নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

৫২ বছর মানুষ অভিযোগ করে চলেছেন, উহা সরকারগুলোর কানে ঢুকেনি

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩০



বাংলাদেশের জন্ম থেকেই মানুষ অভিযোগ করে চলেছেন; কিন্তু মানুষের অভিযোগগুলো সরকার অবধি কখনো যায়নি; সরকার বধিরের মতো নিজের কাজ করে চলেছে, মানুষের কথানুসারে কিছুই করার চেষ্টা করেনি। ১৯৭২ সালে মানুষ দ্রব্যমুল্য নিয়ে অভিযোগ করেছেন, আজকে ২০২২ সালেও একই অভিযোগ করছেন; ৫২ বছরেও এই সমস্যার সমাধান হয়নি।

সরকারের কাছে মানুষের অভিযোগ কিভাবে পৌঁছে? পত্রিকা, টেলিভিশন প্রতিবেদন, মিছিল, হরতাল? আসলে, এগুলো সঠিক পথ নয়, সঠিক পথ হলো, পার্লামেন্টের সদস্যরা মানুষের অভিযোগ সরকারের কাছে নিতে হয়, পার্লামেন্টে বিল আনতে হয়, আইন করে আয়ের সাথে বাজার দরের সমন্ময় করতে হয়; এটাই সঠিক পথ।

আমাদের এমপি আমেরিকান ডলারে বিলিওনিয়ার; করোনার মাঝে আমেরিকা এসেছিলেন, মানুষের অবস্হা নিয়ে কথা হয়েছে, উনার লাইফষ্টাইল নিয়ে কথা হয়েছে। উনার ধারণা, বাংগালীরা এখন আগের যেইকোন সময়ের চেয়ে ভালো আছে। উনার এই ধারণার কারণেই উনি জীবনে মানুষের "আয় ও বাজার দরের সমন্ময় করার কথা ভাবেননি" বলে আমার ধারণা।

আমাদের এমপি'র বড় বড় ৩টি পুকুর আছে, নিজের পুকুরের মাছ খান সারা বছর; যখন ঢাকায় থাকেন, উনার জন্য ২/৩ দিন পর পর নিজ পুকুরের মাছ পাঠাতে হয়। উনি নিজের গ্রামের বাড়ীর পেছনে একটি বাগান বাড়ী করেছেন, সেখানকার শাক, সবজী খান। উনার বাগান বাড়ী ও মাছ চাষের জন্য যতগুলো মানুষ রেখেছেন, শহরে আনা নেয়ার জন্য গাড়ী রেখেছেন, মনে হয়, প্রতি কেজি বেগুনের দাম পড়ে ২/৩ হাজার টাকা। উনার জন্য টাকা কোন সমস্যা নয়, সেইজন্য উনার মাথায় বিল আসেনি কোনদিন।

৫২ বছর যেভাবে গেছে, আরো ৫২ বছরও সেভাবে যাবে; মানুষের কথা সরকারের কানে ঢুকবে না; ইহার থেকে বের হওয়ার উপায় কি? উপায় হলো খাদ্য ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের উপর নিজেদের মালিকানা প্রতিষ্ঠা করা; এটা ভয়ংকর শক্ত কাজ, গত ৫২ বছরে মানুষ ইহা করার চেষ্টা করেনি; ইহা করা কি সম্ভব?




মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


নিজের মালিকানা প্রতিষ্ঠিত কীভাবে হবে? বিপ্লব টাইপ কিছু করতে হবে?

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪১

সোনাগাজী বলেছেন:




বিপ্লবের দরকার নেই, অর্থনৈতিক বিপ্লব, সমবায়।

২| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪

নাজিম সৌরভ বলেছেন: নিত্য প্রয়োজনীয় কৃষিজ দ্রব্যের উপর জনগণ যেন আত্মনির্ভরশীল হয়ে উঠে, শাইখ সিরাজ গত কয়েক যুগ সেই চেষ্টা চালিয়ে আসছেন। মানুষ যখনই উদ্ভুদ্ধ হয়ে বড় ধরনের খামার প্রকল্প হাতে নেয়, তখনই ভিক্ষুকের মত এক শ্রেণির লোক চাঁদার জন্য এসে লাইন ধরে। এদেরকে প্রতিহত করবে কে?

