নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ সাহেব শাসনতন্ত্রে "সমাজতন্ত্র" শব্দটা কেন যোগ করায়েছিলেন?

১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৩৮



৬ দফায়, কিংবা শেখ সাহেবের বক্তব্যে কখনো সমাজতন্ত্রের "স"ও ছিলো না; তা'হলে, আমাদের শাসনতন্ত্রে "সমাজতন্ত্র" শব্দটা যোগ হলো কিভাবে? আমাদের জাতীর রাজনৈতিক জীবনে একজন বড় ভাবনার মানুষকে আওয়ামী রাজনীতি থেকে নির্বাসনে দেয়া হয়েছিলো, কিন্তু শেখ সাহেব সেই মানুষটির সবকথা চুপ করে শুনতেন আজীবন; এই মানুষটি ছিলেন মওলানা ভাসানী। যদিও শেখ সাহেবের ভাবনায় কখনো সোস্যালিজম'এর প্রভাব ছিলো না, মওলানা ছিলেন প্রাকৃতিকভাবে সোস্যালিষ্ট ভাবনার মানুষ। মনে হয়, শেখ সাহেব নিজে বামভাবানার মানুষ না'হয়েও শাসনতন্ত্রে সমাজতন্ত্র যোগ করার একটা বড় কারণ ইহাই হতে পারে, মওলানার ভাবনাকে একটা সমাধান হিসেবে ভাবতেন শেখ সাহেব।

বাকশাল ছিলো সমাজতান্ত্রিক অর্থনীতি প্রবর্তন করার জন্য রাজনৈতিক প্লাটফরম; এই প্লাটফরম তৈরি করায়, শেখ সাহেবকে প্রাণ দিতে হয়েছিলো; শেখ হাসিনা মিলিটারী থেকে ক্ষমতা কেড়ে নেবার পর, বাবার পথে গেলেই ভালো হতো, জাতি নিজ পায়ে দাঁড়াতে পারতো! শেখ হাসিনা সবকিছুতে বাবার কথা বললেও, বাবার শেষ ভাবনাকে কার্যকরী করার চেষ্টা করেননি।

বাংলাদেশে যা চলছে, ইহাকে অর্থনীতি ও ফাইন্যান্সের ভাষায় কোন তত্বে ফেলা মুশকিল; যদিও ইহা ৩য় বিশ্বের গলাকাটা ক্যাপিটেলিজম, তারপরও ইহার সঠিক কোন নিয়ম কানুন নেই; ক্যপিটেলিজম তার ক্রতাদের ক্রয় ক্ষমতা কেড়ে নেয় না; কিন্তু বাংলাদেশের ক্যাপিটেলিজম ক্রেতাদের সব সুযোগ কেড়ে নিয়ে, নিজেদের বাজারও নষ্ট করে দেয়। এরপরও এরা টিকে থাকে কিভাবে? এরা নিজের ব্যবসা থেকে টিকে থাকার কথা নয়, এরা সরকারের টাকায় বেঁচে থাকে।

দেশ যেভাবে চলছে, ইহা এভাবে চলে যাবে আরো কিছু বছর; তারপর, এক সময় সিরিয়া কিংবা ইয়েমেনের মতো, নিজেদের ঘরবাড়ী নিজেরাই ভেংগে মাটির সাথে মিশায়ে দেবে। এখন সমাজতন্ত্রের বীজ বপন করলে, জাতি ১০/১৫ বছরের মাঝে নিজ পায়ে দাঁড়াতে পারবে; জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে, কিংবা বেকার হয়ে একদিন মগজ হারাবে না।





মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫০

গরল বলেছেন: কিন্তু মওলানা ভাষাণীতো বাকশালের বিরোধিতা করেছিলেন আমার জানা মতে।

১১ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৬

সোনাগাজী বলেছেন:



মওলানা জানতেন যে, আমেরিকা ইহা নিয়ে ভয়ংকর সমস্যা করবে, মিলিটারী ক্যু করাবে; এটা করার আগে, শেখের দরকার ছিলো মিলিটারীটাকে ছোট করা। মওলানা শেখের প্ল্যানকে দুর্বল প্লাটফরম মনে করেছিলেন।

২| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১৩

সোবুজ বলেছেন: সমাজতন্ত্র যোগ করা ভুল ছিল।গনতন্ত্রই ঠিক ছিল।গনতন্ত্র বিকশিত হলে ধর্মনিরপেক্ষতার প্রয়োজন নাই।সবকুল রক্ষা করতে যেয়ে কোন কুলেরই রক্ষা হয় নাই।

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:



সমাজতন্ত্র হলো অর্থনীতি ও রাজনীতি একসাথে; গণতন্ত্র হলো শুধু রাজনৈতিক তত্ব, যার সাথে অর্থনৈতিক পার্ট হিসেবে পশ্চিম ক্যাপিটেলিজমকে যোগ করেছে; গণতন্ত্র এককভাবে পরিপুর্ণ নয়।

৩| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


নিজের ঘরের মাওলানার প্রভাব ছিলো;বাইরের কাস্ত্রো,টিটোর প্রভাব ছিলো কেমন?
ড.কামাল সংবিধান লেখার সময়, শেখের প্রভাব কেমন ছিলো?

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৪

সোনাগাজী বলেছেন:



ডক্টর কামাল অনেকটা স্বাধীনভাবে লিখেছেন; তবে, মুল ৪টি নীতি (জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপরক্ষতা ) হয়তো আওয়ামী লীগ থেকে বলে দেয়া হয়েছিলো; সংবিধান রচনা করার মতো কোন অভিজ্ঞতা ড: কমালের ছিলো না তখন।

৪| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৬

শাহ আজিজ বলেছেন: সমাজতান্ত্রিক ভাবনা এজন্য যে ক্ষমতা দিরঘায়িত করা যায় । শেখ পাক আমলে চীনে মাওএর সাথে দেখা করেছিলেন একটি বড় গ্রুপ সহ । এসময় তার ভাবনায় সমাজতন্ত্র যুক্ত হয়েছে বলে আমার মনে হয় । উৎপাদন কম জমি কম জায়গাতে সমাজতন্ত্র ভাল কাজ করে খাদ্যের অভাব এবং সুষম বণ্টন ব্যাবস্থায় জনগন দুটো খেয়ে পরে বাচে কিন্তু নতুন বাংলাদেশে তো সেই অবস্থা ছিল না শুধু অভাব ছিল পূর্ণ মাত্রায় জমি ব্যাবহার না করা । সাড়ে ৭ কোটির জায়গায় এখন ১৭ কোটি , জমি কমেছে কিন্তু মানুষ একদম নিরন্ন বা ভুখা নেই ।

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



এখন কম জমিতে অধিক ফসল হচ্ছে, কিন্তু জমিতে যেই ধরণের সার ব্যবহার হচ্ছে, এসব জমি একদিন আর ব্যবহার করা যাবে না; না'খেয়ে কেহ নেই, কিন্তু খাবার যোগাড় করতেই ৫০ ভাগ মানুষের জীবন শেষ! আসলে, আফ্রিকার বেশীরভাগ মানুষ খাদ্য উৎপাদন না করেও বেঁচে আছে; তবে, তাদের জীবনটাকে মানুষের জীবন বলা কষ্টকর।

আমি ২ জন ব্লগারকে জানতাম, তাঁরা সঠিভাবে ২ বেলা খাবার যোগাড় করতে পারেননি অনেক সময়।

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৩

সোনাগাজী বলেছেন:




বেগম জিয়া, এরশাদ বা জে: জিয়ার বদলে, শেখ সাহেব দীর্ঘ সময় থাকলেও ভালো হতো; তখন শেখ হাসিনাও ক্ষমতায় আসতে পারতো না।

৫| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


সিরিয়া,ইয়েমেন বাংলাদেশের প্যাটার্নে ছিলো কোনোসময়?

