নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগ থেকেই শিক্ষিত খারাপ বাংগালীদের সম্পর্কে কিছুটা ধারণা পাবেন।

২৫ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৫



গতকাল পর্ণ দিয়ে ব্লগে ফ্লাডিং করেছে ১ জন ব্লগার; সে ১টি নতুন নিক ব্যবহার করে পর্ণ পরিবেশন করেছে, এবং আসল নিকে নিয়মিতভাবে ব্লগিং করে যাচ্ছে নিশ্চয়ই; তার সাথে বেশ কিছু পরিমাণ ব্লগারের যোগাযোগ আছে। আগে এই ধরণের ফ্লাডিং প্রায় প্রতি সপ্তাহে হতো, এবার অনেকদিন পরে হলো।

যারা এতে যুক্ত, তারা সাধারণত এই ধরণের ফ্লাডিং'এর পর ইহার প্রতিবাদও নিশ্চয় করে থাকে; এটাই গার্বেজ চরিত্রের লোকদের জীবন।

এরা স্বাভাবিক ব্লগারদের মতো পোষ্ট দেয়, মন্তব্য করে; অনেকেই এদেরকে ঠিক মতো চিনেন না; এদেরকে চিনতে হয় তাদের তাদের ভাবনাচিন্তা, লেখা ও মন্তব্য থেকে; চাঁদগাজী নিক এদের বুঝতেন বলে মনে হয়, সেই কারণেই এরা ব্লগার চাঁদগাজীকে ব্লগ থেকে উৎখাত করার চেষ্টা অব্যাহত রেখেছে দীর্ঘ সময় ধরে।

চাঁদগাজীকে ব্লগ-ছাড়া করার পেছেন অনেক ধরণের মানসিকতার লোকজন আছে, এমন কি তথাকথিত কিছু ভালো ব্লগারও আছে; গত নববর্ষের দিন চাঁগাজীকে ব্যান করার পর, ফ্লাডিংবাজরা ছাড়াও অনেক পরিচিত তথাকথিত ভালো ব্লগার পোড়া আলুর কিছুটা স্বাদ নিয়েছেন। ডিসেম্বরের শেষ সপ্তাহে চাঁদগাজী নিককে পোষ্টের মাধ্যমে আক্রমণ করার সময় এসব তথাকথিত ভালো ব্লগারেরা কিন্তু আক্রমণকারীদের থামানোর চেষ্টা করেনি।

ডিসেম্বরের শেষ সপ্তাহের আক্রমণের সময়, সামান্য পরিমাণ সচেতন ব্লগার ব্লগে এই ধরণের গার্বেজ পোষ্টের বিপক্ষে কথা বলেছিলেন। চাঁদগাজী নিক যদি চুপ হয়ে থাকতো, এদেরকে উত্তর না দিতো, ব্যান করতে সময় লাগতো! চাঁদগাজীকে কয়েকজন ব্লগার এই ব্যাপারে বলেছিলেন, কিন্তু চাঁদগাজী উপদেশ শুনেননি।

যা হওয়ার হয়েছে; কিন্তু চাঁদগাজী যেভাবে কথা বলেন, লেখেন, এগুলোর কিছু পাঠক সব সময় ছিলো ও আছে, এবং চাঁদগাজী জেনারেশন'৭১ এর প্রতিনিধি; সামান্য ম্যাঁওপ্যাঁও পোষ্ট, ফ্লাডিং ম্লাডিং ইত্যাদিকে ভয় করার মতো ব্লগার চাঁদগাজী কখনো ছিলেন না।










মন্তব্য ৫৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:

চাঁদগাজী এলার্জীর ঔষধ কি?

২৫ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৬

সোনাগাজী বলেছেন:



এই সমস্যার সমধান নেই; জাতির শিক্ষিতদের বড় অংশের কোন বিষয়ে সম্যক জ্ঞান নেই, তাঁদের লেখায় ইহা ধরা পড়ে; চাঁদগাজী নিক ইহা নিয়ে কথা বলতো।

২| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১১:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


ভূল চোখে পড়ার বিদ্যা চাঁদগাজী কোথ থেকে আয়ত্ব করেছিলো? চাঁদগাজীর চোখে ভুল বাকিদের চোখে ভুলের ডেফিনিশনে পড়ে না কেন?