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫২

সোনাগাজী বলেছেন:



উনার উদ্দেশ্য কি ছিলো আমি জানি না, খাদ্য ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মালিকানা সাধারণ মানুষের হাতে আনা সম্ভব; যেমন টিসিবির মতো একটি প্রতিষ্ঠান সমবায়ের মাধ্যমে করা সম্ভব।

৩| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৩

আমি ব্লগার হইছি! বলেছেন: জমির উপর মালিকানা প্রতিষ্ঠা করতে পারলেও খাদ্যের উপর প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাচ্ছে। ধান্দাবাজ বর্গাদার রা ফসলের ভাগ বা টাকা ঠিকমতো পরিশোধ করতে চায় না। সব সময় তাদের নাকি ফসল খারাপ হয়।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



এখন সাধারণ মানুষ জমি বিক্রয় করছে, ধনীরা জমি কিনছে; কিন্তু ধনীরা তো চাষ জানে না। ধনীদের ফসলের জমি কেনা জাতির জন্য ভয়ংকর ব্যাপার। বসুন্ধরা আগামী ২০ বছরের মাঝে বাংলাদেশের অর্ধেক কিনে নিবে।

৪| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাংলাদেশের মানুষের মাথার ভিতর মগজ নেই। আমারো নেই। আমরা বাজে কাজে ব্যস্ত। কাজের কথা বললে খ্যাক খ্যাক করে হাসে আর বলে, খেয়ে যেন আর কাজ নেই।

২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৮

সোনাগাজী বলেছেন:


কিবরিয়া সাহবে, সাইফুর রহমান, মুহিত ও মোস্তফা কামালদের কার্মকান্ড ও কথার বাহার অনুসরণ করেন, বুঝতে পারবেন যে, এগুলো কম-বুদ্ধিমান মানুষ।

৫| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০১

স্প্যানকড বলেছেন: আপনার কথাও সরকার শোনে না ! তাজ্জব ! ইহ জিন্দেগীতে কেউ কারো কথা শুনবে না এর কারণ আপনি যেমন জানেন দেশের কুড়ি কোটি লোক ও তেমন জানে। একটা জোকস দিয়া শেষ করছি যখন সম্পর্কে বিশ্বাস আর মোবাইলে নেটওয়ার্ক থাকে না তখন মানুষ গেইম খেলে ! হা হা হা..... ভালো থাকবেন সোনা =p~

২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:



আমার কথা আমাদের এমপি শোনেন, কিন্তু বুঝেন না।

৬| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০১

গফুর মিয়া১৯১ বলেছেন: মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোন কর দিতে হয় না।

এছাড়া একজন মন্ত্রী আরো যেসব সুবিধা পান:

দৈনিক ভাতা: দুই হাজার টাকা
নিয়ামক ভাতা: মাসিক ১০ হাজার টাকা
স্বেচ্ছাধীন তহবিল: ১০ লাখ টাকা
মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা
সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি। ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করবে।
সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ
বিনা ভাড়ায় সরকারি বাসভবন: গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে
আসবাবপত্র: সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র
সরকারি বাসায় না থাকলে: বাড়ি ভাড়া বাবদ ৮০ হাজার টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরণের সেবা খাতের বিল
বিমান ভ্রমণের জন্য বীমা সুবিধা আট লাখ টাকা
সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী
বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের খরচ পাবেন। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তিনি পাবেন। এছাড়া অন্তত দুইজন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন

২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:




আমাদের এমপি এক সময় মন্ত্রীও ছিলেন, আমার মনে হয় না যে, উনি এগুলো তোলায় সময় পেতেন; উনার নিজের ব্যবসা থেকে বছরের রেভেনিউ আসে আমেরিকান ডলারে ১ বিলিয়নের কাছাকাছি।

৭| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

প্রতিদিন বাংলা বলেছেন: আমরা যেমন অভিযোগ করি
নেতা/আমলারাও অভিযোগ করে
পার্থক এই যে -
নেতা আমলার অভিযোগ - "পশ্চিমা সরকার কেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে " .জনগণের অর্থ নিজ নাম রাখলে সমস্যা কেন !?

