নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জার্মানীকে বেশী বেশী চাপ দেয়ায় ২য় বিশ্বযুদ্ধ হয়েছিলো

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৯



*** আপডেট: বেলারুশের রাজধানীতে রাশিয়া ও ইউক্রেনের সরকারী লোকজন বসবে, আলোচনা হবে।

বর্তমান সভ্যতার অগ্রপথিক ইউরোপ; কিন্তু ইউরোপে পাগলা হাতীর আবির্ভাব ঘটে সময় সময়; সেই রকম এক পাগলা হাতির নাম ছিলো হিটলার; হিটলারের পাগলামীতে সারা বিশ্ব পুড়েছে ৫ বছর; এমন কি বাংলাও রেহাই পায়নি, জার্মান ট্যাংক বাংলায় আসেনি, কিন্তু বিশ্বযু্দ্ধের কারণে ইংরেজরা ব্যস্ত থাকায় বাংলায় হয়েছিলো মর্মান্তিক দুর্ভিক্ষ।

হিটলার ছিলো জার্মানদের সবচেয়ে জনপ্রিয় নেতা; তাকে জনপ্রিয় করেছিলো ভার্সাই চুক্তিতে দেয়া অনেক অনেক কঠিন শর্ত। সেইসব শর্ত জেদী ও ভয়ংকর পরিশ্রমী জার্মানদের এমনভাবে ক্ষিপ্ত করে তুলেছিলো যে, তারা সারা বিশ্বের বিপক্ষে যুদ্ধ করে নিজেরা ধ্বংস হয়েছে, ইউরোপের অনেক জাতিকে অনেকটা ধ্বংস করে দিয়েছিলো।

২য় বিশ্বযুদ্ধ থামার ৮৬ বছর পর, ইউরোপ আবার অনেকটা আগের মতো সমস্যার মাঝে প্রবেশ করে মগজ হারিয়ে ফেলছে। রাশিয়ার ( ওয়ারশ প্যাক্ট প্রধান ) মানুষ কোন অবস্হায় "ন্যাটো"কে তাদের আশেপাশে আসতে দেবে না; ইহা বুঝতে ইউরোপের কষ্ট হচ্ছে কেন?

পুটিন হিটলারের মতো জনপ্রিয় নয়, কিন্তু হাজার হিটলারের চেয়ে শক্তিশালী; রাশিয়ানরা এখন সামরিক শক্তিতে শত জার্মানীর চেয়েও শক্তিশালী, এবং এই রাশিয়ানরাই জার্মানদের ১ম বারের মতো পরাজিত করে, তাদের রাজধানীও দখল করে নিয়েছিলো। এখন সেই জার্মানীর চ্যানচেলর যদি পুটিনকে "নিয়েধাজ্ঞা"র ভয় দেখায়, উহা কাজ করবে?

গত ২ দিন, বাইডেন "নিয়েধাজ্ঞা" দিচ্ছে, ইইউ "নিয়েধাজ্ঞা" দিচ্ছে, ন্যাটো "নিয়েধাজ্ঞা" দিচ্ছে, ফ্রান্স "নিয়েধাজ্ঞা" দিচ্ছে; কিন্তু কেহই "যুদ্ধ বিরতীর" কথা বলছে না; এত বেশী "নিয়েধাজ্ঞা" দেয়াতে পুটিন যেমন ক্ষেপছে, তেমনি রাশিয়ানরাও ক্ষেপছে। রাশিয়ার সাধারণ মানুষ পুটিনকে সমর্থন করছে না, রাশিয়ার সাধারণ মানুষ ইউক্রেনের মানুষের এই কষ্ট দেখে অস্হির হচ্ছে; কিন্তু এদেরকে ইউরোপ যদি বেশী বেশী চাপ দেয়, এরা ক্ষেপে সবাই পুটিনের পক্ষে চলে যাবে। পুটিন যদি রাশিয়ার পুরো সাপোর্ট পায়, সে পুরো পাগলা হাতীতে পরিণত হবে, সে আমেরিকা ও ইউরোপকে ১ পয়সার মুল্যও দেবে না। পুটিনের হাতে এমন অস্ত্র আছে, যা পৃথিবীকে ১০ বার ধ্ংস করতে পারবে।



মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: শক্তিশালীরাও অনেক সময় যুদ্ধে কৌশলের কাছে হেরে যায়। দেখা যাক কি হয়? দু’পক্ষ যখন খেলতে নেমেছেই তো এক পক্ষ তো জয়ী হবে। তবে হেরে যাবে বিশ্বের শান্তিকামী মানুষ। তারা দেখছে তাদের মতেই মানুষেরা যুদ্ধের কারণে কষ্ট পাচ্ছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



ইউক্রেনের দুষ্ট সরকার অকারণে এই যুদ্ধ নিজের উপর টেনে এনেছে; ওরা রাশিয়ানদের কাছাকাছি জাতি; বেলারুশ যদি বিনা ন্যাটোতে থাকতে পারে, ইউক্রেনও থাকতে পারার কথা। আসলে, আজকে বিশ্বে সবাই ক্যাপিটেলিষ্ট, ন্যাটো কার বিপক্ষে যাবে?

