বলছিল,বাতাস যদি আমরা না দেখে বিশ্বাস করতে পারি,আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায়।যুক্তি শুনে হাসবো না কাঁদবো।এই হলো লেখা পড়ার মান।কয়েকজন শিক্ষক ছাড়া বেশির ভাগ শিক্ষকের মান এই লেভেলের।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৫

সোনাগাজী বলেছেন:



আমি ৩ মহাদেশের শিক্ষকদের কাছে পড়েছি; ঢাকার শিক্ষকরা পেটের দায়ে চাকুরী করেন, ওরা শিক্ষক নন।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি ঢাকা ইউনিভার্সিটিতে বেশী ছাত্র-ছাত্রী ভর্তির পক্ষে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৪

সোনাগাজী বলেছেন:



১১ লাখের মাঝে তারা ৬ হাজারকে পড়াবে মাত্র? ওরা আসলে গরুঘর চালাচ্ছে!

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: শিক্ষা ব্যবস্থার উন্নতি যে সবার আগে দরকার এটা মোটে কেউ বুঝেই না।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৫

সোনাগাজী বলেছেন:




আমাদের শিক্ষা ব্যবস্হাকে কাজে লাগায়ে ৪৪টা ডাকাতী কেন্দ্র ( প্রািভেট ইউনিভার্সিটি ) খুলেছে দেশের বড় ডাকাতেরা।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪০

শূন্য সারমর্ম বলেছেন:

হাজার কমালে মান কিভাবে বাড়বে? সত্যেন বোস-২ উদিত করবে নাকি আবার?

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৬

সোনাগাজী বলেছেন:



বেকুবদের আজগুবি কান্ড

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪০

শূন্য সারমর্ম বলেছেন:

ঢাকা বিশ্ববিদ্যালয় দেশকে কি দিয়েছে?

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৯

সোনাগাজী বলেছেন:



ডাকাত সরবরাহ করেছে, পাকিস্তানী আমল থেকেই বেশীরভাগ ব্যুরোক্রেট নেয়া হতো ঢাকা ইউনিভার্সিটি থেকে

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অপ্রয়োজনীয় অপ্রচলিত অনার্স বিষয়গুলো বাদ দিলে ছাত্র সংখ্যা আরো কম হবে। ঢাবির শিক্ষকরা দলবাজিতে লিপ্ত। তাই গুণগত মান কম হবেই...

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪

সোনাগাজী বলেছেন:



ঢাকা ইউনিভার্সিটি এই দেশের বাকী ইউনিভার্সিটিগুলোর জন্য উদাহরণ হতে পারতো; তাদের উচিত ছিলো কম খরচে বেশী ছাত্র পড়ানোর; কিন্তু তাদের বেঠিক পদ্ধতির জন্য প্রাইভেট ও "জাতীয় ইউনিভার্সিটি" নামক ডাকাতী কেন্দ্র ও গোয়ালঘরের পত্তন ঘটেছে।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এত এত শিক্ষার্থী ভর্তি করে কী হবে? যারা ভর্তি হয় তাদের মধ্যে অল্প সংখ্যক ছাড়া বেশিরভাগই ভালো চাকরি পায় না। অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা। ফি বছর অনেক শিক্ষার্থী আত্মহত্যাও করে। এসব ডিগ্রির সময় কমানো উচিত। সময় নষ্ট শুধু।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৩

সোনাগাজী বলেছেন:




শিক্ষা হলো সুনাগরিক তৈরির মেশিন, চাকুরী হলো সুনাগরিকের সৃষ্টি, ইডিয়টরা তো চাকুরী সৃষ্টি করতে পারবে না।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২০

গেঁয়ো ভূত বলেছেন: উপরের সবকটি প্রশ্নের উত্তর আপনি ভালো করেই জানেন I

আমাদের উনারা কবে জানি মাথা ব্যাথা সারাতে মাথা কেটে ফেলার পরামর্শ দিবেন সেইটা দেখার বাকি আছে এখন I

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:



উনাদের মাথা নেই, তাই জাতির সবার মাথা কাটার কাজটা করছে উনারা।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মতামত কি? সিট বাড়ানো উচিত?

