নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগিং\'এর উপর একটু ফিডব্যাক দেন, অবস্হা ভালো নয়!

০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪১



**** ফিডব্যাকের জন্য সবাইকে ধন্যবাদ; আমি নিজের সমস্যা কিছুটা বুঝতে পেরেছি: সব পোষ্টে মন্তব্য করা যাবে না, ধর্মীয় পোষ্টের আশপাশের পোষ্টেও যাওয়া যাবে না; আগে নিক রক্ষা, পরে ব্লগিং। *****

সোনাগাজী নিকে ২মাস ব্লগিং করলাম, আমার কাছে ভালোই লেগেছে; যদিও ব্লগে ব্লগারের সংখ্যা বেশ কম, আমার পোষ্টে অনেকই এসেছেন। আমার ব্লগিং-ষ্টাইল সময়ের সাথে খুব একটা বদলায়নি, আমার ব্লগিং'এ আমি নিজের থেকে তেমন কোন সমস্যা দেখছি না; কিন্তু সামুটিম বলছে, এভাবে ব্লগিং করতে দেয়া সম্ভব নয়। মনে হয়, কোথায়ও টিউনিং করার দরকার, আপনাদের কোন আইডিয়া?

আমার ব্লগিং নিয়ে আপনার কোন ধারণা না থাকলে, আমার শেষ পোষ্টটা ১ বার পড়ে নিয়েন, ইহা হয়তো সাহায্য করবে।

আমি সমসাময়িক ঘটনাপ্রবাহের উপর নিজের মতামাত যোগ করে পোষ্ট দিই, চে্ষ্টা করি এনালাইটিক্যালী ব্যাখ্যা করতে, যাতে ব্লগারেরা ব্যাপারটা নিয়ে চিন্তা করতে পারেন। আমার জীবনের বড় একটা অংশ কেটেছে প্রবাসে, অন্য সংস্কৃতিতে, ইহা কি আমার ব্লগিং'এ সমস্যা করছে? যাঁরা প্রবাসে থেকে ব্লগিং করছেন, তাঁরা ইহার উপর কিছু বলুন।

আমি বাংলাদেশের সংস্কৃতিতে বড় হয়েছি, ইহাকে আমি ভালোভাবেই বুঝি বলেই আমার ধারণা; যাঁরা দেশে অনেক কিছুর সাথে জড়িত, তাঁরা দেখুনতো, আমি কোনভাবে বাংগালী সংস্কৃতিকে ভুলভাবে নিচ্ছি কিনা? আমি বাংলাদেশের গ্রামে বড় হয়েছি, কলেজে পড়ার সময় সামান্য সময়ের জন্য শহরে যাওয়া আসা করেছি মাত্র; শহরের কোন কিছু মিস করছি কিনা?

ব্লগিং'এর আগে, আমি কোনদিন কিছু নিয়ে লিখিনি; পড়ালেখার সময়, হোমওয়ার্ক ও পরীক্ষার খাতায় লেখা ব্যতিত অন্য কিছু তেমন লিখিনি। আমি টেক্সট বইয়ের বাহিরে তেমন কিছু পড়িনি; আমার চোখে সমস্যা ছিলো, আমি সব সময় মনে করতাম যে, জ্ঞানের চেয়ে চোখ বেশী দরকারী।

আমার বয়স হয়েছে, সেটাও কোন ফ্যাক্টর কিনা দেখবেন; আমার ছবি টবি তো আপনারা দেখেনি, আপনাদেরকে আমার পোষ্টের উপর ও মন্তব্যের প্যাটার্ণের উপর নির্ভর করতে হবে। আমার সাথে নিউইয়র্কের ৮/৯ জন ব্লগারের সাথে দেখা হয়েছে সময় সময়; কিন্তু এঁদের কেহই এখন ব্লগে একটিভ নেই; থাকলে তাঁরা কিছু বলতে পারতেন।

সবাইকে অগ্রিম ধন্যবাদ।





মন্তব্য ১০৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৬

সাসুম বলেছেন: আপনার ব্লগিং এর উপর ফিডব্যাক এক্টাই- আপনি গাধা সিন্ডিকেট এবং ব্লগের বলদ, ছাগু এবং মারখোর লোকজন দের পোস্টে যাবেন না, কমেন্ট করবেন না, উত্যক্ত করবেন না, ঝামেলা পাকাইবেন না।

নিজে পোস্ট করেন , নিজের পোস্টে ব্লগিং করেন। এর বাইরে কোথাও যাওয়ার নেই, কোন কমেন্ট করার দরকার নেই, কারো পাকা ধানে মই দেয়ার দরকার নেই, নিজের খেয়ে পরের বনের মোষ তাড়ানোর দরকার নেই।

কাহিনী শেষ, ঝামেলা খতম।


বাট ঝামেলা হইল- আপ্নারে এই যে ফিডব্যাক দিলাম, এটা আপনি জীবনেও মানবেন না, আবার গিয়ে কুত্তার লেজে পাড়া দিয়া কাইজ্জা শুরু করবেন।

গত ১ যুগ ধরে এটাই চলে আসছে। আপনি নিজ থেকে আগ বাড়াইয়া কাইজ্জা শুরু করবেন, এরপর তারা শুয়োরের পাল শয়ে শয়ে দল বেঁধে হুক্কা হুক্কা করে গাইলাতে ছুটে আসবে। ব্লগের পরিবেশ হয়ে উঠবে বিষাক্ত বস্তি।

আপনি আউট অফ কন্ট্রোল হয়ে গেছেন, পয়েন্ট অফ নো রিটার্ন্সে চলে গেছেন। আপনার জন্য কোন সাজেশান আর কাজ করবেনা।

০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০১

সোনাগাজী বলেছেন:




আমার মনে হয়, এটা খুবই দরকারী ফিডব্যাক; আমার নিজের পোষ্ট ফেলে অন্যদের পোষ্টে কেন যাবো!

