নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ব্যক্তি আক্রমণ, বংশ আক্রমণ ও জাতি আক্রমণ

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৭



ব্যান হয়ে যাওয়া নিক, "চাঁদগাজী" বাংগালী জাতিকে খোলাখুলিভাবে সমালোচনা করেছেন ব্লগে, তিনি হাজারবার বলেছেন যে, বাংগালীরা জাপানীদের তুলনায় মিথ্যুক, কানাডিয়ানদের তুলনায় অসৎ, জার্মাদের তুলনায় অলস, সরকারী কর্মচারীরা কখনো ৮ ঘন্টা কাজ করে না, শিক্ষকেরা অসৎ, ওরা নিজেরাই ছাত্রদের নকল করতে সাহায্য করেছে, মাতাপিতা অসৎ, মাতাপিতা সন্তানদের জন্য ফাঁস-হওয়া প্রশ্নপত্র কিনেছে। এসব সমালোচনাকে জাতির প্রতি আক্রমণ হিসেবে নেয়া সম্ভব, সোজা কথায়, চাঁদগাজী জাতিকে আক্রমণ করেছেন।

অনেক লেখকই বলে থাকেন যে, "লেখকের কাছে, নিজের লেখা হলো সন্তানের মতো"; আপনার তথাকথিত সন্তান আক্রান্ত হওয়া মানে আপনি ও আপনার বংশ আক্রান্ত হওয়া! চাঁদগাজী যখন আপনার লেখা পড়েছেন, আপনার লেখার উপর মন্তব্য করেছেন; লেখা যদি ভালো না'হয়ে থাকে, চাঁদগাজী মুখের উপর কিছু বলেছেন নিশ্চয়। আপনি যখন মাঝে মাঝে "ইট" পেতে অভ্যস্ত হয়ে গেছেন, চাঁদগাজীর মন্তব্য আপনার কাছে রাশিয়ার আক্রমণের মতো লেগেছে, মনে হয়। আপনি যদি লেখক হয়ে থাকেন, ইহাকে সহজভাবে ও ভালোভাবে নিয়েছেন, আপনি যদি বইমেলার লেখক হয়ে থাকেন, আপনার মগজ গরম হয়ে যেতে পারে।

ব্লগে আপনি কতবার শুনেছেন, "আপুনি, এখন একটা ইট (লাইক দিচ্ছি ) রেখে যাচ্ছি, পরে এসে পড়ে মন্তব্য করবো"; আপুনি কি শাহনামা লিখেছেন, নাকি আবর্জনা লিখেছেন, কে জানে! চাঁদগাজী নিক থেকে আপনি কতবার "লাইক" পেয়েছেন? চাঁদগাজী যদি আপনার পোষ্ট পড়তেন, শতকরা ৯০ ভাগ সম্ভাবনা ছিলো যে মন্তব্য করেছেন।

আপনি যদি পর্ণ-কবিতা না'লিখে থাকেন, গরুর রচনা না'লিখে থাকেন, গল্পের নামে ডোডো পাখীর জীবনী না'লেখেন, আপনার লেখা অবশ্যই ভালো মন্তব্য পাবার কথা। নীচু মানের লেখা লেখে খারাপ মম্তব্য পেয়ে, জাতি আক্রান্ত হয়েছে, বংশ আক্রান্ত হয়েছে, ব্যক্তি আক্রমণ চলছে বলে জিলেনস্কির মতো চীৎকার দিয়ে, পারমানবিক যুদ্ধ লাগাবেন না।






মন্তব্য ৭২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


চাঁদগাজী হেন তেন অনেক কিছুই করেছে, যা ব্লগিং এর অংশই ছিলো। চাঁদগাজী চাঁদাবাজ হলে মনে হয় মাসেই বিলিওনিয়ার হয়ে যেতে পারতো। সোনাগাজী কি সোনা চোরাকারবারি হবে কখনো?

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:



সোনাগাজীতে আসলে সোনা হবে, ওখানে বিরাট শিল্প এলাকা হচ্ছে। যারা ভালো লিখতে পারে না, তারা চাঁদগাজী'কে হাজার অপবাদ দিয়েছে।

যেসব ব্লগার কান্নাকাটি করেন যে, উনাকে আক্রমণ করা হয়, উনার বংশ ও জাতি আক্রমণ করা হয়, উনাদের ২/১ টা পোষ্ট পড়ে দেখিয়েন তো, কি গার্বেজ উনারা লিখছেন!
[native code]
}

২| ১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৬

শূন্য সারমর্ম বলেছেন:

আমি চাঁদগাজী থেকে লাইক পেয়েছিলাম;কমেন্ট করেছি সবসময়।

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:



দরকারী বিষয়ের উপর সঠিকভাবে যাঁরা লিখেছেন, তাঁরা চাঁদগাজীর ভালো মন্তব্য পেয়েছেন, সন্দেহ নেই।

৩| ১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

ব্লগের শিক্ষিতরাই যা করে,রাস্তার অশিক্ষিতদের সাথে চাঁদগাজী হতে গেলে তো গণপিটুনি।

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



রাস্তার লোকজন দেশের জন্য ভালো-খারাপ কোনটাই করার মতো শক্তিশালী নন, দেশের ভালো-খারাপ নির্ভর করে শিক্ষিতদের জ্ঞানের উপর।

