নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ন্যাটোর ক্যাপিটেলিষ্টরা এসব ভিখারীদের নিয়ে কি করছে?

২০ শে মার্চ, ২০২২ রাত ৯:৩০



ন্যাটো হলো আমেরিকা, বৃটেন, কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, ইটালী, জার্মানীর ক্যাপিটেলিষ্টদের যুদ্ধের মেশিন, যা ক্যাপিটেলিজমকে রক্ষা করার কাজে নিয়োজিত; সেখানে লাটভিয়া, পোল্যান্ড, রুমানিয়া, ক্রোয়েশিয়া, হাংগেরী, আলবেনিয়ার মতো ভিক্ষুকদের কি কাজ?

উত্তরটা হলো, আমেরিকা ও বাকী ধনী ক্যাপিটেলিষ্টরা ভাবছে, এই দেশগুলো আবারো সোস্যালিজমে ফেরত যেতে পারে, এবং আবার ফিরে গেলে, এবার আগের থেকে শক্ত অবস্হানে যাবে, এবং ইউরোপের অন্য ক্যাপিটেলিষ্টদের ধুতি ধরে টান দিতে পারে। এরা এক সময় সোস্যালিষ্ট ছিলো, সোস্যালিজমকে পরাজিত করে ক্যাপিটেলিজম এই দেশগুলোতে স্হান করে নিয়েছে; ইহাই কি শেষ বিবর্তন, নাকি এরা আবারো সেইদিকে মোড় নিতে পারে? ওরা আবারো মোড় নিতে পারে ভেবেই এসব ভিক্ষুকদের নিয়ে রাজবাড়ীতে স্হান দিয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন, বার্মা, নাইজেরিয়াকে ন্যাটোতে নিতে চায় আমেরিকা, বৃটেন, ফ্রান্স? মোটেই না, ওরা জানে যে, এসব দেশে কোনদিন সোস্যালিজম আসার সম্ভাবনা নেই, সোস্যালিজম বুঝার মতো মাথা এসব দেশে নেই। পোল্যান্ড, হাংগেরীর কিছু মানুষ আজকে ক্যাপিটেলিজম নিয়ে নাচছে ঠিকই; কিন্তু ওসব দেশে পড়ালেখা আছে, ওদের মাথা থেকে অতীতকে মুছে দেয়া খুব একটা সহজ ব্যাপার নয়, তাই টাকার লোভ ও লাঠির ভয়, ২টাকেই সমানভাবে গুরুত্ব দিয়ে রাখতে হবে।

সোভিয়েত ভাংগার পর, যেই ডাকাতী হয়েছে, উহা কোনদিনও পশ্চিম প্রকাশ করবে না; সোভিয়েতের সম্পদ এমন সব ডাকাতেরা নিয়ে গেছে, যারা আজকে রাশিয়ার রক্ষক। লন্ডনের ফুটবল ক্লাব সেলসীর মালিক, রোমান আভ্রাহামোভিচ একডলারও না খাটিয়ে রাশিয়ার তেল থেকে ১৩ বিলয়ন ডলার আয় করেছিলো; তার ক্যাপিটেল ছিলো, বোরিস ইয়েলচিন ও পুটিন। একটা জাতিতে এই রকম ২/৩ লাখ বড় ডাকাতী হয়েছে। ইহা ঘটেছে ইউক্রেন, আজারবাইজান, জর্জিয়ায় ও সারা পুর্ব ইউরোপে।

আমেরিকা ক্যাপিটেলিজমের নামে এদেরকে রক্ষা করতে চায়, নিজের ক্যাপিটেলিজমকে রক্ষা করতে চায় ন্যাটোর মাধ্যমে; সেইজন্য এসব ফকিরেরা আজ ন্যাটোতে।



মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:

সেদিকে মোড় নিবে কেন?

