নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী নিকের ব্যানটা তুলে নেয়া উচিত

২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:৪০



ব্লগার চাঁদগাজী ব্লগে মোটামুটি পরিচিত একজন মানুষ, এই নিকে ৭ বছর ব্লগিং করেছেন সামুতে; চলমান ঘটনাপ্রবাহের উপর নিজের মতামত যোগ করে পোষ্ট লিখতেন, সাথে থাকতো বিশ্বরাজনীতি, অর্থনীতি, টেকনোলোজী ও আধুনিক সমাজ ব্যবস্হা নিয়ে আলোচনা; মন্তব্যও করা হতো আধুনিক ধারণা ও ভাবনাচিন্তার আলোকে। চাঁদগাজী মিশ্র-সংস্কৃতির মানুষ, দেশে ও পশ্চিমে পড়ালেখা করেছেন, কাজ করেছেন, বসবাস করেছেন।

সমসাময়িক বিষয় নিয়ে দেশের শিক্ষিত শ্রেণীর সাথে আলাপ-আলোচনা করেছেন, তর্ক করেছেন, নিজের মতামত জানায়েছেন। চাঁদগাজী নিকে ব্লগিং করার সময়, পশ্চিমের আধুনিক সমাজ ব্যবস্হাকে তুলে ধরার চেষ্টা করেছেন। ব্লগে যাঁরা আলাপ আলোচনা করতে পছন্দ করতেন, তাঁরা চাঁদগাজীর পোষ্টে আসতেন।

বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি পশ্চিম থেকে বরাবরই কিছুটা আলাদা; ফলে, একই বিষয়ের উপর ধারণা ও লজিক একই লেভেলে থাকেনি সব সময়; এই কারনে, অনেক সময় আলোচনা একই বিন্দুতে পৌঁছেনি। পশ্চিম থেকে বাংলাদেশকে দেখলে, যেই চিত্র ফুটে উঠে, দেশের ভেতর থেকে উহা একটু আলাদা হবে সব সময়; এই সমস্যা থেকে যাচ্ছে আরো লম্বা সময়ের জন্য। এই কারণে, প্রবাসী বাংগালী ব্লগার ও দেশে অবস্হানরত বাংগালী ব্লগারদের ধারণা ও দৃষ্টিভংগি কিছুটা আলাদা হবে সব সময়।

চাঁদগাজী নিকে ৭ বছর ব্লগিং করলেও জেনারেল, সাময়িক ব্যান, কমেন্ট ব্যান, ইত্যাদি মিলে প্রায় দেড় বছর সময় অলসভাবে কেটেছে। তবে, চাঁদগাজী নিকের উৎসাহের অভাব ঘটেনি কখনো।

সামু একটি প্রাইভেট ব্যবসা, এবং ইহা বাংলাদেশের সংস্কৃতিতে বেড়ে-ওঠা আধুনিক সোস্যাল মিডিয়া ব্যবসা; ইহার উদ্দেশ্য ও আদর্শ মালিকপক্ষের প্রাইভেট ব্যাপার। চাঁদগাজীকে কি কারণে ব্যান করা হয়েছে বলা মুশকিল; যেই কারণেই করা হোক না কেন, উহা সঠিক পদক্ষেপ ছিলো না; সামুর উচিত চাঁদগাজীকে ব্যানমুক্ত করে দেয়া।

চাঁদগাজী নিকের ব্লগিং ডাটা :

পোস্ট করেছি: ১৯৯৬টি
মন্তব্য করেছি: ৯২৩৭৫টি
মন্তব্য পেয়েছি: ৮৭৫৫৪টি
ব্লগ লিখেছি: ৭ বছর ২ মাস
অনুসরণ করছি: ৩৫৯ জন
অনুসরণ করছে: ৭৭৭ জন

মন্তব্য ৪৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমিও মনে করি, তাঁকে ফিরিয়ে আনা হোক।

যত দূর জানি যে, তিনি বুঝতে পেরেছেন যে, সামু একটি আন্তর্জাতিক ব্লগ হলেও দেশের আইনকে সম্মান জানায়। চাঁদগাজী কথা দিয়েছেন যে- তিনি এমন কিছু করবেন না, যা সামুকে বিপদে ফেলতে পারে।

@জানা আপা ও জাদিদ ভাই, কিছু করা যায় কি, প্লিজ?

