নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

অনেক ব্লগার নিজের সম্পর্কেই সঠিকভাবে লিখতে পারেন না;

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:০০



যিনি নিজের সম্পর্কে লিখতে গিয়ে গরুর রচনা লিখে ফেলেন, তিনি ব্লগার চাঁদগাজীকে নিয়ে কি লিখবেন? সামুতে চাঁদগাজীকে নিয়ে গত ৭ বছরে প্র‌ত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক লেখা এসেছে, মন্তব্য করা হয়েছে , চাঁদগাজী সমালোচিত হয়েছেন, ফিডব্যাক পেয়েছেন; কিছু কিছু অদক্ষ ব্লগার চাঁদগাজীকে নিয়ে পোষ্ট লিখে নিজের ভুল ধারণাকে তুলে ধরেছেন।

আজকে ১ জন ব্লগার চাঁদগাজীকে নিয়ে পরোক্ষভাবে লিলিপুটিয়ান ধরণের ১টি পোষ্ট লিখেছেন; উনি ব্লগে আছেন সাড়ে ৮ বছর, এটা উনার ২য় পোষ্ট; ১ম পোষ্টে মন্তব্য পেয়েছেন ১৩টি। আমি দেখলাম, উনার ১ম পোষ্টে চাঁদগাজীর কোন মন্তব্য নেই। উনি কেন চাঁদগাজীকে হেনস্তা করার চেষ্টা করতে গিয়ে ১৬ লাইনের হাবিজাবি লিখলেন? একমাত্র কারণ হতে পারে, চাঁদগাজীর ভয়ে আছেন! সাড়ে ৮ বছর ব্লগিং করে ২২টি মন্তব্য পেয়েছেন; এই ব্লগার কি নিয়ে ব্লগিং করার সম্ভাবনা আছে? আমার ধারণা, উনার পক্ষে ব্লগিং করা কোন দিনও সম্ভব হবে না।

চাঁদগাজী ব্যানে আছেন, ব্যান থাকে বেরিয়ে আসতে পারে, এই ভয়ে অনেকের ভয়ানক সমস্যা হচ্ছে। তবে, এটা সঠিক যে, চাঁদগাজীর ব্লগিং চলতে থাকবে। যাঁরা লিখতে পারেন না, তাঁরা চাঁদগাজীকে ভয় পাবার কোন কারণ নেই; যেসব ব্লগার কিছুটা হলেও লিখতে পারেন, চাঁদগাজী তাঁদের লেখা নিয়ে সমালোচনা করতেন; যেসব ব্লগারের লেখা নিতান্তই হাবিজাবি, চাঁদগাজী সেসব ব্লগারের লেখায় মন্তব্য করতেন না; কারণ, কিছু কিছু মানুষ কোনদিনও ব্লগিং করতে পারবেন না, তাঁদের সাহায্য করে লাভ নেই।

কেহ কেহ বলেন যে, লিখতে লিখতে অনেকেই লেখক হয়ে যান; আসলে, ইহা সঠিক নয়, লিখতে লিখতে অনেকের লেখার সৌন্দয্য বাড়ে, বাক্য সুন্দর হয়, বানান ভুল কমে আসে; কিন্তু লিখতে লিখতে কেহ লেখক হয় না, লেখক হওয়ার জন্য সভ্যতা, সংস্কৃতি ও বিশ্ব সম্পর্কে সঠিক ধারণা থাকতে হয়, এনালাইটিক্যাল জ্ঞান ও ভাবনা থাকতে হয়, বিষয়কে তুলে ধরার ক্ষমতা থাকতে হয়।


মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকে আর রাজিব ভাই কে সরাসরি ইঙ্গিত করে একটা বিশ্রী নিক থেকে বিভিন্ন পোস্টে বেশ কিছুদিন ধরে নীরব। সামু তার কিছু মন্তব্য মুছে দিলেও মাল্টি নিকটা এখনো ব্যান করেনি কেন বুঝতে পারছিনা।