৪| ১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫১

শূন্য সারমর্ম বলেছেন:

দেশে কোনো শিক্ষিত নেই।

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৮

সোনাগাজী বলেছেন:



ব্লগে ভালো করে খেয়াল করেন, কার কি অবস্হা? এরা ব্লগে থাকার ফলে, কিছুটা শিখছেন; বাকীদের অবস্হা হরে রাম, হরে রাম

৫| ১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি আপনার মতো ব্লগিং করে যান। আপনি যেমন তেমনই থাকেন। কাউকে ব্যাক্তি আক্রমণ না করলেই হলো। তবে বুঝতে হবে সমালোচনা আর ব্যাক্তিআক্রমণ এক নয়।

১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৯

সোনাগাজী বলেছেন:



আমি আমার মতো করে কমেন্ট করি; যারা খারাপ লেখে, তারা আমার থেকে "ইট" পাননি কখনো; অনেক বাংগালী কোনটা আক্রমণ, কোনটা সমালোচনা সেটা বুঝার মতো অবস্হানেেও নেই; খালি জিলেনস্কীর মতো চীৎকার দেয়।

৬| ১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: কোনটা সমালোচনা আর কোনটা ব্যাক্তি আক্রমণ তা না বুঝলে কি আর করা? হাউকাউ করতে থাকুক।

১৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:




সেটাই করছে কয়েকজন, প্রতিদিন নালিশ নিয়ে উপস্হিত; লেখার খবর নেই, লিখলে পাঠক পায় না।

৭| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১০:১৯

সোবুজ বলেছেন: ইটের ব্যবহার নেই বললেই চলে।এটা ছিল ব্লগারকে খুশী করার একটা কৌশল।সময় নেই তো পরে মন্তব্য করুন।ইট নিয়ে মারা মারি করার দরকার কি।
যা যা বলেছেন,খুবই সুন্দর ভাবে সত্য কথা বলেছেন।
হাদিস কোরান কে সমালোচনা করার বহু আয়াত ও হাদিস আছে।আমি প্রথম দিকে এটা ব্যবহার করতাম।আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে এটা আমি বাদ দিয়েছি।এটা আমার একটা বড় শিক্ষা আপনার কাছ থেকে।মিথ্যা দিয়ে মিথ্যাকে সত্য প্রমান করা যায় না।

১৭ ই মার্চ, ২০২২ রাত ১১:০৬

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে এখন লেখক সমস্যা চলছে; অনেকে "মালটিপল" চয়েসে পরীক্ষা দিয়েছে, ৫ লাইন লিখতে কলম ভেংগে ফেলে; যারা লিখতে পারে না, তারা ব্লগে যা লেখে, মোটামুটি ভুল হয়; তারা চায় যে, তাদের ভুলের উপর সবাই তেল ঢালুক; সমালোচনা করলে কাঁদতে থাকে।

৮| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৮

নূর আলম হিরণ বলেছেন: এক থেকে দুই হলে উনারা আস্ত পোস্ট লিখে পেলেন ব্লগারদের হেয় করে। মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করেন। মডারেটরদের উনাদের জন্য ইদানিং বেশি করে ছোট মাছ খেতে হচ্ছে।

১৭ ই মার্চ, ২০২২ রাত ১১:০৮

সোনাগাজী বলেছেন:




এরা লিখতে জানে না, কান্নাকাটিই এদের ব্লগিং।

৯| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১১:৪১

গরল বলেছেন: ব্লগেই দেশের অবস্থা বুঝা যায়, তবে আশার কথা হচ্ছে এখন আগের থেকে অনেক বেশী মুক্তমনা লোকজন ব্লগে দেখছি, যদিও তাদের পোষ্ট তেমন নাই। বিষয়ভিত্তিক ব্লগিং যেমন বিজ্ঞান, টেকনোলজী, প্রকৃতি, ফটোগ্রাফি, ভ্রমণ ইত্যাদি এখানে তেমন চলে না, কারো আগ্রহ নাই। আলোচনা সমালোচনা ও কোন্দল এখানে থাকবেই কারণ আমরা একই সমাজের লোক। যেহেতু সবাই কিছু না কিছু লিখতে চায় তাই কাউকেই নিরুৎসাহিত করা উচিৎ না বলে আমি মনে করি সেটা যতই খারাপ হোক। আপনি যেহেতু সরাসরি বলে দেন যে সেটা খারাপ লেখা বা মানসম্মত না সেটা তদেরকে আঘাত করে। তাই আপনার মনে হয় ডাইরেক্ট স্পীচ ব্যাবহার না করে ইনডাইরেক্ট স্পীচ ব্যাবহার করে সমালোচনা করলে অতটা গায়ে লাগবে না। আর যদি একটু কোমল ভাষা ব্যাবহার করেন তাহলে হয়ত কেউ অতটা মনক্ষুন্ন হবে না। সবচেয়ে ভালো হয় যদি আপনি কোন পোষ্টে মন্তব্য না করেন তাহলেই সবাই বুঝে যাবে যে ঐ পোষ্ট পড়ার যোগ্য না।

১৮ ই মার্চ, ২০২২ রাত ১২:১৪

সোনাগাজী বলেছেন:



আমার সমস্যা ছিলো, আমি সবই পড়ছিলাম, এখন বন্ধ করে দিয়েছি, অনেক ব্লগারকে এত বেশী জানি যে, উনাদের লেখা মুখস্হ হয়ে গেছে, আর পড়তে হয় না।