অন্যের পোষ্টে মন্তব্য না করলে তো আর বলতে পারবেন না যে, ব্যক্তি আক্রমণে ২ জন নিহত, ৪ জন আহত।

২| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ছবি দেখতে চাই

০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০৩

সোনাগাজী বলেছেন:



আমি বয়স্ক মানুষ, আমার ছবি আমার কাছেই ভালো লাগে না।

৩| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এইযে এখন আপনি উপলব্ধি করছেন যে, আপনার কোন সমস্যা আছে কিনা? এই উপলব্ধিই আপনাকে ব্লগে টিকিয়ে রাখবে অনেক দিন। বিশেষ একটা অনুরোধ থাকবে আপনার প্রতি সেটা হলো কাউকে খোঁচা দিযে এটাক করবেন না।

০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৩

সোনাগাজী বলেছেন:




এ্যাটাক, ম্যাটাকের দিন শেষ, পুতিনের অবস্হা দেখার পর, ভাবছি নিকই বদলায়ে ফেলবো।


৪| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

অপশনস-
: নিক ব্যান হোক, নতুন নিকে আসবেন।
: নিজের পোস্টে থাকবেন, ব্যাক্তি বুঝে কমেন্ট করবেন।
: ভূল ধারণা,অপধারণা পর্যবেক্ষণ করে নিজের পোস্টে এনে আলোচনা করবেন।



০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:



সব ব্লগারকে অনুরোধ করবো, আমাকে যেন কমেন্ট ব্যান করে দেন!

৫| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধর্মীয় পোস্ট এ অবান্তর মন্তব্য করা পরিহার করুন, অন্যদের অহেতুক খোঁচানো বন্ধ করুন।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:



ধর্মীয়, অধর্মীয়, বিধর্মীয়, পোষ্টগুলোতে ১ প্লাস দিয়ে বসে থাকবো, ইহা কেমন হয়?

৬| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৩

নীল আকাশ বলেছেন: আপনার স্বভাব কোনোদিনও পাল্টাবে না। আপনি নিজেও সেটা জানেন।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৭

সোনাগাজী বলেছেন:



এবার বদলে যাবো, একটা ধর্মীয় সিরিজ লেখার শুরু করবো।

৭| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

বয়স্ক মানুষ থেকে নাকি মলমুত্র ছাড়া কিছু পাওয়া যায় না ; অথচ ব্লগ আপনার থেকে ব্যাক্তি আক্রমণ,খোচাখুচি,পোস্ট, কমেন্ট কত কিছু পাচ্ছে বলে সবার অভিযোগ।

ফিডব্যাক জীবনে অনেকই তো পেলেন, তবে পরিবর্তনের হার খুব স্লো কেন?

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৮

সোনাগাজী বলেছেন:



বাকী ব্লগারেরা আলোর গতিতে চলেন, আমি চোখে কম দেখি, কানে ভালো শুনি, ইহাই সমস্যা হতে পারে।

৮| ০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


বহুবছর ব্লগে থেকে দেশীয় মগজ সম্পর্কে আইডিয়া থাকলে ফিডব্যাক কি আর প্রতিফলিত করবে আপনার জীবনে!

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০০

সোনাগাজী বলেছেন:



দেখি কোন প্রবাসী ব্লগার কোন পথ টথ দেখাতে পারেন কিনা, নিউইয়র্কের ব্লগারদের সাথে বসতে হবে।

৯| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৩

দোয়েল২ বলেছেন: মিছামিছি টেনসন নিতে যাবেন না।
আপনি সেরাতাল মোস্তাকিমে আছেন।
অনেক উপর লেবেলের লোক আপনার জন্য চিন্তা করার কাজে নিয়োজিত।

যারা চাচামাচি করে তাদের করতে দেন।
চেচামেচি বেশি হলে আপনার এই আই ডি বাতিল হবে।
তখন নতুন আই ডি খুলবেন।
উপর আলার দয়ায় ৩/৪ দিনে সেফ হবেন।
ওই ৩/৪ নাহয় ছুটি কাটাবেন।
আগেরটা ৬ বছর টিকেছে, এটাও এর কম টেকার কথা না।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:


আপনাদের ফিডব্যাক পাবার পর, টেনশন কমে আসবে। এখনকারটা ৮ম নিক; এরপর নিক খোলার যায়গা থাকবে না, হার্ডড্রাইভ শেষ।

১০| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৮

দোয়েল২ বলেছেন: আপনি ব্যাটম্যান মুভি দেখেছেন?
না দেখে থাকলে একদিন সময় নিয়ে এই সিরিজের মুভিগুলান দেখেন। আপনার ভাল লাগার কথা। আপনার জীবনের সাথে
অনেক মিল পাবেন।

ব্যাটম্যান আর কিছু না পারুক , একট কাজ পারে । খানিক পর পর ডায়ালক দেয়- ''আমি ব্যা/টম্যান''

ব্লগে অবশ্য আরো একজনের সাথে ব্যা/টম্যানের মিল আছে। উনিও কিছুদিন পর পর ডায়ালক মারেন-
'' আর কুনু অনিয়ম কিন্তু স হ্য করা হবে না । ''

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



না, ব্য টম্যান দেখা হয়নি, চোখের কারণে ইমানটা আপনা আপনিই রক্ষা হয়ে গেছে।

১১| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৪

একজন নিষ্ঠাবান বলেছেন: আপনার লেখা তো ভালই লাগে।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:


না'লিখে ও মন্তব্য না'করে ব্লগার হওয়ার উপায় বলেন।

১২| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার পোষ্টে আপনার মন্তব্য আমার কখনো খারাপ লাগেনি। এমন যাদের আপনার মন্তব্য ভাল লাগে তাদের পোষ্টে আপনি মন্তব্য করুন। যাদের পরের দোষ ধরার অভ্যাস আছে তাদের পোষ্টে সাবধানে মন্তব্য করুন। আর ব্লগে আপনার যথেষ্ট জনপ্রিয়তা আছে। সুতরাং আপনার বিরোধী পক্ষের বিষয়ে সাবধান থাকলেই চলবে।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:



ভাবছি, একটা পোষ্ট দেবো, সবাইকে অনুরোধ করবো, আমাকে যেন কমেন্ট-ব্যান করে দেন, ইহা একটা সমাধান বলে আমার মনে হচ্ছে!