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:১১

সোনাগাজী বলেছেন:



মনে হয়, এদের ব্যান করার উপায় নেই, ওরাই এখন সামুর মুল ব্লগার।

২| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: মন্তব্য হালকা এডিট হবে।"আপনাকে আর রাজিব ভাই কে ইঙ্গিত করে বেশ কিছুদিন ধরে আজে বাজে মন্তব্য করছে। "

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:১৫

সোনাগাজী বলেছেন:



একদিক থেকে খারাপ নয়, এদের আচরণ থেকে দেশের মানুষ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।

৩| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার হিম্মত আছে সে সামনে আসুক।
পিছনে কাউকে ছুডি বসানো ঠিক নয়।

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:



ব্লগিং'এ সামনে আসা মানে, লিখতে পারা; ৮০ ভাগ বাংগালী সঠিকভাবে লিখতে পারেন না; ব্লগে প্রশ্নফাঁস জেনারেশনের লোকজনও যথেষ্ঠ পরিমাণে আছেন।

৪| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকে নিয়ে এদের সমস্যা কি বুঝিনা ?

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:২২

সোনাগাজী বলেছেন:




মুল সমস্যা হলো, এরা লিখতে পারে না।

৫| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ১২ ঘন্টায় উনার পোস্টে হিট দেখলাম ২৬৫ বার। আপনার পোস্ট ২৭ মিনিটে ৫০ বার । নাকি এটা মূল কারণ ?

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:০১

সোনাগাজী বলেছেন:



এসব আবর্জনা আর কত?

৬| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:৪১

সোবুজ বলেছেন: যে নিজেকে যুক্তি সহকারে প্রকাশ করতে পারে না।সে অন্যের সম্পর্কে যুক্তপূর্ণ কি লিখবে।এরা শুধু হাউ কাউ করতে জানে।

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:



অনেক বাংগালী সামান্য কিছুও লুিখতে পারেন না; আবার বলেন, ছোটকাল থেকে লেখার হাত ছিলো, বই পোকা ছিলো; আসলে, ছিলো প্রশ্নফাঁসের বাপদাদা।

৭| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:৪৭

গরল বলেছেন: নেগেটিভ মার্কেটিং ও এক ধরনের মার্কেটিং, সমস্যা নাই, এ ধরনের কিছু লোক থাকা প্রয়োজন আছে।

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:৫৭

সোনাগাজী বলেছেন:



মনে হয়, প্রাহ্নফাঁস হওয়ার কারণে এদের সংখ্যটা বেশী হয়ে গেছে ব্লগে।

৮| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি তো এইসব গায়ে মাখানোর লোক না!!!
ঐখানে লিখলেই ভালো হতো না?
এই পোস্টের কারণেকি উনি গুরুত্ব পেয়ে গেলেন না?

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:০৩

সোনাগাজী বলেছেন:




আসলে আপনি সঠিক।

৯| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: লিখতে জানতে হয়। লেখালেখি এত সহজ নয়। ওরা লিখতে জানে না বলেই, শক্তিশালী ব্লগারের কাঁধে পা দিয়ে বড় হতে চায়। এটা দুঃখজনক। ওদের কে নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নেই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১:৫৯

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজীকে কিসব হিজড়া মিজড়া ডাকছে; দুনিয়ার লিলিপুটিয়ান।

১০| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১:৩৩

নূর আলম হিরণ বলেছেন: এরা উইপোকার মত, আলো দেখলে ছুটে আসে। একসময় আলোর তেজ সহ্য করতে না পেরে মারা পড়ে।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ২:০০

সোনাগাজী বলেছেন:


আসলেই উইপোকা, যা'পায় নষ্ট করে দেয়।

১১| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কারও ফেক আইডি হতে পারে। গোপনে মজা নিতে চায়। তা নিক। এসব নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। ব্লগে নানান শ্রেণির মানুষ থাকবেই।

০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৫:২০

সোনাগাজী বলেছেন:


ব্লগের এডমিন জানার কথা, কোথা থেকে এসব অদক্ষ লেখকরা আসে। ব্লগে কিছু দুষ্ট বাংগালী আছে, যাদের শত শত আইডি আছে। আমি বিচলিত যে, এরা লিখতে জানে না, প্রশ্নফাঁস জেনারেশন।

১২| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৫:৪১

অধীতি বলেছেন: আমি আপনার ভক্তও নই শত্রুও নই, আপনাকে নিয়ে আমার মাথা ব্যাথা নাই। আপনার মন্তব্য আমার কোন গায়ে বিঁধে না। আমার কাজ একশজন মানুষের কাছে একশ দৃষ্টিভঙ্গিতে বিবেচিত হবে এবং একশধরণের মন্তব্য আসবে এটাই স্বাভাবিক।

০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:০৪

সোনাগাজী বলেছেন:



ব্লগার চাঁদগাজীকে ১ জন তথাকথিত ব্লগার হিজড়া মিজড়া ইত্যাদি ডেকেছে, আমি সেটা নিয়ে কথা বলছি; এই ধরণের লোক বাংলাদেশে অসংখ্য।

১৩| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেকেই আছেন আপনাকে নিয়ে ব্যক্তি আক্রোসে মজে আছেন; এটা নিতান্তই মূর্খতা বই কিছুনা।

০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৯:৫১

সোনাগাজী বলেছেন:



এরা আমাদের জাতির শিক্ষিত মানুষ।

১৪| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৬

আমি ব্লগার হইছি! বলেছেন: ঠিক বলেছেন।

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৫

সোনাগাজী বলেছেন:


প্রশ্নফাঁস জেনারেশনের অনেক ব্লগার আসলে কোন কিছুই সঠিকভাবে লিখতে পারে না।

১৫| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: নিচের প্যারাটি বাস্তব সত্য কথা। ধন্যবাদ চাঁদগাজী ভাই

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:২০

সোনাগাজী বলেছেন:


এই ব্লগের এক ব্লগার ব্লগার চাঁদগাজীকে নিয়মিত বিশ্রী গালি দিয়ে গালির-পন্ডিতে পরিণত হয়েছে; এদিকে গালির-পন্ডিত ২টি কিতাব প্রকাশ করে সাহিত্য-বিশারদ হয়ে যাচ্ছে; এগুলো কোনদিন সাহিত্যিক হবে না, এদের ব্যক্তিত্ব নেই।

১৬| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চাঁদগাজীকে কিসব হিজড়া মিজড়া ডাকছে; দুনিয়ার লিলিপুটিয়ান।

ব্লগ টিমের উচিৎ ব্যবস্থা নেওয়া। অথচ ব্লগ টিম চুপ। এটা দুঃখজনক।

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



মনে হয়, ব্লগিটিম মনে করছে, ইহা সামুর জন্য "সার" হিসেবে কাজ করছে।

১৭| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চাঁদগাজীকে কিসব হিজড়া মিজড়া ডাকছে; দুনিয়ার লিলিপুটিয়ান।

ওরা আসলে সঠিক শিক্ষা পায়নি পরিবার থেকে। ওদের বাবা মা শুধু ওদের জন্ম দিয়েছে। ভালো শিক্ষা দিতে পারেনি।

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:




একজন তো চাঁদগাজীকে গালি দিতে দিতে সাহিত্যবিশারদ হয়ে গেছে!

১৮| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৫

নতুন বলেছেন: মাঝে মাঝে অবাক লাগে যে মানুষ কতটুকু অর্কমন্য হলে এতো সময় থাকতে পারে যে ব্লগে নতুন আইডি খুলে একজনের পেছনে লেগে থাকে।

আশা করি এদের জ্ঞান বুদ্ধি জাগ্রত হউক।

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে এই ধরণের মানুষের অনুপাত, ভালো মানুষের অনুপাত থেকে বেশী হয়ে গেছে।

১৯| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মনে হয়, ব্লগিটিম মনে করছে, ইহা সামুর জন্য "সার" হিসেবে কাজ করছে।

হা হা হা---
না ঠিক তা নয়। ব্লগ টিমের চোখে বিষয়টা যখন ধরা পড়বে, তখন অবশ্যই ব্যবস্থা নেবেন।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:




ব্লগটিম এদের চেনে।

২০| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একজন তো চাঁদগাজীকে গালি দিতে দিতে সাহিত্যবিশারদ হয়ে গেছে!

