নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ যেদিকে যাচ্ছে, ইউক্রেনে সীমিত শক্তির নিউট্রন বোমা পড়বে।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৪



বাইডেনের উপস্হিতিতে আজকে ব্রাসেলসে ন্যাটোর মিটিং চলছে; ভার্চুয়াল মিটিং প্রতিদিনই চলছে; এখন সামনাসামনি মিটিং হচ্ছে, পুর্ব ইউরোপকে যুদ্ধ চালিয়ে যাবার জন্য মানসিকভাবে প্রস্তুত করাই ইহার উদ্দেশ্য। যুদ্ধ চলতে থাকলে ইউক্রেন ক্রমেই মাটির সাথে মিশবে, পোল্যান্ড, হাংগেরী, মালদোভিয়া, লাটভিয়া কঁণপতে থাকবে এবং ন্যাটোর উপর পুরোপুটি আস্হা আনবে যে, ইহা বিশ্বের রক্ষক।

অন্যদিকে যুদ্ধ ১ মাস চলছে, পুটিনের কোন উদ্দেশ্যই হাসিল হয়নি; সে যেভাবে চাপের ভেতর আছে; তাকে কমপক্ষে দেখাতে হবে যে, রাশিয়ান বাহিনী জয়ী হয়েছে। এখন ইউক্রেন যদি পুটিনের শর্ত না মানে, পুতিন ছোট ক্ষমতার নিউট্রন বোমা ফেলতে পারে ইউক্রেনে। তখন আরো মানুষ পশ্চিম সীমান্ত দিয়ে পালিয়ে যাবে, বাকীরা সরকারের অনুপস্হিতিতে রাশিয়ান বাহিনীর সাথে সমঝোতা করতে পারে। এই অবস্হার কথা ভেবেই বাইডেন ন্যাটোর লোকদের সাথে ও ইইউ'র সাথে কথা বলতে গেছে।

জিলেনস্কিও এই ব্যাপারগুলো দেখছে, সে মাঝে মাঝে বলেছে যে, সে পুটিনের সাথে কথা বলবে। সে যাতে পুটিনের সাথে কথা না বলতে পারে, সেটা নিশ্চিত করতে, ন্যাটো তাকে বিবিধভাবে উৎসাহিত করছে। সম্প্রতি জিলেনস্কিকে আমেরিকা, বৃটেন, জাপান, জার্মান, ইসরায়েলের পার্লামেন্টগুলোতে বক্তব্য রাখতে দেয়া হয়েছে; এতে জিলেনস্কির সাহস ফিরে আসছ, সে দেখছে যে, পশ্চিমের শক্তিশালী নেতারা তার সাথে আছে।

আসলে, আমেরিকান কংগ্রেস, বৃটিশ পার্লামেন্টর লোকজন, ইসরেয়েলের নেসেটের লোকজন জিলেনস্কি মত ডামীর বক্তব্য শোনার জন্য বসে আছে? ওরা এই ধরণের ইডিয়ট কম দেখেনি, ওদের এজেন্ডা আলাদা, রাশিয়ায় পুটিন মনোভাবের লোকদের কন্ট্রোলে আনা। এই জন্য পশ্চিম ভালো দেশ পেয়েছে, যারা নিজেদের দেশের ক্ষতি করে ন্যাটোর এজেন্ডা কার্যকরী করছে।



মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

জিলেন্যাস্কি এখন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে?

পশ্চিম আমার সাথে আছে,এটা জিলেন্যাস্কি থেকে আপনি ভালো বুঝলেন কিভাবে?

২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:



আমি যা লিখছি, সেটা আমার পর্যবেক্ষণ মাত্র। আমি গত কিছু বছর থেকে বলে আসচিলাম যে, পুটিন, শিন জিনপিং, ট্রাম্প, এরদেগান, কিম, মোদী ও আয়াতোল্লারা কিন্তু মানুষ নয়, এরা দৈত্য।

২| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

ভালো পর্যবেক্ষণ;কয়েকজন মানুষের নাম বলুন বর্তমান বিশ্ব নেতাদের।

২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:



জার্মানীর মার্কেল, কানাডার ট্রুডো, আমেরিকার ওবামা, সুইডেনের এন্ডারসন, জাপানের কিসিদা

৩| ২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


চিন্তা ভাবনার লেভেলে অনেক উচুতে কোন দেশের রাজনীতিবিদদের?

২৪ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

সোনাগাজী বলেছেন:



ইসরায়েল, জার্মানী, সুইডেন, কানাডা, জাপান, কোরিয়া, নরওয়ে, গ্রীনল্যান্ড, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া।

৪| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৮:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


পুটিন এখন সব রুবলে পেমেন্ট চায়।

২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:০২

সোনাগাজী বলেছেন:



পুটিনের ডলারের অবাব হবে না, ওর কাছে তেল, গ্যাস, তামা, হীরক, নিকেল, সবই আছে; আরো আছে ক্যাশে ৬০০ বিলিয়ন ডলার। চীনও কিছু দেবে।

৫| ২৪ শে মার্চ, ২০২২ রাত ৮:৫৮

গেঁয়ো ভূত বলেছেন: কথায় যুক্তি আছে, আজ কিন্তু ইনিয়েবিনিয়ে পশ্চিমা দানবের পক্ষে বলেন নাই ।

২৪ শে মার্চ, ২০২২ রাত ৯:০৪

সোনাগাজী বলেছেন:



ইনিয়ে বিনিয়ে ব্লগের লোকদের পক্ষে বলতে চাই, কিন্তু বলার মতো কিছু থাকে না, আছে কিছু নাম, যেগুলোর ৭০ ভাগই অপব্লগার।

৬| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:১০

নাজিম সৌরভ বলেছেন: এক মাস আগে থেকে ওরা জানতো রাশিয়া হামলা করবেই। এই যুদ্ধটা না শুরু হবার জন্য জিলেনস্কি এবং ন্যাটোর হাতে অনেক সুযোগ ছিল। তবুও জিলেনস্কি যুদ্ধটা নিজের ঘাড়ে নিয়েছে। এখন সে নাকি পুতিনের সাথে সরাসরি কথা বলতে চায়!

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:



সে বুঝতে পারেনি যে, পুটিন সত্য সত্যই আক্রমণ করবে; এখন সে মগজ হীনের মতো বকছে, সমাধান তার হাতে নেই; উহা ন্যাটোর হাতে; কিন্তু দেশ জ্বলছে।

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:




আমাকে কমেন্ট ব্যান করে জেনারেল করে রেখেছে, কোথায়ও মতামত জানাতে পারছি না; অনেকেই হাউকাউ লিখে ব্লগ ভরাচ্ছে।

৭| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: যুদ্ধটা কি ভিয়েতনাম যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী হতে চলছে?

২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৯

সোনাগাজী বলেছেন:



না, ইহা ৭ দিনে শেষ হওয়ার কথা ছিলো; আগামী ২/৩ মাসের মাঝেই কিছু একটা ঘটবে।

৮| ২৫ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪০

নূর আলম হিরণ বলেছেন: জেলেনস্কি ইউক্রেনের ভিপি নুরুল হক নুরু।

২৫ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫২

সোনাগাজী বলেছেন:



ইডিয় টের কারণ, মানুষ মরছে মাছির মতো, দেশও শেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.