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৭

সোনাগাজী বলেছেন:



সিরিয়া বাংলাদেশ থেকে অনেক ভালো অবস্হায় ছিলো; ইয়েমেনের ভালো সময় ছিলো, যখন তারা বৃটিশ কলোনীতে ছিলো (১৯৬০ াসলার আগে) ।

৬| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশের অনেক মানুষ সমাজতন্ত্রকে নেতিবাচক অর্থে দেখে মনে হয়। বাকশাল নিয়ে তাদের ধ্যান-ধারণা নীচ!

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



আপনার জানা মতো, আপনার ক্লাশমেটদের কেহ কিংবা পরিচিতদের মাঝে কেহ অর্থনীতি ও রাজনীতি বুঝে বলে আপনি বিশ্বাস করেন?

৭| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০২

শূন্য সারমর্ম বলেছেন:

বাকশাল নিয়ে চালানো প্রোপাগান্ডা অ্যানালাইজ করেন।

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:



শেখ সাহেব শুরু থেকেই সবকিছুই ভুলভাবে শুরু করেছিলেন; যাক, এক সময় (১৯৭৫ সাল) উনি টের পেয়েছিলেন যে, এই জাতিকে নিজে পায়ে দাঁড়ানোর জন্য সমাজতান্ত্রিক অর্থনীতির দরকার; এখানেও উনি ভুল করেন, উনার দল ও মিলিটারীতে আমেরিকান পন্হী লোকজন ছিলো, তিনি সেগুলোর কোন ব্যবস্হা না নিয়ে "বাকশাল" গঠন করেন; কিন্তু বেশীরভাগই ভুল মানুষেরা বড় বড় পোষ্টে চলে যায়। আমেরিকা ধরে নিয়েছিলো যে, শেখ সোভিয়েতের পথে; ওরা মিলিটারীর প্রায় অফিসারকে কিনে নিয়েছিলো, মনে হয়।

৮| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২২

শূন্য সারমর্ম বলেছেন:

লেনিন,মাওকে বাঙালীদের সমাজতন্ত্র বুঝাতে দিলে, কাজ হবে?

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৫

সোনাগাজী বলেছেন:



মনে হয় না, লেনিন যখন সমাজতন্ত্র নিয়ে বিপ্লব করেছিলেন, বা মাও যখন সমাজতন্ত্র নিয়ে বিপ্লব করেছিলেন, সেসব দেশের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবন আমাদের চেয়ে উন্নত ছিলো।

৯| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
মুজিবকে হত্যা করেছে পাকিস্তানপন্থিরা। এদের দীর্ঘ পরিকল্পনা ছিল। এরসাথে বাকশালের কোন সম্পর্ক নেই।

ভাসানী ন্যাপ মুলত সমাজতান্ত্রিক সাম্যবাদি ছিল।
ভাসানী বাকশালকে ইতিবাচক বলে পুরো দল নিয়ে দ্রুত বাকশালে যোগ দিয়েছিলেন। মুজিব জীবিত থাকা পর্যন্ত উনি বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিলেও বাকশাল নিয়ে একটিবারও অসোন্তোষ জানান নি। জাসদও রব -শাজাহান কোন বিতর্ক না করে বাকশালে যোগ দিয়েছিলেন।
বাকশালের দৃশ্বমান বিরোধিতা ছিল শুধু কট্টর বামপন্থি বিরোধিতাকারিদের। জাসদের একটি ছোট অংশ গণবাহিনী। শিরাজশিকদারের সর্বহারারা। এরা বরং আরো কঠিন সমাজতন্ত্র চাচ্ছিল।

মুজিবের উচিত ছিল ৭২ সালেই বাকশাল করা। ১০ বছরের জন্য।
আরো উচিত ছিল ৭৪ এ পাকিস্তান থেকে আগত সেনা কর্মকর্তাদের মুক্তিযোদ্ধা সেনাবাহিনীতে না ঢুকানো।

১১ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:




শেখ সাহবের কন্যা কি বুঝতে পারেননি, বাবাকে কেন প্রাণ দিতে হয়েছিলো, বাবার শেষ ইচ্ছা কি ছিলো?

