নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রোহিংগা শিশুদের জন্য শিক্ষার ব্যবস্হা না\'করাটা বুদ্ধিহীনতার পরিচয়।

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২১



আজকের বিশ্বে, শিক্ষা পাবার অধিকার আছে সব শিশুর। আধুনিক সময়ে, শিশু যেই দেশে জন্ম নেবে, যেখানে বাস করবে, সেই দেশের সরকারের দায়িত্ব তাদেরকে মিনিমাম শিক্ষা দেয়া। আমাদের দেশের মিনিমাম শিক্ষা হচ্ছে ১২ ক্লাশ অবধি। ২০১৭ সালে এক সাথে ৭/৮ লাখ রোহিংগা রিফিউজি কক্সবাজারে প্রবেশ করার পর, তাদের থাকা ও খাবারের ব্যবস্হা হওয়ার পর, তাদের ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্হা করার দরার ছিলো; সরকার সেটা তখন করেনি, আজো সঠিক পদক্ষেপ নেয়নি।

রোহিংগারা কিন্তু ব্যবস্হা নিয়েছে, তারা মক্তব খুলেছে ক্যাম্পে; মক্তবের শিক্ষা হচ্ছে, একটা শিশুর ভবিষ্যতকে পংগু করার ব্যবস্হা মাত্র। কিছু এনজিও ভেতরে প্রাথমিক শিক্ষার ব্যবস্হা করেছিলো; কিন্তু রোহিংগা জংগিরা সেগুলোকে চলতে দেয়নি; সরকার এনজিওগুলোকে সঠিকভাবে সাহায্য করেনি।

অতীতে-আসা একটি রোহিংগা পরিবারের মেয়ে কলেজে পড়ছিলো; কিন্তু মেয়েটিকে কলেজ কতৃপক্ষে বের করে দেয়; ইহা নিয়ে দেশে ও ব্লগেও তর্কবিতর্ক হয়েছে; বেশীরভাগ ব্লগার মেয়েটির বিপক্ষে ছিলো।

আজকে, বাংগালীরা পুরোপুরি রোহিংগা-বিরোধী; ফলে, সরকার কিংবা কোন বাংলাদেশী নাগরিক রোহিংগা বাচ্চাদের পক্ষে ভালো কিছু করতে চাইবে না; কিন্তু ২০১৭ সালে যেসব বাচ্চার বয়স ১৪/১৫ বছরের বেশী ছিলো, তাদের আজকে কলেজ ইউৈভার্সিটিতে থাকার কথা ছিলো। ২০১৭ সালে যেসব রোহিংগা পরিবার কোনভাবে মালয়েশিয়া গেছে, আমেরিকা গেছে, তাদের ছেলেমেয়েরা পড়ার সুযোগ পেয়েছে।

আপনারা দেড় মাস রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৫ মিলিয়ন রিফিউজির বাচ্চাদের অবস্হা দেখছেন, এসব বাচ্ছারা পুর্ব ইউরোপের স্কুলে, নিজেদের মাতৃভাষায় পড়ালেখা করছে। আমাদের জাতি, আমাদের সরকার রোহিংগাদের প্রাণ রক্ষা করে সুনাম অর্জন করেছেন, কিন্তু তাদের বাচ্চাদের ক্ষতিও করেছে।






মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সরকারের উচিত ২৫ ফুট উচু ৫ ৩ফুট চওড়া ইলেক্ট্রোফাইড দেয়াল দিয়ে নির্দিষ্ট এলাকা ঘেরাও করে সেখানে সব রহিঙ্গাদের রাখা, সেখানেই তাদের খাওয়া-দাওয়া-হাগা-মুতা, চাইলে পড়া-শোনারও ব্যবস্থা করা।

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:


আপনার একটা চাকুরীর দরকার, আপনি একা একা চলে রবিনসন ক্রুশো'তে পরিণত হয়েছেন।

২| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাকে নি আপনার দুশ্চিন্তা না করলেও চলবে।
আপনি বরং ইক্রেনিয়ান আর রহীঙ্গাদের নিয়ে ভাবেন।
নতুন করে চাইলে শ্রীলঙ্কা এবং লেবাননকে নিয়েও ভাবতে পারেন।

