নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

এইচএসসি\'র পর যা\'পড়তে চেয়েছিলেন, তা\'পড়তে পেরেছেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১২



আজ থেকে ২০ বছর আগে আনুমানিক শতকরা ১০ ভাগ এইচএসসি-পাশ ছাত্রছাত্রী নিজেদের স্বপ্নের বিষয়টি পড়ার সুযোগ পেতো; এ'বছর এইচএসসি লেভেল শেষ করেছে ১৩ লাখ ৭ হাজার ছেলেমেয়ে; এদের মাঝে শতকরা ৩/৪ জন মাত্র পাবলিক স্কুলগুলোতে নিজেদের স্বপ্ন, কিংবা তার কাছাকাছি কোন সাবজেক্টে পড়ার সুযোগ পাবে। অনেক ধনী পরিবার কিংবা ক্ষমতাশীল লোকজনের ছেলেমেয়ে পড়তে না চাইলেও, তারা প্রাইভেটে ভালো সাবজেক্টে পড়ার সুযোগ পাবে; ১০ লাখের মতো পড়তে যাবে জাতীয় বিশ্ব বিদ্যালয়ে, এরা নিজেদের পড়ার বিষয় নিয়ে কতটুকু উৎসাহী হবে, বলা কঠিন।

এবারের ১৩ লাখ ৭ হাজারের থেকে ১ লাখ ভালো কিছু পড়ার সুযোগ পেলেও যে সবাই যে ভালো করবে, সেটার কোন নিশ্চয়তা নেই; ৪বছর পর, এদের মাঝ থেকে ৯/১০ লাখ গ্রেজুয়েট যখন বাজারে আসবে, ৮/৯ লাখের তেমন কোন দক্ষতা থাকবে না, এরা নিজের পড়ালেখা অনুসারে কোন চাকুরী পাবার সম্ভাবনা কম।

এই ধরণের সমস্যা গত ১০/১৫ বছর চলে আসছে, ইহা যে সমস্যা সেই কথা সরকার কিংবা প্রশাসনের লোকজন বলছে না, ইউনিভার্সিটির শিক্ষকেরাও বলছে না; কারণ, যথাসম্ভব সরকার, প্রশাসন ও শিক্ষকদের ৮০/৯০ ভাগ মানুষ একই সমস্যার মাঝ দিয়ে গিয়ে, একটি বড় পদ দখল করে, নিজে বাঁচার পথ বের করেছে মাত্র, অন্যের জন্য কিছু করার মতো ভাবনা মাথায় নেই।

সমস্যা আপানারা দেখছেন, দেখছেন কি করে অনেক বড় আশা নিয়ে ১২ ক্লাশ শেষ করে নিজের ইচ্ছা মতো কোন বিষয়ে পড়ার সুযোগ পাচ্ছে না আজকের নাগরিকেরা। আপনার সময়ে এই সমস্যা কি রকম ছিলো, আপনি কি যা' পড়তে চেয়েছিলেন উহা পড়েছেন, নাকি অন্য কিছু পড়তে হয়েছে?



মন্তব্য ৬৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২১

সাসুম বলেছেন: আমি পড়তে চেয়েছিলাম সফটয়ার ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশে তখন খালি ব্রাক এ পড়াইত এই জিনিষ, অইখানে পড়ানোর যা খরচ এক বছরে আমার বাপের ৫ বছরের ইঙ্কাম ও তা ছিল না। ফলে ফিজিক্সে মাগনা এডুকেশান হিসেবে জাতীয় পড়ছি।

যদি আজকের মত জ্ঞান বুদ্ধি থাকত কিংবা কেউ যদি বুঝানোর থাকত তাহলে সেই ৮ বছর ব্যায় না করে অন্য কোন প্রফেশনে যাইতাম স্পেশালি ট্রেড সেক্টরে। স্কিল বাড়াতে পারলেই বাংলাদেশ কেন দুনিয়ার যে কোন যায়গায় চাকরি আছে। এবং সেলারিও অনেক অনেক বেশি ব্লু কলার জবের চেয়ে।


বাংলাদেশের এই যে লাখ লাখ পোলাপাইন- এগুলারে সকাল বিকাল গরুর মত বাইন্ধা ট্রেড স্কুলে ভর্তি করিয়ে দেয়া ফরজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে লিটারালি অপরাধ করছে দেশের পোলাপাইন গুলোকে সার্টিফিকেট দিয়ে পড়ালেখা না শিখিয়ে ( সেইম আমার ক্ষেত্রেও )