১৩| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবাই আপনাকে নন্দলাল
হয়ে থাকার উপদেশ দিচ্ছে!
থাকুন সারমেয়দের মতো
লেজগুটিয়ে কুণ্ডলি পাকিয়ে
শুয়ে থাকুন।
আপনার উপর দিয়ে কেউ
ট্রাক্টর চালিয়ে গেলেও রা
করবেন না। ব্যাস নিরাপদ!!

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:



১টা শর্ত আছে, ট্রাক্টরটা লাল হতে হবে; আমি সোস্যালিষ্ট মানুষ।

১৪| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৯

শাহ আজিজ বলেছেন: নতুন নিক লন । সোনা মোনা বাদ দেন । ব্লগের হুজুরগো মানে জামাতি গো পোস্টে নো কমেন্ট । চালাইয়া যান বদ্দা ।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:



জামাতী ব্রাদাররা তো নিজকে জামাতী বলে স্বীকার করেন না, কোন উপায় আছে বুঝার? নিকের সাথে মুক্তিযোদ্ধা যোগ করে দেবো, তখন উনারা নিজের থেকেই কমেন্ট-ব্যান করে দেবেন; ইহা কাজ করবে?

১৫| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩১

আমি ব্লগার হইছি! বলেছেন: আপনি জ্ঞানী লোক। আপনার পোষ্টগুলো তে শিক্ষার উপকরণ খুজে পাওয়া যায়। আপনার মতো ব্লগারের দরকার আছে।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:



আমি আসলে জ্ঞান অর্জন করার সুযোগ এখনো পাইনি, তাই আমার এই অবস্হা ।

১৬| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট এবং মন্তব্য গুলোতে আমি কোনো সমস্যা দেখছি না। বরং আপনি একজন পরিচ্ছন্ন ব্লগার। এইবার যদি ব্লগটিম উলটা পালটা কিছু করে, আমি চুপ করে বসে থাকবো না।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২০

সোনাগাজী বলেছেন:




আপনি মেয়ে ২টার জন্য সময় দেন, আমি এমনভাবে ব্লগিং করবো যে, আমর লেখা ও মন্তব্য পড়ে কেহ টেরই পাবেন না যে, ইহা ইহা ফারমার, ইহা খেলাঘর, ... ইহা চাঁদগাজী, ইহা সোনাগাজি

১৭| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: যারা ব্লগের পরিবেশ নষ্ট করছে, সেই গুলারে ব্লগটিম চোখে দেখে না? আজিব!
ব্লগটিম নিরপেক্ষ হলে আর কোথাও কোনো সমস্যা থাকবে না।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২১

সোনাগাজী বলেছেন:



আপনি আপনার মেয়েদেরকে সময় দেন, ব্লগিং'এ সময় কমান।

১৮| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দীর্ঘদিন পশ্চিমে থাকার কারণে যে সুক্ষ্ম রসাত্ববোধ আপনার আছে তা আমাদের কালচারে বন্ধুদের সাথে যায়, অপরিচিতদের সাথে যায় না। আর আপনার মতের মিল না হলে তাকে সাধারণ ভাবে না বুঝিয়ে প্রশ্ন ফাঁস জেনারেশন, লিলিপুট, সীমিত মগজ বললে খারাপ লাগাটাই স্বাভাবিক। আর ব্লগিং-এ আপনার কোন তুলনা নেই সেটা অনস্বীকার্য। আপনার সমস্যা হল মন্তব্য, প্রতি মন্তব্যে...

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৬

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজী নিক ব্যান হওয়ার পর সাবধান হয়ে গিয়েছিলাম, তারপরও কিভাবে লিলিপুটিয়ান, ডোডো, মগজহীন, পিগলী, মিগমী ২/১ যায়গায় লিখে ফেলেছি ভুলে। আমি নিজের কথায় নিজেই হাসি, আচ্ছা মগজ নেই, এই রকম কোন ব্লগার হয় নাকি!

১৯| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩০

নূর আলম হিরণ বলেছেন: আপনার পোস্টে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে মন্তব্যে। আপনার সেন্স অব হিউমার সবাই ভালো ভাবে নেয় না না এটা একটা সমস্যা। আপনার মন্তব্য নতুন ব্লগারদের লিখতে নিরুৎসাহিত করে এটা ব্লগ টিমের জন্য অবশ্যই চিন্তার বিষয়। আসাকরি মন্তব্যে প্রতিমন্তব্যর সময় সংযত থাকবেন।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:




সবাই এই কথাই বলছেন; আমি মনে করতাম যে, আমার চোকের সমস্যাই বড় সমস্যা, এখন দেখন দেখছি, স্মরণ সমস্যা আরো বড় সমস্যা; এবার ব্যবস্হা নেবো।

২০| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪১

নিমো বলেছেন: আপাতত চার সপ্তাহের বিরতিতে যান। ব্লগের হাফ-প্যান্ট মাওলানাদের ওয়াজ মাহফিল শেষে, ব্লগ সোনারবাংলার স্বর্গ প্রাপ্তি হলে, নূতন করে ব্লগিং শুরু করুন।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:


সঠিক, বাঁচার থাকাই বড় কথা

২১| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ফিডব্যাকঃ

১) ছাগু সিন্ডিকেট এর পোস্টে মন্তব্য করা বাদ দিন।
২) গার্বেজ পোস্ট কে গার্বেজ পোস্ট বলবেন না।
৩) ম্যাওপ্যাও পোস্ট ইগনোর করুন।
৪) ব্লগিং এর এর নামে যারা ছাগুয়িং করে তাদের ইগনোর করুন।
৫) আপনাকে এট্যাকের জন্য ছাগুরা ১৭৮ টা নিক রেজিষ্ট্রেশন করেছে। তাই হুদাই ওদের পোস্টে মন্তব্য করে লাভ নাই।
৬) ছাগুদের পোস্ট এমনিই ভালো ব্লগাররা পড়ে না। আপনিও না পড়ুন। মন্তব্য তো দূরের কথা।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:





আমি জানি, চট্টগ্রামের সওদাগরেরা ভুল করলেও আবার সেটা শোধরায়ে নেন, টিকে যান।

২২| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


কয়েকটা নিক উল্লেখ করে পোস্ট দেন, যাদের সাথে আপনার চাঁদগাজী ভার্সন বজায় থাকবে।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



এটা মনে হয়, সামুর সাথে সাংঘর্ষিক হবে; আমি অবশ্য সামুর নিয়ম কানুন পড়েও দেখিনি।

২৩| ০৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্ট নিয়ে মনে হয় না কোনো সমস্যা আছে। অনেকের সমস্যা মন্তব্য প্রতি মন্তব্যে। অনেকসময় বেপরোয়া মন্তব্য করেন। আগপাছ বিবেচনা করেন না; এতে অনেকেই মনঃক্ষুণ্ন হয়। একটু ভেবেচিন্তে মন্তব্য করুন। সব পোস্টে মন্তব্য করার আবশ্যকতা নেই।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৫

সোনাগাজী বলেছেন:


ঠিক আছে

২৪| ০৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

মিরোরডডল বলেছেন:




আজ থেকে দশ মাস নয়দিন আগে ঠিক এরকম এক পোষ্ট দেয়া হয়েছিলো, লিংকটা শেয়ার করলাম ।


আমার ব্লগিং'এর উপর ফিডব্যাক, টিডব্যাক দেন, প্লীজ

যা বলার সেখানে বলা হয়ে গেছে, তাই নতুন করে কিছু বলার নেই ।
সেই পোষ্টে অনেক প্রতিশ্রুতি ছিলো যার কোনটাই রাখা হয়নি ।

53 কমেন্টস, সেই ফিডব্যাক নিয়ে কি প্রাপ্তি ছিলো এই এক বছরে !!!
অরিজিনাল নিক অলরেডি গন, বর্তমান নিকও ওয়ার্নিং খেয়েছে ।

তাহলে অকারণ এই ফিডব্যাক পোষ্টের মানে কি !!!
আজকের পোস্টেও কতো কথা লেখা হয়েছে, এগুলো সাবজেক্ট না ।

It’s all about behave and language.
Whatever manners & respect we expect from others, we should do the same for them.
If we can’t maintain this, we shouldn't go for interaction with others.


০৭ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৬

সোনাগাজী বলেছেন:


অস্বাভাবিক কিছু শিখতে সময় লাগছে আমার।

২৫| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৭

সোবুজ বলেছেন: ব্লগ লেখা ঠিক আছে।কিছু কিছু পোষ্টে সাবধানে মন্তব্য করতে হবে।যারা কতৃপক্ষের কাছের লোক।বিরত থাকাই ভালো।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:



মন্তব্য আর করছি না, এমন কি এডমিনের পোষ্টেও না।

২৬| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৪

গরল বলেছেন: আপনার কটাক্ষমূলক মন্তব্যগুলোই মনে হয় সমস্যা, আমরা ছোট বেলায় পড়েছিলাম কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না। অতএব লিলিপুট, পিগমি, মাথামোটা এদেরকে সহানুভূতির দৃষ্টিতে দেখুন। কোন পোষ্ট ভালো না লাগলে এড়িয়ে চলুন। ব্লগে অযাচিত কারো ব্যাক্তিগত বিষয় নিয়ে মন্তব্য না করাই ভালো হবে। আপনি কোন পোষ্টে মন্তব্য না করলেই বুঝে যাবো ওটা গারবেজ, মন্তব্য করে বুঝানোর কোন দরকার নাই।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৪

সোনাগাজী বলেছেন:




আপনাকে ধন্যবাদ, এবার ভুল হবে না।

২৭| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার জনপ্রিয়তা ও পোস্ট হিট অনেকের সহ্য হয়না। এরা হিংসাত্মক আত্না। হিংসুক নারী ব্লগার ও পুরুষ ব্লগার উভয়ই আছে এই লিস্টে।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:



ইহা কিন্ডারগার্টেন, অভিযোগ আর অভিযোগ; এরা লিখতে পারে না।

২৮| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মনে হয় আপনার পোস্ট নিয়ে কেউ অভিযোগ কখনো করে নি। যারাই অভিযোগ করেছেন নিশ্চই তার আপনার মন্তব্য নিয়ে অভিযোগ করেছেন।

আপনিকি কিছুটা ডিস্টার্বড আছেন? তরকারির মতো ব্লগারের কাছে আপনি ফিডব্যাগ ডিমান্ড করছেন!!!

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৯

সোনাগাজী বলেছেন:




আমি দেখছিলাম যে, নাহল তরকারী কি জানে যে, আমি এই ব্লগে আছি!

