নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ ছিলো জনতার কন্ঠ, এখন জনতা আওয়ামী লীগের ভয়ে ভীত।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৪



মাওলানা ভাসানী ও উনার সমমনা কিছু মানুষ বাংলার মানুষের রাজনৈতিক কন্ঠ হিসেবে "আওয়ামী লীগ" প্রতিষ্ঠা করেছিলেন; তখন মুসলিম লীগ তুংগে, উহার অধীনে পাকিস্তান সৃষ্টি হয়েছে। পাকিস্তানের প্রশাসন মানুষের জন্য কিছু করার কথা ভাবেনি, উপরন্তু অপ্রয়োজনীয় কারণে ভাষা বিদ্বেষের সৃষ্টি করে বাংগালীদের হয়রাণী করেছে। এরপর, দেশের অর্থনীতিতে উর্দু ভাষাভাষীদের মনোপোলি বাংগালীদের হতাশ করে তোলে; মানুষ আওয়ামী লীগের ছায়ায় প্রচন্ড প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলে; এই ছিলো আওয়ামী লীগের শুরু, ইহা ছিলো মানুষের কন্ঠ।

আজ, আওয়ামী লীগ এককভাবে দেশ চালাচ্ছে, সাথে নিয়েছে মিলিটারী শাসক জেনারেল এরশাদের দলকে; এটা কি সেই আওয়ামী লীগ, যা ১৯৬৬ সালে ৬ দফা দিয়ে জনতাকে সাথে নিয়ে মিলিটারী শাসনের বিপক্ষে আন্দোলন করেছিলো, ১৯৬৯ সালে মিলিটারী শাসক আইয়ুব খানের পতন ঘটায়ে ছিলো? মিলিটারী শাসক আইয়ুবের পতনে যেই জনতা অংশ নিয়েছিলো, সেই জনতার ছেলেমেয়েরা কেন আওয়ামী লীগের সাথে মিলিটারী শাসক এরশাদের লোকদের সখ্যতা দেখছে?

এখন সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতাদের ভয়ে থাকে, হোক সে এমপি, হোক সে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সদস্য। আমাদের উপজেলা হেডকোয়ার্টার এখন টাউনশীপ, ওখানকার প্রশাসন এখন মেয়রের হাতে। আমাদের এলাকায় প্রচুর দক্ষ ও উচ্চ-শিক্ষিত মানুষ আছেন, এরা মেয়র পদে প্রতিযোগীতা করেননি ভয়ে। বর্তমান মেয়র ছিলো স্হানীয় কলেজের ছাত্রলীগ ক্যাডার; সেই কলেজের ৬/৭ জন শিক্ষক এখন রিটায়ার করে এই টাউনশীপে বাস করেন; এদের মাঝে কেহ সাহস করে এই ক্যাডারের বিপক্ষে ভোট করেননি।

আওয়ামী লীগ বড় দল, এখানে বিবিধ ধরণের লোকজন অবশ্যই আছে; কিন্তু গত চেয়ারম্যান ভোটে ওরা যেভাবে নিজেদের লোকদের হত্যা করেছে, তা দেখার পর সাধারণ মানুষ এদের অন্যায়ের বিপক্ষে কিছু বলবে? আওয়ামী লীগের লোকেরাই নিজ দলের অনেকের ভয়ে নিজ এলাকায় যেতে পারে না; গত ভোটে আমাদের এমপি'র স্হানে, উনার খুবই ঘনিষ্ঠ লীগার ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করার পর, এলাকা থেকে বিতাড়িত হয়েছে, এখন এলাকায় আসে না, চট্টগ্রাম শহরে বাস করে। এই অবস্হা দেখার পর, সাধারণ মানুষ তাদের এমপি'কে ভয় পাবে না? অবশ্যই এমপি'কে ভয় পায়, উনি আমাদের এলাকায় বসুন্ধরাকে নিয়ে এসেছে; বসুন্ধরা জোর করে বেশী পয়সা দিয়ে জমি কিনে ধানের জমিতে "আবাসিক এলাকা" গড়ে তুলছে, মানুষ ভয়ে চুপ।


মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


রাজনীতি বিষয়ে মাথা ঘামাইনি অনেক দিন।

যেদিন থেকে জেনেছি, দলের প্রয়োজনে কর্মীকে 'ব্যবহার' করা হয়, সেদিন থেকে রাজনীতি করা বাদ দিয়েছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২১

সোনাগাজী বলেছেন:


ভালো করেছেন; আপনার লেখা থেকে বুঝা যায় যে, আপনি আধুনিক রাজনীতি করতেন না, আপনি হয়তো খিলাফত মিলাফত ইত্যাদি ভাবনার মাঝে ছিলেন।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
ভালো করেছেন; আপনার লেখা থেকে বুঝা যায় যে, আপনি আধুনিক রাজনীতি করতেন না, আপনি হয়তো খিলাফত মিলাফত ইত্যাদি ভাবনার মাঝে ছিলেন।


আধুনিক গণতন্ত্র নিয়ে অদ্ভুত এক ঘৃণা ছড়ানো হতো দলে। 'ভয়' দেখানোকে প্রশ্রয় দেওয়া হতো। ভয়েরই যেন দুনিয়া।

তাই, ছেড়ে দিয়েছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪০

সোনাগাজী বলেছেন:


শিক্ষায় পেছনে পড়ায় আমাদের মানুষ গণতন্ত্র বুঝার সুযোগ পায়নি, তারা অতীত নিয়ে মেতে আছে; জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা সামন্তবাদী ধারায় দেশ চালানোতে মানুষ গনতন্ত্রের সুফল দেখেনি।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এটা এখন বুঝি যে, রাজনীতি করা ছাড়াও মানুষ এবং সমাজের জন্যে ভালো কাজ করা যায়।

তবে, এখন আবার নতুন দল খুঁজছি। দলীয় ভাবে কাজ করলে অনেক ভালো ফল পাওয়া যায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৫

সোনাগাজী বলেছেন:



এটা আপনার আরকে ভুল; আধুনিক রাষ্ট্র খুবই কমপ্লেক্স সিষ্টেম, এখানে ব্যক্তিগত দান, খয়রাত হয়তো হাজার জনের ভাগ্য ফেরাবে; কিন্তু প্রতি বছর ১৩ লাখ তরুণ তরুণী সঠিক শিক্ষা থেকে বন্চিত হবে, কয়েক কোটী বেকার হবে, কয়েক হাজার ভুমধ্য-সাগরে ডুববে, পরিবার ফেলে মেয়েরা সৌদী যাবে, লাখ খানেক আত্নহত্যা করবে; এসব কমপ্লেক্স সমস্যার বিপরিতে কিছুই টিকবে না।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৪

শাহ আজিজ বলেছেন: আমরা পুরো পরিবার বি এন পির দ্বারা নির্যাতিত । লীগের কেউ তখন এগিয়ে আসেনি আমাদের সাহায্যে । আমি প্রত্যক্ষ রাজনীতি করিনি কিন্তু ১৪ সালে ভোট দিতে গিয়ে দেখলাম পুরো পরিবারের ভোট সকালেই দেওয়া হয়ে গেছে । বিপুল পরিমান রাজাকার দিয়ে লীগ দল সম্প্রসারন করেছে যা নিতান্ত ভুল । আমরা দর্শক মাত্র । দেশ এগিয়ে যাক এই কামনা ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৯

সোনাগাজী বলেছেন:


বিএনপি-জামাত ছিলো ঢাকা ক্যান্টনমেন্টের সাইনবোর্ড; উহাকে বে-আইনী ঘোষণা করার দরকার ছিলো; কিন্তু শেখ হাসিনা উহার বেনেফিসিয়ারী এখন; তিনি মরা বিএনপি'র ভয় দেখায়ে যুগ কাটিয়ে দিচ্ছেন।

শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ রবার্ট ক্লাইভের সৈন্য বাহিনীতে পরিণত হয়েছে।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৫