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৯

জুন বলেছেন: আপনি জার্মানির দিক থেকে যদি চিন্তা করেন তবে বুঝতে পারবেন কেন হিটলারের উত্থান হয়েছিল।
আর ইউক্রেনের প্রেসিডেন্ট বলছে কেউ সাহায্যে এগিয়ে আসে নি, আমাদের একাই লড়তে হচ্ছে এ থেকেই সবার শিক্ষা নেয়া উচিত যে গ্লোবাল মাতব্বরদের কথায় নাচতে নেই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:



ইউক্রেনের বেকুব প্রেসিডেন্টের বুঝার দরকার ছিলো যে, তার পক্ষ হয়ে আমেরিকা বা ইউরোপ যু্দ্ধ করতে পারবে না; আমেরিকা যুদ্ধে এলে এটমিক যুদ্ধ হবে।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

অল্পতেই শেষ হলে দৃশ্য কেমন হবে?মিডিয়াম ও হাই লেভেলে যুদ্ধ চলে গেলে দৃশ্য কেমন হবে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



আগামী ২/১ দিনের ভেতর কিয়েভ নিয়ে নিবে রাশিয়া, এরপর নতুন সরকার আসবে, কিংবা যুদ্ধ শেষ হবে।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তেলের দাম বাড়তে শুরু করেছে...

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

সোনাগাজী বলেছেন:


এগুলো যে হবে, সেটা আরো ২ মাস আগের থেকে বলা হচ্ছিলো; শুধু তেল নয়, সবকিছুর দাম বেড়ে যাবে।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যুক্তরাজ্য ইতিমধ্যে জানিয়েছে তারা সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধে যাবে না। এটা ন্যাটোর জন্যে অনেক বড় আঘাত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

সোনাগাজী বলেছেন:



কেহ এই যুদ্ধে জড়াতে পারবে না, জড়ালেই এটমিক যুদ্ধ হবে, বিশ্ব শেষ; বেঁচে থাকবে ৫০ ভাগ রাশিয়ান ও ২০ ভাগ চীনা; এমন কি আমেরিকানরাও থাকবে না।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন শুধু সম্পদ জব্দ করবে, এই জন্যই ওরা মরণখেলা খেলছিল। মরবেতো অসহায়রা :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:



এটি ক্যাপিটেলিজমের ভয়ংকর খারাপ দিক; এখন বিশ্বে সবাই ক্যাপিটেলিষ্ট: ইয়েমেন, সোমালিয়া, বাংলাদেশ, বার্মা, সবাই ক্যাপিটেলিষ্ট দেশ।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, স্বার্থের জন্য মানুষ অন্ধ হয়ে যাচ্ছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

সোনাগাজী বলেছেন:



ইউরোপ মাঝে মাঝে অন্ধ হয় ও তার জন্য মুল্য দেয়; এশিয়া ও আফ্রিকার বেশিরভাগ মানুষকে শিক্ষা থেকে বন্চিত করে অন্ধ করা হয়।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ঠিক বলেছেন।


২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১১

সোনাগাজী বলেছেন:



ইউক্রেনের প্রেসিডেন্ট মানুষকে যুদ্ধ করতে বলছে, এটা বোকামী, অকারণে মানুষ মারা যাবে; এগুলো অন্ধের কাজ।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন মারামারি করা মানে বেঘোরে মরা। সবার কাছে মারণাস্ত্র আছে।

হায় মানবতা। লেখাপড়া করে মানুষ মানুষ মারার ফন্দি করে। :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৭

সোনাগাজী বলেছেন:



সাধারণ মানুষকে সম্পদ ও ক্ষমতা থেকে দুরে রাখাই ক্যাপিটেলিজমের একটা বড় কৌশল।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এই জন্য আমি অনেকের চক্ষুশূল!

