নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইউক্রেন সমস্যা কমানোর চেষ্টা না করে, বাইডেন উহাতে কেরোসিন ঢালছে

০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১০



গতকাল সন্ধ্যায়, প্রেসিডেন্ট বাইডেন আমেরিকান কংগ্রেসেের সামনে জাতির উদ্দেশ্যে 'ষ্টেইট অব দি ইউনিয়ন' বক্তব্য রেখেছেন। নাম থেকে নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন যে, ইহা হচ্ছে আমেরিকার সমকালীন ইস্যু, পলিসি, সরকারের কার্যক্রম, সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ, প্রাপ্তি, অসফলতা ইত্যাদি নিয়ে গুরুত্বপুর্ণ বাৎসরিক রিপোর্ট।

ইহা আমেরিকান সরকারের একটি গণতান্ত্রিক ঐতিহ্য; ১৯১৩ সাল থেকে এই ঐতিয্যপুর্ণ ভাষণটি চলে আসছে। ঐতিহ্য অনুসারে যেসব বিষয়ের উপর আলোচনা করার দরকার ছিলো, ইউক্রেন সমস্যার কারণে সেগুলো তেমন গুরুত্ব পায়নি। পুরো বক্তব্যের মুল ফোকাস ছিলো ইউক্রেন যুদ্ধ।

গতকালের বক্তৃতায় আফগানিস্তানের কথা বড় আকারে আসার কথা ছিলো; কিন্তু ইউক্রেন যুদ্ধ বুড়োমিয়াকে আফগানিস্তান থেকে বেকুবী উইথড্র'এর বেকুবী ব্যাখ্যা থেকে রেহাই দিয়েছে গতকাল।

পুরো বক্তব্যে বাইডেন প্রেসিডেন্ট পুটিন ও রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধের জন্য চরম ভাষায় ভৎসনা করেছে; রাশিয়ার বিপক্ষে গৃহিত সকল নিষেধাজ্ঞা ও পদক্ষেপ নিয়ে লাফালাফি করেছে। ভালো, কিন্তু দিনে দিনে এই সমস্যা যে, আরো কমপ্লেক্স হচ্ছে, সেটা সামনে আনেনি, ইহাকে থামানোর জন্য কোন পদক্ষেপর কথা বলেনি।

আমেরিকানরা বিশ্বাস করে না যে, শুধু নিষেধাজ্ঞা পুটিনকে থামাতে পারবে; নিষেধাজ্ঞার অর্থনৈতিক ফলাফল শুরু হতে সময় লাগবে, সেই সময়ের মাঝে ইউক্রেনে ও বিশ্বে অনেক কিছু ঘটতে পারে।

আমেরিকানরা পুটিনকে কোন ব্যাপারে পছন্দ করে না, এবং বিশ্বাস করে এই লোক ডিক্টেটর, এবং গোঁয়ার। পুটিনের মুখে "নিউক্লিয়ার ওয়ারহেড নিক্ষেপন কেন্দ্রগুলোকে এলার্টে আনার কথা" শোনার পর আমেরিকা একটু নড়েচড়ে বসেছে; আসলে, ইহা চিন্তার বিষয়; এবং আমেরিকানরা জানে যে, মানুষের বেখেয়ালজনক ভুলেও এটোমিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আমেরিকানরা বাইডেন থেকে যুদ্ধ থামানোর প্রচেষ্টা নিয়ে কিছু শুনতে চেয়েছিলো; কিন্তু পুরো সময় বাইডেন কেরোসিন ঢেলেছে; মানুষ চিন্তিত।






মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৬

সভ্য বলেছেন: আমেরিকা চাই এই যুদ্ধ চলুক।

০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:



আমেরিকা মানে শুধু সরকার নয়, এখানে মানুষের মতামতের মুল্যও আছে; মানুষ যুদ্ধ চাহে না।

২| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪০

নতুন বলেছেন: অর্থনৈতিক সমস্যায় পড়লে রাশিয়াও সোজা হয়ে যাবে।

রাশিয়ার অর্থনৈতিক অবস্থা এমনেতেই ভালো না, এবারের অর্থনৈতিক সমস্যা তাদের আরো গভীরে নিয়ে যাবে, যেখান থেকে উঠে আশা আরো কস্টকর হবে।

তখন পুতিনকে সরে যেতে হবে, সেটা সে সামল দিতে পারবেনা।

০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



সঠিক, এই যুদ্ধ পুটিনের অবস্হাজে দুর্বল করবে কিছুটা; কিন্তু ন্যা টোর বিপক্ষে যাওয়ায়, ইহা রাশিয়ানরা দরকারী বিষয় হিসেবে নেবে; কিন্তু রাশিয়ানরা ইউক্রেনের মানুষকে এভাবে হেনস্তা করা পছন্দ করছে ন।