আমি কাউকে লিখতে নিরুৎসাহিত করিনি: চেয়েছিলাম, যা লেখেন, উহা যেন ভেবেচিন্তে আজকের সমাজে বিদ্যমান জ্ঞানের লেভেল, তথ্য, বেন্চমার্কের সাথে মিল রেখে লিখতে; যা পড়ে একজন পাঠক কিছুটা হলেও উৎসাহিত হবেন।

১০| ১৮ ই মার্চ, ২০২২ রাত ১২:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:

আপনি কি আছেন, না আবার ব্যান, নাকি কমেন্ট ব্যান?
বুঝতেছি না।

১৮ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৯

সোনাগাজী বলেছেন:



আমার পদবি কোন সময় জেনারেল থেকে কম হয় না; এখন লেখা পেছনের পাতায়, কমেন্ট বন্দ্ধ।

১১| ১৮ ই মার্চ, ২০২২ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: খুবই চমৎকার একটা পোষ্ট দিয়েছেন।
সবচেয়ে বড় কথা ব্লগে কেউ নিরপেক্ষ ভাবে লিখতে পারেন না। আপনি পারেন। আপনার এই গুণ আছে। আমি আগেও বলেছি, আপনি একজন সাহসী ব্লগার। ভুলভাল লিখলে আপনি স্পষ্ট বলে দেন গরু রচনা। অন্যরা এসে সেই পোষ্টে বয়স্ক মহিলাকে আপু আপু বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে।
বিষয়টা যথেষ্ঠ হাস্যকর।

১৮ ই মার্চ, ২০২২ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:


আজকে অন্য একজন ব্লগার "ব্যক্তি আক্রমণ" নিয়ে লিখেছেন; উনি "আক্রমণ" শব্দটার বানান ভুল করেছেন; উনি আমাকে কমেন্ট ব্যান করে রেখেছেন; না'হয়, এখন উনার ভুলের জন্য আমাকে আবার কমেন্ট করতে হতো উনার পোষ্টে।

১২| ১৮ ই মার্চ, ২০২২ রাত ১:৪২

রাজীব নুর বলেছেন: এই সামুতে আমাকে বহুবার ব্যাক্তিগত আক্রমণ করা হয়েছে। এমন কি আমার পরিবার নিয়েও বাজে কথা বলা হয়েছে। সামু কোনো ব্যবস্থা নেয়নি। আমাকে নিয়ে অসংখ্যবার নোংরা পোষ্ট লেখা হয়েছে। সেই সব পোষ্টে বেশ কিছু ছাগল ব্লগার কুৎসিত ভাবে হেসেছে। সেই হাসি শয়তানকেও হার মানায়। সামু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
বরং তাদের খুশি করতে গিয়ে আমাকে বারবার জেনারেল করেছে। কমেন্ট ব্যান করেছে।

১৮ ই মার্চ, ২০২২ ভোর ৫:০৬

সোনাগাজী বলেছেন:



প্রশ্নফাঁস জেনারেশনের গুরুজন।

১৩| ১৮ ই মার্চ, ২০২২ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আজকে অন্য একজন ব্লগার "ব্যক্তি আক্রমণ" নিয়ে লিখেছেন; উনি "আক্রমণ" শব্দটার বানান ভুল করেছেন; উনি আমাকে কমেন্ট ব্যান করে রেখেছেন; না'হয়, এখন উনার ভুলের জন্য আমাকে আবার কমেন্ট করতে হতো উনার পোষ্টে।

উনি নিজেকে বিরাট সমঝদার মনে করেন। আসলে উনার লেখা ছাগলের ''পটি'' টাইপ।
উনারা অবস্থা হয়েছে ''গায়ে মানে না আপনে মোড়ল'' টাইপ। সামু কিভাবে চলবে, সেটা সামু ঠিক করবে। অথচ উনি আগ বাড়িয়ে নিজের শূন্য মেধার পরিচিয় দিয়ে যাচ্ছেন।

ইদানিং কিছু তথাকথিত সাহিত্যিকদের দেখেছি- তাঁরা গল্প লিখেন, উপন্যাস লিখেন। এরপর আবার তারাই বলে দেন, সাহিত্য কেমন হতে হয়। গল্প কিভাবে লিখতে হয়। পাঠক কি ঘাস খায়?

১৮ ই মার্চ, ২০২২ ভোর ৪:১১

সোনাগাজী বলেছেন:




উনি লিখতে পারেন না।

১৪| ১৮ ই মার্চ, ২০২২ রাত ২:৩২

নেওয়াজ আলি বলেছেন: তবে লিখতে লিখতে একদিন ভাল লিখবেই। তাই প্রচুর পড়ার দরকার ।

১৮ ই মার্চ, ২০২২ ভোর ৪:০৮

সোনাগাজী বলেছেন:


শেখার জন্য পজিটিভ এটিচিউড দরকার।

১৫| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:০১

বংগল কক বলেছেন: চাংঁগাজির পরে সোনাগাজি নিক ব্যান হইলে আপনার পরবর্তি নিক কি হবে?
আমি কয়েকটা সাজেশন দিয়ে দেই