- ক্যাপিটালিজমের সুধা পান করলে,সোস্যোলিজম সম্ভব নয়।
- সোস্যালিজমের জেনারেশন এখন আর নেই।

২০ শে মার্চ, ২০২২ রাত ১১:০১

সোনাগাজী বলেছেন:



পুর্ব ইউরোপে পরিবর্তন আসবে বলেই ন্যাটোতে ওদের নেয়া হচ্ছে।

সোস্যালিজম ফিরে আসবে; জলবায়ু সমস্যার কারণে বিশ্বের সম্পদ কমে আসবে; একা বসুন্ধরা যদি বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ দখল করে নেয়, মানুষ একদিন সব কেড়ে নেবে!

২| ২০ শে মার্চ, ২০২২ রাত ১১:০২

শূন্য সারমর্ম বলেছেন:

স্ক্যান্ডিনেভীয় ক্যাপিটালিজম কে কেড়ে নিবে?

২০ শে মার্চ, ২০২২ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:



স্ক্যান্ডিনেভিয়ায় ক্যাপিটালিজম ও সো্যালিজমকে মিশায়ে একটা মিশ্র অর্থনীতি গড়ে উঠছে; ফলে, সমাজের বৈষম্য তেমন নেই; ওখানে রাজনীতি ক্ষমাগতভাবে মানুষের ভালোর জন্য কাজ করছে।

৩| ২০ শে মার্চ, ২০২২ রাত ১১:২০

শূন্য সারমর্ম বলেছেন:

স্কেন্ডিনেভিয়ায় সোসালিজম মিশলো কেন?

২০ শে মার্চ, ২০২২ রাত ১১:২৮

সোনাগাজী বলেছেন:




শুরু থেকেই ঐ এলাকার লোকজন "একা সবকিছু দখলের" মনোভাব দেখায়নি; কারণ, সেসব এলাকায় একা কিছু করা অসম্ভব ছিলো, প্রকৃতি ছিলো কঠিন; এবং মানুষ ছিলো পরিশ্রমী।

৪| ২০ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

পরিশ্রম বিনা আয় নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি?

২১ শে মার্চ, ২০২২ রাত ১:০৬

সোনাগাজী বলেছেন:



যেই জাতিতে বিনা শ্রমে আয় করা যায়, উহা গরীব ও অশিক্ষিত জাতি হতে হবে।

৫| ২১ শে মার্চ, ২০২২ রাত ১২:১৯

সোবুজ বলেছেন: অর্থনৈতিক বৈষম্য যত বাড়বে,মানুষ ততবেশী সোস্যালিজমের দিকে ঝুকে পড়বে।

২১ শে মার্চ, ২০২২ রাত ১:০৭

সোনাগাজী বলেছেন:


জলবায়ুর কারণে সম্পদ ও সুযোগ কমে আসবে।

৬| ২১ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


ভিখারী ঐক্যবদ্ধ হয়ে ক্যাপিটালিজম ঠেকাবে????

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০০

সোনাগাজী বলেছেন:



আসলে, সোস্যালিজম মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করে, সেই অর্থনীতি সোভিয়েট ও চীনার সৃষ্টি করেছিলো; ক্যাপিটেলিজম এ সব মানুষের সমান অর্থনৈতিক সুযোগ থাকে না।

৭| ২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

নতুন কোনো অর্থনৈতিক তত্ব আসবে কালের বিবর্তনে?

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০১

সোনাগাজী বলেছেন:



মিশ্ড় অর্থনীতি, উহা হবে ক্যাপিটেলিজমের নতুন বিবর্তন।

৮| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৯

বংগল কক বলেছেন: গাজি সাহেব নাকি ন্যাটোতে যোগদানের আমন্ত্রন পেয়েছেন? ঘটনা সত্য নাকি?

২১ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৯

সোনাগাজী বলেছেন:



সত্য।

আমাদের দেশে প্রতি বছর অনেক ডোডো জন্ম নেয়।

৯| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

৩য় বিশ্বের নিকৃষ্ট গলাকাটা ক্যাপিটালিজম কারণে কখনও বাঙালীরা এক হবে ৭১ মত?