নিষেধা্জ্ঞা তেমন কাজ করবে না, নিষেধাজ্ঞার ফলে, রাশিয়ানদের চেয়ে ইউরোপের সাধারণ মানুষ বেশী ভুগবে।

৩| ০২ রা মার্চ, ২০২২ রাত ৮:০১

স্প্যানকড বলেছেন: ওসব নিষেধাজ্ঞা পুতিন ভেবেই আগাইছে । ক্রিমিয়া নিয়া নিছে ছিল তো কত নিষেধাজ্ঞা কি লাভ হইছে ? উল্টো বিপদ এখন ইউরোপীয়ান দের কাঁদে ধীরে ধীরে আসছে। মার্কিনীরা ধান্ধা খুঁজতাছে। তবে বিশ্ব রাজনীতি জটিল হয়ে যাচ্ছে। ভালো থাকবেন।

০২ রা মার্চ, ২০২২ রাত ৮:৩৬

সোনাগাজী বলেছেন:





সঠিক।

৪| ০২ রা মার্চ, ২০২২ রাত ৮:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

ইউক্রেন ইস্যুতে আজ থেকে ১ মাসের জন্য অস্থায়ী প্রেসিডেন্ট পদে বসানোর সুযোগ এলে কে আসবে আপনার লিস্টে? কেন থাকবে?বিল,বুশ,ওবামা,ট্রাম্প ও অন্যান্য.....

০২ রা মার্চ, ২০২২ রাত ৮:৩৭

সোনাগাজী বলেছেন:



সেটা পৎিন ব্যতিত কেহ জানে বলে মনে হয় না। তবে, সরকার বদলানোর সুযোগ কমে গেছে।

৫| ০২ রা মার্চ, ২০২২ রাত ৮:০৬

জুন বলেছেন: এই আগুনে পশ্চিমাদের আলু পুড়ে (অস্ত্র বেচা) খেতে হবে না, নিজেদের ঘরেও লাগবে । নাকি সারা দুনিয়ার মানুষকে তারা গবেট ভাবে ।

০২ রা মার্চ, ২০২২ রাত ৮:৩৭

সোনাগাজী বলেছেন:



এসব যুদ্ধে আমেরিকার অস্ত্র বিক্রয়হয় না।

৬| ০২ রা মার্চ, ২০২২ রাত ৮:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা ভাই ওটা কেরোসিন না!
ওটা মনে হয় বাঘা বাড়ির ঘি!

০২ রা মার্চ, ২০২২ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:



বাংলা ২য় পত্রে ভালো ছিলেন?

৭| ০২ রা মার্চ, ২০২২ রাত ৮:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: অতঃপর রাশিয়া যদি এ যুদ্ধে হারে তবে বিষয়টা কি হবে? আমি চাই ইউক্রেন তাদের কিমিয়াও ফিরিয়ে নিতে সক্ষম হোক। মহাদেশের মত দেশ নিয়েও রাশিয়ার পেট ভরে না।

০২ রা মার্চ, ২০২২ রাত ৮:৪১

সোনাগাজী বলেছেন:



রাশিয়া হারবে না, অবস্হা খারাপ হলে পুর্বান্চলে বিরাট এলাকা দখল করে রাখবে; অবস্হা ভালো হলে, সরকার বদলায়ে দেবে।

৮| ০২ রা মার্চ, ২০২২ রাত ৮:৪৪

প্রবাসী ভাবুক বলেছেন: পুতিন যেহেতু একবার যুদ্ধে জড়িয়ে পড়েছে যত বড় অর্থনৈতিক ক্ষয়-ক্ষতি হোক না কেন কোনো অবস্থাতেই হারতে চাইবে না। নিশ্চিত হার দেখলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না। এরই মধ্যে তার ইঙ্গিতও দিয়েছে পুতিন।

০২ রা মার্চ, ২০২২ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:



পুটিনের প্ল্যান মনে হয়, সেনাবাহিনী ও সে জানে; তবে, ইউক্রেনের অবস্হা দেখে মনে হচ্ছে, সরকার বদলালে, রাশিয়ান বাহিনীকে সেখানে থেকে যেতে হবে।

সরকার যদি বদলানোর সুযোগ না পায়, সে বেশ বড় এলাকা দখল করে রাখবে।

৯| ০২ রা মার্চ, ২০২২ রাত ৯:০০

গরল বলেছেন: আমেরিকার রাজনৈতিক অবস্থা কি খারাপের দিকে যাচ্ছে? ওবামার পর আর কোন ব্যাক্তিত্বসম্পন্ন প্রেসিডেন্ট আসছে না কেন?

