নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ব্লগসাইটগুলো ফেল করার পেছনে!

২১ শে মার্চ, ২০২২ রাত ১১:২৮




ব্লগিং বাংগালী তরুণদের বিশালভাবে আকর্ষণ করেছিলো; প্রায় বাংগালী ছেলেমেয়েরা কিছু একটা লিখতে চাইতো, উহা প্রকাশ করতে চাইতো; প্রকাশ করার উপায় মোটামুটি ছিলো না; ব্লগগুলো লেখা প্রকাশ করার ব্যবস্হা করে দেয়। শুরুতে ব্লগসাইটগুলো ওভারলোডেড ছিলো সব সময়; কিন্তু সব লেখা কি প্রকাশের যোগ্য ছিলো?

খুব অল্প সময়ের মাঝে বুঝা গেছে যে, বেশীরভাগ লেখার মান ছিলো লেখকের শিক্ষা, আমাদর সমাজিক জীবন ও সংস্কৃতির সামানুপাতিক; ১ম ধাক্কা আসে এই দিক থেকে।

২য় ধাক্কা আসে ব্লগের মালিক পক্ষ থেকে; মালিক পক্ষের জন্য ইহা ছিলো সোস্যাল মিডিয়া ব্যবসা; কিন্তু এই ব্যবসাটা ঠিক সয়াবিন তেলের ব্যবসা ছিলো না: ইহার সাথে জড়িত ছিলো লেখকের অধিকার ও বাকস্বাধীনতা। বাংলাদেশে কোন সরকারের সময় মানুষের বাকস্বাধীনতা ছিলো না; কিন্তু দেশীয় সোস্যাল মিডিয়ায় বাক স্বাধীনতার নিয়ন্ত্রণ চলে যায় ব্লগ মালিকপক্ষের হাতে, যারা আসলে ছিলেন সয়াবিন তেলের জন্য ভালো ব্যবসায়ী।

বাকস্বাধীনতার বাহিরে আরো একটি দরকারী বিষয় ছিলো লেখকের নাগরিক অধিকার; এখানে মালিকপক্ষ আরো করুণ অবস্হার সৃষ্টি করে, তারা যাকে পছন্দ করতো না, তাকে লিখতে দিতো না, ভাবখানা ছিলো, "ব্লগ আমার, আমি লিখতে দিলে দেবো, না'হয় তুমি আউট"। মালিকপক্ষ কাকে অপছন্দ করতো? আমাদের জাতির মানুষ কোন কিছুর মালিকানা পেলে, দেশ, সমাজ, সংবিধান, সবই তার হয়ে যায়।

আমি নিজে কয়েকটি ব্লগে ব্লগিং করেছি; সব ব্লগেই মালিক পক্ষের কিছু লেখক থাকতো; আপনারা আমাকে চেনেন, মালিক পক্ষ থেকে ভালো ব্লগার আমার চোখে পড়েনি; কিন্তু তারা চাইতো যে, তাদের সয়াবিন ব্যবসার ব্লগারেরা তাদেরকে অনুসরণ করতে হবে; ইহাও বেশ বেশ সমস্যার সৃষ্টি করে। ফলাফল, আজকে ব্লগিং'এর করুণ দশা, সাথে সাথে সয়াবিন ব্যবসাও অনেকটা বন্ধ।






মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি নতুন কোনো ব্লগ সাইটের মালিক হোন।

২২ শে মার্চ, ২০২২ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:


ইহা আমার মতো লোকের দ্বারা হবে না; বাংগালীদের শতকরা ৯৮ জন লিখতে পারে না, এদের পেছনে সময় দেয়া মুশকিল হবে।

২| ২২ শে মার্চ, ২০২২ রাত ১:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

৯৮ ভাগ বাঙালীর লেখার ধারণা পেতে কত সময় লেগেছে?

২২ শে মার্চ, ২০২২ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:



ব্লগে আমি ২০ বছরের কাছাকাছি সময় আছি, বেশ কয়েকটা ব্লগে ব্লগিং করেছি।

৩| ২২ শে মার্চ, ২০২২ রাত ১:২৮

নূর আলম হিরণ বলেছেন: আমাদের বেগম জিয়া শেষ পেরেকটি মেরে দিয়েছেন।

২২ শে মার্চ, ২০২২ রাত ২:১৭

সোনাগাজী বলেছেন:



বেগম জিয়া, মোল্লা শফি, তথাকথিত সাংবাদিক মাহমুদুর রহমান ও তাদের অনুসারীরা।

৪| ২২ শে মার্চ, ২০২২ রাত ২:২৮

সোবুজ বলেছেন: অনেক ব্লগার এখন লাইভ করে এবং লাইভে অংশ নিয়ে আলোচনা করে।বিদেশ থেকে প্রচার করে বলে নিয়ন্ত্রন করার কেউ নেই।দিন দিন এটার প্রসার বাড়ছে।

২২ শে মার্চ, ২০২২ রাত ২:৩৯

সোনাগাজী বলেছেন:



কোন বিষয়ের উপর সময়োপযোগী করে লেখার ক্ষমতা নেই ৯৮% ছেলেমেয়ের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.