২৫ শে মার্চ, ২০২২ রাত ১১:৩০

সোনাগাজী বলেছেন:


বেশীরভাগ বাংগালী অন্যের ভুলকে ভুল বলে তর্কে জড়াতে চান না, চেপে যান; অনেক ব্লগার নিজের লেখার ব্যাপার সান্দিহান থাকায়, অন্যের ভুল নিয়ে কথা বলেন না। আবার, অন্যের ভুল ধরলে নিজের কমেন্ট কমে আসে।

৩| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


চাঁদগাজী কি আত্নায় বিশ্বাস করে,যদি করে থাকে তাহলে জানবে ;আইডি ব্যান করা যায়, আত্না নয়।

২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৯

সোনাগাজী বলেছেন:




আমি আত্মায় বিশ্বাসী নই; তবে, মানুষের মনোবলে বিশ্বাসী

৪| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:০৯

নাজিম সৌরভ বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
আপনার লেখা প্রথম পাতায় আসছে না, কোথাও আপনার কমেন্ট যাচ্ছে না। সত্যিই দুঃখজনক।

২৬ শে মার্চ, ২০২২ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:



আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

আমার ২০ বছর ব্লগিং জীবনে প্রায় ১০ বছর 'জেনারেল', ব্যান, কমেন্ট ব্যানে কেটেছে।

৫| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১:০০

সোবুজ বলেছেন: দুই আড়াই বছর ব্লগ পড়ছি।ব্লগ পড়ে মনসিকতা উন্নত হয়েছে এমন একজনকেও দেখছি না।যে যেমন ছিল তেমনি আছে।বরং কেউ কেউ নাই হয়ে গেছে।চোখে পড়ছে,চার বিয়ে নিয়ে এখন কেউ ওকালতি করতে আসছে না।এ দিকটায় সবের আগে ছিল নুরু ভাই।নুরু ভাইয়ের উন্নতিটাই চোখে পড়ছে।অবনতি হয়েছে আমার।আপনার লেখা পড়ে আগের চিন্তা থেকে অনেকটা সরে এসেছি বেশ কিছু বিষয়ে।ঠিক বেঠিক নিয়ে দ্বন্ধে আছি।

২৬ শে মার্চ, ২০২২ রাত ১:২৫

সোনাগাজী বলেছেন:



আমি যা লিখি, সেটা আমার নিজস্ব ধারণা থেকে, ভুল যে নেই, তা বলা কঠিন।

বাংগালীরা ধর্মীয় কারণেই বেদুইনদের মতো লজিক-বিহীন জাতিতে পরিণত হয়েছে; যুগ যুগ আছে একই অবস্হায়।

৬| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ৮:১৬

নূর আলম হিরণ বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার ডাক প্রথম কার মুখে শুনেছেন?

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৩

সোনাগাজী বলেছেন:



আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

আমাদের এলাকার লোকজন শেখ সাহেবের থেকে মওলানাকে বেশী জানতেন; আমরা প্রথম শুনেছি মাওলানার মুখ থেকে।

৭| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ৮:৫৪

এস সুলতানা বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৪

সোনাগাজী বলেছেন:


আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।

৮| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খাইয়াদাইয়া কামকাইজ না থাকলেই মানুষ ফ্লাডিং করতে পারে।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৬

সোনাগাজী বলেছেন:



শিক্ষিত হয়ে, পর্ণ দিয়ে ফ্লাডিং করার জন্য যথেষ্ঠ বড় ধরণের ইডিয়ট হতে হয়।

৯| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৮

ছদকার ছাগল বলেছেন: অত্যন্ত দুঃখের বিষয়

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫০

সোনাগাজী বলেছেন:



ব্লগে এদের সংখ্যা ও সমর্থকদের অনুপাত এখন বেশ বড় আকারের হবে।

১০| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৯

গেঁয়ো ভূত বলেছেন:

চাঁদগাজীর কি কোনো ভুলত্রুটি হয়?
হয়ে থাকলে সেগুলো কি কি?
ঘুরিয়ে পেঁচিয়ে না, সরলভাবে জানতে চাই, অপ্রাসঙ্গিক কিছু বলবেন না প্লিজ।
শুভকামনা।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৭

সোনাগাজী বলেছেন:


ব্লগিং'এ চাঁদগাজী নিক থেকে ভুলভাবনা, অপধারণা ও ত্রুটিপুর্ণ কোন পোষ্ট করা হয়নি। মন্তব্যেও নিজের ভাবনানুযায়ী সঠিক মন্তব্য করার চেষ্টা করেছেন; আমি বলবো, ভুলত্রুটি তেমন ছিলো না।

একটা ব্যাপার, সেটাকে ভুল কিনা বলা কঠিন, ব্লগিং ও নিজের বক্তব্যের ব্যাপারে নিকটি কারো কোন উপদেশ নিতেন না।