যে গাছের ফল মিষ্টি, সে গাছে ঢিল বেশি পড়ে।
মরিচের গুড়াতে পিঁপড়া আসে না। চিনিতে পিঁপড়া আসে।

আপনি স্বমহিমায় উজ্জ্বল আছেন। আপনি সঠিক পথে আছেন। ওদের উজাইতে দেন। পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:




আমাকে ৭ বছর আগে ২/৩ শত ব্লগার গালি দিতো, এখন ওদের থেকে ২/৩জন টিকে আছে।

২১| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫২

নতুন বলেছেন: কূ ক রা বলেছেন: পাঁদগাজী বিদ্বান হলেও পরিত্যাজ্য

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

এতো ঘৃনা নিয়ে সুখী আছেন তো?

শুধুই চাদগজীর উদ্দেশ্যে নতুন আইডি বানিয়ে তাতে কমেন্ট করে যাচ্ছেন , এমন প্রতিভা যদি সমাজ বা নিজের কাজে লাগাতেন তবে অনেক ভালো হতো। B-))

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:


এই লোকের আইডি কয়েক'শ আছে। এরা আগাছার মতো গজায়, জাতিকে এদের ভার বহন করতে হচ্ছে।

২২| ০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৯

নতুন বলেছেন: কূ ক রা বলেছেন: @নতুন: পাঁদগাজীর মত লোক মানুষের মোরাল করাপশনের জন্য দায়ী। এই আবালের জন্য মডারেশনের "ডিমে তা" না থাকলে অর পাঁদড়ামি বহুত আগেই বন্ধ করে দিতাম। প্রতিভার এখনও কিছুই দেখেন নাই।

কূকড়া ভাইয়ের শইল ডা ভালা?

মানুষের পেছনে লেগে থাকলে প্রেশার হাই হবে, এখানে মাল্টি আইডি খুলে কমেন্ট করে কারুরই কোন চুল ছিড়তে পারবেন না।

মাথা ঢান্ডা করুন,ব্লগিয় ইনজয় করুন ।

আপনি চাদগাজীর উপরে খেপা করেন আপনি তাকে আপনার চেয়ে ভালো মনে করেন। নতুবা এই রকমের সময় নস্ট করতেন না। =p~

০৩ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:




স্কুল, কলেজে পড়ালেখা-করা এই ধরণের লোকজন আমাদের সমাজকে দুষিত করছে।

২৩| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: বাজে মন্তব্যের জবাব আপনি ভদ্র ভাবে দেন। একজন ব্লগারের তো এমনই হওয়া উচিৎ।

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:



আমি মনে করি, আমার ব্লগিং মোটামুটি ঠিক আছে; ব্লগ থেকেই বুঝা যায় যে, জাতি ভরে গেছে আগাছায়।

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৩

অক্পটে বলেছেন: এত সময় কি আছে একে অপরের পেছনে লাগার। অথচ আশ্চর্য লাগে নতুত আইডি খুলে একজনকে কিভাবে হেয় করা যায় সেই মতলবে আছে কিছু মানুষ।

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৫

সোনাগাজী বলেছেন:



দেশে কি পরিমাণ শিক্ষিত অমানুষ আছে, অনুমান করাটা সহজ হচ্ছে।

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:০০

রানার ব্লগ বলেছেন: কলম ও বিদ্যা কখনই ভুল মানুষের হাতে যেতে নাই !!!!

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৪

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশে দুষ্টরা বেশী সুযোগ দখল করার ইতিহাস রচনা করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.