০২ রা মার্চ, ২০২২ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:


আসলে, কোন দলে তেমন জ্ঞানী কোন রাজনীতিবিদ নেই; রিপাবলিকান দল দখল করে নিয়েছে ট্রাম্প উহাতে আগাছা বাড়ছে, ডেমোক্রেটদের মাঝেও কেহ নেই।

১০| ০২ রা মার্চ, ২০২২ রাত ৯:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

এযুগের ইতিহাস লেখকরা ইতিহাস লেখার জন্য বসে আছে।

০২ রা মার্চ, ২০২২ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:



ইতিহাস অনেকেই লিখবেন, পড়ার সময় খেয়াল রাখতে হবে, উহা যেন বইমেলার না হয়ে থাকে।

১১| ০২ রা মার্চ, ২০২২ রাত ১০:২৪

ঊণকৌটী বলেছেন: অবস্থা অনুযায়ী মনে হচ্ছে রাশিয়া জিতলে সম্পূর্ণ worldwide এক কেন্দ্রীয় বিশ্ব ব্যবস্থা পাল্টে যাবে, এই বিশ্বে রাশিয়ার v/s পশ্চিমা বিশ্বের ঠান্ডা লড়াই সমাপ্তির সময় চলে এসেছে

০২ রা মার্চ, ২০২২ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:



পশ্চিমা বিশ্বে এখন এবসোলিউট ক্যাপিটেলিম, রাশিয়ায় গলাকাটা ক্যাপিটেলিজম, পুটিনের কারণে তারা কমন গ্রাউন্ড বের করতে পারছে না; পুটিন ট্রিলিওনিয়ার, তার অধীনে একটা জাতি, বিশাল সম্পদ ও এটমমিক অস্ত্রাগার; ইহার কারণে সে আগের শত্রুদের সাথে দুরত্ব রাখছে।

১২| ০২ রা মার্চ, ২০২২ রাত ১০:৩৩

ঊণকৌটী বলেছেন: সময়ের অপেক্ষা তৃতীয় শক্তির দেখা পেতে পারে নুতন বিশ্ব যায় হোক শক্তির ভারসাম্য যেমনটা দেখতে অভ্যস্ত তেমন টা নাও থাকতে পারে

০২ রা মার্চ, ২০২২ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:



এখন বিশ্বের সব দেশেই কিছু মানুষ অন্যেদের সকল সম্পদ ও সুযোগ দখল করার চেষ্টা করায়, বিশ্বে এখন শুধু ক্যাপিটেলিজমের জয় জয়; জলবায়ু সংকট ভয়ংকর না'হওয়া অবধি মানুষের হুঁশ ফিরবে বলে মনে হয় না।

১৩| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:২২

নূর আলম হিরণ বলেছেন: হিলারি বলেছে সে ভাগ্যবান ইউক্রেন ইস্যুতে বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আছে! সে কি হাসান মাহমুদের ফ্যান নাকি?

০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:


ঐ জন্যই শেস মহুর্তে ভোট পায়নি।

১৪| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে হঠাত জিনিসপত্রের দাম বেড়ে গেছে। প্রতিটা জিনিসের দাম বেড়েছে। এটা কি রাশিয়া ইউক্রেনের জন্য?
নাকি সামনে রোজা তার জন্য? তবে এবার খুব বেশি দাম বেড়েছে জিনিসপত্রের। আপনাকে দুই একটা উদাহরন দেই। যে বিস্কুট এক কেজি কিনতাম ২২০ টাকা দিয়ে। এখন সে বিস্কুট ৩২০ টাকা। যে চিংড়ি কিনতাম ৬ শ' টাকা দিয়ে সেটা এখন ৯ শ' টাকা। একটা এক কেজি ইলিশের দাম নিচ্ছে ১৩০০ টাকা।

০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



এটা হয়তো রোজার সময়ের রেগুলার ডাকাতী।

১৫| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ১ম পত্রে আর যেতে পারলাম কই।
২য় পত্রের মাঝেই ঘোরপাক খাচ্ছি!