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৪

সোনাগাজী বলেছেন:



ঢাকা ইউভার্সিটিতে ৫ লাখ ছাত্র থাকা উচিত; সীটের সংখ্যা ২০ গুণ করার দরকার।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:১৯

সাসুম বলেছেন: আপনাকে একটা তিতা সত্য বলি আপনার সম্পর্কে। আপনি একজন দেশ প্রিয় মানুষ এবং কোন সন্দেহ ব্যাতিরেকেই দেশ কে ভালোবাসেন এবং দেশ নিয়ে চিন্তা করেন।

তবে এই মুহুর্তে দেশের শিক্ষা নিয়ে যা দরকার তা নিয়ে আপনার যে আইডিয়া সেটা অবসলিউট। এবং আপনি চিন্তা করতে পারছেন না আসলে সঠিক কাজ কোন টা হবে। আপনার পোস্টের লাস্ট লাইনে একটা কথা লিখেছেন। ঢাবির কোন শিক্ষক এটার প্রতিবাদ করেন নাই। আপনি যদি ধারনা করেন ১০০% টিচার এর চেয়ে আপনি বেশী বুঝেন তাইলে কিন্তু সমস্যা। কোন টিচার এটার প্রতিবাদ করেন নাই বরং এটাকে সাধুবাদ জানাইছে। কারনঃ ঢাবি একটা বার্ডেন এই মুহুর্তে বাংলাদেশের


এই মুহুর্তে বাংলাদেশের যেটা করা উচিত- সকল জাতীয় বিশ্ববিদ্যালয় অবিলম্বে বন্ধ করা উচিত এবং সেগুলারে টেক্নিকাল সেন্টারে রুপ দেয়া উচিত।

দেশের সকল পাব্লিক ইউনিতে আলতু ফালতু পালি উর্দু সহ নন ডিমান্ড সাব্জেক্ট বাদ দেয়া উচিত।
এবং দেশের সকল ইউনিভার্সিটির ভর্তি যোগ্যতা মিনিমাম আই ই এল টি এস ৬.৫ করা উচিত। সাথে জি আর ই এবং জি ম্যাট মাস্ট।

দেশের সকল গরু গাধা প্যারা মজিদ এবং ছাগলের দলের উচ্চ শিক্ষা নামের বাটপারি বন্ধ করা উচিত।

সকল ইউনিতে সীট কমিয়ে ১০ ভাগের এক ভাগ করা উচিত। একমাত্র যোগ্য রাই ইউনিতে যাবে। বাকিরা ট্রেড স্কুলে যাবে।।কাজ শিখবে।।


দেশে উচ্চ শিক্ষার নামে যে প্রতারণা চলে তা বন্ধ করতে হলে সবার আগে ইউনিভার্সিটি তে গনহারে বলদ আর ছাগল ভর্তি করানো বন্ধ করতে হবে

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:২৯

সোনাগাজী বলেছেন:



১ লাখ যদি ইউনিভার্সিটিতে যায়, বাকী ১০ লাখের জন্য ট্রেড স্কুল কি আছে? ঢাকা ইউনিভার্সিটির অধীনে ট্রেড স্কুল রেখে, সেগুলো থেকে ২/৩ বছরে ব্যাচেলর দিতে পারবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৩১

সোনাগাজী বলেছেন:



সঠিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলগুলোকে ট্রেডস্কুলে পরিণত করার দরকার।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি কি চাঁদগাজী ভাই?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৩২

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজীকে ব্যান করেছে সামু, চাঁদগাজী চট্টগ্রামের মানুষ।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:১০

বঙ্গদুলাল বলেছেন: আপনি লিখছেন দেখে ভালো লাগছে।স্বাগতম।আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যস্ত এই বছর।ব্লগে আসা হয়না বললেই চলে।নিচের লিখাটি পড়ুন (লিংক থেকে)।আপনি লিখছেন দেখে ভালো লাগছে।স্বাগতম।আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যস্ত এই বছর।ব্লগে আসা হয়না বললেই চলে।নিচের লিখাটি পড়ুন (লিংক থেকে)https://m.facebook.com/story.php?story_fbid=10221435898994911&id=1473213121।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৭

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে, পড়ে দেখবো; আপনি কি পড়ালেখা, নাকি কাজে ব্যস্ড়?

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৫

নূর আলম হিরণ বলেছেন: ঠিকই আছে! ১০০০ উচ্চশিক্ষিত বেকার ও পঙ্গু রাজনীতিবিদ কম বের হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৯

সোনাগাজী বলেছেন:



"বেকার থেকে যাবে", এই ভয়ে মানুষকে পড়ায়নি ব্যুরোক্রেটরা পাকী আমল থেকেই; তখন শিক্ষার হার ছিলো শতকরা ১৭ জন।

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০২

নতুন নকিব বলেছেন:



চাঁদগাজীকে ব্যান করেছে সামু, চাঁদগাজী চট্টগ্রামের মানুষ।

-তাকে আপনি চিনেন কিভাবে? আপনি এই আইডি ছাড়া অন্য আইডি ব্যবহার করে আগে এই ব্লগে লিখতেন? এই পোস্টের ছবিটা কিন্তু ইতোপূর্বে একজনকে তার অনেক পোস্টে দিতে দেখেছি। যা হোক, অভিনন্দন এবং শুভকামনা আপনার জন্য।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১০

সোনাগাজী বলেছেন:


আমি অন্য বিভিন্ন আইডিতে কয়েক ব্লগে ব্লগিং করেছি; ব্লগের অনেককে ভালোভাবে চিনি।

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৮

নাহল তরকারি বলেছেন: বাঙ্গালী গো এত পড়াইয়া কি করবেন? এর চেয়ে বরং তারা কামলা খাটুক। আমি আমার পোলারে এসএসসি পাশ করাইয়া আর পরতে দিমু না। কামে লাগাইয়া দিমু। তারা টাকা কামাবে। উন্নত হবে দেশ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:



আপনার স্ত্রী ফিরে এসেছে?

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমিও তো চট্টগ্রামের। ব্যান তুলে নেয়ায় অনুরোধ করছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৬

সোনাগাজী বলেছেন:



আমি জানি, আপনি চট্টগ্রামের; কিছু লোকজন চাঁদগাজীর ব্যান চেয়েছিলো, সামু তাদের আবদার রেখেছে, মনে হয়।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩২

সাসুম বলেছেন: আপনি শিক্ষা ব্যবস্থার উন্নতির সঠিক পথ টাই ধরতে পারেন নাই। আপনি কথা বলছেন আওয়ামীলীগের ন্যারেটিভে- মানে কোয়ান্টিটি ইজ বেটার দেন কোয়ালিটি।

আওয়ামী লীগ সরকার গত ১০ বছরে ৭৪ টা নতুন ইউনিভার্সিটি করেছে। আপনার কি মনে হয় এই ৭৪ টা ইউনিভার্সিটি করার মত লোকবল আছে বাংলাদেশে? কারা এর পরিচালক , অধ্যক্ষ্ ও শিক্ষক? ইউনির প্রফেসর রা সব অধ্যক্ষের ছেলে মেয়ে বা ছাত্র লীগের গুন্ডা পান্ডা। এরা বিলিভ করে প্যারা মজিদে। এরা শিক্ষক নামের কলংক। এখান থেকে শিক্ষিত বের হয়না, বের হয় সার্টিফিকেট ধারী ছাগল।

আমাদের দরকার ছিল ৯০ এর চায়নার মত সব হায়ার এডূকেশানে পজ দেয়া এবং মিলিটারি স্টাইলে হাইব্রিড ভোকেশনাল এডুকেশান চালু করা।

এই মুহুর্তে আমাদের দেশের এত উচ্চ শিক্ষিতের দরকার নাই, আমাদের দরকাল স্কিল্ড জনগন।

এটা বুঝেনা বলেই আওয়ামী লীগ সরকার ইউনিভার্সিটি বানায়, যদি বুঝত তাহলে গরু ছাগল বানানোর ইউনিভার্সিটী বন্ধ করে ইন্ডিয়ার মত আই আই টি মাদ্রাজের পর্যায়ে নিয়ে যাইত এক এক্টা বুয়েট , চুয়েট বা কুয়েট কে।

আপনি আম্রিকায় থাকেন, আম্রিকায় দেখছেন সবাইকে ইউনিতে ভর্তি হতে? হাই স্কুল পাশ করার পর ৫-১০% ছেলেপেলেও ইউনিতে যায় না , তারা তাদের প্যাশান আর ক্যারিয়ার নিয়ে বিজি হয়ে পরে এবং স্কিল্ ডেভেলপ করে।

আমার একটা কথা মাথায় আসেনা, কেন সবাইকে বাধ্যতামূলক ইউনিতে যেতে হবে?

আমাদের সবাইকে উচ্চ শিক্ষিত হতে হবেনা, বরং অল্প ক জনকে সঠিক শিক্ষিত করে দেশ পরিচালনার ভার তুলে দিতে হবে তাদের হাতে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৪১

সোনাগাজী বলেছেন:


আমাদের যা করার ছিলো ১৯৮০ সালের ভেতরে ( সংখ্যা ), তা'করছে এখন; আমাদের জাতিকে দক্ষ করার জন্য দরকার ছিলো টেকনিক্যাল ও ম্যানুফেকচারিং প্রেসেস শেখানো এবং তা করা উচিত ছিলো ফ্রি। ক্রিমিনাল ব্যুরোক্রেটরা সেটা করেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.