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:


আমরা যদি শিশুদের কথা না বলি, তাদেরকে গড়ে না'তুলি, শিশুরা বড় হলে, আপানার ও আমার দায়িত্ব নেবে না।

৩| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের দেশের ছেলে মেয়েরা কি
১২ ক্লাশ অবধি লেখা পড়ার সুযোগ
পাচ্ছে? আগে ঘর সামলান পরের
কথা পরে ভাবলেও চলবে।

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৫

সোনাগাজী বলেছেন:




আমাদের থেকে রোহিংগাদের মু্ল্য বেশী, সরকারের লোকেরা ওদেরকে নিয়ে ব্যবসা করছে, বার্মা সেটা জানে; সেই কারণেই মগেরা ওদেরকে "বাংলাদেশ সরকারের" কাছে পাঠায়েছে।

৪| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার জন্য ব্লগ টিমকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, অনেক জবাবদিহীর মধ্যে যেতে হয়।
আপনি প্রয়োজনের চাইতে সুযোগ বেশি পেয়েছেন। আমরা আপনাকে সর্বোচ্চ ৪ সাপ্তাহ সময় দিলাম - নিজেকে সংশোধন করার জন্য। যদি এর মধ্যে নিজেকে সংশোধন করতে পারেন তাহলে ব্লগিং করবেন যদি না পারেন, তাহলে আশা করি নিজ দায়িত্বে বিদায় হবেন।

আমরা যদি ব্যবস্থা গ্রহন করি, তাহলে আপনার ব্লগিং ক্যারিয়ারের চুড়ান্ত পরিনতি হয়ে যাবে।

আমি ব্যক্তিগতভাবে চাই না, আপনি আমার মন্তব্যের জবাব দিন।

ধন্যবাদ। শুভ কামনা।

৫| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


এযাবৎ কালের ধনী রিফিউজি বাচ্চা শিক্ষা পাচ্ছে ইউরোপে ;আমরা বহন করেছি সবচেয়ে দরিদ্র রিফিউজি,স্বপ্ন দেখেছি গণভবনে নোবেল ঝুলে পড়বে।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১১

সোনাগাজী বলেছেন:



রিফিউজির জন্য কেহ নোবেল পাবার কথা নয়।

৬| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

রোহিঙা আমেরিকা গিয়েছে কবে?

রোহিঙা ক্যাম্পে জঙ্গী আছে,পূর্ব ইউরোপে সীমান্তসমূহে জঙ্গী সংখ্যা কত?

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১১

সোনাগাজী বলেছেন:



কিছু রোহিংগাকে এনেছে আমেরিকা, কোন দেশ থেকে এনেছে আমি ঠিক জানি না।

৭| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


ইতিহাসে ব্লগ কখনো দেশ উল্টিয়ে ফেেলেছে? বিপ্লবী প্রসব করেছে?১৭ ব্লগার মেরে ফেলা হয়েছে, ওরা কোন জাতের বিপ্লবী ছিলো?

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪১

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ বাংগালীর জীবন ভাবনা খুবই নীচু, এরা না বুঝে মানুষ মেরে ফেলে; যেই ব্লগারগুলোকে হত্যা করা হয়েছে, ওরা ভালো জীবন সম্পর্কে কথা বলতেন।

৮| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৭

সোবুজ বলেছেন: দেশের হাজার হাজার ছেলে মেয়েকে স্কুল মুখি করতে পারে নাই।ক্যাম্পে অনজিওরা কিছু স্কুল করেছে।তাদের সব দায়িত্ব নিয়েছে জাতিসংঘ।তদারকি করছে কিছু এনজিও।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৯

সোনাগাজী বলেছেন:



বাচ্চারা মক্তবেই বেশী যাচ্ছে।

৯| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: রোহিঙ্গাদের পড়ানোর মতো অবস্থা কি জাতির আছে? দরিদ্র জাতি। দেশে লাখ লাখ শিশু কাজ করছে। স্কুলে যেতে পারে না। ওদের কোনো খোজ নেয় কেউ?