১। প্যানাগাজি
২। খোঁনাগাজি
৩। টোনাগাজি
৪। চ্যানাগাজি

১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:২০

সোনাগাজী বলেছেন:



আমি অর্থপুর্ণ নিক ব্যব হার করেছি সব সময়; মুরগী হওয়ার ইচ্ছা কখনো ছিলো না আমার।

১৬| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:০২

বংগল কক বলেছেন: ৫। ক্যাঁনাগাজি
৬। ম্যানাগাজি

১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:২১

সোনাগাজী বলেছেন:



আপনি নিজের জন্য একটা ভালো নিক ও প্রো-পিক বের করেন।

১৭| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:০৪

বংগল কক বলেছেন: ৭। ছ্যাকড়াগাজি
৮। ম্যাকড়াগাজি
৯। চোংগজি
১০। ডাবগাজি

১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:২২

সোনাগাজী বলেছেন:




আমাকে ব্যান করলে, লেখার দায়িত্ব পড়বে আপনার উপর; তখন কি হবে অবস্হা?

১৮| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৮

শায়মা বলেছেন: যে কোনো ব্যাক্তি আক্রমণের উপযুক্ত একশন হওয়া উচিৎ

১। কমেন্ট ব্যান ( নিজের পোস্টে) :)
২। রিপোর্ট ( নিজের এবং অন্যের পোস্টে) :)
৩। ইগনোর মানে নো পাত্তা ( নিজের এবং অন্যের পোস্টে) :)

নয়ত ঢিলের বদলে পাটকেল ছুড়াছুড়ি ছুড়াছুড়ি যখন অঢেল সময় বা ছুটি থাকবে। :) :) : )

এসকল উপায় কিন্তু সামু নীতিমালায় আছে। কাজেই কেউ কাউকে হেয় করলে গালাগালি করলে অযথা কষ্ট করে সময় নষ্ট করার দরকার নেই। সোজা রিপোর্ট। সেই রিপোর্ট আবার অকারণে করলে হবে না। যদি মডু দেখে অকারণে অকারণে অযথা কারো নামে কেউ রিপোর্ট করেই চলেছে তাইলে তাকেই ব্যান করা হবে।

নয়ত উপযুক্ত গালি আক্রমণ এসবের জন্য শুধু ৩ জন রিপোর্ট করলে মনে হয় অটো ব্যান। :) অবশ্য মডুভাইয়ুরা সেটাও দেখে মনে হয়।

১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৫

সোনাগাজী বলেছেন:



বংশ ও জাতি আক্রমণ ঠেকানোর উপায় কি কি?

১৯| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ফেসবুকের বিভিন্ন পোস্টের মাধ্যমে জেনেছি অনেক ব্লগার মনে করেন চাঁদগাজী/সোনাগাজী সামু ব্লগের সৌন্দর্য।অনেক ব্লগার বিভিন্ন দময় পোস্ট ও মক্নতব্য করেছেন উনি না থাকলে সামু ব্লগ প্রাণহীন হয়ে পড়বে। এই ব্যাপারে উনার শত্রুরা ছাড়া বাকি সবাই আশা করি একমত হবে। সামু কর্তৃপক্ষের নিকট অনুরোধ চাঁদগাজী ভাই এর পোস্ট ও কমেন্ট ব্যান তুলে নেয়া হোক।

১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৮

সোনাগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ।
আমার বেলায়, জেনারেল অবস্হায় ও সেইফ অবস্হায় আমার ব্লগিং অনেকটা একই রকমের হয়ে থাকে, পা ঠকের সংখ্যা খুব একটা কমে না।

২০| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: পূর্বের মন্তব্যে কয়েকটি বানান ভুলের জন্য দুঃখিত।

১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৮

সোনাগাজী বলেছেন:



অসুবিধা নেই, আমি নিজেই চট্টগ্রামের মানুষ, বাংলা আমার জন্য বিদেশী ভাষা।

২১| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: অফটপিকঃ আপনাকে আজকে হালুয়ার দাওয়াত।

১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১১

সোনাগাজী বলেছেন:



চিটাগং'এর বিখ্যাত ট্রেডিশন, হালুয়া রুটি পাঠানোর সন্ধ্যা, প্রবাসে মিস করছি।

২২| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৬

শায়মা বলেছেন: ওপস স্যরি ভাইয়া।
আমি এই মন্তব্য আসলে আরেক পোস্টের মন্তব্য মনে করে দিয়ে ফেলেছিলাম। দাঁড়াও আবার সেই পোস্টে কমেন্টা দিয়ে আসি।

আর এই পোস্টে যখন কমেন্ট করেই ফেলেছি ভুল করে তখন বংশ ও জাতি আক্রমণের উত্তর নিয়ে আসছি।

১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৯

সোনাগাজী বলেছেন:



ব্লগে কোন কোন ব্লগার ব্যক্তি আক্রমণ করে থাকে?