আর আমাদের দেশের সবার উচ্চ শিক্ষিত টারশিয়ারি এডুকেশান এর দরকার নাই। আমাদের দরকার স্কিলডঃ লোক। আমাদের কানাডার মত লাখ লাখ পি এইচ ডি হোল্ডার ট্যাক্সি চালক বানানোর মত বিলাসিতা করার মত সরকারি এসেট নাই।

আমাদের দরকার চায়নার মত ইন্টার পাশ দক্ষ ট্রেড ম্যান বানানো এবং এদের কে ব্যাবসা ও কৃষি কাজ করতে সুযোগ দিয়ে দেশের ইকোন্মির উন্নতি করা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৭

সোনাগাজী বলেছেন:



ট্রেড স্কুলের সংখ্যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগন্য, ইহার সমাধান কিভাবে সম্ভব?
সাধারণ মানুষের ছেলেমেয়েদের কোন সুযোগ কি আমাদর প্রশাসন দিবে?

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সহী বাত বলেছেন গাজী সাব।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:



কি পড়তে চেয়েছিলেন? আপনার বড় মেয়ে কি পড়তে চায়?

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম পাতায় এ্যাক্সেস পাওয়ায় অভিনন্দন ও শুভকামনা রইলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৩

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৩

নিরীক্ষক৩২৭ বলেছেন: হ্যা পেরেছি, পড়তেছি। মাঝেমধ্যে নিজেকে এই কারণে বিরাট ভাগ্যবান মনে হয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৯

সোনাগাজী বলেছেন:



পড়ালেখাের দিক থেকে আপনি গড়ে শতকরা ৫/৬ ভাগ বাংগালীর মাঝে আছেন! শুভকামনা

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: গাইড করার মতো কেউ ছিল না আমার। মেজোবোন 'বিজনেস স্টাডিস' নিয়ে পড়েছে। আমাকেও উৎসাহ দিয়েছিল। এসএসসি, এইচএসসি পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এরপর ঠিক থাকে নি। বিবিএ, এমবিএ তে ভর্তি হওয়া ভুল সিদ্ধান্ত ছিল আমার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:



কৃষক, শ্রমিক ও দুস্হ পরিবারের জন্য গাইডেন্স কখনো ছিলো না, আজো নেই।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
কি পড়তে চেয়েছিলেন? আপনার বড় মেয়ে কি পড়তে চায়?

এস.এস.সি.তে সাইন্স পড়তে চেয়েছি, তাই পড়েছি।
এইচ.এস.সি.তে সাইন্স কঠিন মনে হওয়াতে কমার্সে চলে গেছি।
অনার্সে ইচ্ছে ছিলো একাউন্টিং পড়বো, সেটাই পড়েটি।
মাস্টার্সেও ইচ্ছে অনুসারে একাউন্টিং পেয়েছি।
এম.বি.এ. তেও ফাইনান্স চেয়েছি, সেটাই পড়েছি।

বড় মেয়ে কিছু দিন বলেছে সাইন্স পড়বে ইঞ্জেনিয়ার হবে।
পরে বলেছে বিজনেস করবে। এখন বলছে ফ্যাশন ডিজাইনিং পড়বে।
আগামীতে কি পড়বে এখনো জানি না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫১

সোনাগাজী বলেছেন:



মেয়ে সময়ের সাথে হয়তো ভালো সুযোগ পাবে।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ক্যান্ডিডেটের মেধা এবং বাবার পকেট যেটা সাপোর্ট করে সেটাই পড়তে হয় এদেশে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৪

সোনাগাজী বলেছেন:



ক্ষমতাশীল পরিবার ও প্রশাসনের লোকজনের ছেলেমেয়েরা ব্যতিত অন্যদের জন্য সুযোগ নেই দেশে।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২০

রানার ব্লগ বলেছেন: না একদম না !!! আমি হোটেল ম্যানেজমেন্ট পড়তে চেয়েছিলাম !!! বিশাল সাইজের কানের নিচে থাপ্পর খেয়ে অন্য বিষয়ে পরাশুনা করেছি ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:



৫০ বছর এভাবে আমাদের তরুণদের পংগু করা হচ্ছে, পরিবারগুলোকে বন্চিত করা হচ্ছে।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি এস্ট্রোনমি নিয়ে পড়তে পেয়েছিলাম। একজন এস্ট্রোনোমার হতে চেয়েছিলাম।

আমার সময়ে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় তা অফার করেনি। এখন করে কি না জানি না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

সোনাগাজী বলেছেন:



৫০ বছরের শিক্ষামন্ত্রীদের কার্যক্রম ও ওদের পড়ালেখার অবস্হা কথা জানলে, বুঝতে পারবেন যে, সেসব লোকজনের পক্ষে এই শতাব্দীর বিশ্ববিদয়ালয়ে কোন কোন সাবজেক্ট থাকার দরকার তারা তা বুঝার কোন সম্ভাবনাই নেই।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩১

জুন বলেছেন: কারিগরি শিক্ষা কত প্রয়োজন এটা বোঝার ক্ষমতা কম মানুষেরই আছে সোনাগাজী। ভালো লিখেছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:


এই যুগে জাতির সন্তানদের কি কি বিষয়ে পড়ার দরকার, তা সরকার ও প্রশাসনের লোকদের মাথায় নেই; ওদের মাথায় আছে মাত্র নিজ পরিবার ।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: না পারিনি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:


১০ ভাগের বেশী কেহই নিজের স্বপ্নের সাবজেক্ট পড়তে পারেনি; ইহা আজকেও কারো মাথায় ঢুকছে না, ইহা নিয়ে প্রেসিডেন্টগুলোও ১টি বাক্য কোনদিন বলেননি।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৪

হাবিব বলেছেন: এখনকার মত বুঝলে কারিগরি শিক্ষা নিতাম। ডিগ্রি এখন শুধু শোঅফ মনে হয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৯

সোনাগাজী বলেছেন:



আপনি আজকে যেই বিসয়টি বুঝতেছেন, বিসিএস দিয়ে বড় পদ দখল-করা লোকগুলোর মাথায় তা আসে না; অবশ্য তারা তাদের পরিবারের জন্য দরকারের চেয়েও বেশী দখল করে নেয়।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১২

শূন্য সারমর্ম বলেছেন:

এই বিশৃঙ্খল পরিবেশে যারা বড় পদ পাবে না, তাদের কি হবে? লাখে লাখে অদক্ষ গ্রেজুৃয়েট দেশের বোঝা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



দেশ যেভাবে চলছে, অদক্ষ গ্রেজুৃয়েট দেশের বোঝা নয়, পরিবারের বোঝা; দেশের বোঝা হলে প্রেসিডেন্ট থেকে শুরু করে, সেক্রেটারিয়েট, বসুন্ধরা, মির্জা ফখরুলরা চিৎকার করতো; দেশ যারা দখল করেছে, তাদের ছেলেমেয়েরা সবার মাথায় বসছে সময় মতো।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: ইচ্ছা অনুযায়ী সাবজেক্টে পড়েছি। সেই অনুযায়ী কাজও করেছি। মাঝে খালি কিছুদিনের জন্য কি মনে করে সাংবাদিকতা করেছিলাম। বর্তমানেও সেই মনের মত সাবজেক্টের উপরে জব করি। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০০

সোনাগাজী বলেছেন:


ভালো।
ইন্টারমিডিয়েটে কতজন ছিলেন, শতকরা কতজনের ইচ্ছা পুরণ হয়েছে?

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবাই আপনার মত ভাবলে জাতি উন্নত হবে। সব মিলিয়ে আপনার নতুন ব্লগের জন্য নিরন্তর শুভকামনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৫

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, সামনের পাতায় আসার চেষ্টা করেন, সামুকে লেখেন।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার লেখা খোঁজ করতে হয়ত ব্লগে এটু ঢুঁ মারি। না হয় আমি ফেসবুকার ছিলাম এবং ফেসবুকার আছি। ওখানেই সময় বেশী কেটে যায়। ফেসবুকে হাজার হাজার লাইক। মন্দ লাগে না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:


তা'ঠিক।
ব্লগের জনপ্রিয়তা কমে গেছে; মনে হয়, আরো কমবে।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেকের পোষ্টে মন্তব্য করে উত্তর পেতে অনেক অপেক্ষা করতে হয়। কিন্তু আপনার উত্তর অল্প সময়ে পাওয়া যায়। এটাই আমার সবচেয়ে বেশী পছন্দ। অনেকে আপনার দোষগুলোই শুধু দেখে, গুণগুলো দেখে না। যার যেমন অভিরুচি। তবে আমি চাইব আপনাকে যেন আর ব্লগথেকে আর দূরে থাকতে না হয়। আর টারজানের কথা মত সামু আপনার সোনা কেটে চাঁদ করে দিলে বেশ হয়!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



দেশের অনেকেই বিশ্বের অন্য জাতিদের জীবনযাত্রা, ভাবনা, প্রচেষ্টা, ইত্যাদি দেখার কিংবা বুঝার সুযোগ পাননি; এদের ভাবনা সীমিত, সেজন্য আমার সাথে অনেকের কনফ্লিক্ট হওয়ার কথা।

আমি সব সময় ব্লগারদের প্রশের উত্তর দিতে ও ভাবনাকে বুঝার চেষ্টা করি।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪২

সোবুজ বলেছেন: এই সমস্যা অনেকের।আজথেকে ৬০ বছর আগে আমার ছিল আজো আছে।আরো হয়তো অনেক দিন থাকবে।আমার সমস্যা ছিল পরিবারের দিক থেকে এখন হয়তো অন্য ভাবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৭

সোনাগাজী বলেছেন:



পাকিস্তানী আমলে, শতকরা ১৫/১৬ জন স্কুলে যেতো; এখন শতকরা ৯৫ ভাগ স্কুলে যাচ্ছে; পাকিস্তান বৃটিশ কলোনীর মতো ছিলো, পরিবারের টাকা থাকলে পড়ো; বাংলাদেশ আমল হলো, মিশরের মতো, পড়ালেখা সবার জন্য নয়, যারা ক্ষমতায় ওদের ছেলেমেয়েরা আসল শিক্ষা পাবে।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: পড়াশুনা করার ইচ্ছে ছিলো না কোনদিনও । ক্রিকেট ফুটবল খেলতে আর দেশ বিদেশ ঘুরতে ইচ্ছে করতো । ইন্টারের পর আইটি নিয়ে পড়া শুরুর পর ঐটাই প্রফেশন । ফাউল একটা প্রফেশন । বি কে এস পি তে পড়তে টাকা লাগে । ট্রেড কোর্সে পড়তেও টাকা লাগে । বাঙালির অত টাকা নাই । ৮ লক্ষ ৯ লক্ষর যে হিসেব দিলেন অত মানুষের টেকনিক্যাল পড়ানোর টাকা সরকারের নাই ।

এইচএসসির পর ম্যাক্সিমাম ছাত্রদের টার্গেট হইলো প্রাইভেট টিউসন খোজা । বিড়ি ফোকা কিম্বা এমবির খরচ যোগান দেয়া , এইভাবে পাচ সাত বছর পার করে বাজারে বাপের চালের মোকামে বসে দিন পার করা ।

এদের মধ্যে কেউ কেউ আবার ই ভ্যালি ই অরেঞ্জ এর মতো চিটিং ব্যবসায় জড়িয়ে পরে ।

ব্লগে মোটামুটি সবাই প্রতিষ্ঠিত , এখানের উত্তর আপ্নের কোনো কাজেই দেবেনা । জাতীয় ভার্সিটির মাস্টার্স পাশ কবি সাহিত্যিক হবে ব্লগার হবে এমন কাউকে পাবেন না । এদের কারো ক্ষমতা নেই নিজের টাকায় একটা বই বইমেলায় প্রকাশ করে । জাতীয় থেকে বাংলায় পাশ করা কেউ ব্লগ করে না - তাই তাদের জীবন কাহিনী - ইন্টার পড়ে কেন গাড়ির মেকারি না শিখে সাহিত্য নিয়ে পড়ল এই স্টোরি জানাও হবে না ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৯

সোনাগাজী বলেছেন:


ব্লগে সবাই প্রতিষ্টিত নন, ব্লগারেরা দেশের সধারণ মানুষের একটা সেম্পল। এবারের ১৩ লাখ ৭ হাজার এইচএসসি পাশ থেকে ১০ লাখ সঠিক শিক্ষা পাবে না, ইহার সমাধান কি?