২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:০৫

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজীর পোষ্ট বা মন্তব্যে সামুর কোন ক্ষতি করেনি।

২| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:৫৩

এমএলজি বলেছেন: প্রাইভেট ব্যবসায়ও কর্মকান্ডের স্বচ্ছতা আশা করা যেতেই পারে।
সদয় বিবেচনা করুন।

২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:০৬

সোনাগাজী বলেছেন:



ষডয় হওয়ার দরকার নেই, কমনসেন্স ব্যবহার করলেই সমস্যা কমে আসবে।

৩| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এ ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী? তাদের মতামত আশা করছি।

২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:০৭

সোনাগাজী বলেছেন:



সামুটিম ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন।

২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:৫০

সোনাগাজী বলেছেন:




ব্লগার সত্যপথিক শা্য্যানের পোষ্টর ৩ নং কাজটা করতে পারবেন কিনা দেখেন।

৪| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখক বলেছেন:
চাঁদগাজীর পোষ্ট বা মন্তব্যে সামুর কোন ক্ষতি করেনি।
==============

তা তিনি করেননি। কিন্তু, ইনিচ্ছাকৃত ভুল করে বেফাঁস কিছু কথা বলে ফেলেছিলেন যা সামুকে বিপদে ফেলতে পারতো।

২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:



আচ্ছা।

৫| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কি কি অভিযোগের কারণে চাঁদগাজী নিকটি ব্যান করা হয়েছে সঠিক জানি না।
তবুও মনে হয় চাঁদগাজী নিকটি পুরাপুরি ব্যান না করলেও চলতো।

২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, চাঁদগাজীকে টার্গেট করা হয়েছিলো কোন কারণে।

৬| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:০০

হাসান মাহবুব বলেছেন: আপনি ১ লাখ কমেন্ট করবেন এই আশা ছিলো আমার। তা আর পূরণ হলো না :((

২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:০৪

সোনাগাজী বলেছেন:



আমার মনে হচ্ছে, এগুলো ফ্যাক্টর হয়ে গিয়েছিলো।

৭| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:১২

গরল বলেছেন: চাঁদগাজী নিক ব্যান হওয়ার পেছনে একটা গ্যাং কাজ করেছে, তারা জোটবদ্ধ হয়ে ব্লগ ছেড়ে যাবার ভয় দেখিয়েছে। কতৃপক্ষ ব্লগের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাঁদগাজীকে ব্যান করেছে। তবে আমি জোড় দাবি জানাচ্ছি আবার চাঁদগাজীকে উম্মুক্ত করে দেওয়ার জন্য। যারা ব্যান এর পক্ষে ছিল তাদের বলব আপনারা শক্ত প্রতিপক্ষকে ভয় না পেয়ে তাকে প্রতিরোধ করতে শিখুন তাতে আপনাদেরই সক্ষমতা বৃদ্ধি হবে।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:



সম্ভবত এই রকম কিছু একটা ঘটেছে।

৮| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: চাঁদগাজী নিককে থেকে ১ লাখ মন্তব্য করার সুযোগ দেয়া যায় কী? সামু টিমের প্রতি অনুরোধ নিকটি আনব্যান করা যায় কি?

২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



সংখ্যা দিয়ে আমি কি করবো, আমি বুঝতে চেয়েছি, বাংলাদেশে কয়জন পড়ছেন, কয়জন না'পড়ে শিক্ষিতের খাতায় নাম লিখাচ্ছেন, এটুকুই!

৯| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


চাঁদগাজী জেনারেল,সাময়িক ব্যান,কমেন্ট ব্যানের মাঝেও টিকে ছিলো,আলটিমেট ব্যান দরকার ছিলো না।সামুর কতৃপক্ষ কেন বুঝেনি এই দুষ্প্রাপ্য জীব সহজে আসবে না?


বাঙালীর হাতে ব্যাবসা থাকা ভয়ংকর,এই বাংলায় উচিত" শব্দটাই ব্যান করা দরকার।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৯

সোনাগাজী বলেছেন:



সামু এর আগে ৬টা নিক হজম করে ফেলেছে!

১০| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৮

অধীতি বলেছেন: কর্তৃপক্ষ কি করে সেটাই দেখার বিষয়।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৫১

সোনাগাজী বলেছেন:



উনারা কি করবেন, সেটা উনারা জানেন হয়তো, ৩ মাস হয়ে গেছে!

১১| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:০০

কেমিক্যাল বাবু বলেছেন: নিশ্চয় সামুটিম ব্যান তুলে নিবেন। সামুটিমকে অগ্রিম ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:০২

সোনাগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ, টিম নিশ্চয় ইহার বিধান করতে ইচ্ছুক।

১২| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

কর্তৃপক্ষ কতবার পরিবর্তিত হয়েছে ৬টি নিক হজম করতে?