২৩| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:২১

শায়মা বলেছেন:
ব্যান হয়ে যাওয়া নিক, "চাঁদগাজী" বাংগালী জাতিকে খোলাখুলিভাবে সমালোচনা করেছেন ব্লগে, তিনি হাজারবার বলেছেন যে, বাংগালীরা জাপানীদের তুলনায় মিথ্যুক, কানাডিয়ানদের তুলনায় অসৎ, জার্মাদের তুলনায় অলস, সরকারী কর্মচারীরা কখনো ৮ ঘন্টা কাজ করে না, শিক্ষকেরা অসৎ, ওরা নিজেরাই ছাত্রদের নকল করতে সাহায্য করেছে, মাতাপিতা অসৎ, মাতাপিতা সন্তানদের জন্য ফাঁস-হওয়া প্রশ্নপত্র কিনেছে। এসব সমালোচনাকে জাতির প্রতি আক্রমণ হিসেবে নেয়া সম্ভব, সোজা কথায়, চাঁদগাজী জাতিকে আক্রমণ করেছেন।

ভাইয়া জাতি হিসাবে একটুখানি দায় আছে আমাদের নিজের জাতিকে ভালোবাসা। তাদের উন্নতি নিয়ে ভাবা ও উন্নয়ন করা। আর তাই অর্ধেকটা গ্লাস খালির দেখার মত তুমি যদি ক্রমাগত জাতির দোষগুলিই বলতে থাকো আর সকল গুনাবলী সকল ভালো দিকগুলোকে অনুচ্চারিত রাখো এবং একই সাথে অন্য দেশের গুনগান করে চলো তাহলে যে কোনো জাতিই কিন্তু আহত হবেই আর এই ইট খেতে খেতে তোমাকে পাটকেল মারবেই একদিন না একদিন। কারণ এই ব্যপারটা একটু হলেও কেমন যেন অকৃতজ্ঞের মত লাগে। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক হে ....... বাপরে তারপরের লাইনগুলা বলা ঠিক হবে কিনা ভাবছি।
যাইহোক নিজের দেশের জন্য কিন্তু প্রার্থনা আমাদের এমনই থাকে।

আমার মনে হয় তুমি অন্যভাবে যদি একই কথা বলতে তাহলে সেটাই হত প্রকৃত সমালোচনা। যেমন বাঙ্গালী জাতির উচিৎ জাপানীদের দেখে এটা শেখা কি করে যে কোনো পরিস্থিতিতে সত্য বলতে হয়। তানা বলে তুমি ডাইরেক্ট বলে দিলে ওরে বাঙ্গালীরা মিথ্যুক। এইভাবে তুমি সবাইকেই এক কাতারে ফেলে দিলে তোমার জ্ঞান গরিমা দেশ জাতি নিয়ে ভাবনার সকল সদিচ্ছা কদিচ্ছা করে দিলে মানে মুকুলেই ঝরিয়ে দিলে।তাই অনেকেই খেপে যায়।
যে যতই বলুকনা কেনো তুমি কিন্তু তোমার এই স্টাইল বদলাবেনা আমি জানি। কারণ তুমি নেগেটিভ পাবলিসিটি দিয়ে এই পরিচিতি অর্জন করেছো। একে তাকে যা তা বলে ইচ্ছা করেই মনে হয় খেপিয়ে দিয়ে যেন তোমাকে নিয়ে সমালোচনা হয়, মানুষ সরব থাকে এমন সব কর্মকান্ড।

অনেক লেখকই বলে থাকেন যে, "লেখকের কাছে, নিজের লেখা হলো সন্তানের মতো"; আপনার তথাকথিত সন্তান আক্রান্ত হওয়া মানে আপনি ও আপনার বংশ আক্রান্ত হওয়া! চাঁদগাজী যখন আপনার লেখা পড়েছেন, আপনার লেখার উপর মন্তব্য করেছেন; লেখা যদি ভালো না'হয়ে থাকে, চাঁদগাজী মুখের উপর কিছু বলেছেন নিশ্চয়। আপনি যখন মাঝে মাঝে "ইট" পেতে অভ্যস্ত হয়ে গেছেন, চাঁদগাজীর মন্তব্য আপনার কাছে রাশিয়ার আক্রমণের মতো লেগেছে, মনে হয়। আপনি যদি লেখক হয়ে থাকেন, ইহাকে সহজভাবে ও ভালোভাবে নিয়েছেন, আপনি যদি বইমেলার লেখক হয়ে থাকেন, আপনার মগজ গরম হয়ে যেতে পারে।