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা গাজীকে আর দাবায়ে
রাখতে পারবানা। জয় গাজীসাব।
আমি হয়ে চেছিলাম সাহিত্যিক হয়েছি
সাংবাদিক, কিছুটা মিল আছে, কি বলেন
সোনা ভাই?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:




আপনি কাছাকাছি, কিন্তু অনেককে নৌকায় ভুমধ্য-সাগর পাড়ি দিতে হচ্ছে।
আপনি আছেন, আমিও থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা টিকে থাকবো।

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১১

কালো যাদুকর বলেছেন: আমি যা পড়তে চেয়েছিলাম পেরেছি। কিন্তু এবারের রেজাল্ট দেখে মনে হচ্ছে না সব ছাত্রছাত্রীই তাদের পছন্দ মত পড়তে পারবে। তবে অনেক কিছু পরিবর্তন হয়েছে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ও আজকাল অত প্রোয়েজনীয় নয়। কেউ যদি রেষ্টুরেন্টের সেফ তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স নেয়ার দরকার হবে না। নতুন প্রজন্মকে এগুলো ভাবতে হবে। যারা ইনভেস্টর তারা নতুন সুযোগ করতে পারেন ৷

অয়েলকাম ব্যাক ৷

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:



ভালো যে, আপনি নিজের সাবজেক্ট পেয়েছিলেন; কোন সাল?

এইচএসসি পড়ে কোন দিকে যাবে, কোথায় ভর্তি হবে, কয়জন জানে? ১৩ লাখে ভর্তির মতো সীট আছে?

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১২

শূন্য সারমর্ম বলেছেন:

এরকম শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ কি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:



এখনই ইহা মগের মুল্লুক, ভবিষ্যত ইয়েমেন!

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৩

স্প্যানকড বলেছেন: সোনা দেশ কি সোনা দিয়ে ভরে ফেলতে চান ? তাছাড়া বর্তমানে সোনার দাম কমে গেছে ! সোনাকে পড়ে আনন্দ পাইছি এগিয়ে যান শুভ কামনা রইল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:


ধন্যাবদ।

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৪

ডঃ এম এ আলী বলেছেন:




ভাল একটি বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন ।
দেশের শিক্ষাকার্যক্রমকে সময়ের সাথে
তাল রেখে নবরূপে বিন্যাসের প্রয়োজন
আছে । কারিগরী শিক্ষাকে গুরুত্ব দিতে
হবে এবং এ শিক্ষা কার্যক্রম সম্পন্নদের
কেরিয়ার ডেভেলপমেন্টের সুযোগ থাকতে
হবে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:




৫০ বছর থেকে অনেকেই বলছেন যে, কারিগরী শিক্ষা বাড়াতে হবে; বাড়ার মাঝে বেড়েছে ডাকাতদের ব্যবসায়িক কেন্দ্র, প্রাইভেট ইউনিভার্সিটি।

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৭

কালো যাদুকর বলেছেন: ইনজিনিয়ারিং৷ বেশ কত বছর আগে ৷ এখন অবশ্য অনেক গুলো ইনজিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তবুও চাহিদার তুলনায় অনেক কম সংখক ৷

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:


১৩ লক্ষ ৭ হাজারের জন্য দরকারী পরিমাণ সীটের ব্যবস্হা করার দরকার ছিলো; ১০ লাখের বেশী ছেলেমেয়ে নীচুমানের স্কুলে পড়বে, যেখানে পড়তে হয় না।

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৫

ইমরোজ৭৫ বলেছেন: আপনি নাকি মুক্তিযোদ্ধা? মাইন্সে বলাবলি করে? ইন্ডিয়া গেছিলেন? সার্টিফিকেট আছে? গেছেট নম্বর কত? লাল বই নাম্বার কত?

আমাদের সাবেক উপজেলা কমান্ডারের একটা বদনাম আছে। তিনি বিএনপি আমলের কমান্ডার। তিনি নাকি টাকা খেয়ে মাইন্সের কাছে মুক্তিযোদ্ধা সার্টিফিটে বিক্রি করেছেন। যদিও এই অভিযোগ এর কোন প্রমাণ নাই। টাকা খেয়ে সার্টিফিকেট বিক্রি একটা মির্থ মাত্র।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



ব্লগে আমি ইহা নিয়ে আলাপ করবো না; আপনি ২টি নিক থেকে ব্লগিং করেন, ইহাকে ব্লগিং বলা কঠিন; তবে, আপনার ব্লগিং'এর ভালো দিক হলো, বাকী ব্লগারেরা দেখছেন, জাতীয় বিশ্ব বিদ্যালয়ে কি ঘটছে!