মন্তব্যটা ঠিক করে নেবো, ধন্যবাদ।

২৯| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৪

নিমো বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন:

তরকারির মতো ব্লগারের কাছে আপনি ফিডব্যাগ ডিমান্ড করছেন!!!

উনি সঠিক জায়গায়ই ধাক্কা দিয়েছেন। ইমরোজ৭৫ আর নাহল তরকারি হল ছুপা রুস্তম! আপনাদের মত ধর্মেও আছেন আবার জিরাফেও আছেন ব্লগাররাই ব্লগটাকে ডুবাচ্ছেন।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৯

সোনাগাজী বলেছেন:




ইমরোজ'৭৫ কিসের যেন অভিনয় করছে।

৩০| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: নিমো বলেছেন: আপনাদের মত ধর্মেও আছেন আবার জিরাফেও আছেন ব্লগাররাই ব্লগটাকে ডুবাচ্ছেন।


আপনাদের মতো ব্লগাররাই ডুবন্ত ব্লগটিকে এখনো ভাসিয়ে রেখেছেন এটাই সবচেয়ে বড় কথা।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৪৪

সোনাগাজী বলেছেন:



সামুতে কেহ কেহ ব্লগিং করেন, কেহ কেহ আড্ডা দেন, কেহ ধর্ম প্রচার করেন।

৩১| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ২:৫৪

মেহেদি_হাসান. বলেছেন: আপনি মন্তব্য করা বন্ধ করলে আপনার মন্তব্যগুলো মিস করবো।
যাইহোক ব্লগ থেকে যেহেতু দূরে থাকতে পারবেন না কাজেই শুধু শুধু নতুন নিক না খুলে ব্লগটিম যেভাবে থাকতে বলে সেভাবে থাকুন, মন্তব্য না পাই আপনার পোস্টগুলো তো অন্তত পাবো। আরেকটা কথা কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করার প্রয়োজন নেই।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৪৫

সোনাগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ, আপানার ফিডব্যাক পছন্দ হয়েছে।

৩২| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৩:২৭

নিমো বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন: নিমো বলেছেন: আপনাদের মত ধর্মেও আছেন আবার জিরাফেও আছেন ব্লগাররাই ব্লগটাকে ডুবাচ্ছেন।
হা হা হা! চলুন সোনাগাজীকে দেয়া আপনার উপদেশটা একটু পড়ে দেখি।

আমার মনে হয় আপনার পোস্ট নিয়ে কেউ অভিযোগ কখনো করে নি। যারাই অভিযোগ করেছেন নিশ্চই তার আপনার মন্তব্য নিয়ে অভিযোগ করেছেন।

আপনিকি কিছুটা ডিস্টার্বড আছেন? তরকারির মতো ব্লগারের কাছে আপনি ফিডব্যাগ ডিমান্ড করছেন!!!
এখন এই তরকারির মতো ব্লগারের বলে আপনি নিশ্চয়ই প্রশংসাই করেছেন, অবজ্ঞা করেন নি।
এবার মিরোরডডলেঈ উপদেশ পড়ি
It’s all about behave and language.
Whatever manners & respect we expect from others, we should do the same for them.
If we can’t maintain this, we shouldn't go for interaction with others.

অন্যকে নির্দ্বিধায় অবজ্ঞা করলেন, কিন্তু আমার অবজ্ঞা নিতে পারছেন না। কী বিচিত্রই না ভাই আপনারা। সেহরি খেয়ে থাকলে মাথা ঠান্ডা করে শুয়ে পড়ুন।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৪৭

সোনাগাজী বলেছেন:



কিছু নিত্যদিনের বাংগালী আমাকে টার্গেট করেছে, ওরা আমার ভয়ে আছে; নিজেদের লেখার উপর আস্হা নেই।

৩৩| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৩:২৯

নিমো বলেছেন: উপরের মন্তব্যে হবে নিমো বলেছেন: আপনাদের মত ধর্মেও আছেন আবার জিরাফেও আছেন ব্লগাররাই ব্লগটাকে ডুবাচ্ছেন স্থলে হবে আপনাদের মতো ব্লগাররাই ডুবন্ত ব্লগটিকে এখনো ভাসিয়ে রেখেছেন এটাই সবচেয়ে বড় কথা।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৪৯

সোনাগাজী বলেছেন:




আপনি 'বাংগালী ব্লগ'কে বুঝেন অবশ্যই, সব কিছুই তরল।

৩৪| ০৮ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:৩৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সাসুম, মহাজাগতিক চিন্তা, শাহ আজিজভাই, গড়ল, নুরু ভাই, মোহাম্মদ গোফরান সহ অধিকাংশ ব্লগারই যে ফিডব্যাক দিয়েছেন তার পর আমার আর নতুন করে বলার মতো তেমন কিছু নেই।
এর সাথে এটুকু যোগ করি - যাদের মধ্যে সমালোচনা সহ্য করার বা পরমত সহিষ্ণুতার বিন্দুমাত্র ছিটেফোঁটা নেই তাদের সাথে গায়েপড়ে লাগার দরকার আছে কি ? আপনার প্রতি একধরণের অবসেশনে আক্রান্ত কেহ একাধিক নিক খোলে, আড়ালে সিন্ডিকেট করে সমন্বিতভাবে আপনাকে খুচাখুচি করে যদি আত্মতৃপ্তি লাভ করে, তাদের পোস্টে খামোকাই গায়ে পড়ে কেন মন্তব্য করতে যান ?