কথা সত্যি। আমার স্প্রিং ব্রেক চলছে। আমি কাল সারা সন্ধ্যা বসে বসে ওর্স্ট অডিশনগুলো দেখছিলাম এক্স ফ্যাক্টরের। আমি হাসতে হাসতে মারা যাচ্ছিলাম। বাজে পারফর্মেন্সে বাদ পড়া ছেলেমেয়েগুলো কেমন রেগে যাচ্ছে, এটাক করছে, কান্না করছে। কারণ তাদের বয়স, বুদ্ধি জ্ঞান গরিমা সামাজিক অবস্থান সবার এক নয়। তারা কেউ কেউ শুনে এসেছে পরিবার ও বন্ধুদের কাছে যে তারা খুব ভালো গান গায়। কিন্তু জাজ যখন তাকে বললো ওরস্ট পারফর্মেন্স তখন সে আহত এবং ক্ষুব্ধ বা রাগান্বিত।
ঠিক একইভাবে এই ব্লগেও নানা বয়সের নানা সামাজিক অবস্থানের এবং নানা মতের মানুষ আছে। এটা একটা ভার্চুয়াল প্লাটফর্ম তুমি জানোনা কে ঠিক কেমন পরিস্থিতি দিয়ে যাচ্ছে। কে আসলেই কেমন আছে। তখন সে যা লেখে তা তার সর্বোচ্চ শক্তি দিয়েই লেখে। সেখানে তুমি যখন ডাইরেক্ট স্পিচে গিয়ে যাতা বলে বসো তখন সে আহত হয়। তুমি তার দুচোখের বিষ হও।
তোমাকেও সহনশীল হতে হবে ভাইয়া। আগে ভাবতাম তুমি অনেক বেশি সহনশীল। তারপর দেখলাম তুমি মোটেও তা নও। পাটকেল খাও যখন তখন তুমিও পাটকেলের ঝুড়ি নিয়ে বসো। একের পর এক নিরলস প্রচেষ্টায় রত হও। আই লাইক নিরলস প্রচেষ্টা। :) যাইহোক এই নিরলস প্রচেষ্টার আগে তোমার উচিৎ কাউকে যা তা বলে ইট পাটকেল খাবার আগে আর একটু চিন্তা করে বলা। দরকারে তুমি এক কাজ করো রেসিটেশন সেন্টারে ভর্তি হও কেমনে সুমধুর করে কথা বলে শিখে নাও। :)
ভাইয়া আরেকটা কথা মনে পড়লো। মানুষ বলে জন্মের সময় মধু মুখে না দিলে নাকি এমন হয়। তোমারও মনে হয় তাই হয়েছিলো তাই না?

যাইহোক ভাইয়া তোমার আরেকটা বিশাল দোষ আছে। তুমি যা তা বলে বসে থাকার পর সেটার উপর কেউ প্রশ্ন করলে সেই উত্তর দেবার ধারে কাছে আর ভেড়ো না। কারণ তুমি অকারণেই মাঝে মাঝে গন্ডোগোল লাগাও। সে তুমি তোমার বাস্তব জীবনেও করো তুমি নিজেই লিখেছো। এই কারনেই তোমার উপরে আমারও রাগ লেগেছিলো। এখন নেই। কারণ সেই নিক ব্যান তো তাই।

আমার সাজেশন যারা তোমাকে লাইক করে না তাদের ধারে কাছেও যাবে না। তাদেরকে নিয়ে কোনো কথাও বলতে যাবে না। পোস্ট দিয়ে দৃষ্টি আকর্ষনের চেষ্টাও করবে না। যারা পছন্দ করে তাদের নিয়েই থাকো না।

আরে গান শোনোনি?

আমি তো বালা না বালা লইয়াই থাইকো..... :)


তুমি তাই তোমার বালাদের নিয়েই থাকো না। পৃথিবীর সবাইকেই কি তোমাকে পছন্দ করতে হবে? তাই কি হয়! হয়েছে কখনও!!

অনেক বড় লেকচার দিলাম যদিও তোমার পোস্টে কোনো কমেন্ট করবো না বলেই প্রতিজ্ঞ করেছিলাম। :(

যাইহোক জানি তুমি মানবে না বা বুঝবার চেষ্টাও করবে না।

কারণ কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস।


এতদিনেও যখন বুঝোনি আর বাকী দিনগুলোতেও বুঝবে না।

তবুও জানতে চাইলে তাই বললাম আর কি। :)

১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫১

সোনাগাজী বলেছেন:



লম্বা কমেন্টের জন্য ধন্যবাদ, আমরা ২ আলাদা সংস্কৃতির মানুষ।

২৪| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: জনাব, আজ আমাদের বাসায় শবে বরাত উপলক্ষ্যে বিরাট আয়োজন। যদিও গুত ৪/৫ দিন আগে থেকেই প্রস্তুতি চলছিলো।
চার রকমের হালুয়া বানানো হয়েছে।
গরুর মাংস এবং হাঁসের মাং। চালের আটার রুটি।
আমরা চার ভাই, চার ভাইয়ের চারটা বউ। এই জন্য এখন বাইরে থেকে কোনো খাবার কিনে না। সব ঘরে বানায়। কেক, পুডিং, আইসক্রীম, পিজা, বার্গার, পেটিস ইত্যাদি সব ঘরেই বানাচ্ছে। আমার ঘরের খাবার ভালো লাগে না। দোকানের টাই ভালো লাগে। বাসার সবাইকে বলি, এত কষ্ট করে ঘরে বানানোর দরকার কি? দোকান থেকেই নিয়ে আসলেই হয়। কেউ আমার কথা শুনে।

আজকে আপনার দাওয়াত আমার বাসায়। জানি আসতে পারবেন না। তবু দাওয়ার গ্রহন করুণ। আপনাকে আমি ছবি দেখাবো।

১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩৭

সোনাগাজী বলেছেন:



দাওয়াতের জন্য ধন্যবাদ, আপনি নিজের পরিবার দেখুন, পরিবারকে সময় দেন; আমিও শীঘ্রই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবো।

২৫| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫১০

লেখক বলেছেন:



লম্বা কমেন্টের জন্য ধন্যবাদ, আমরা ২ আলাদা সংস্কৃতির মানুষ।




গুড! এইতো হচ্ছে! :)

গরুর রচনার জন্য ধন্যবাদ না লিখে লম্বা কমেন্টের জন্য ধন্যবাদ লিখলে ভাইয়া :)


আর তুমি ভিন্ন সংস্কৃতির না তুমি ভিন্ন সংস্কৃতি থেকে শিখে সেই সংস্কৃতি শেখাতে চাচ্ছো ।