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:




দেশে ব্লগিং'এর পরিবেশ এখনো গড়ে উঠেনি

১৩| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু রেকর্ডের দরকারী। আপনি সামুতে সর্বাধিক মন্তব্যকারী। আপনার পরে সম্ভবত হামা ভাই সবচেয়ে বেশী মন্তব্য করেছেন। উনি ৭৩ ০০০ এর বেশী মন্তব্য করেছেন।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:১১

সোনাগাজী বলেছেন:



আমার মন্তব্যই আমার জন্য সমস্যা হয়ে গেছে, এখন মন্তব্য করা ছেড়ে দিয়েছি।

১৪| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:০৮

দূরের যাত্রী বলেছেন: আপনি হাগার বছরের শ্রেষ্ঠ ব্লগার। নিকে কি আসে যায়। আপনার কীবোর্ড হেলনে সাবেক প্রধানমন্ত্রী জেল খাটে। আবার আপনার আশীর্বাদে মা জননী টানা ক্ষমতায় থাকে। সেই সুযোগে কত সোনার ছেলেরা কোটি কোটি কামিয়ে নেয়। দ্যাখেন মা জননীরে বইলা সামুর জন্য মাসে মাত্র চার লক্ষ টাকার ব্যবস্থা করতে পারেন কিনা।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:১২

সোনাগাজী বলেছেন:


আপনার ৫ বছর:

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৬৩টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৫ বছর ৪ মাস

১৫| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:২৩

দূরের যাত্রী বলেছেন: থুক্কু, পরিসংখ্যান দেখাইয়া কাম নাই। আমি মাল্টি। ব্লগ সম্মন্ধে আরও জানতে হইবেক আপনার। না হয় শিরোপা বেদখল হইয়া যাইবেক।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



হয়তো নাম অনেক, কোয়ালিটি একটিই

১৬| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
চাঁদগাজী আমি প্রচন্ড অপছন্দ করি, তবে কখনো হত্যার ইচ্ছা যাগে না।
তবে অনেক হয়েছে, এখন চাঁদগাজী নিকের ব্যানটা তুলে নেয়া উচিত।
কর্তৃপক্ষ কি করে সেটাই দেখার বিষয়।
তবে আমি নিশ্চিত জাদিদ ভাই অন্তত চাঁদগাজীকে অপছন্দ করে না। কিন্তু উনি নিরুপায়।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:



এই অবস্হা? চাঁদগাজীকে নিয়ে অনেকেই সমস্যায় আছেন?

স্বয়ং এডমিন যদি নিরুপায় হয়ে থাকেন, ব্যান তোলার দরকার নেই!

১৭| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কাছে যেটা উচিত
অন্যের কাছে হয়তো সেটা
অনুচিত।
অপরের মতামতকে সম্মান
দিন।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১:০২

সোনাগাজী বলেছেন:



আমার মণে হয়, আমি অন্যের মতামতকে সন্মান করার কারণে ব্লগে অনেকেই আমার সাথে আলোচনা করতেন। তবে, ভুল ধারণা ও ভুল মতামতকে সন্মান করা ঠিক উচিত কাজ নয়।

১৮| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


হারিয়ে যাওয়া চাঁদগাজী ফিরবে? কিংবা মৃত চাঁদগাজী অন্যরুপে পূণর্জন্মের প্যাটার্নে সামুতে বেঁচে থাকবে?

২৯ শে মার্চ, ২০২২ রাত ২:০৭

সোনাগাজী বলেছেন:




আমি বুঝাতে চাচ্ছি যে, আমার অধিকার খর্ব করা হয়েছে।

১৯| ২৯ শে মার্চ, ২০২২ রাত ২:০৩

রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর সাথে একটা অন্যায় হয়েছে। বিরাট অন্যায়।

২৯ শে মার্চ, ২০২২ রাত ২:৩৩

সোনাগাজী বলেছেন:



কঠিন পরিবেশ।

২০| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: আমার মন বলছে চাঁদগাজীকে চিরস্থায়ী ব্যান করা হয়নি। সাময়িক ব্যান করা হয়েছে।

২৯ শে মার্চ, ২০২২ রাত ৩:২৩

সোনাগাজী বলেছেন:



সেটা সামুর ব্যাপার, আমার যা বুঝার তা' আমি বুঝেছি।

২১| ২৯ শে মার্চ, ২০২২ ভোর ৫:২২

জগতারন বলেছেন:
চাঁদগাজী'কে ফিরাইয়া আনা হোক।
সহমত!

২৯ শে মার্চ, ২০২২ ভোর ৫:২৬

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ, আশাকরি সামু নিদেদের গুরুত্ব বুঝতে পারবে।

২২| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ৭:৩১

নূর আলম হিরণ বলেছেন: আপনি এই নিকটি না খুললে হয়তো ব্যান তুলে নিতো। ফিরে আসাতে এখন সম্ভাবনা কম।

২৯ শে মার্চ, ২০২২ সকাল ৮:১৮

সোনাগাজী বলেছেন:



আমাকে অন্যায়ভাবে ব্যান করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.