গেঁয়ো ভূত বলেছেন: চর্বিত চর্বন, নতুন কিছু আশা করেছিলাম ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:



এটা সঠিকভাবে না বুঝলে মানুষ নতুনের খোঁজে বের হবে না; মানুষ ভয়ে আছে, ইহা ভাংতে হবে কিভাবে, সেটাই একটা নতুন ভাবনা হতে পারে।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০১

সোবুজ বলেছেন: আজকে যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এটা শেখ হাসিনার কৌশলের কারনে।পাওয়ার পলিটিক্সয়ে ক্ষমতায় থাকাই মূল কথা।সে জন্য সব কিছুই জায়েজ।এরশাদ,জামাত কোনটাই হারাম না।আদর্শীক রাজনিতি অন্য জিনিস সেটা আওয়ামী লীগ করে না।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসি্না দলকে রাজনীতিমুক্ত করে, উহাকে পিরামিড ব্যবসায়ীদের দলে পরিণত করেচেন।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
হাসিনা-এরশাদ কে নিয়েছিল প্রয়োজনে। আদর্শিক প্রয়োজনে নয়।
যাতে সে অন্য কোনো দলে যেয়ে বিপদ ঘটাতে না পারে।
হাসিনা তাকে পাশে বসানো তো দূরের কথা সারাক্ষণ লাথির লাথি উষ্ঠার ওপর রাখত। বেশি বাড়াবাড়ি করলে ইনজেকশন দিয়ে সিএমএইচ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৭

সোনাগাজী বলেছেন:


দেখা যাচ্ছে, শেখ হাসিনার আপনার সমান জ্ঞান রেখেই বাংলাদেশে চালিয়ে যাচ্ছেন।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৬

জুল ভার্ন বলেছেন: আমজনতা আওয়ামী যাতা কলে পিষ্ট হচ্ছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:


উনি বাবার কিছুই পেলো না।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজনৈনিক দল মুক্ত দেশ হলেই ভালো হতো ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:


মানব সভ্যতা এখন এমন লেভেলে, রাজনৈতিক দলই দেশ চালাবে।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৯

নেওয়াজ আলি বলেছেন: আমার বংশের এক ছোট ভাই সন্ত্রাসি নেতা । বালু ,মাটি ,মাদক, সাল্লিশ, দরবার সব তার দখলে। এই দখল নিয়ে তিন গ্রুপে চলে যুদ্ধ। ফেনী শহর হাজারিদের দখলে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৪

সোনাগাজী বলেছেন:


ফেনী হলো হাজারী বাড়ীর জমিদারী।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৯

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশ কে স্বয়ং সৃস্টিকর্তা ও চালাতে পারবেন না...। আমি তো ভাবি যে শেখ হাসিনা এতদিন কিভাবে বেচে আছে??? শত শত ষড়যন্ত্র, কন্সপিরিসি মোকাবিলা করবেন নাকি দেশ চালাবেন....পদে পদে শত্রু ...পৃথিবীর অন্যকোন সরকার প্রধান কে এমন ষড়যন্ত্র, প্রতিকুল অবস্হা কে ফেইস করতে হয় কিনা জানি না

তারপরেও উনি অন্যদের তুলনায় (আগের সরকার দের চেয়ে) ভালোই দেশ চালাচ্ছেন...আরো ভাল করতে পারতেন যদি জাতিকে বেশি শিক্ষা/দীক্ষায় গড়ে তুলতে পারতেন..শিক্ষিত লোকজন নিয়ম মানে, কম ষড়যন্ত্র করে

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২১

সোনাগাজী বলেছেন:



উনার সমস্যা একটা ছিলো, মিলিটারী ও ওদের লেজ বিএনপি-জামাত; উনি মিলিটারীকে পোষ মানায়েছেন।