তুমি একজন খাঁটি বাঙ্গালী। তাও একেবারেই গ্রামের থেকেই গেছো শুনেছি। কাজেই ভিন্ন সংস্কৃতি বলে কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যাবে না।


নয়ত ভিন্ন সংস্কৃতি হয়ে গেছো ভেবে দেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করলে মাইকেল মধুসুধনের দশা হবে শেষে। :(


তুমি তো তার মত সতত হে নদ তুমি পড় মোর মনে কবিতাও লিখতে পারবেনা :(

চিরদিন কবি অমর হয়ে আছেন ব্লগের লোকজন কি আর মনে রাখবে? :(

১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৮

সোনাগাজী বলেছেন:



শহর ও গ্রামের সংস্কৃতি মিলেই জাতির সংস্ক্বতি। আমি গ্রামে বড় হওয়ায় শহরের পরিবেশ দৈন্যতা আমার জীবনকে বিষাক্ত করেনি

২৬| ১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৬

শায়মা বলেছেন: আমার তো মনে হয় তোমার জীবনকে বিষাক্ত করেছে ভাইয়া।
তুমি জানোনা আমরা জানি মনে হয়। :P

১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

সোনাগাজী বলেছেন:



আপনার অনেক গুণ আছে, কিন্তু প্রয়োজনীয় ১টি গুণ নেই।

২৭| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৮

শায়মা বলেছেন: কোনটা বলো বলো?

শুনে দেখি.........

তারপর ভাববো তুমি সঠিক না বেঠিক :)

তবে আগে থেকেই মনে হচ্ছে বেঠিকই হবে। :(

১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৪

সোনাগাজী বলেছেন:



সেটা আপনি নিজেই জানার কথা, ব্লগে লেখা ঠিক হবে না।

২৮| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: জানতাম তুমি জানোনা। :)


যাইহোক আমাকে জানা কি আর এতই সোজা! B:-/

যাইহোক অনেক গুন আছে আমার বলেছো না কাজেই একটা না থাকলেও চলবে। :)

আচ্ছা তোমার কি কি গুন আর অগুন আছে সেটা কখনও ভেবেছো?

বলো দেখি ৩টা গুন আর অগুন..... :)

১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪০

সোনাগাজী বলেছেন:




আমি শিক্ষত, দায়িত্বশীল, আমার সততা ও ব্যক্তিত্বের উপর আমার আস্হা আছে।

২৯| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: ভেরী গুড ভাইয়া।

অগুনগুলো বললে না?

১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

সোনাগাজী বলেছেন:



সামাজিক জীবনে আমার "অগুণ" নেই।

৩০| ১৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫২

শায়মা বলেছেন: আহারে ভাইয়া এই কথাটাই আমরা বুঝলাম না। :(

যাইহোক অনেক ভালো থাকো। :)

২২ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, আধুনিক বিশ্ব সম্র্কে আপনার কোন ধারণা নেই।

৩১| ২২ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫৩

রাসেল বলেছেন: May be you know much. You write much true things. You fought for the independence of Bangladesh.You had a responsibility to literate us but You leave this country.

Your writings in some cases seems to me as biased.

২২ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:




আজকে একা সামুতে কিভাবে আমাকে আক্রমণ করছে দেখছেন? একইভাবে আমাকে ১৯৭২ ও ১৯৭৩ সালে এই ধরণের লোকদের সাথে টিকে থাকতে হয়েছিলো; অবশেষে ১ দিন আমি সরে গিয়েছি।

আমি নিজের ভাবনা থেকে লিখি, ইহা যদি বায়াসড হয়, ইহাই আমি।

৩২| ২২ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৯

ইন্দ্রনীলা বলেছেন: ঠিক বলেছো ভাইয়া আমি প্রাগৈতিহাসিক যুগের আঁধারের বন্দিনী প্রেতিনী। এই কারণেই আধুনিক বিশ্বের একটু এইদিক ঐদিক দেখলেই ঘাড় মটকে দেই। :)

২২ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



ব্লগে অনেকে লেখার বদলে গার্বেজ জমা করছে।

৩৩| ২২ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৪

ইন্দ্রনীলা বলেছেন: তাদের কি ঘাড় মটকাবো?
আমি কার প্রেতাত্মা নিশ্চয় বুঝেছো।

তবে ব্লগে কে গার্বেজ লিখছে আর কে মাইকেল মধুসুধন এসব দেখার দায়িত্ব মডারেটরদের।

পাঠকেরা বড়জোর সে সব লেখা বর্জন করতে পারে বা পজিটিভ সমালোচনা। কিন্তু গার্বেজ মার্বেজ বলা নেগেটিভ ইম্প্রেশন সৃষ্টি করে। ইউ ক্রিয়েটেড ইওর নেগেটিভ ইম্প্রেশন যার ফল ভালো হচ্ছে না।

২২ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



গার্বেজকে গার্বেজ না বলে, উহাকে 'সোনা' বলে চালিয়ে দেয়ার মতো বাংগালীর অভাব নেই; মাষ্টার ডিগ্রি পাশ করে ১ টি বাক্য ঠিক মতো লিখতে পারে না; কবিতা লেখে, কিন্তু বাক্য অসম্পুর্ণ থেকে যায়; এগুলো গার্বেজ।