১১| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: কবে মুক্তি পেলেন?
স্বাগতম।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



মুক্তি পাইনি, কমেন্ট করার ক্ষমতা ফিরে পেয়েছি গতকাল।

১২| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৭

নিমো বলেছেন: এই ব্লগের কান্ডকারখানায় আমি হতাশ। গতকাল (গণহত্যা দিবস) ও আজ (স্বাধীনতা দিবস) উপলক্ষে ব্লগ কর্তৃপক্ষের কোন পোস্ট নেই, ব্যানার পরিবর্তন নেই। এগুলো করতে লাখ লাখ টাকা লাগে বোধকরি। বরং গত কয়েক বছরে যে ধরণের পোস্ট ও ব্লগার নামক আবর্জনা আশ্রয় ও প্রশয় পেয়েছে তাতে এটাকে সোনারবাংলা ব্লগ বলে ভুল হতে পারে।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



কিছু পরিমাণ সাধারণ অপরাধী ব্লগে নাম লিখায়েছে।

১৩| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৫

বংগল কক বলেছেন: শুধুমাত্র অত্যন্ত খারাপ ব্লগাররাই চাঁদগাজী সাহেবের সাথে বেয়াদবি করতে পারে।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনিও ব্লগিং'এর সুযোগ নিচ্ছেন, এটা শুধু বাংলাদেশেই সম্ভব।

১৪| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: ব্লগে কারা দুষ্ট লোক, কারা ক্যাচাল করে, কারা রুচিহীন পোষ্ট দেয়, এবং কে বা কারা নোংরা ছবি দেয়- তা ব্লগ টিম জানেন না। এটা হাস্যকর।
খুব সূক্ষ্মভাবে হিসাব করলে এদের ধরা যায়। বুঝা যায়।

ব্লগ টিমের উচিচত সামুর উপদেষ্টা করা আপনাকে। তাহলে ব্লগ শান্তি মতো চলবে। ফালতু ব্লগাররা চুদুর বুদুর করতে পারতো না।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:




আমি সামুর কোন কিছুতে যুক্ত হওয়ার কথা ভাবছি না।

১৫| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে মনে হয় ব্লগ টিম চায় বলেই দুষ্টলোকেরা ব্লগে টিকে আছে। যা মন চায় পোষ্ট করতে পারছে। যা মন চায় মন্তব্য করতে পারছে।

এঁর আগে যখন সামুতে নোংরা ছবি দিয়ে ভরিয়ে ফেলা হয়েছিলো, সেটার যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো। তাহলে আর এরকম ঘটতো না।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



কে কি করছে, সামুর এডমিন জানার কথা।

১৬| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: চাঁদগাজীকে ব্যান করার পর দুষ্ট ব্লগাররা যেন উজাইয়া গেছে। চাঁদগাজী থাকলে দুষ্টরা উজাইতে পারতো না। ব্লগ টিম চাঁদগাজীকে ব্যান করে দুষ্টদের অবাধ সুযোগ দিয়েছেন।

আমার অনুরোধ চাঁদগাজী কে ফিরিয়ে আনুন। চাঁদগাজী থাকুলে দুষ্টরা হারামিপানা করতে পারবে না।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:



এই লোকগুলো কোন বিষয় ঠিক মতো বুঝে না, কোন বিষয়ের উপর লিখতে পারেনা।

১৭| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনিই তো চাঁদগাজী?

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:



সেটা আমারই নিক ছিলো।

১৮| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখানে যারা পুতু পুতু ধরনের মন্তব্য করে
চাঁদগাজীর উমেদারী করছেন তাদের অনেকে
মুখোশধারী চাঁদগাজীর বিরোধী শিবির।
এদের থেকে সাবধানতা অবলম্বন করুন।
এরা কখনোই কারো দলের নয়। এরা
দু-মুখো সাপ।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৩

সোনাগাজী বলেছেন:



ওগুলো খাঁটি বাংগালী

১৯| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মান এবং জান বাঁচিয়ে ব্লগিং করতে হয়।

তৈলাক্ত মন্তব্য না করলে অপমান করে।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:



আমার ২০ বছর ব্লগিং'এর অর্ধেক সময় কেটেছে ব্যানে, সাময়িক ব্যানে, জেনারেল হয়ে, কমেন্ট ব্যানে; আমি আমার মতো করে লিখছি ও কমেন্ট করে যাচ্ছি। এখনো জেনারেল।

২০| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সাহস আছে, আমার সাহস নেই। আমার মন খারাপ হলে আমি লিখতে পারি না তারোপর জ্ঞানও অল্প।