২১ শে মার্চ, ২০২২ রাত ৯:৪০

সোনাগাজী বলেছেন:


'৭১ মতো হবে না; '৭১ সালে দেশে বাংগালীদের হার ছিলো বেশী, এখন বেদুইনদের হার বেশী।

১০| ২২ শে মার্চ, ২০২২ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: সব সমস্যার মূলে আছে এই ন্যাটো।
পুতিনের সব রাগ এই ন্যাটোর উপরে।

২২ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৯

সোনাগাজী বলেছেন:




শুধু পুটিন নয়, পুরো রাশিয়ান জাতি ও ইউক্রেন জাতি ন্যাটোর বিপক্ষে থাকার কথা।

১১| ২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একটা খবর খেয়াল করেছিলেন? বাংলাদেশে এক লাখেরও বেশি কোটিপতি বেড়েছে! করোনায় চাকুরী নেই, ব্যবসা নেই, রোজগার নেই কিন্তু কোটিপতি বাড়লো কিভাবে?

২২ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৫

সোনাগাজী বলেছেন:




২০১৭ সাল থেকে, বাংলাদেশে শতকরা হারে বিশ্বের সবচেয়ে বেশী মিলিওনিয়ার হচ্ছে প্রতি বছর; এরা সরকারী সম্পদ, সরকারী বাজেটের কাজ না করে টাকা তুলিয়ে নিচ্ছে; যাতায়াত ব্যবস্হা, খাদ্য, ইলেকট্টিসিটি, ইত্যাদিতে এরা মাফিয়া।

১২| ২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা দেখতে পারেন।

২২ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৬

সোনাগাজী বলেছেন:



মাফিয়ারা কিভাবে দেশের অর্থনীতি কন্ট্রোল করে,সেটা ইনকিলাব লিখবে না; ইনকিলাবও দেশের মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার কাজে লিপ্ত।

১৩| ২২ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: সামুর এডমিনের প্রধান কাজ আপনাকে আর আমাকে বন্ধী করে রাখা।
এবার সামু আপনাকে আর আমাকে তালা বন্ধী করে চাবি নদীতে ফেলে দিয়েছে।

২২ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



উনাদের সমস্যা আছে। আপনার উচিত ব্লগিং থেকে ক্রমে সরে যাওয়া; আমার বয়স হয়ে গেছে, বিদেশে আছি, আমি সময় দিতে পারছি। এই ধরণের পরিবেশ থেকে আপনার দুরে সরে যাওয়া উচিত।

১৪| ২৩ শে মার্চ, ২০২২ রাত ১:০৪

গরল বলেছেন: সোস্যালিজম বলতে যা বুঝায় তা আছে কানাডা, নরওয়ে, সুইডেন আর ফিনল্যান্ড এ। সোভিয়েত এ ছিল কমিউনিজম, যা সোস্যালিজম না। সোস্যালিজম কখনই ব্যাক্তি স্বাধিনতা খর্ব করে না কিন্তু কমিউনিজমে কোন ব্যাক্তি স্বাধিনতা থাকে না। কমিউনিজম এ সব কিছুর মালিক হয় রাষ্ট্র। আপনি সোস্যালিজম আর কমিউনিজম নিয়ে একটা পোষ্ট দিন যাতে বুঝতে পারি আপনি কোনটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন।

২৩ শে মার্চ, ২০২২ রাত ১:৩৮

সোনাগাজী বলেছেন:




ঠিক আছে, আমি একটা পোষ্ট দেবো; সোভিয়েত ইউনিয়নে যা ছিলো, সেটা ছিলো সোস্যালিজম, তারা কম্যুনিজমে উত্তরণের জন্য যখন তৈরি হচ্ছিলো, তখনই রাশিয়ান কম্যুনিষ্ট পার্টি ( সোভিয়েত কম্যুনিষ্ট পার্টি নয়) ইয়েলসিনের নেতৃত্বে বেঁকে বসে ও সোভিয়েত ভেংগে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.