৩৪| ২৩ শে মার্চ, ২০২২ রাত ১২:১৩

ইন্দ্রনীলা বলেছেন: কবিতার বাক্য ও মিনিং অনেক সময় দূবোর্ধ্য হতে পারে সাধারণ পাঠকদের কাছে। উহা গার্বেজ নহে। উহা শিল্প এবং কাব্য।

‘উত্থান হয়ে গেল কাল
নতুন দেয়াল উঠছে, রাস্তায় আলোকোজ্জ্বল কাতান, জামদানী
জন্মদিনের মঞ্চে বিষণ্ণ হচ্ছেন কবি, বড় একা
তুমি ও তোমার পোষা কাকাতুয়া
আমার পদ্যে চমৎকার উপমা হবে’


ইহা একটি বিখ্যাত কবির কবিতা। বাক্যগুলি কি অসম্পূর্ণ মনে হচ্ছে না?
অথবা মিনিংলেস?

এই কবিতার মানে কি বুঝিয়ে বলতে হবে।
ইহা কিন্তু অনেক বড় এক কবির কাব্য। কোনো গার্বেজ নহে।

২৩ শে মার্চ, ২০২২ রাত ১২:৪০

সোনাগাজী বলেছেন:



আমি সামুর কবিদের কবিতা, গল্পকারদের গল্প পড়ছি; সমসাময়িক বিষয়, সামাজিক বিষয়, অর্থনীতি, ধর্মীয় পোষ্ট পড়ছি; লেখার মান নিয়ে আমি মন্তব্য করে থাকি; যে লেখার মান নেই, আমি সেটাও বলে আসছি সব সময়।

২৩ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:



'নানী-শ্বাশুড়ি'কে নিয়ে লেখা একটি পোষ্টে আপনি মন্তব্য করেছেন আজকে; ইহা কি পোষ্ট, নাকি গার্বেজ?

২৩ শে মার্চ, ২০২২ রাত ১:০৭

সোনাগাজী বলেছেন:





আপনি কবিতা হিসেবে যেই কয়টি লাইন দিয়েছেন, এগুলো অর্থ ও ভাবহীন কিছু বাক্য মাত্র।

৩৫| ২৩ শে মার্চ, ২০২২ রাত ১০:১৭

ইন্দ্রনীলা বলেছেন: নানী শ্বাশুড়ি পোস্টও একটা পোস্ট আমি সেটাকে গার্বেজ ভাবিনা। যে যেমন লিখবে আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। যতক্ষন তা অন্যের জন্য ক্ষতিকর ও নীতিমালার বাইরে না হয়।

কারণ খারাপ মানহীন পোস্ট পাঠক পড়বে কি পড়বে না তা পাঠকের ব্যপার কিন্তু লেখক লিখবে অং বং লিখতে লিখতেই কিন্তু অনেক বড় লেখকও হয়ে যেতে পারে মানুষ।
আর ব্লগে সেটাই হবে। সেখানে গিয়ে গার্বেজ কি লিখছস পাগল এইসব বলাটাই অভদ্রতা। মোটেও তাকে সমালোচনা বলে না।


আমি কবিতা হিসাবে যে কটি লাইন লিখেছি সেসব বড়ই অর্থপূর্ণ ও ভাবপূর্ণ আমার কাছে । অন্যের কাছে নাও মনে হতে পারে।
কারণ যত বয়স বাড়ে মানুষ তত ভাবহীন হয়। এই সব আলতু ফালতু আবেগের কোনো অর্থই খুঁজে পায় না।

আমার বয়স বাড়ে না আমার কমে। তাই আমি এইসব ভাব ও অর্থ নিয়ে বসে বসে লিখি। এসব আমার ডায়েরী। :)

আমি লিখবো নামে বেনামে স্বনামে কারণ আমার এসব লেখা শুধুই আমার জন্য। যারা পড়ে নিজ দায়িত্বে পড়ে এবং যে যার মত ভাব এবং অর্থ খুঁজে নেয়। মূলত কবিতা নামক বিষয়টির ব্যপারটাই এমন কবি কি লিখেছেন তা পড়িয়া তোমরা কি বুঝিয়াছো তা তোমাদের ব্যপার। কবির দায় নয় তা পাঠকের দ্বারে দ্বারে গিয়ে বুঝিয়ে বলার।

যাইহোক আগে একটা কথা প্রচলিত ছিলো এই ব্লগে- যেমন ইচ্ছে লেখার খাতা আমাদের এই সামুর পাতা।

এত পান্ডিত্য দেখাতে গিয়ে বোকার মত যাকে তাকে যা তা কেউ কখনও বলেনি বলবেও না মনে হয় । এবং এমন যারা করবে তাদেরকে ব্লগ কখনই পজিটিভলী মনে রাখবে না। নেগেটিভলীই মনে রাখবে। এবং সব চেয়ে বড় কথা এতে যে বা যারা এমন করছে তাদের ব্লগ জীবন ভালো কাটবে না।

২৩ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৬

সোনাগাজী বলেছেন:



আপনার মতো ভালো মানুষ এই দেশের ৯০ ভাগ, অন্যেরা আমাদের সম্পদ, আইন, সংস্কৃতির ক্ষতি করলে 'ভালোরা' চুপ করে থাকে; আপনি চুপ করে থাকেন; আমি চুপ করে থাকিনি কোন সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.