০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০৩

সোনাগাজী বলেছেন:



গত কিছুদিন আপনাকে ব্লগে না দেখে একটু চিন্তিত ছিলাম। সামু ব্লগিং বাদ দিয়ে অন্য কিছু একটা প্রমোট করছে, মনে হয়।

৩৫| ০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বড়ভাই, ব্যক্তিগত ব্যস্ততায় আমি ব্লগে একবারেই অনিয়মিত, মাঝেমধ্যে একটু উঁকি দেই।
কিন্তু, একটা পোস্ট পড়ার মত সময় পেলে আমি খুজে আপনার পোস্ট পড়তে ও মন্তব্য করতে চেষ্টা করি।
কারন, সামু ব্লগে আপনি আমার সবচেয়ে প্রিয় ব্লগার। আপনার পোস্টের বিষয়বস্তু, লেখার ঢং আমার ভাললাগে।
আপনার পোস্ট থেকে অনেক কিছু শিখতে ও জানতে চেষ্টা করি।
আপনি একজন মুক্তিযোদ্ধা, তাই আপনাকে অনেক শ্রদ্ধা করি ও বড়ভাই সম্বোধন করি।
ব্লগে উঁকি দিতে আসলেও আমি এখনো আপনার চাঁদগাজী আইডি খুজি।

অশেষ শুভকামনা আপনার জন্য সবসময়।

০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২০

সোনাগাজী বলেছেন:



আপনার, আমার মতো ভাবনার মানুষ সমাজে বাড়ানোর চেষ্টা করতে হবে আমাদেরকে, আপনাখে ধন্যবাদ।

৩৬| ০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৯

রাসেল বলেছেন: আপনি অনেক জানেন। আপনি জানেন যে অনেক মুসলিম প্রকৃত ইসলাম অনুসরণ করে না। কিন্তু আপনি ইসলামকে দোষারোপ করছেন। আপনি অহংকারী মানুষ। নিজের ভুল স্বীকার করেন না, অন্যের ভালো করা সম্ভব নয়। কিছুটা অসৎ। আপনি মানুষকে বিভ্রান্ত করেন। আপনার লেখা থেকে এটা আমার উপলব্ধি।

০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:



১৯ কোটীর মাঝে, আপনার মতো ভালোকের সংখ্যা কত জন?

৩৭| ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: ভাইয়া
পোস্ট দেখে হাসছিলাম। কষ্টও হচ্ছিলো বনের রাজা সিংহ যে ভাবে আর কি নিজেকে.... তার কি বিড়ালের মত মিউ মিউ শোভা পায়?

মোটেও না।

অথচ তুমি ঠিক এক বছর আগেও এমন পোস্ট দিয়েছিলে।
মাঝে মাঝে এমন মনোবল হারাও। কষ্ট লাগে দেখলে...

যাইহোক তুমি ঠিকই বলেছো ব্লগে খুব একটা ভালো বা আকর্ষনীয় পোস্ট নেই যা আছে সব তোমাকে ঘিরেই। আসলেই তুমি না থাকলে আর এই ব্লগে কিছুই থাকবে না মনে হচ্ছে।

নেগেটিভ পাবলিসিটি হলেও তুমি আজ সফল।

সামু ব্লগ নাম বদলে চাঁদগাজী ব্লগ নামাকরন করা উচিৎ এখন। :)

তুমি আসলেই সফল। :)

০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৩

সোনাগাজী বলেছেন:



এই নিকটা কখন ব্যান খাবে?

৩৮| ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৬

শায়মা বলেছেন: হা হা হা তুমি কি চাও ? মানে এটাই চাও নাকি ব্যান খেতে?

তাই নিশ্চয় ব্যান খাওয়া কাজ করো। :P

উপরে অনেকেই অনেক ফিডব্যাক দিয়েছে সেসব মেনে চললে নিশ্চয় ব্যান খাবে না।


কোনটা চাও? যেটা চাও সেটাই হবে। :)

মানুষ তার নিজের ভাগ্য নিয়ন্তা এটা নিশ্চয় জানো?

০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:



আমি ভাগ্যে বিশ্বাস করি না।

৩৯| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:০২

শায়মা বলেছেন: এই যে একটা বোকার মত কথা বললে,

ভাগ্য- মানে ভাগ্যে আছে এমনটা মানুষ বলে যা আলৌকিক বা কুসংস্কার বা নিজের হাতে নেই তা বিশ্বাস করা। তা বিজ্ঞানমনস্ক মানুষ বিশ্বাস করে না। আমিও করিনা আর তাই বলেছি-

মানুষ নিজেই তার ভাগ্য নিয়ন্তা। এর মানে কি ?

জানো ?

নিশ্চয়ই না। জানলে এই কথা বলতে না।

ভাগ্য একটি কুসংস্কার ও বিজ্ঞানমনস্ক মানুষ তা বিশ্বাস করে না এটাই সত্য।

আর তাই বলা হচ্ছে মানুষ নিজেই নিজের ভাগ্য নিয়ন্তা মানে ভাগ্য বলে কিছু নেই। এটা কারোরই বিশ্বাসের জিনিসও না।
যে যা করে সেই কর্মফলই ভোগ করে আর সেটাকেই এখানে ভাগ্য বলা হচ্ছে।

এই ভাগ্য তোমার সেই ভাগ্য যা তুমি নিজেই গড়বে নিজের কর্ম দিয়ে ।

মানে কৃত কর্মের জন্য যে ফল পাবে সেটা নিজেরই গড়া। সেটাই তোমার ভাগ্য। এখানে কুসংস্কার বা অন্ধ বিশ্বাসকে বুঝানো হয়নি তোমার কর্মফলকেই বুঝানো হয়েছে।


০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



মানুষ নিজেই তার জীবনের ( ভাগ্যের নয় ) নিয়ন্তা।

৪০| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫০

শায়মা বলেছেন: এইখানে ভাগ্য বলতে তার জীবন বা জীবনের প্রাপ্তিকেই বুঝানো হয়েছে।

একটু প্যাচ কষে আর কি কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না।

ছোটবেলায় সারমর্ম সারাংশ ভালো করে পড়োনি বুঝা গেলো।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:



আমি বুঝতেছি; কিন্তু আপনি জ্যাকেল, জটিল ভাই, জুলভার্ণ, ভুয়া মফিজ, মাইদুল সরকারদের পোষ্টেও একই পরিভাষা ব্যবহার করেন; ফলে, কখন কোন অর্থে ব্যবহার করছেন, সেটা আপনার থেকে পরিস্কার করে নিতে হচ্ছে।

৪১| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: সামহোয়্যারইন কিন্টারকার্ডেন স্কুল এর শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ এসব কিসব লোকজন উৎপন্ন করছে, বুঝা কঠিন!