২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:




ওদের অভিযোগ কাজ করে; সাধারণ মানুষের অভিযোগ শুনে সরকার কিছু করে না, এই হলো পার্থক্য; মানুষকে নিজের সমাধান নিজেই বের করতে হবে, এবং ইহা সম্ভব।

৮| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৮:৩৬

প্রতিদিন বাংলা বলেছেন: লেখক বলেছেন:
ওদের অভিযোগ কাজ করে; সাধারণ মানুষের অভিযোগ শুনে সরকার কিছু করে না, এই হলো পার্থক্য; মানুষকে নিজের সমাধান নিজেই বের করতে হবে, এবং ইহা সম্ভব


অবশ্বই সম্ভব -
তবে আমরা সম্ভব করবোনা
যেমন - সরকারের চাকুরেরা আন্দোলন করে (বেতন বাড়ে ,দ্রব্য মুল্লও বাড়ে ফলের টাকার মান কমে )
"দ্রব্য মূল্য বেড়েছে ,তাই বেতন বাড়াও " কখনো বলে না
দ্রব্য মূল্যের দাম কমাও (দায়সারা ভাবে বলে )
আবার ছোট ব্যাবসায়ীরা ......

২৯ শে মার্চ, ২০২২ রাত ৮:৪২

সোনাগাজী বলেছেন:




আপনি সবার কথা বলেন, নিজের কথা বলেন না; আপনার পোষ্টগুলোতেও আপনার নিজস্ব মতামত থাকে না।

৯| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৯:১১

প্রতিদিন বাংলা বলেছেন: লেখক বলেছেন:
আপনি সবার কথা বলেন, নিজের কথা বলেন না; আপনার পোষ্টগুলোতেও আপনার নিজস্ব মতামত থাকে না।


জনতার একজন, যে কোনো অবস্থার শিকারের একজন
(ব্যাক্তি`র চাওয়া পাওয়া ব্যাক্তিগত -আলহামদুলিল্লাহ )

২৯ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:




আলহামদুলিল্লাহ কিছু দিতে পারবে না, আধুনিক রাষ্ট্র খুবই কমপ্লেক্স ।

১০| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: আমি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যত টুকু জানি এবং বুঝি- তা আওয়ামীলীগের বহু নেতাও জানেন না। হাসিনাও জানেন না। আমাকে হাসিনা ডাকুক, সমস্যা গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:


ঢেখ হাসিনা নতুনভাবে কিছু করবেন না; করলে ২০১০ সালে শুরু করতেন। উনি ভোটের আগে কিছুটা খুঁদ ছড়াবেন। উনার পরে, দেশে গন্ডগোল হবে। মানুষ যদি এখন খাবার ও দরকারী শিল্পে সমবায় গড়তে পারে, মানুষ টিকবে, না'হয়, ইহা ইয়েমেন হবে।

১১| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:২৫

প্রতিদিন বাংলা বলেছেন: লেখক বলেছেন:
আলহামদুলিল্লাহ কিছু দিতে পারবে না, আধুনিক রাষ্ট্র খুবই কমপ্লেক্স


নেয়ার/পাওয়ার কিছুই অবশিষ্ট নেই ,আলহামদুলিল্লাহ, ব্যাক্তি বিশ্বাস ,
চির ধরানোর অধিকার বা ক্ষমতা কারো নেই
(বলাবলি -শুনাশনি চলবে ,চলুক )
.....
আধুনিক রাষ্ট্র খুবই কমপ্লেক্স অথবা সিম্পল (simple)

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৫০

সোনাগাজী বলেছেন:




আপনারা বিশ্বকে বুঝতে পারেন না, বিশ্বের মানুষ কি করছে, সেটা বুঝার মতো অবস্হানে নেই।

১২| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: সরকার বধিরো না আবার অন্ধও না। সব শোনে সব দেখে। তাতে সরকারের যন্ত্র ও জনবলের কিছুই যায় আসে না। তারা ভালো আছে। বাকিদের কথা তাদের চিন্তা না করলেও চলে।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:




সেটাই ঘটছে, ইহা কলোনিয়েল সিষ্টেম।

১৩| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: যাদের দেশ ভাবনা আরো উঁচু মানের হওয়া দরকার তারা আপনার পোষ্টগুলো হয়ত পড়েই না। আমরা পড়ি তবে আমাদের কিছুই করার থাকে না।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৭

সোনাগাজী বলেছেন:




আমাদের মানুষের জন্য আমাদেরকেই করতে হবে

১৪| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৭

গরল বলেছেন: ঠেকতে ঠেকতে একসময় বাঙালী শিখে যাবে কিভাবে দাবি আদায় করে নিতে হয়। যারা মোটামুটি ভাবে কর্মদক্ষ ও উদ্যমি তারা কিন্তু কিছু না কিছু করে পরিবারের উন্নতি করছে। গ্রামে এখন আর কেউ কৃষিকাজ করতে চায় না কারণ পরিশ্রম বেশি ও আয় কম। তার মানে হচ্ছে খাদ্যদ্রব্যের সহজলভ্যতা। কৃষিকাজেরও এখন ইন্ডাষ্ট্রিয়ালাইজেশন দরকার, যা করছে ব্রাক, বসুন্ধরা, স্কয়ার ও আরও কিছু কম্পানী। সমবায় করে একটা গ্রামের মানুষ বড়জোড় একটা ট্রাক্টর কিনতে পারবে, ইন্ডাষ্ট্রি দিতে পারবে না। ইন্ডাষ্ট্রিয়ালাইজেশনের জুগে সবকিছু আরও বড় আকারে চিন্তা করতে হবে।

দেশে অনেক অলস টাকা পড়ে আছে যা বাজেটের অন্তত দশ গুন, সেই টাকা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সচ করতে হবে। ডেসটিনি ফেসটিনি হাযার হাযার কোটি টাকা হাতিয়ে নিয়েছে যা মানুষের পকেটে পড়ে ছিল। এই টাকাগুলো অর্থনৈতিক কর্মকান্ডে ব্যাবহারের সুযোগ পেলে অনেক লাভবান হতো দেশ। এরকম আরও উদাহরণ আছে গ্রামে গঞ্জে যেখানে মানুষকে টাকা দ্বিগুন করার লোভ দেখিয়ে ফটকাবাজরা হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। মানুষ বিনিয়োগ করছে জমিতে যার কোন বৃদ্ধি নাই কিন্তু জমির দাম হয়ে গেছে দশ গুন। হতদরিদ্রদের টাকা যদি গ্রামীন ব্যাংক হাযার হাযার কোটি টাকার মালিক হতে পারে তাহলে সেই টাকা গুলো সুস্থ বিনিয়োগে খাটাতে পারলে অনেক হাইটেক ইন্ডাষ্ট্রি আমরা দেশেই গড়তে পারতাম।

৩০ শে মার্চ, ২০২২ রাত ১২:০২

সোনাগাজী বলেছেন:



সঠিক, মানুষের কাছে বেশ পরিমাণ অলস টাকা আছে; উহাকে কাজে লাগানোর কথা ভাবছি; উহাকে কাজে লাগাতে পারলে, মানুষ কাজও (চাকুরী ) করতে পারবে, নিজেদের দরকারী খাদ্য (বড় আকারে )উৎপাদন, সন্তানদের পড়ালেখা ও প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন সম্ভব হবে।

১৫| ৩০ শে মার্চ, ২০২২ রাত ১:২১

সোবুজ বলেছেন: সবাই সুধু কথাই বলে কাজের লোক খুব কম। আমিও না,আপনিও না।

৩০ শে মার্চ, ২০২২ রাত ১:৩৭

সোনাগাজী বলেছেন:



আমি আপনার কথা জানি না, আমি চেষ্টা করেছি, আরো করবো।

১৬| ৩০ শে মার্চ, ২০২২ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: আমার সবচেয়ে বেশী দুঃখ লাগে, সরকার যখন উন্নয়ন উন্নয়ন বলে গলা ফাটায়।
১। অথচ আজও মানুষ রাস্তায় ঘুমায়।
২। লাখ লাখ কিশোর স্কুলে যায় না।
৩। অল্প বয়সী ছেলেরা জুতোর আঠা দিয়ে নেশা করছে।
৪। প্রতিটা পরিবারে ১/২ জন করে বেকার।
৫। সরকারী হাসপাতাল গুলোতে দালাল দিয়ে ভরা।
৬। সরকারী অফিস গুলোতে কোনো কাজে গেলে ঘুষ দিতে হয়।
৭। রাস্তায় বের হলেই ভিক্ষুক। আগে থেকে ভিক্ষুক তিন গুণ বেড়েছে।
৮। মহিলারা পর্যন্ত টিসিবির গাড়ির আসার অপেক্ষায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে।