আপনি ঠিকাছেন। আমি ঠিক নই।

এই ব্লগে শান্তি নাই।

২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



কোন ব্লগে শান্তি ছিলো না, সেজন্য প্রায় সবগুলো ব্লগ বন্ধ হয়ে গেছে।

২১| ২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ঠিক বলেছেন।

আরো কয়েকটা বিশেষ কারণ ছিল, সবজান্তা, মাথামোটা এবং অহংকারী লোক মডারেশনে ছিল। তাদের হাবভাব এমন ছিল, তারাই সব বাকিরা সব আলটু ফালটু।

২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৪

সোনাগাজী বলেছেন:



বনাগলাদেশের মানুষ এখনো সোস্যাল মিডিয়ার ভুমিকাকে সঠিকভাবে বুঝতে পারেনি।

২২| ২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ঠিক বলেছেন। বুঝতে বুঝতে বাজার শেষ হয়ে যাবে।

২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:



ব্লগিং করার জন্য সময়োপযোগী লেখক খুবই কম, ইহাও ব্লগিং'এর জন্য বড় বাধা।

২৩| ২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখক তো আছেন কিন্তু পাঠক নেই। যে দেশে শক্তির নাম রাজনীতি সেদেশে ভাল কিছু সম্ভব নয়।

গুগুলপ্লেতে বাংলাদেশে ব্লক করা তা কত বড় অপমারজন চিন্তা করুন।

২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

সোনাগাজী বলেছেন:


বর্তমানে, বাংলাদেশের স্কুলগুলোতে শিক্ষার যেই অবস্হা, ছেলেমেয়েরা সাহিত্য, বিজ্ঞান, টেকনোলোজী পড়বে বলে মনে হয় না।

২৪| ২৬ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিশ্বাস করতে কষ্ট হয়, মাত্র কয়েকজনের অপকর্মের জন্য দেশ ধ্বংস হচ্ছে। বাকিরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কিছু বললে বকাবকি করে।

আপনার লেখা আমি পড়ি এবং অবাক হই। দেশপ্রেমে এখন অপরাধ এবং সর্বনাশের জড়।

২৭ শে মার্চ, ২০২২ ভোর ৬:১১

সোনাগাজী বলেছেন:


আমার স্বাস্হ্য ভালো হলে, আমি যা বলছি, এই ধরণের সামান্য কিছু হলেও করবো।

২৫| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্যাস্ততার কারণে ম্যাওপ্যাও পোস্টগুলো পড়ার সময় হয়না। কিছু ম্যাওপ্যাও পোস্টের লিংক হবে?

২৭ শে মার্চ, ২০২২ রাত ১:২০

সোনাগাজী বলেছেন:



লিংক দিলে এডমিন আমাকে আবার ব্যান করবেন।

২৬| ২৭ শে মার্চ, ২০২২ রাত ২:৪২

গরল বলেছেন: আমি মনে করি Survival of the fittest থিওরী কাজে লাগানো উচিৎ। সব ওপেন থাকবে, সারভাইভ করতে পারলে করবে না হলে করবে না। শুধু ফ্লাডিং আর পর্ণ টা নিয়ন্ত্রণ এ রাখতে হবে।

২৭ শে মার্চ, ২০২২ রাত ৩:১০

সোনাগাজী বলেছেন:



সামু এখনো টিকে আছে, ইহাই বিশাল সংবাদ; বাংগালীরা সোস্যাল মিডিয়াকে জনপ্রিয় করতে পারবে না; কারণ, বেশীরভাগ লেখক যা লেখেন, এগুলো মোটামুটি অচল ব্যাপার স্যাপার; এবং যারা সোস্যাল মিডিয়া চালাচ্ছেন, তারা কতটুকু দক্ষ সেটা বলা মুশকিল।

২৭| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমারো কেন যেন মনে হয় একটা ননসেন্স ব্লগিংও করছে সেই সংগে নোংরামীও করছে।

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৫

সোনাগাজী বলেছেন:



১ নিক থেকে পর্ণ-ফ্লাডিং করলেও, বেশ কিছু ব্লগার এতে যুক্ত আছে।

২৮| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্যন করবেনা ।

২৮ শে মার্চ, ২০২২ রাত ৩:৩২

সোনাগাজী বলেছেন:


তা'হলে লিংক না দিয়ে ২/৩ জন ব্লগারের নামই দিয়ে দিই: জটিলভাই, জ্যাকেল, টারজান, মা হাসান, ঋণাত্মক শুন্য, কামারুজ্জমান; আরো আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.