১০| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: শেখ সাহেবের আমল শেষ। উনি যা করেছেন, তার ফল নিমর্ম হত্যা হতে পারে না। যেটা ঘতেছে সেটা দুঃখজনক।

তার মেয়ে যা করছে, সেটা কি ভালো করছে না মন্দ করছে, এখন সেটাই প্রশ্ন।

আজ একজন চা বিক্রেতা তোব্র ক্ষোভ নিয়ে বলল, শেখ হাসিনাকে দেশের মানুষ চায় না।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২০

সোনাগাজী বলেছেন:



উনি প্রতি কথায় বলেন, বাবার আদর্শ; বাবার আদর্শ তো ২ জায়গায় (১) ৬ দফা (২) বাকশাল; উনি এই ২টা'তে নেই।

১১| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাগাজী আশা করি ৪ সপ্তাহের
আল্টিমেটামের কথা ভুলে যাবেন না।

উত্তাল সমুদ্রে মাছ ধরার দরকার কি,
তার চেয়ে বরং একটা বড়শি দিয়ে
সান্ত পুকুরে বসে পড়ুন। মাছ শিকার
না হোক লোকে শিকারীতো বলবে!

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২২

সোনাগাজী বলেছেন:



৪ সপ্তাহের থেকে ১ সপ্তাহ চলে গেছে! আপনি কি দিন গুনে চলেছেন?

আমার মন্তব্যের অবস্হা কি?

১২| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

দেশে ধর্মের যা অবস্থা,সমাজতন্ত্র গিলাতে গিয়ে নরক বানাতে যাবার দরকার নেই।

১২ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৫

সোনাগাজী বলেছেন:



এখন অবস্হা অনেকটা নরকের কাছাকাছি; এর থেকে অবস্হা হাজার গুণে ভালো হয়ে যাবে।

১৩| ১২ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:৪৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বঙ্গবন্ধু হয়তোবা মাওলানা ভাসানী অথবা মোজাফ্ফর-মনি সিংদের দ্বারা প্রভাবান্বিত থাকতে পারেন। তবে আমার মনে হয় তিনি সেই সময়ের বিশ্ব রাজনীতির এক পক্ষের সমর্থন অর্জনের জন্যই বাকশাল কায়েম করেছিলেন। এতে যতটুকু তার সমাজতন্ত্রের প্রতি ঝোক ছিল তার চাইতে ক্ষমতায় স্থায়ী থাকার আকাঙ্খাই অধিক কাজ করেছিল বলে আমার ব্যক্তিগত ধারণা।

বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ কোনো কিছুই কায়েমের সম্ভাবনা শুন্য। বাঙালিরা যেকোনো বিষয়েই খুব কনফিউজড। তাই মুক্তঅর্থনীতির সমর্থক অনেকে এর নামে বেশুমার লুটপাট হচ্ছে দেখে এর গভীরে না গিয়ে একে ওকে গালাগালি করে। ঠিক একইভাবে গণতন্ত্রের সমর্থকরা এর নামে অন্যদলকে দমন নিপীড়ন করা বা গুন্ডাপান্ডাদের ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বে আসীন হতে দেখেও হতাশ হয়ে পড়ে। অথচ নিজেরা কতটুকু সৎ ও নৈতিক মানসিকতার অধিকারী সেটা কেহ চিন্তা করে না। নিজে দুর্নীতিতে জড়িত থেকে আর জনগণকে অত্যাচার করে অন্যায় ও অবিচারমুক্ত সমাজ বা সমাজব্যবস্থার আকাঙ্খা করা কি হিপোক্রেসি নয় ?
যে দেশে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধের চরম অভাব সে দেশে কোনো তন্ত্রই সঠিকভাবে প্রয়োগ সম্ভব নয়।

১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২২

সোনাগাজী বলেছেন:



নিজ পরিবারের বাহিরে অন্য কোন মানুষের কোন অধিকার থাকতে পারে, ইহা বাংগালী মস্তিকে প্রবেশ করে না।

১৪| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাকশাল নিয়ে বাংলাদেশীদের (সবার না) ধারণা অত্যন্ত নেতিবাচক; যারা বাকশালের নির্যাতনে স্বীকার হয়েছিল তারা তো প্রচন্ডভাবে বাকশালকে ঘৃণা করে সেই সংগে অনেক সাধারণ মানুষও ভাবে বাকশাল ছিল ক্ষমতা কুক্ষিগত করার একটি কৌশল মাত্র। এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি?

