নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘে মিটিং চলছে, পুটিন রাশিয়ান বাহিনীকে ইউক্রেন দখল করতে অর্ডার দিয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৪



এখন নিউইয়র্ক সময় রাত ১১:০০টা, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলেট মিটিং চলছে; ঐদিকে পুতিনের অনুমতিক্রমে রাশিয়ান বাহিনী ইউক্রেনে প্রবেশ করছে। ইউক্রেনের রাজনধানী থেকে আর্টিলারীর আওয়াজ পাচ্ছে। পুটিন ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র রেখে ঘরে চলে যেতে বলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট দেশের ১ মিলিয়ন রিজার্ভকে যুদ্ধে অংশ নেয়ার জন্য অর্ডার দিয়েছে।

মনে হচ্ছে, ইউক্রেনের উত্তর ও পুর্ব সীমান্ত হয়ে রাশান বাহিনী প্রবেশ করছে। ন্যাটোর বাহিনী পোল্যান্ড ও হাংগেরীতে আছে; কিন্তু তারা ইউক্রেনের কনফ্লিক্টে অংশ নেবে না।

আজকে পুটিন বলেছে রাশিয়ান বাহিনী ইউক্রেন দখল করে রাখবে না; খুব অল্প সময়ের মাঝেই রাশান বাহিনী ইউক্রেন ত্যাগ করবে। এই ঘোষণা থেকে বুঝা যাচ্ছে যে, সে হয়তো কিয়েভ দখল করে সেখানে নতুন সরকারকে ক্ষমতায় বসিয়ে দেবে।

ইউক্রেন সময় এখন সকাল ৬:০০তা; সিএনএন কিয়েভ শহর দেখাচ্ছে, রাস্তায় প্রচুর গাড়ী চলছে।







মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭

রানার ব্লগ বলেছেন: আশাকরি এই যুদ্ধ সাময়িক হবে !!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫০

সোনাগাজী বলেছেন:



ইউক্রেন যদি বাধা দেয়, ভয়ানক প্রাণহানী ঘটবে।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪১

বিটপি বলেছেন: রাশিয়া এবং বর্বর আমেরিকার পার্থক্য এখানেই। রাশিয়া চেষ্টা করবে লোকক্ষয় কম করে যুদ্ধ জিততে। মানুষের জীবনকে তারা দাম দেয়। আর কুত্তার বাচ্চা আমেরিকা আগে হামলা করে যত বেশি পারে মানুষ মারবে। তারপর দখল করবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৯

সোনাগাজী বলেছেন:




আপনার গালাগালিতে শেষে যুদ্ধটাই বন্ধ হয়ে যাবে!

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪২

জুল ভার্ন বলেছেন: শ্বে ভাল্লুকটা যা খেলে দেওয়ার তা খেলে দিয়েছে। লিবারেল দুনিয়া এখন আংগুল চোষা ছাড়া আর কিছুই করার নেই নাম মাত্র কিছু অবরোধ দিয়ে মুখ রক্ষার চেস্টা। লিবারেল দুনিয়া কি করতে পারে সেটা ভেবেই পুতিন দাবার ঘুঁটি খেলেছে। লিবারেল দুনিয়া সচেতনভাবেই জ্বালানী সেক্টরকে অবরোধের বাইরে রেখেছে। রাশিয়া ইতিমধ্যেই তারা ব্যাবসাকে ডলারের বাইরে নিয়ে গেছে। আর রাশিয়ার গ্যাস ছাড়া যেহেতু ইউরোপের কোন ওয়ে নেই সো রাশিয়ার উপর তেমন কিছুই হবে না। ইউক্রেনের নিরাপত্তার এখন একটাই পথ খোলা সেটা হল ন্যাটো জোটে ভুক্তির ইচ্ছাকে কবর দেয়া। আর সেটা যদি না হয় আসল দাবার গুঁটি এখন পুতিন খেলেন নাই। সেটাও খেলে দিবে নিশ্চিতভাবে যদি ইউক্রেনকে ন্যাটো জোটে ভুক্তির কোন চেস্টা ইউএস করে। আর নাম ভাংগানো অবরোধে যদি রাশিয়ার অর্থনীতি ১% সংকোচিত হয় তাহলে ইউরোপ আমেরিকার অর্থনীতি হবে ৩%। এই সমস্যার জন্য দায়ী মার্কিন উস্কানীতে ইউক্রেনকে ন্যাটোভূক্ত করার অপচেষ্টা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫২

সোনাগাজী বলেছেন:



ইউক্রেনের ধনীরা ও অলসেরা ন্যাটোতে যেতে চেয়েছে।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৪

সোবুজ বলেছেন: ইউক্রেনের এই অবস্থার জন্য ন্যাটোতে যোগ দেয়ার ইচ্ছা দায়ী।আমেরিকা বলেছিল আমরা ইউক্রেনকে রক্ষা করবো।দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:



অকারণে আমেরিকা ভয়ংকর রিস্ক নিয়েছে: পুটিন ও শিন জিং পিং এক পক্ষে মানে বিশ্ব ও মানব সভ্যতা ধ্বংসের ফরমুলা

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২১

নিরীক্ষক৩২৭ বলেছেন: ইউক্রেনের উচিৎ ছিল নিরপেক্ষতা বজায় চলা। রুশ অধ্যুষিত অংশ দখল না নিয়ে মনে হয় পুতিন থামবে না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:


ইউক্ক্রেনের সরকার বদলায়ে যদি পুটিন থামে, তা'হলে অল্পে সারবে; না'হয় সারা বিশ্বের জন্য ভয় সময় আসছে।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: পুতিন একটা বাজে লোক

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৫

সোনাগাজী বলেছেন:



সে রাশিয়ান জাতিটাকে ধ্বংস করে দিয়েছে, একটি ভদ্র জাতিকে মাফিয়ায় পরিণত করেছে।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩১

নাহল তরকারি বলেছেন: দুঃখ আছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:


ন্যা টো বিশ্বকে বিপদের মাঝে ঠেকে দিয়েছে; ন্যা টোর কারণে পুটিন ও শিন জিন পিং খোলাখুলিভাবে এক পক্ষ হলো।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৪

ইমরোজ৭৫ বলেছেন: এই উছিলায় আমেরিকা সবার পুটকি মারবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:



আপনি মাষ্টার্স শেষ করে হাই স্কুলে ভর্তি হওয়ার প্ল্যান করেছিলেন একবার?

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১১

বিটপি বলেছেন: @ইমরোজ৭৫, আফগানিস্তান বা ইরাকের মত দরিদ্র ও অসহায় প্রতিপক্ষ না পেলে আমেরিকার কারো াল ছেড়ারও ক্ষমতা নেই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৯

সোনাগাজী বলেছেন:


আমেরিকা ইয়েমেনকেও ভয় করে।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: যুদ্ধ কোনো সমাধান নয়। আমি যুদ্ধ ভয় পাই।
এখন যে কোনো দেশে যুদ্ধ হলে পৃথিবীর সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে দরিদ্র দেশ গুলো।
ক্ষমরা খুব খারাপ জিনিস। ক্ষমতা মানুষকে দিয়ে অনেক মন্দ কাজ করিয়ে নেয়। ক্ষমতা হাতে নিয়েও যারা চুপচাপ থাকে তাড়া বুদ্ধিমান।

আমাদের দেশে আধা কেজি সোয়াবিন তেলের দাম ৯০ টাকা। শুধু মাত্র তেলের দাম বাড়লেই অটোমেটিক সব কিছুর দাম বেড়ে যায়। সরকার যতই বলুক, দেশ উন্নয়নের মহাসড়কে- আসল সত্য প্রতিদিন চোখের সামনে দেখছি। টিসিবির গাড়ি আসার তিন ঘন্টা আগেই মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে। প্রতিদিন দেখি, সামান্য তেল, ডাল আর পেঁয়াজ ও চিনির জন্য মানুষের আহাজারি, ধাক্কাধাক্কি। গাড়িতে থাকা তেল চিনি পেঁয়াজ অতি দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু লম্বা লাইন শেষ হয় না। অনেকে সদাই পাতি না কিনেই বাসায় ফিরে খালি হাতে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:



পুটিন পাগলা হাতীর মতো, তার সাথে আছে শিন জিং পিন, ২ জনে মিলে মানব সভ্যতাকে থামিয়ে দিতে পারে।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৬

মাকার মাহিতা বলেছেন: বোমবাস্টিং শুরু হয়েগেছে । জানিনা ৩য় বিশ্বযুদ্ধ কি সন্নিকটে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫১

সোনাগাজী বলেছেন:



সময়ের সাথে ইহা ক্রমেই সেইদিকে যেতে পারে

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৯

আগন্তুক৬৯ বলেছেন: রাশানরা কি পুতিনের এই ইউক্রেন দখলকে সমর্থন করে। তারা কি পুতিনের সাথে আছে।

বাইডেনের প্রেসিডেন্টের গদি কি থাকবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



বাইডেনের উচিত ছিলো, ইউক্রেনকে ন্যাটোতে না আসার জন্য উৎসাহিত করা, অর্থনৈতিকভাবে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করা, সে ভুল করেছে; ইহার মুল্য দিবে আমেরিকা।

সেনা বাহিনীতে পুটিনের সমর্থন কমে যাবে; রাশিয়ানরা ইউক্রেন ধ্বংসের পক্ষে যাবার কথা নয়; রাশান অসাধু নবয় ধনীরাও পুতিনের এই পদক্ষেপে সুখী হবে না।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৪৩

সোনাগাজী বলেছেন:


ন্যাটো পাগলা হাতীকে ক্ষেপায়ে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.