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৮

নাহল তরকারি বলেছেন: আর আপনাদের মুক্তিযোদ্ধা কোটার জ্বালায় আমাদের চাকরি হচ্ছে না। আপনাদের পুতের আর নাতিরা কোটার জোরে চাকরি পায়। আমারা আপনার নাতিদের থেকে বেশী নাম্বার পেলেও আমারা চাকরি পাই না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:




আমি জানি আপনার চাকরী নেই; ব্লগে আপনার লেখা দেখলে, বুঝা যায় যে, আপনি পড়ালেখা না করে মাষ্টার্স ডিগ্রি পেয়েছেন; আপনি ম্যানুফেকচারিং চাকুরী দেখেন, ইহাতে কিছু শিখতে পারলে আপনার জীবনটা সুন্দর হবে।

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশিরভাগের ধারণাই থাকে না কী পড়া উচিত। অভিভাবকগণ মতামত চাপিয়ে দেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৫

সোনাগাজী বলেছেন:




গ্রামের সাধারণ মানুষ তো এখনো জানেন না তাদের সন্তানদের কি পড়া দরকার। আপনার পিতামাতা জানতেন?

২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫১

নূর আলম হিরণ বলেছেন: ছোট ভাই এইচএসসি পাশ করেছে। তাকে নিয়ে টেনশনে আছি। কোথায় পড়াবো। সে বাহিরে যেতে চাচ্ছে তাই আপাতত স্পোকেন ইংলিশে ভর্তি করিয়ে দিছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্ট দিতে বলছি। হলে হবে না হলে নেই(না হওয়ার পসিবেলিটি বেশি)।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা ও প্রেসিডেন্ট একদিন কি বলেছেন ১৩ লাখ ৭ হাজার কোথায় পড়বে? এদের সামান্য ভাবনাশক্তিও নেই।

৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬

মনিরা সুলতানা বলেছেন: কারিগরি শিক্ষা টা আমাদের মত দেশে খুব জরুরী।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



৫০ বছর সবাই তা বলছে, প্রেসিডেন্ট ও প্রাইম মিনিষ্টারের মাথায় তা ঢোকে না

৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫০

তারেক ফাহিম বলেছেন: এটা কি আমাদের গাজী ভাই’র নতুন মোড়ক?


১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:



গাজীর অবস্হা বেগতিক করে দেয়া হয়েছে।

৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১২

গরল বলেছেন: শখ ছিল পাইলট হওয়ার, কিন্তু সেটা কোনদিনও সম্ভব ছিল না। তাই আইটিতে কোর্স করে এই প্রফেশনেই চলে আসলাম। মোটামুটি ভালোভাবেই টিকে আছি বলা চলে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:


কোন বিষয়ে ভালো হলে, আইটিতে কোর্স উচ্চ শিক্ষার সমান, একটি বড় সুযোগ; আপনি সেটা নিয়ে দাঁড়াতে পেরেছেন, এটা অনেক বড় সাফল্য।

৩৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৩

রক বেনন বলেছেন: আমি পেরেছিলাম। কারণ যে বছর আমি ইন্টারমিডিয়েট পাশ করি সেই বছর পাশের শতকরা হার ছিল ২৭।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

সোনাগাজী বলেছেন:


আপনার স্বপ্নপুরণ হয়েছিলো, ইহা খুবই ভালো ঘটনা; কোন সালে এই ঘটনা ঘটেছিলো?

৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫

রক বেনন বলেছেন: ২০০২ সালে। সেই বছর ভয়াবহ ফলাফল বিপর্যয় হয়েছিল। আর এখনকার ৯০-৯৫% পাশের হার দেখে ভাবি আমাদের সময়ে কি তাহলে পড়াশুনা ছিল না?? নাকি ছাত্ররা বেকুব ছিল?

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:



ভয়ংকর ব্যাপার! আমি দেশে ছিলাম না, এই ব্যাপারটা চোখে পড়েনি। এখানকার ছেলেমেয়েরা গড়ে পড়ালেখা খুবই কম করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.