০৩ রা মার্চ, ২০২২ রাত ১:৩২

সোনাগাজী বলেছেন:



১ম পত্র কঠিন ছিলো, উহা সাহিত্য; ২য় পত্র গ্রামার, লজিক।

১৬| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:১০

নেওয়াজ আলি বলেছেন: একজনব বাংলাদেশী ইঞ্জিনিয়ার নাকি ইউক্রেনে মারা গিয়েছে

০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:৩৯

সোনাগাজী বলেছেন:



সম্ভব, সেখানে অনেক বাংলাদেশী বাস করেন। ব্লগার শেরজা তপনও এক সময় ওখানে ছিলো, মনে হয়।

১৭| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ৯:১৭

নাহল তরকারি বলেছেন: ০১। আফগানের নাগরিক দেশ কে বাচানোর জন্য যুদ্ধ করলে হয় জঙ্গি। আর ইউক্রেন যুদ্ধ করলে হয় দেশ প্রেমিক।
০২। আন্তর্জাতিক সংস্থা যেভাবে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কে হাইলাইট করেছে সেভাবে আফগান আর রোহিঙ্গা কে হাইলাইট করতো তাহলে ভালো হতো।
০৩। বাংলাদেশে রোজার সময় জিনিস পত্রের দাম বাড়ে। আর সৌদি আরবে জিনিস পত্রের দাম কমে।
০৪। এই ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধ সেটা বেশীদিন টিকে থাকলে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে।

০৩ রা মার্চ, ২০২২ সকাল ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনি রোহিংগাদের হাইলাইট করেন।

১৮| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পুতিন একটা অনিশ্চিত লক্ষ্যের দিকে এগোচ্ছেন।

০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৫২

সোনাগাজী বলেছেন:


মনে হয়, সে ভুল করেছে।

১৯| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৪৬

নাহল তরকারি বলেছেন: যে স্থানে সরকার ইচ্ছে করে রোহিঙ্গা সংকট সমাধান করছে না সে স্থানে আমি কি করবো?

পূর্ব পাকিস্তান আমাদের অত্যাচার করেছিলো। তাই ১৯৭১ সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। রোহিঙ্গারা কি পারবে তাদের ভূ-খন্ড বার্মা থেকে স্বাধীন করতে?

০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



আপনি রোহিংগাদের সেনাপতি হিসেবে যোগদান করলে, ওরা বার্মার সেনাবাহিনীকে পরাজিত করতে পারবে। বার্মার সেনাবাহিনী বাংলাদেশের বাহিনী থেকে ৩ গুণ বড়।

২০| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:৩৩

রানার ব্লগ বলেছেন: নতুন আশ্রবাজার খোলার প্রক্রিয়া !!! ইউরোপ শান্ত ছিলো তাও এখন আস্তে আস্তে আরবীয় অঞ্চলের মতো হতে যাচ্ছে ।

০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:৪০

সোনাগাজী বলেছেন:


এই যুদ্ধে কে কার কাছে অস্ত্র বিক্রয় করবে, আর কে কিনবে?

এই যুদ্ধে আমেরিকার কয়েক'শ বিলিয়ন ডলার খরচ হবে।

২১| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমিও ভাবছিলা বাইডেন যুদ্ধ থামানোর কাজ করবেন কিন্তু তা না করে তিনি ইউরোপীয়ানদের সংগে নিয়ে ফুয়েল ঢেলে যাচ্ছেন।

০৩ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:



বাইডেন এই ইডিওটিক আচরণ আমেরিকা ও বিশ্বকে ভয়ংকর অবস্হার মাঝে ফেলছে।

২২| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো।
শুনেছি পুতিন শেখ হাসিনাকে খুব পছন্দ করেন।

০৩ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৫৩

সোনাগাজী বলেছেন:



পুতিন জানে, ১৯৭১ সালে সোভিয়েত আমাদেরকে সবচেয়ে বেশী সাহায্য করেছে। তবে, শেখ হাসিনা রাশিয়া থেকে এটোমিক ষ্টেশন কিনে জাতিকে এটম বোমার উপর বসায়ে দিয়েছেন।

২৩| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:

রূপপুরে যে আনবিক বিদ্যুৎকেন্দ্র করছে রাশিয়ানরা,কাজকর্ম ফেলে একটু যুদ্ধের নিকে নজর দিলে বাংলায় রেডিয়েশন শুরু হবে।

০৩ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:



উহা চালু হতে আরো অনেক সময় লাগবে। সেটা চালু হলে, কয়েক বছরের মাঝে বন্ধ হয়ে যাবে।

২৪| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১২:৫২

সোবুজ বলেছেন: বাইডেন অনেক অভিজ্ঞ নেতা।তারা যদি ভুল করে,তবে নবিনদের অবস্থা কি হবে?

০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১:২৯

সোনাগাজী বলেছেন:



বাইডেন রাজনীতিতে আছে বলে নেতা; কিন্তু কোন বড় আইডিয়ার লোক নন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.