৪২| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০২

সাজিদ! বলেছেন: ছবির এইটা কি রাশান ভাল্লুক নাকি? নিউইয়র্কে কিভাবে গেল?

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:



চিড়িয়াখানায় থাকার কথা, আমি পেয়েছি অনলাইনে।
কিছু সময় ব্লগে ছিলেন না, মনে হয়!

৪৩| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১২

শায়মা বলেছেন: একই পরিভাষা ব্যবহার করলেই কি তার মিনিংও চেইঞ্জ হয়ে যাবে নাকি? আর একই না করে কি তাদের পোস্টে দুই ই করবো!
তাদের পোস্টে এক রকম আর তোমার পোস্টে আরেক রকম একই শব্দের ভিনার্থ করবো? কি বলো এই সব আবোল তাবোল! B:-/
আর একটা কথা জ্যাকেল, জটিল ভাই, জুলভার্ণ, ভুয়া মফিজ, মাইদুল সরকারদের পোস্ট বা ক্রিমিনাল বা কে সাধু এই টাইপের মন্তব্য করা বন্ধ করো। এটাই তোমার সবচেয়ে বড় ফিডব্যাক। এত মানুষ বলছে তবুও শোধরাচ্ছে না এই স্বভাব।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, আপনার মন্তব্যের উত্তর দেয়া ঠিক হবে না। আসলে, আপনার কোন মন্তব্যের উত্তর আমি আমার মতো করে দিচ্ছি না আজকাল।

৪৪| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৯

শূন্য সারমর্ম বলেছেন:

ফিডব্যাক নেয়া শেষ হয়নি?পুরোনো অথবা পরিবর্তিত রূপে ব্লগে ফিরুন।

০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৯

সোনাগাজী বলেছেন:



ফিডব্যাক সব সময় সাহায্য করে; ফিডব্যাকের রেজাল্ট আমার আমার ভাবনার সাথে মিলেছে; ফিডব্যাক শেষ!

৪৫| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: কে জি স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের আপাতত এই নিক থেকে কমপ্লিট ইগনোর করুন। এরা আপনাকে উস্কানিমূলক মন্তব্য করে উত্যক্ত করার চেষ্টা করবে।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫০

সোনাগাজী বলেছেন:



আমি যে, খুব বেশী উত্যক্ত হই, আসলে তা'না; আমি চাইলে চুপ করে থেকে এদেরকে নিরুৎসাহিত করে তুলতে পারি; কিন্তু আমি সেটা করছি না; কারণ, এগুলোর ভাবনাচিন্তাই সমাজের জন্য সমস্যা

৪৬| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমার মনে হয়, আপনি আবারও ব্যান খাবেন।

সামুকে কিছু মানুষ 'সামুস্তান' বা 'সামুমারী' অথবা বানাতে চাচ্ছে।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৩:০৫

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, সামু বদলে যাচ্ছে।

৪৭| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অথবা... সামুকার্টেন বানাতে চাচ্ছে।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ২:৩৭

সোনাগাজী বলেছেন:



যার জ্ঞান যেদিকে কাজ করে। এরা লিখতে পারেনা, ইহাই বড় সমস্যা।

৪৮| ১৮ ই মে, ২০২২ সকাল ৯:৫৪

মিরোরডডল বলেছেন:




১৮ ই মে, ২০২২ রাত ১:৪২০
সোনাগাজী বলেছেন:

আপনি যদি ব্লগার ভুয়া মফিজ থেকে সাহায্য চাইতেন, একজন সেকেন্ড ড্রাইবার পেয়ে যেতেন। উনি একবার লন্ডন থেকে ১২০ মাইল দুরে, সমুদ্রে যাবার জন্য প্ল্যান করে অনেকদিন যেতে পারেননি; একা এতদুর ড্রাইভিং করতে পারবেন না, সেকেন্ড ড্রাইভার দরকার ছিলো।


১৮ ই মে, ২০২২ রাত ২:৩১০
সোনাগাজী বলেছেন:

মনে হয়, আড়াই বছর আগে, আমি নিউইয়র্ক থেকে সকালে ড্রাইভ শুরু করে, রাত ১০টায় সাউথ ক্যারোলিনা পৌঁছেছিলাম ( ১৩০০ মাইল), খেয়ে দেয়ে, সামুতে লগিন করে উনার ১২০ মাইল যাওয়ার জন্য সেকেন্ড ড্রাইভাবের প্রয়োজনীয়তা দেখার পর, আমি তো হতবাক! আমার মনে আছে, আনুমানিক ৪৫০ মাইল যাবার পর, আমি লান্চ করার জন্য ১ম বার থেমেছিলাম।



কি হচ্ছে এসব ?
খেলাঘর এতকিছু বোঝে, জানে, বিজ্ঞ, আর এটা বোঝে না যে প্রতিটা মানুষ ভিন্ন ।
সবার সবকিছু একই রকম হবে, তা কেনো !
অনেকে বেশী ড্রাইভ করা পছন্দ করেনা, আবার অনেকে একা ড্রাইভ করে আনন্দ পায়না, এরকম অনেক কারন থাকতে পারে, তারমানেই এই না যে ষে ড্রাইভ পারেনা ।

You don’t even know the whole story behind it what exactly happened that day or why he said this.
একজন মানুষের একটা পোস্টের একটা ঘটনার ওপর বেইজ করে তার ড্রাইভিং স্কিল সম্পর্কে জাজমেন্টাল হয়ে স্টেটমেন্ট দেয়া, এ ধরনের মন্তব্য করা কি ঠিক ?