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩৬

সোনাগাজী বলেছেন:



সাহিত্যিককে সবাই পছন্দ করার কথা।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৪

সোবুজ বলেছেন: বাইডেন বলেছে, এই যুদ্ধে আমাদের কোন লাভ নাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩২

সোনাগাজী বলেছেন:



আমেরিকা প্রতিযুদ্ধে যেই পরিমাণ সম্পদ হারায়ে সেটা রূপকথার মতো।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১৩

গরল বলেছেন: রাশিয়ার অর্থনিতীর উথান-পতনের দিকে যদি একটু তাকান তাহলে দেখবেন (GDP and per capita)

2009 - 8,562
2011 - 14, 311 সিরিয়ার যুদ্ধ শুরু এই বছরে
2013 - 15,974
2016 - 8,704 যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ায় ২০১৫ তে
2020 - 10,126 আফগানিস্থানে তালিবানদের উথ্বান

আমি বলতে চাচ্ছি না যে সিরিয়ার যুদ্ধের সাথে রাশিয়ার অর্থনিতীর উথ্বান পতনের কোন সম্পর্ক আছে বা আফগানিস্থানে সেটা কিছুটা হলেও পোষান গিয়েছিল। আমেরিকার সৈন্য প্রত্যাহারের কারণে হ্য়ত অস্ত্রের সরবরাহ কিছুটা কমেছে বলে আয়ও কিছুটা কমে যাবে। তবে পুতিন সর্বাত্মক ভাবে চেষ্টা করে যাচ্ছে আয় ধরে রাখার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩৫

সোনাগাজী বলেছেন:



রাশিয়ার মানুষ রাষ্ট্রীয় সম্পদ, খনিজ বিক্সয় করে চলে, বড় বড় শহরের লোকজন মাফিয়া, বড় বড় শহরের শতকরা ৪০ জন কাজ করে না, পার্টিকে কাজে লাগিয়ে ও ব্যবসায়ীদের টাকায় ভাগ বসায়।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৩৯

বিটপি বলেছেন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম ধাক্কায় জার্মানী ফ্রান্সকে নাই করে ফেলে, কয়েক দফা চেষ্টায় ব্রিটেনকেও ধ্বংসস্তুপে পরিণত করে। তাদের এহেন পরিণতি দেখে অস্ট্রিয়া, চেক,পোল্যান্ড, যুগ, হাঙ্গেরীর মত দেশগূলো বিনা যুদ্ধেই মেদিনী দিয়ে দেয় - কিন্তু যেই দেশটি সত্যিকারের পরাক্রম দেখায়, সে হল রাশিয়া। বিশাল বপুর সুযোগ দিয়ে অসম প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখে আর সুযোগে থাকে উপযুক্ত সময়ের। অযাচিত সাফল্যের মুখোমুখি হয়ে উম্মাদ হয়ে হিটলার এই সময় ভুল করে বসে, আর তার পুরোপুরি সুযোগ নেয় রাশিয়া। সেই রাশিয়া যে তার প্রতিপক্ষের বিন্দুমাত্র উল্লম্ফন সহ্য করবেনা - এটা বুঝতে বিশেষজ্ঞ হওয়া লাগেনা।

আমেরিকার মত বেকুব নিষেধাজ্ঞা ছাড়া আর দিতে পারবে কি? রাশিয়ার চেয়ে সামরিক শক্তিতে ১০ গুণ শক্তিশালী হলেও আমেরিকার ক্ষমতা হবেনা এর চেয়ে বেশি কিছু করে। তবে ন্যাটো বেচারার ফাটা কপাল দেখে খুব দুঃখ হচ্ছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৪

সোনাগাজী বলেছেন:


আমেরিকা ও রাশিয়া মুখোমুখি হলে এটমিক যুদ্ধ হবে, সেজন্য আমেরিকা কিছু করবে না।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: ন্যাটোর পক্ষে জার্মানির অনাগ্রহ। ইউরোপের ৪০ শতাংশ গ্যাসের সাপ্লাই যায় রাশিয়া থেকে৷ আমেরিকা যদি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয় বড় ধরণের সংকটে পড়বে জার্মানি৷ রাশিয়া থেকে আগত গ্যাস লাইন জার্মানির অর্থনীতির ধমনী স্বরুপ। তাই জার্মানি চাইছে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে। অর্থাৎ ন্যাটো শিবিরে জার্মানির খেলা অনিশ্চিত।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:



রাশিয়ার স্যাংশনের ফলে উপর জার্মানীসহ পুরো ইউরোপ পুটিনের আগেই সমস্যার মাঝে চলে যাবে; আমেরিকার গ্যাসপাম্পে গতকাল তেলের দাম লাফ দিয়ে গড়ে ২০ পয়সা বেড়ে গেছে, মার্চ/এপ্রিলের মাঝে ইহা ২ গুণের কাছাকাছি পৌঁছবে।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: ফ্রান্স , জার্মানি ছাড়া ন্যাটোকে ঢাল তরবারি ছাড়া নিধিরাম সর্দার বলাই যায়!! শুধুমাত্র বৃটেন একা কি করবে আমেরিকার সাথে??

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:



বাইডেনের উচিত ছিলো, ইউক্রেনকে বুঝানো যে, ন্যাটো তে আসা ঠিক হবে না; তারপর, রাশিয়ার সাথে বসে ইউক্রেন সমস্যার সমাধান করার দরকার ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.