১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:



বাকশালের সিকার কেহ হয়নি; তখন জেলে ছিলো সামান্য পরিমাণ রাজাকার। কোন সাধারণ মানুষ রাজনীতি বুঝতেন যে, তারা বাকশাল ও সমাজতন্র বুঝতেন?
ঢাকা ইউনিভার্সিটির ২/১ জন প্রফেসরের নাম বলুন, যারা রাজনীতি জানতেন বলে আপনার মনে হয়।

১৫| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৪

বিটপি বলেছেন: হাসান কালবৈশাখী নামে এই অপদার্থ ব্লগে এত বছর সফলভাবে টিকে থাকার একটাই কারণ হতে পারে - এজেন্ট ব্লগার। সে বালছাল যাই লিখুক - সামুর ক্ষমতা নাই এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবার।

বঙ্গবন্ধুর খুনীদের মধ্যে পাকিস্তানপন্থী কারা কারা ছিল? এদের সাথে পাকিস্তানের যোগাযোগ কিভাবে ছিল? কোন পাকিস্তানপন্থীর কি সেই সময়ে দেশে বিশেষ করে সেনাবাহিনীতে থাকা সম্ভব ছিল?

১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫০

সোনাগাজী বলেছেন:



শেখ সাহেবকে হত্যা করার জন্য বাংলাদেশ মিলিটারীকে ভাড়া করার ব্যাপারে মিডলম্যানরা ছিলো পাকী বাহিনী থেকে।

১৬| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৮

নিমো বলেছেন: ঔপনিবেশিক হ্যাংওভার এখনও কাটেনি, আর আপনি এসেছেন সমাজতন্ত্র নিয়ে। হাসালেন।

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৩:০৮

সোনাগাজী বলেছেন:


ফেইসবুক গ্রেজুয়েট, প্রশ্নফাণনস জেনারেশন, টং-চা দোকানের রাজনীতিবিদ, এরা সামান্য সোস্যালিজমও বুঝবে না?

১৭| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: শেখ সাহেব যা বুঝাতে চেয়েছিলেন মানুষ তা বুঝতে পারে নাই।

১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:



আমার খেয়াল আছে, দেশ স্বাধীন হওয়ার পর, তিনি নিজেই মানুষ থেকে দুরে ছিলেন।

১৮| ২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫১

নিমো বলেছেন: লেখক বলেছেন: ফেইসবুক গ্রেজুয়েট, প্রশ্নফাণনস জেনারেশন, টং-চা দোকানের রাজনীতিবিদ, এরা সামান্য সোস্যালিজমও বুঝবে না?
সমাজতন্ত্রের পতাকাবাহীরাই ঠিক মত বোঝে কি ? ১৯৭১ এ দেশের ভৌগলিক মুক্তির সাথে আরও যে সব মুক্তি যেমনঃ আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক যে ৫২ বছরেও এলো না। এর কোন দায় কি পূর্ববর্তী প্রজন্মের নেই ? কেবল নবীনদের গৎবাঁধা ফেইসবুক গ্রেজুয়েট, প্রশ্নফাণনস জেনারেশন, টং-চা দোকানের রাজনীতিবিদ এর মত বিশেষণের অভিধা দিয়ে হাত ধুয়ে ফেলাই কি সমাধান ?

২২ শে এপ্রিল, ২০২২ রাত ৯:০৪

সোনাগাজী বলেছেন:




১৯৭১ সালে শতকরা ১৮ জন নাম লিখতে পারতেন। আজকে কয়েক কোটী ব্যাচেলর/মাষ্টার্স/ পিএইচডি আছে। ১৯৭১ সালে, সাধারণ মানুষের জন্য বড় কাজ ছিলো যুদ্ধ করে মুক্ত করা, মানুষ তা করেছেন; শেখেরটা শেখ করতে পারেননি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.