এটাকে বলে ‘পায়ে পা লাগিয়ে ঝগড়া করা’

কদিন পর পর ফিডব্যাক পোষ্ট দেয়া হয়, তাই এই কমেন্ট রেখে গেলাম ।
এইসব শিশুসুলভ আচরণ বাদ দিতে হবে ।

১৮ ই মে, ২০২২ সকাল ১০:৩৩

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, আরেকটা ফিডব্যাকের সময় হয়ে গেছে!
আপনার কমেন্টটাই নতুন ফিডব্যাক।

১৮ ই মে, ২০২২ সকাল ১০:৪৮

সোনাগাজী বলেছেন:





স্যরি, আমি কিছু লোকজনের ব্যব হারে একটু রাগান্বিত হয়ে আছি, মনে হয়।

৪৯| ১৮ ই মে, ২০২২ সকাল ৯:৫৬

মিরোরডডল বলেছেন:

*** সে ***

৫০| ১৮ ই মে, ২০২২ সকাল ১০:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি ব্লগার মিররডলের সাথে সহমত প্রকাশ করছি। আপনার এই সব পোস্ট আসলে ব্লগারদের সাথে এক ধরনের প্রহশন ছাড়া আর কিছুই নয়। আপনাকে সম্ভাব্য সকল উপায়ে সহযোগিতা করার পরও আপনার নিজেকে পাল্টানোর নুন্যতম কোন প্রচেষ্টা দেখি না।

এটা অন্তত ব্যক্তিগতভাবে আমার জন্য ভীষন দুঃখজনক এবং অপমানজনক।

১৮ ই মে, ২০২২ সকাল ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



স্যরি, আমার মাঝে কিছু রাগ বাসা বেঁধে আছে, মনে হয়।

৫১| ১৮ ই মে, ২০২২ দুপুর ১:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রাগ অবশ্যই হতে পারে। কিন্তু সেটা নিয়ন্ত্রন করতে পারাই আমাদের কর্তব্য।

১৮ ই মে, ২০২২ বিকাল ৫:১৮

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করছি, ধন্যবাদ।

৫২| ১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৮

নিমো বলেছেন: লেখক বলেছেন:স্যরি, আমি কিছু লোকজনের ব্যব হারে একটু রাগান্বিত হয়ে আছি, মনে হয়।
আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকলে, আমি আন্তরিক ভাবে দুঃখিত। আপাতত সমাধান হিসাবে ব্লগের উগান্ডা ভাইয়ের মত বিভিন্ন পোস্টে আমাকে গাল পেড়ে রাগ কমানোর চেষ্টা নিতে পারেন।

বিঃদ্রঃ যারা এই মন্তব্যে তেল খুঁজে পেয়েছেন, তাদের অভিনন্দন। এখান থেকে তেল সংগ্রহ করে নিজে ও অন্যের জ্বালানী চাহিদা পূরণ করুন।

২০ শে মে, ২০২২ বিকাল ৪:২৭

সোনাগাজী বলেছেন:



আপনার মন্তব্য আমাকে রাগান্নিত করেনি।

৫৩| ২০ শে মে, ২০২২ সকাল ১১:৩৯

মিরোরডডল বলেছেন:




স্যরি বলাটা একটা গুড সাইন, এট লিস্ট বুঝতে পেরেছে যে কাজটা ঠিক হয়নি ।

রাগ কেনো হয় বা হয়েছে সেটা জানি, কিন্তু শুরুটা ছিলো নিজের ওপর ।
এটা কন্ট্রোল করতে হবে । যাদের সাথে যায়না, কনফ্লিক্ট হয় তাদের লেখা পড়লেও, মন্তব্য না করলেই হয় ।
আর যদিও বা করা হয়, সেখানে যদি রিপ্লাই ওয়েলকামিং না হয়, তারপর বার বার মন্তব্য কনটিনিউ করার কি দরকার, তাহলেই তো কেউ দুটো কথা বলার সুযোগ পাবে না ।

সেলফ রেস্পেক্ট টেইক কেয়ার নিজেকেই করতে হবে ।
তাহলে আর রাগ করার মত সিচুয়েশন হবে না ।

আরেকটা কথা, I don’t want to talk about age, but we all know as you mentioned so many times, you’re over 70 already. Now think about it. What is more important your health or blogging?
রেগে যাওয়া, আউট অভ কন্ট্রোল হয়ে যাওয়া এই বয়সের জন্য ভালো না ।
I also know you got an health issue.
ব্রেইনের ওপর প্রেশার হয়, এমন কিছু কেনো করবে ।
ব্লগে ছেলেপুলেদের সাথে বাকবিতণ্ডা করে নিজের ক্ষতি করে কিরকম বোকা !
Don’t do it anymore, take care of yourself.

আরেকটা কথা, আমার এই মন্তব্য যাকে লিখি তারজন্য, অন্য কেউ পড়লো কিনা তাতে কিছু যায় আসে না ।

থ্যাংকস ! আজকের পোষ্ট মজার হয়েছে ।

২০ শে মে, ২০২২ বিকাল ৪:২৯

সোনাগাজী বলেছেন:



থ্যাংক ইউ।

আমি সহনশীলতার মাঝে থাকার চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.