৩০ শে মার্চ, ২০২২ রাত ১:৩৮

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা রাজনীতি বুঝতো না বলেই শেখ সাহেব উনাকে রাজনীতিতে আনেননি।

১৭| ৩০ শে মার্চ, ২০২২ ভোর ৪:৩৮

সোবুজ বলেছেন: আপনি একটা সাধারন আহ্বান জানান।এটা ভাল।কিন্তু সাথে সাথে বিশেষ আহ্বান জানাতে হবে।তবেই বুঝতে পারবেন সাধারন আহ্বানটা কাজ করছে কিনা।এটা আমরা কেউ করি না।যারা করে তাঁরাই সফলকাম হয়।
সাধারন আহ্বান হাজার হাজার লোক জানায় কিন্তু সমাজ এগোয় না বরং পিছিয়ে যায়।বিশেষ আহ্বান যদি একজনও জানাতো তবে সমাজ অনেক এগিয়ে যেত।পোশাক কারখানার শ্রমিকদের যদি বলি,তোমরা ঐক্যবদ্ধ হও,তবে তোমরা তোমাদের দাবি দাওয়া আদায় করতে পারবে।তাতে করে কিন্তু শ্রমিকরা ঐক্যবদ্ধ হবে না।যতক্ষন পর্যন্ত না একজন ওদ্যোগী হয়ে তাদের কে সংগঠিত না করে।

৩০ শে মার্চ, ২০২২ ভোর ৬:৫৩

সোনাগাজী বলেছেন:



১ জনকে শুরু করতে হয়।

আমাদের সমাজে মানুষ বারবার প্রতারিত হয়েছে, এবং দুষ্টরা দলে ভারী, এটা একটা বড় সমস্যা। ব্লগে যারা লিখতে পারে না, তারা আমার বিপক্ষে ঐক্যবদ্ধ হয়ে সামুকে চাপ দিয়েছে; এই ধরণের দুষ্টরা আমাদের সকল ভালো উদ্যোগকে থামিয়ে দেয়।

১৮| ৩০ শে মার্চ, ২০২২ সকাল ১০:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামী গোয়েবলস হাসান মাহমুদ তো বলেই চলছে বাজারে কোন সমস্যা নেই। মানুষ বিএনপিকে ভুলেই যেত কিন্তু গোয়েবলস হাসান মাহমুদের কারনেই মানুষ বিএনপিকে ভুলতে পারছেনা। আওয়ামী লীগে কেউ কিছু না বললেও গোয়েবলস হাসান মাহমুদ প্রতিদিন বকাঝকা করেই চলছে।

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:


এই ধরণের লোকেরা মিলে আওয়ামী লীগকে মাফিয়ার দলে পরিণত করেছে।

১৯| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব নির্বাচনে দুই মেয়াদের বেশী থাকা যাবে না। সময়কাল ৪ বছরে নামিয়ে আনতে হবে। এতে করে যদি দুষ্টদের লোভ কিছুটা কমে...

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৩

সোনাগাজী বলেছেন:



গণতান্ত্রিক কোন নিয়ম কানুন হওয়ার সম্ভাবনা নেই, কোন রাজনৈতিক দল এসব চাচ্ছে না।

২০| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৩

নূর আলম হিরণ বলেছেন: সমিতির কথা শুনে এখন মানুষ ভয় পায়, পরিচালনা ও দুষ্টদের কারনে সমবায় করতে মানুষ ভয় পাবে। সর্বোপরি এধরনের সমবায় করতে গেলে ডাকাত দল এসে এতে ভিড় করবে।

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



মানুষ এতবার প্রতারিত হয়েছে যে, ইহা শুনলে মানুষ ভীত। অন্য নামে চেষ্টা করতে হবে।

২১| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: উপরের লোকদের (নেতা, পাতি নেতা, পুলিশ, স্থানীয় রংবাজ,রাজনীতিবিদ, কমিশনার, কাউন্সিলর) খুশি না করে দেশে কিছু করা সম্ভব নহে।

৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৫

সোনাগাজী বলেছেন:



দেশের ১০ ভাগ মানুষ অন্যদের আয়ের টাকা ডাকাতী করে ভালোভাবে চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.