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫০

সোনাগাজী বলেছেন:



রোহিংগাদের জন্য আসা পয়সায় অনেকে চলছে।

১০| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫৯

সোবুজ বলেছেন: চার সপ্তাহ পর আপনি পেয়ে যাবেন অনন্ত জীবন।চার সপ্তাহ ব্লগ থেকে বাইরে থাকেন নয়তো ব্লগে আল্লাবিল্লা করেন।কোন রকমে পার করে দিন চারটা সপ্তাহ।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ২:১২

সোনাগাজী বলেছেন:




আমাকে বাংগালীদের ব্লগিং ষ্টাইল রপ্ত করতে হবে।

১১| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


রোহিঙা পড়িয়ে ব্লগে আনা দরকার ছিলো সরকারের?

সামুতে বাঙালি ছাড়া বিবিধ জাতির শিক্ষিতরা ব্লগিং করলে ভালো হত,ওজন মাপা যেত ;আহা সবাই যদি বাংলা জানতো।

০৭ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:১৭

সোনাগাজী বলেছেন:



বাংলাভাষা দরকারী ভাষায় পরিণত হবার সম্ভাবনা দেখছিনা।

১২| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: আমার মন্তব্য গুলি মুছে দিয়ে ,ক্ষমা করে দেবেন।এখানে মন্তব্য করতে এসে অপরাধ হয়েছে

০৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে।

১৩| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: আগে রোহিংগাদের খেয়েপরে বাঁচতে হবে। তারপর লেখাপড়া।
বহু রোহিংরা মেয়ে এখন পতিতা হয়েছে সে খবর জানেন?

০৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:


রোহিংগা মেয়েদের কথা জানি, হতভাগ্য জাতি

১৪| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: আসলে শেখ হাসিনার একটা গোপন ইচ্ছা ছিলো- রোহিংগাদের জায়গা দিয়ে হয়তো নোবেল পাওয়া যাবে।

০৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:





আমি সব সময় বলে আসছি, উৈ উনার বাবাকে অনুসরণ করেননি, অনুসরণ করেছেন জেনারাল জিয়াকে।

১৫| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকারের সমালোচনা সমস্যা তৈরী করে। ব্লগটিম আপনাকে সেকথা একবার বলেছিল। আপনি হয়ত মনে রাখেননি।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৩

সোনাগাজী বলেছেন:


ইহা কি সমালোচনায় পড়ে? ইহা তো সরকারকে মনে করে দেয়া, কি করতে পারে সরকার।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:



আপনার কি মনে হয়, শিক্ষামন্ত্রী বা কোন সেক্রেটারী কি জানেন যে, রোহিংগা সন্তানদের স্কুল কলেজে পাঠানোর দরকার?

১৬| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১৯

আয়রোন বাবা বলেছেন: প্রিয় গাজী ভাই,
সমস্য অন্য কিছু । আমি অল্প কিছু বলতে চাই । আমাদের ব্যান্ডিং এ সমস্যা আছে । FDMN ( Forcefully Displaced Myanmar Nation) এবং Refugee এই দুটি বিষয় ভিন্ন । আইনও ভিন্ন । সুতরাং সরকারের একার দোষ দেওয়াটা যুক্তিযুক্ত না বলে মনে করি ।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



বাচচাদের পড়ার ব্যবস্হা কি বার্মায় করবে? এই বাচ্ছারা বাংলাদেশে থাকবে, কিংবা মিডলইষ্টে যাবে, তাদেরকে শিক্ষা দিলে বিশ্ব উপকৃত হবে।

১৭| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ‘সরকারী এবং বেসরকারীভাবে রোহিংগা শিশুদের শিক্ষার ব্যবস্থা করা দরকার’। লেখার শিরোনাম এমন হলে সমস্যা ছিল না। কিন্তু আপনি সরসরি সরকারের অন্যায়ের কথা বলেছেন। আপনার এমন কথা ব্লগ টিমকে বিব্রত করে। আর আপনার প্রথম প্রতি মন্তব্য সঠিক ছিল না।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৩

সোনাগাজী বলেছেন:


২০১৮ সাল থেকে ওদেরকে পড়ানোর দরকার ছিলো, ইতিমধ্যে না পড়ানোটা আসলেই অন্যায় হয়ে গেছে; আমি নাম বদলাতে চাই না, পোষ্টটা ড্রাফট করে ফেলবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.