বাংলাদেশের মানুষ খেটে খায়, জমিতে চাষ হয়, ইহা চালানো কষ্টের কাজ হওয়ার কথা নয়; উনি মানুষকে শিক্ষিত করার চেষ্টা করেননি, মানুষের জন্য চাকুরী সৃষ্টি করতে হয়, এই কথা উনি শুনেছেন বলে মনে হয় না। শিক্ষিতদের দলে আনতে হয়, এটা উনার মাথায় নেই, উনার ধারণা হলো শাহজাহানের মত মাফিয়া, শামীম ওসমানের মত মাফিয়া, জয়নাল হাজারীর মতো মাফিয়াদের রাজনীতিতে রাখতে হয়।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪১

শূন্য সারমর্ম বলেছেন:

ভয় ব্যাপারটা শিক্ষিত ও অশিক্ষিতের মাঝে তারতম্য থাকার কথা নয়? অশিক্ষিত ভয়" জয় করে রাজনীতিতে ডুকে পড়ে কিভাবে?

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৩

সোনাগাজী বলেছেন:


প্রতিটি এলাকায় মাফিয়া ধরণের লোকেরা সংসদ আছে, এরা প্রতিজনে হাজার খানেক ক্যাডার পোষে; এই ক্যাডারেরা কাউকে ভয় পায় না; কারণ , তাদের রক্ষক আছে।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:

বাংলায় মাফিয়া হওয়ার যোগ্যতা কি? রোডম্যাপ কি?

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৮

সোনাগাজী বলেছেন:


ড্রপ আুট, চাকুরী বাকুরী নেই, এই রকম ১০/১৫ জনকে নিয়ে থানা আওয়ামী লীগের মিটিং'এ গিয়ে শ্লোগান দেয়ার শুরু করতে হবে; তারপর থেকে স্হানীয় ব্যবসা বাণিজ্য থেকে দলের নামে চাঁদা তুলে, নেতাদের কিছু দিয়ে কিছু নিজ পকেটে রেখে নেতার আশীর্বাদ নিতে হবে।

এরপর, চেয়ারম্যানের অফিস, উপজেলা চেয়ারম্যানের অফিস, মেয়রের অফিসে হাজিয়া দিলে ও ক্রমে সরকারী জমি দখল, রাস্তার পাশ দখল করে দোকান তুলে ভাড়া নেয়া, এগুলো দিয়ে শুরু।

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩০

নাহল তরকারি বলেছেন: আপনার তো সাহস কম না। আপনি আওয়ামীলীগের বিরুদ্ধে কথা বলেন। আপনি তো স্বাধীনতার বিপক্ষের শক্তি। রাজাকার ছিলেন নাকি?

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনি কোন একটা ভালো ম্যানুফেকচারিং কোম্পানীতে ভলনটিয়ার ( বিনা বেতনে ) হয়ে, কোন একটা কাজ শিখেন।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাজনীতি-পেটনীতি।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৬

সোনাগাজী বলেছেন:


আপনিও সপ্তাহে ১৫/২০ কোন একটা ভালো ম্যানুফেকচারিং কোম্পানীতে ভলনটিয়ার ( বিনা বেতনে ) হয়ে, কোন একটা কাজ শিখেন।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমাদের দেশে গণতন্ত্র নামে মাত্র , আসলে মূলতঃ চলছে পরিবারতন্ত্র ।

সহজ ভাবে বললে, স্বাধীনতার পর থেকে ৩ পরিবারের অধীনে চলছে আমার সোনার বাংলা । ক্ষমতাসীনদের নানা রকম ম্যাকানিজমের কারনে এখন ২ পরিবার প্রায় লোপ পেয়েছে যার ফলে আর কখনো হয়ত ক্ষমতার মসনদে আরোহন তাদের পক্ষে সম্ভব হবেনা । আর এক পরিবার সগৌরবে এগিয়ে চলছে।

এই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার কোন পথ এ দেশবাসীর সমানে খোলা নেই বললেই চলে। তবে তার জন্য আমেরিকার মত রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক পদে ২ টার্ম এর বেশী না থাকার বিধান করা যেতে পারে (তবে বিড়ালে গলায় ঘণ্টা বাধবে কে ?, এ এক কোটি টাকার প্রশ্ন ) ।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:



আপনি কি গণতন্ত্র চান, নাকি ইসলামী শাসন চান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.